মহাখালিস্থ টিএনটি কলোনী। গেট দিয়ে ঢুকেই হাতের ডানপাশে যে প্রথম পাঁচতলা বাড়ি, তার তিন তলার দক্ষিণ পাশের ইউনিটে গতপরশু নতুন ভাড়াটে উঠেছে। বাড়ির কর্তার নাম মোঃ হাসানুজ্জামান, বিবাহিত। তার সহধর্মিনীর নাম টিনা হলেও বর্তমানে মিসেস জামান নামেই পরিচয় দিয়ে থাকেন। এর আগে যখন তারা মুন্সিগঞ্জ ছিলেন, সবাই তখন ঐ নামেই ডাকত। এদের বিয়ে কিন্তু বেশি দিন হয় নি, এই বছর খানেক হবে। সেই অর্থে এখনো এদেরকে নব দম্পতিই বলা যায়…
সকালের দিকে টিনা বাসাটাকে মোটামুটি সাইজ করে ফেলল। নতুন বাসায় উঠে সবকিছু গোছ-গাছ করে সাজিয়ে রাখা কি চাট্টিখানি কথা!! ভাগ্য ভাল ওদের জিনিসপত্র বেশি না। ফলে বাসাটাকে টিপটপ করতে বেশি বেগ পেতে হল না। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গা এলিয়ে দিতেই মনে হল, আশেপাশের কারো সাথে পরিচয় করা হয় নি। জামান আসতে রাত হবে। নতুন অফিস, কিছুদিন মনে হয় এমন দেরিই হবে। কি আর করা! নাহ্, খুব দ্রুত সবার সাথে পরিচিত হতে হবে- মনে মনে টিনা ঠিক করে ফেলল।
বিকাল বেলা। তিন তলারই উত্তর দিকের ইউনিটে থাকে হাসান পরিবার। টিনা প্রথমে ঐ বাসায় যাবার সিদ্ধান্ত নিল।
ডিং ডং…!!!
– ‘স্লামালাইকুম!’
– ‘আরে আসুন। আপনি নিশ্চয়ই জামান ভাবী??? দুই দিন ধরে আপনাদেরকে খালি একতলা-তিনতলা করতে দেখালাম। একবার কথা বলাও হল না। আসলে আমারই দোষ। আমার নিজেরই যাওয়া উচিৎ ছিল। কাজটা একদম ঠিক হয় নি… ‘
প্রথম দেখাতেই ভাবীকে টিনার ভাল লেগে গেল। ভদ্রমহিলা সম্ভবত কথা একটু বেশি বলেন, তবুও এত আন্তরিকভাবে বললেন, যে মন ছুঁয়ে গেল। টিনা ত্বরিৎ জবাব দিল,
– ‘আহা ভাবী…শুধু নিজেকে দোষ দিচ্ছেন কেন??? দেরি হয়েছে তো কি হয়েছে, এখন তো পরিচয় হল…’
– ‘তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, আপনারা বোধহয় দুইজনই…মানে বাচ্চা-কাচ্চা মনে হয় এখনো নেন নি…’
– ‘আসলে আমাদের বিয়ে খুব বেশি দিন হয় নি, আর আপাতত আমরা বাচ্চা নিতে চাচ্ছি না…’
-‘সেটাই ভাল। আপাতত নিজেরা ইচ্চামতন জীবনটাকে উপভোগ করে নিন। বাচ্চা নেবার সময় অনেক পড়ে আছে।’
– ‘তা ভাবি আপনার বাচ্চা কয়টি????’
– ‘কয়টি??? একটাকে সামাল দিতেই জান বের হয়ে যায়…..কয়েকটি হলে তো মাথাই খারাপ হয়ে যেত…’
– ‘খুব দুষ্টু বুঝি???’ টিনা জানতে চাইল।
– ‘দুষ্টু মানে??? দুষ্টুর শিরোমণি। বাসায় যতক্ষণ থাকে সবসময় হুটোপুটি করে বেড়ায়। কখনো ফুটবলে লাথি মারছে, আবার কখনো টেনিস বল নিয়ে দেয়ালে মারছে…কিংবা হয়ত ফুল ভলিউমে গান শুনছে অথবা টিভি দেখছে…নাহলে কম্পিউটারে গেম খেলছে…আমার মাথা খেয়ে ফেলতে ওর মতন একজনই যথেষ্ট!!!’
– ‘বয়স কত হল??? বাইরে গেছে নাকি??? দেখছি না যে…’
– ‘আগামী মাসে বার হবে। বিকেল বেলায় ও কি আর ঘরে থাকবে??? মাঠে গিয়ে নিশ্চয়ই ক্রিকেট খেলছে। ইদানিং খুব ক্রিকেটের নেশা হয়েছে। মাঝে মাঝে আমাকে বলে, ‘মা আমি বড় হয়ে জাতীয় দলে খেলব…!!’
– ‘এখন তো ক্রিকেট সবার কাছেই খুব প্রিয়। আর লেগে থাকলে নিশ্চয়ই জাতীয় দলে খেলতে পারবে…’ টিনার বিজ্ঞের মতন মতামত দিল।
– ‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছিনা। আমি ভাবছি এখনকার কথা। প্রায় প্রতিদিনই কারো না কারোর সাথে ঝগড়া বাধায়। গত সপ্তাহে ওর চেয়ে দুই বছরের বড় এক ছেলেকে নাকি টেনিস বল দিয়ে মেরেছে…’
– ‘হা হা হা…এই বয়সে একটু ঝগরা-মারপিট করাই ভাল। গায়ে গতরে শক্ত হয়ে উঠবে।’
ডিং ডং!!
‘ঐ বোধহয় এল।’- বলে মিসেস হাসান দরজা খুলে দেবার জন্য উঠে গেলেন। প্রায় সাথে সাথে এগার-বার বছর বয়সি একটি ফুটফুটে মেয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকল।
-‘হ্যালো! তুমি পাশের বাসার নতুন আন্টি না??? আমি তোমাকে কয়েকবার দেখেছি…’
-‘হ্যাঁ, আমি পাশের বাসার নতুন আন্টি…তুমি?’
-‘এই শান্তা, তুই তোর আন্টিকে সালাম দিলি না কেন???’- মিসেস হাসান মেয়েটার মাথায় হাল্কা চাঁটি মেরে বললেন।
– ‘ওহ হো, আই এম সো সরি। আন্টি স্লামালিকুম!!!’
-‘আপনার মেয়ে?????’ টিনা বেশ কিছুক্ষণ পর কোনমতে বলতে পারল।
-‘হ্যাঁ, এত অবাক হচ্ছেন কেন বলুন তো??? আপনি কি ভেবেছিলেন???’
– ‘না মানে, আপনার কথা শুনতে শুনতে কেন জানি ভেবে নিয়েছিলাম আপনার সন্তানটি ছেলে…এত দুষ্টামির কথা বলছিলেন তো…’
– ‘মেয়েরা দুষ্টু হতে পারবে না-এমন কোথাও লেখা আছে নাকি??? তাছাড়া সময় এখন অনেক বদলেছে। আর আমি ব্যক্তিগতভাবে ছেলে-মেয়ের মধ্যে কোন ভেদাভেদ করি না।’
-‘আমিও তাই মনে করি। কিন্তু এখনো বোধহয় অস্থি-মজ্জার ভিতরে কোথাও ঘাপলা রয়ে গেছে…’
-‘ভাবী, আমরা মুখে যতই ‘নারী স্বাধীনতা’ ‘নারী স্বাধীনতা’ বলি না কেন, আমাদের কথায় ও কাজে যতদিন মিল না হচ্ছে- সত্যিকার অর্থে তা কোনদিনই হবে না…
-‘হুম!!! আপনি ঠিকই বলেছেন। আচ্ছা ভাবী, আজ তবে উঠি…পরে আবার কথা হবে।’
-‘যাবেন, ঠিক আছে। আমি মেয়েটাকে একটু কিছু খেতে দেই…আর এখন তো আমাদের পরিচয় হয়েই গেল…যখন ইচ্ছা চলে আসবেন। ঠিক আছে???’
– ‘ঠিক আছে…’ বলে টিনা বাসায় চলে এল।
বাসায় ফিরতেই টিনা বুঝতে পারল ওর ভিতরে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। নিজেকে এখন অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ঠিক করে ফেলল, এখন থেকে পরিচয় দেবার সময় নিজেরই নাম ব্যবহার করবে…আর মিসেস জামান নয়। আর একটা ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হল…ওদের সন্তানটা যেন মেয়ে হয়…!!!!
**** এক মিসেস জামান বদলে গেলেন, আমরা সবাই কবে বদলাবো?????????
১ম হয়ছি জুনা ভাইয়ের পোষ্টে :awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কড়া দেইখ্যা এক কাপ চা নিয়া আয় তো... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রঙ চা নাকি দুধ চা?? চিনি কম না বেশি??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জুনা ভাই, অত্যন্ত ভাবানোর মত একটা লেখা। খুবই সুন্দর এবং চিন্তোদ্রেককারি।
থ্যাংকু... 😛 😛
এবার যা দশটা ফ্রন্ট্রোল দে... :grr:
দুইদিন ধইরা বহুত জ্বালাইতেছস... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেন ভাই আমি আবার কি করলাম 😕
োহ আপনি যখন বলছেন :frontroll: *১০
দুবার এসে কমেন্ট লিখেও দিতে পারলাম না। বদল হওয়া আসলে অনেক জটিল একটা ব্যাপার।
কপিরাইটঃ প্রথম আলো
দুই পরিবারেরই কর্তার নাম হাসান 😮 পুরুষ মাইনসের নামের কি অভাব পড়ছে নাকি? 😡
গল্পের মেসেজটা মাঝ-বয়সি নারীবাদিদের সন্নিকটবর্তী হবার জন্য বেশ 'সুবিধাজনক'। জুনার ভাব-গতিক ভালা ঠেকতাছেনা। ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, নামের ব্যাপারে আমারে মাফ করি দেন...লেখার সময় নামই খুঁইজ্যা পাই না... :(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পোষ্টের নাম দেইখা আইয়ুব বাচ্চুর "চলো বদলে যাই...তুমি কেন বোঝনা..." গানডা মনে পইরা গেল। আহারে :dreamy: :dreamy:
এই টিনা ভাবী কি ফৌজি ফ্যামিলির? 'ঘাপলা' শব্দটা দেইখা আমারও কেমন যেন ব্যাপারটা ঘাপলা লাগতেছে :-B
ঘাপলা কে 'বোল্ড' করতে গিয়া 'উদ্ধৃতি' হয়ে গেল ~x(
মানে আমি নিজেই ঘাপলা করে ফেললাম 🙁 । ঘাপলা' র ব্যান চাই 😡
ঠিক । ঠিক।
মিসেস কামরুল হাসানকেও বদ্লাতে হবে। 😉
😮
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😮 😮 😮
আগে তো :just: মিসেস কামরুল হাসান হতে হবে... 😀
তারপর না বদলানোর প্রশ্ন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( এইখানে যাস্ট আইলো কৈথিকা??? x-(
কমেন্ট লিখতে গেলে বক্সের উপ্রে ইমোর একটা সিরিয়াল আছে, ওইটার পাশের more » এ ক্লিক করলে :awesome: এইটার বাম পাশের ইমোটাতে ক্লিক করলেই :just: আসে, তাইলে বুঝাই যাইতাছে আইলো কৈথিকা 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz: :just: :pira:
~x( ~x( ~x( :((
:khekz: :khekz:
ভাইয়া ক্যান যে ডজার হইয়া গেলা?? ~x(
কবে যে বদলাইতে পারমু.... :dreamy:
জুনা, তোর গল্পগুলোয় সবসময় একটা বক্তব্য থাকে। আর আমাদের মধ্যে সেটা স্পষ্টভাবেই ঢুকে যায়। :boss: :boss:
ভালো লাগল গল্পটা।
অফটপিকঃ
এখানে মনে হয় মিসেস হাসান হবে।
ঠিক কইরা দিছি...। 😀 😀 😀
মাথা পুরা আউলায়া গেছিল... 🙁
আর এত তাড়াতাড়ি লিখছিলাম... :shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀
ভাল লিখছিস জুনা । আরো লিখ তোর মধ্যে প্রচুর গ্রে ম্যাটার আছে 😀 ।
ভাল লেখা।
অফটপিক: ১৫টা মন্তব্য পড়ে গেল, সামিয়ার দেখা নাই কেন? এই সামিয়া, জুনায়েদকে ৩টা ক্যাডবেরিসহ একটা চা দিও। আর ইয়ে, ওর পাশে আমিও আছি...
এ্যা... ইয়ে... মানে... আমিও থাকি; নাকি?
আদনান ভাই খালি চান্স খুজে
ইউসুফ ভাই বলসে চা দিতে??? 😮 😮
দাঁড়ান আমি দারচিনি দিয়ে চা নিয়ে আসতেসি
সাথে ফাইভ স্টার
@ইউসুফ ভাই
সামিয়া কে বোমাবাজ থেকে "চা-বাজ" বানালেন।
আপু, আপনি এসে কোন কমেন্ট না করে চলে যান, লেখালেখি তো মনে হয় ছেড়েই দিয়েছেন। 🙁 🙁
য়াপু চা এর পর কি পা বসবে না?
সেলিনা আপা, এইটা একদম ঠিক না, আমি কিন্তু আপনের ভার্সিটিতে আগুন ধরায় দিয়ে আসবো...কি আপনে শুধু টুকুশ করে কমেন্ট করে চলে যান 🙁
ধুর, সেলিনাপুর ব্যান চাই... 😛
আপু ব্যস্ততা কমে নাই??? :-B
আপ্নে লেখা দিবেন কবে??????? :(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সেলিনা আপু যে কবে আবার এডিটেড হবেন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি কিন্তু আপনের ভার্সিটিতে আগুন ধরায় দিয়ে আসবো… 😮 😮 😮
ওই তুমি কি স্ত্রিপ্ট রাইটিং শুরু করছ নাকি? বাংলালিংকের/প্রথম আলোর? সেই রকম লাগে ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:no: :no: :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বদলে যাও, বদলে দাও।
জুনি ভাইয়ের লেখার ফ্যান হয়ে গেলাম। :thumbup: :thumbup: :thumbup:
😀 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
একটা ভাল ডিরেক্টররে দরকার... জিনিসটারে একটা ফর্ম-এ দাড়া করান লাগবো। :clap: :boss:
কামরুল ভাই তো আছেনই... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বর্তমান শতাব্দীর নারী জাগরনের অগ্রদূত ... বেগম জুনাকেয়া ...
লও লও লও সালাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) :pira:
:khekz: :khekz:
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
এই সুযোগে যদি 'কিছু' হয় আর কি... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মুখে নারী জাগরনের কথা বলে ... সেই সুযোগে কিছু হওয়ার অপেক্ষায় বসে থাকা বেগম জুনাকেয়া'র ১০০ দোররা মাইরা শাস্তি চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
;)) ;))
:gulli2: :gulli2:
=)) =)) :just: :pira:
ইয়ে মানে আমার বর্তমান ইয়ের পদবীও আমার মতই "হোসেন",এমনকী বানানটাও এক।উনাকে বিবাহ করলে যদি কেউ মিসেস হোসেন বইলা ডাকে তাইলে সমস্যা হইবনা বইলাই মনে হয় :shy: :shy: :shy:
উফফফ, মাস্ফু, তুমি একা মানুষ, কয়টারে বিয়া করবা। ট্যাকেল করবা কিভাবে? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, পিডান মাস্ফ্যুরে! x-( x-( x-(
ঐ..
x-( ফয়েজভাই কি আকারে ইঙ্গিতে আমাকে 'চরিতে খারাপ" বইলা খোঁচা দিলেন??? x-( x-( x-( আপনে নামাজি মানুষ এই ছিল আপনার মনে??? x-( x-( x-( এই রকিব,ফয়েজ ভাইকে চায়ের সাথে জোলাপ মিশায় দে তো,লাগে টাকা দেবে মাস্ফ্যু হোসেন x-( x-(
*চরিত্র হবে
ফয়েজ ভাই কি আকারে ইঙ্গিতে আমাকে চরিত্র ঢিলা বইলা খোঁচা দিলেন? x-( নামাজি মানুষ হইয়াও এই ছিল আপনার মনে?কয়টারে বিবাহ করব মানে?আমি তো একজনকেই মন প্রাণ সব সঁপে দিয়েছি(কপিরাইটঃওমর সানী)
রকিব,ফয়েজ ভাইরে চায়ের সাথে জোলাপ মিশায় দে তো x-(
:-/
জোলাপ দিবা, মায়া লাগব না এক্টুও?
আমি খোচা তো দেই নাই, তয় কইতেছিলাম কি, আইজকাইল্কার মাইয়া, যে ডিমান্ড, একটা সামলাইতে হাবুডুবু, তুমি এত গুলা সামলাও ক্যাম্নে? টিপস চাইতেছিলাম আর কি :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) :khekz: :khekz:
ভাবী বাচ্চা থাক্তে কিসের টিপ্স?আপনের তো মিয়া জেসিসির ভাষায় বলা যায় "টুপির তলে *টি"(চ)
বি দ্রঃএইটা আমার ডায়ালগ না, আমাদের সাপ্লাইয়ার অয়ন একবার মাহফুজ ভাইয়ের কাছ থিকা নামাজ পড়ার অনুমতি নেওনের সময় উনি এই ডায়ালগ দিয়াছিলেন।বড় ভাইইয়ের নামে কু ইঙ্গিত দেবার অফ্রাধে আমি আমার নিজের ভ্যাঞ্চাই 🙁
খাড়াও তোমারে হাতের কাছে পাইয়া লই
অফটঃ জুনি গ্রুপে আইসা একটা প্রবলেম হইছে, কাউরে পাংগাইতে পারি না, পাংগা দিতে ধরলেই সানা ভাই আইসা ডিষ্টার্ব দেয় 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জোলাপ না ... গোলাপ হবে ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আসে নাই দেইখা দুইবার কমেন্টাইছি এখন দেখি দুইটাই আসে 🙁
:just: একটু ভুল হইয়া গেছে।
x-( আবার :just: ???আইন সবার জন্য সমান,লইয়ার বইলা পার পাবিনা কইলাম x-(
আমি মিসেস জামান নই কেমনে বদলামু বুঝতাছি না 🙁
আচ্ছা মিসেস জামান বদলায়া কি ফুটবল আর ইদানিংকালের ক্রিকেট খেলা শুরু করছে??
ধুর এত সুন্দর একটা লেখায় ফান করায় আমি নিজেই নিজের ব্যাঞ্চাই
লেখার স্টাইলটা দারুণ হইছে :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মিসেস জামান বদলায়া এখন এমজিসিসি'র ক্যাডেট জামান হইছে ... :-B
(হ্যালো এভ্রিওয়ান দ্রষ্টব্য)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:boss: :boss: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:just: :pira:
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
মিসেস জামান বদলায়া কি ফুটবল আর ইদানিংকালের ক্রিকেট খেলা শুরু করছে
:clap:
:pira: :pira: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সবাই এইখানে মোরাল অব দ্যা স্টোরি নিয়ে বলে গেল।
কিন্তু আমার তার চেয়েও বেশি ভালো লাগলো গল্প বলার ঢংটা ।
পুরা জাত লেখকের মত :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
আমিও এটাই নোটিস করছি
আমার মন্তব্য দ্রষ্টব্য
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইটা আমিও নোটিস করছি
কিন্তু কাউরে কই নাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
😛 😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও জানতাম কিন্তু কই নাইক্কা 😀
আরে এইটা তো আমি আগেই কইছি আমার মন্তব্যে, স্ত্রিপ্ট লেখছে এই পোলায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওরে জুনা, বেড়ে লিকেচিস দাদা :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug: :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যাএবার গুণে গুণে পুরো পঞ্চাশটা ফ্রন্ট্রোল দিয়ে আয় :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori:
তাও ভাল বেড়ে বলেছেন।এ কারের জায়গায় আকার হইলেই কর্ম শ্যাষ হইত,জাস্ট ব্যান খাইতেন 😀
জুনা কি গ্রে'তে চাকরি লইছো? নাকি প্রথম আলোয়? ~x(
তবে লেখাটা দারুণ হইছে। পুরা চমকাইয়া গেছি! জুনা এতো ভালো লিখিস কেম্নে? :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আজকে থেকে আর মাটিতে পাই দিব না... :awesome: :awesome: :awesome:
সানা ভাই, বড়ই অনুপ্রাণিত হলাম... :salute: :salute: :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খুবই ভালো লেখ। লেখায় একটা ফ্লো আছে। এই যুগের ছেলে গুলি বেশী ফটকা, আবার মেয়ে গুলিও বেশী ফাস্ট। আমার নিজের একটা মেয়ে হয়েছে। আমি খুবই খুশী। তবে মানুষ করতে না পারলে 'ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই নষ্ট'!
বস থ্যাংকু... :salute:
আমাদের ভাতিজি বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে- আমি শিওর... B-) (ইনশাল্লাহ আরকি... 😀 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মন্তব্য করা হয়নাই, তোর গল্পের হাততো চমৎকার। 🙂
দাদাভাই ক্যান যে লিখিস না? :chup:
লেখাতো ভালো হবেই, দিদির ভাই বইলাই কথা :-B