(আমার এই লেখাটা আমি শফি ভাইকে উত্সর্গ করছি…ওনার পোস্ট পড়তে গিয়েই আমার মাথায় এটার আইডিয়া আসে। যদি লোকজনের ভাল লাগে তাইলে কুন কথা নাই…যদি খারাপ লাগে তাইলে সব দোষ শফি ভাইয়ের! আমি লিখতে পারি না, এইডা যতই সত্য হোক মানবো না…!!)
সকাল থেকেই মনটা আমার আজ খুব ফুরফুরে…প্রথমে বুঝতে পারছিলাম না কেন…আচ্ছা, আজ কি বৃহঃস্পতিবার?? ক্যালেন্ডারের পাতায় চোখ রাখতেই দেখলাম জ্বলজ্বল করছে ১০ই মে ২০৪২, মঙ্গলবার। না,তো! তাহলে? বিদ্যুত্ চমকের মত মনে পড়ে গেল আজ কি…আরে, তাই তো! আজ তো আমি ওল্ড ক্যাডেট্স হোম-এ যাচ্ছি…!!!
ওল্ড ক্যাডেট্স হোম…কত কিছু মনে পড়ে গেল…আজ থেকে বহু বছর আগে, বরিশাল ক্যাডেট কলেজের শফি ভাই এর আইডিয়া ছিল এটি। তবে এটি যে একদিন সত্যি সত্যি হবে তা কি উনি নিজেই ভেবেছিলেন?? হোমটি হবার পিছনে ১৮টি ক্যাডেট কলেজের প্রায় হাজার ৫০ ক্যাডেট এর কম বেশি সবারই অবদান রয়েছে। এত কিছু করে তবেই না ৩০০ একরের উপর বিশাল হোমটি কক্সবাজারের মত জায়গায় করা সম্ভব হল…মাথাটাকে বেশ কয়েকবার ঝাঁকিয়ে বাস্তবে এলাম। বুয়াকে ডেকে বললাম,
-‘আমার কাপড়-চোপড় আর দরকারী টুকটাক জিনিস ব্যাগে গুছিয়ে দাও তো…আর করিমকে বল ফ্লাইং শাট্লটা বের করে ব্যাগগুলো নিয়ে যেতে।’
-‘ভাইজান, আপনে সত্য সত্যই চইলা যাইবেন?? আমগো কি হইব??’
-‘তোমাদের তো চিন্তা করার কোন কারন দেখি না…সব কিছু আগের মতই চলবে, ম্যানেজার সাহেবকে সব কিছু বলা আছে…যখন যা কিছু প্রয়োজন তাকে জানাবে। আর আমি তো আছিই।’
ঠিক করেছি ১০ টার দিকে স্টার্ট করব। এখন বাজে সাড়ে সাতটা। আর মাত্র আড়াই ঘন্টা…!!!
নীলার কথা আজ খুব মনে পড়ছে…আচ্ছা, ও বেঁচে থাকলে কি আমার সাথে যেত?? মনে হয় না, উলটো আমার যাওয়াটাই বন্ধ করে দিত। কারন, এক মাত্র ছেলের সাথে থাকাটা ওর কাছে বেশী গুরুত্বপূর্ণ হত, হোক তা অন্যদেশে তবুও…এসব নিয়ে কতবার যে ওর সাথে ঝগড়া হত…আমার বেশীরভাগ কার্যক্রমই ওর পছন্দ হত না, নিয়মিত শেভ করি না কেন? শপিং এ যাই না কেন?? সিসিবি’তে সারাক্ষণ পড়ে থাকি কেন?? ছেলেকে কল করি না কেন??- হাজার কমপ্লেইন…আর আজ! আমাকে বিদায় জানাবার জন্য ও কেউ নেই…নাহ্, আজ কিছুতেই মন খারাপ হতে দেয়া যাবে না…’নীলা, আজ আর আমার চিন্তায় এস না, আজ আমার জীবনে বহুদিন পরে আনন্দ এসেছে…’
ব্রেকফাস্ট শেষ করে চা নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। ঘড়িতে বাজে সাড়ে আট। চা’টা খেয়ে গোসল করতে হবে…গালে হাত বুলিয়ে দেখলাম খোঁচা খোঁচা দাঁড়ি…শেভ করব নাকি? শুনেছি হোমের ইনচার্য এ আছেন আহসান ভাই(বিসিসি ১৯৮৮-৯৪)…খুবই কড়াকড়ি করে হোম চালাচ্ছেন…আর্মি থেকে অবসর নিয়েছেন ১০/১৫ বছর হল, তবে সেই ভাবসাব আজও যায় নাই…বরং বাড়ছে!!! সেদিন নাকি আমাদের কাকে জানি টানা এক ঘন্টা হাঁটিয়েছেন…ওর অপরাধ ও নাকী ঘুম থেকে দেরী করে উঠেছে…তবে যেহেতু আমার আজ প্রথম দিন, আশা করি শেভ না করার কারনে কিছু বলবেন না…১০টা ৮ মিনিট। গোসল করে, কাপড় পড়ে রেডি হয়ে বসে আছি…আমাদের আরিফ(বিসিসি)-ও যাবে আমার সাথে…ও আসলেই আমরা রওনা করব। ব্যাটা এখনও আসে না কেন?? ওর কপালি খারাবি আছে…ওর যে স্বভাব নির্ঘাত প্রতিদিন আহসান ভাইএর কাছে পাঙ্গা খাবে…ভাবতেই মনটা ভাল হয়ে গেল…দেরী স্বত্ত্বেও ওইটা ভেবে ওকে মাফ করে দিলাম…!
ডিং ডং…ডিং ডং… কলিং বেল? তারমানে ও চলে এসেছে??
-‘কিরে দোস্ত, কেমন আছিস??’ ঘরে ঢুকেই আরিফের প্রশ্ন।
-‘এসব পরে হবে। আমরা কিন্তু অলরেডি লেট…’
-‘আরে ব্যাপ্স না…প্রথম দিন…হইতেই পারে…হে হে হে ‘
-‘তোর লাগেজ উঠিয়েছিস?’
-‘জি ভাইয়া!!!’
আমি লাফ দিয়ে আগে গিয়ে ড্রাইভিং সিটের পাশেরটায় গিয়ে বসে পড়লাম। আরিফ হায় হায় করে উঠল,
-‘এত খানি পথ আমি ড্রাইভ করব??’
-‘আরে শুরু তো কর, পরে নাহয় আমিও করব…ব্যাপ্স না…হে হে হে…’
সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম…দেখি সবাই চোখ মুচছে…এদিকে আমার তো আর তর সইছে না…
-‘কি রে শাট্ল চালু কর।’
-‘করব, তার আগে বল কেমন লাগছে??’
-‘মনে হচ্ছে বাড়ি যাচ্ছি…’
-‘আশ্চর্য! আমারও একই রকম লাগছে…’
-‘হইছে, হইছে…এবার স্টার্ট কর।’
ও শাট্ল চালু করল। যান্ত্রিক কন্ঠে প্রশ্ন এল,
-‘শাট্ল অটোমেটিক চলবে নাকি মেনুয়াল?’
-‘ম্যানুয়াল!! দুইজনে একসাথে চিত্কার করে বললাম।’
-‘ম্যানুয়াল মোড অন করা হল, আপনাদের যাত্রা শুভ হোক।’
অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
kobir vai, my PC has been attacked by virus and that's why I am writing in Bangla.Your story made my eyes filled with tears.
Let me add something:I want an ex-Army chief as the in-charge of our Old home.Please write accordingly. 🙂
কতদিন পরে যে গড়াগড়ি দিয়া হাসতেসি =))
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ,সিনিয়রের ভুল ধরার শাস্তি হিসাবে তোকে ওল্ড হোমের জানালাগুলা সু ব্রাশ দিয়া ঘইষা নতুনের মত ঝকঝকে করার শাস্তি দেওয়া হইল। x-(
জিহাদ রে পিডা... :chup:
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
সারাদিন নেটে আজায়গা কুজায়গায় ঘুরাঘুরি করলে ভাইরাস ধরবই। 😉
মন খারাপ কইরো না, মাসরুফ। O:-)
আমার মত মাসুম বান্দারে নিয়া এই অপবাদ দেন কেমনে?
অফ টপিকঃভাইজান নাকি খালি "বিদ্রোহী" না,র্যাচেল আপারে নজরুলের পেরেমের গানও অনুবাদ কইরা শুনাইছিলেন?ভাবীর ফুন নাম্বারটা এইবার একটু দেন ছাই দেখি... 😀
😀
এই হাসির মানে কি ভাইজান?ঘটনা সত্য? 😀
ওল্ড হোমের ইনচার্যের পুরা নাম দেই নাই...মিসটেক হয়ে গেছে 🙁
ওনার পুরা নাম জেনারেল(অবঃ)মোঃ আহসান হাবিব...(সাবেক সেনা প্রধান)
এবার হইছে... 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
How about
মার্শাল আহসান হাবিব? ;;)
ফিল্ড মার্শাল হইলে আরো জুস অয়...ফিল্ড মার্শাল আহসান হাবীব...ফিল্ড মার্শাল স্যাম মানেক শ বা ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতন...বাঙ্গালি ফিল্ড মার্শাল আহসান হাবিব(অবঃ) B-)
(অতদূর না গেলেও মাসুদ রানার বস মেজর জেনারেল রাহাত খান(অবঃ) এর মত এট লিস্ট মেজর জেনারেল আহসান হাবিব(অবঃ) হইবো আমাগো হোমের ইনচার্জ 😀 😀 )
চলবো না আবার পুরা দৌড়াইবো।
না লিখলে কিন্তু.... :chup:
সাতেও নাই, পাঁচেও নাই
:duel: :duel:
কমেন্ট করা হয় না সাধারণত। তবে আপনাকে ঠেলা দেওয়ার তাগিদ অনুভব করলাম। খুব ভাল লাগতেছে। দয়া করে চালিয়ে যান। 😀 :clap:
অই গুঁতা দিল কেডা রে??? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবির এবং মাসরুফ,
আমারে কি ব্লগ থাইক্কা বিতাড়িত করবার চাইতাছিস রে বাপ?
গরীব মানুষ, চাকুরীটা খুব বেশী প্রয়োজন... অবেলায় চাকুরী হারাইতে চাইনা... 😛 এইডি কি লিখছো????? আয় হায়...।
লেখাটি খুবই ভালো লাগছে...। আমি চাই এই লেখাটা আরো চলুক...। আর ইন-চার্জ-হিসেবে আমি আজীবন থাকতে রাজি...। আমার র্যাঙ্ক মেজর জেনারেল না হোক, অন্তঃত (জেনারেল) মেজর তো হইছে? আমি অতেই খুশী...। নাকি তোমরা (জেনারেল) মেজর র্যাংকের কাউকে দিবানা ঐ পোষ্ট????
আর কবির, খবরদার, লেট করার চিন্তা ভুলেও আনবানা মনে...। আরিফ রে ও স্মরণ করাইয়া দিও। চুল, দাড়ি যেন ঠিকমত কাটা এবং শেভ করা থাকে...। শেভ করা যদি ছাইড়া দিয়ে থাকো, অর্থাৎ তোমাগোর যদি দাড়ি থাকে, তাহলে তা সঠিকভাবে ছাটাই কইরা আসবা। কলপ করার অভ্যাস থাকলে সঠিক রঙের কলপ সঠিক মাত্রায় হইতে হইবে। জুতার পলিশ যেন ঠিক থাকে। বেগাইরত ক্যাডেটের মতো আবার হোমে ঢোকার আগে প্যান্ট তুইলা জুতার টো পায়ে পড়া মোজার সাথে ঘষার চেষ্টা করবানা...।
আপাততঃ এইটুকুই। বাকি ইন্সট্রাকশন হোমে জয়েন করার পরে ইভিনিং রোলকলে পাইয়া যাইবা...। Wish Arif and you a safe journey to the Home....
(ইয়া মাবুদ, রহম কর...ইন-চার্জ হবার আগেই না আবার পদটা হারাতে হয়... 😕 )
আরিফ, দোস্ত গাড়ি ঘুরা রে... 🙁
আহসান ভাই, প্রথম দিন হিসাবে আপনের কাছে এইডা আশা করি নাই... :(( :(( :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গাড়ী ঘুরাইলে কিন্তু ব্লগের সবার গণ ধোলাই খাবার সম্ভাবনা আছে...। তারচেয়ে বরং গাড়ী না ঘুরাইয়া হোমে যাও...। লেখার মান ভালো হইলে বলা যায়না...খাতির করলেও করতে পারি... 😀
আহসান ভাই,বিশ্বের শ্রেষ্ঠ সু পলিশ পদ্ধতি হিসাবে এইটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আগামী ২০৪৩ সালের এক্স চীফ সম্মেলনে দাবী তুলার ভার আপনার উপর অর্পিত হইল। 😀
আহ, কতবার যে এমনে কইরা এডজুট্যান্টের রুমে ঢুকছি...
কলেজের সূক্ষ্ণ থাইকা সূক্ষ্ণতম স্মৃতিগুলা মনে পইড়া যাইতেছে...
মাসরুফ,
তোমার মতিগতি তো সুবিধার মনে হইতাছেনা...।
একটা ইনডিসিপ্লিনড ম্যাটার(কর্তৃপক্ষের দৃষ্টিতে) কে তুমি ডিসিপ্লিনড ম্যাটারে(ক্যাডেট দৃষ্টিভঙ্গি)পরিণত করার অপচেষ্টা করতেছ মনে হইতাছে...?
জম্পেশ.... :party:
Life is Mad.
জটিল্স 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কবির আমি একটু গবেট টাইপের পোলাতো....বেশী হাইথট করিস না ..বুঝতে পারবো না....
তাড়াতাড়ি করিস না...আমি তোর সাথে আছি.......
জটিল Stroy... carry on.(sorry ami asholei bangla type pari na. jodio mone icha ase kintu shadhho nai.)
ফোনেটিক দিয়া শুরু কইরা দেন না। ইংরেজি লেখলেই তো বাংলা হয়া যাইব।
bhai, khub e jotil. chalan naile kintu khobor ache.
অসাধারণ। জুনায়েদ ভাই, চালায়া যান।
আইডিয়াটা সেইরকম।
খাইছে!
অহন তো ডরায়া গেলাম... 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ডরাইলেন মানে?এইসব হইব না।কলেজে থাকতেই আপনের খালি ডজ দেওনের স্বভাব ছিল এখনো যায় নাই...
অফ টপিকঃকবীর ভাই,আপনের পেটে যে এত সাহিত্য এইডা কলেজে জিন্দেগিতেও টের পাই নাই মামা...ফাটাফাটি হইছে লিখাটা...।তাড়াতাড়ি পরের পর্ব ছাড়েন নাইলে কইলাম আহসান ভাইরে দিয়া পাঙ্গা খাওয়ামু...উনি আবার ব্লগে আমার গাইড কিনা...আমার কথা ফেলতে পারবেন না... 😀
আমি নিজেই কি জানতাম... 😀
জোক্স এপার্ট- অই সময়ে টেকনোলজী তো অনেক আগায়া যাইব...কিন্তু কি রকম আগাইব...কল্পনা করতে পারতেছি না... :bash:
অথচ অইসব লেখায় আসতে বাধ্য, তাই বলছিলাম কি...কেউ যদি...!!!
নাম-ধাম চেঞ্জ করতে চাইলেও আমার কোন প্রব নাই...!!
আওয়াজ পিলিজ...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কথা কম...। কাজ বেশী...। x-(
:salute:
অসম্ভব সুন্দর ক্যাডেটিও ভাবনা.. অভিনন্দন..
মাসরুফ... বেগাইরত ক্যাডেটটাকে দেখতে চাই,, ফল ইন দিয়ে হাজির করো...
ভাই, সালাম!
হাজিরা দিলাম!
(দশটা ফ্রন্টরোল দিলাম দেরি হবার জন্য! 🙁 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ