আজকাল আমাদের একটা মুদ্রাদোষ হল কথায় কথায় ‘কি লাভ? মরতে তো একদিন হবেই…’ বলা। ‘আমাদের’ মানে আমাদের ইনটেকের পোলাপাইনের। যে কোন গেট-টু-গ্যাদার টাইপ কিছু হলেই মোটামুটি শুরু হয়ে যায়…
দেখা গেল দুই/তিন জন হয়ত খুব গভীর মনোযোগের সাথে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, এটা দেখে অন্য একজন খুব সিরিয়াস ভঙ্গিতে তাদের জিজ্ঞাসা করবে,
-দোস্ত, তোরা কি নিয়ে কথা বলিস?
-শেয়ার মার্কেট নিয়ে…
-এই যে তোরা এত সিরিয়াসলি এত আলোচনা করতেছিস, কিন্তু কি লাভ? মরতে তো একদিন হবেই…
গত সপ্তাহে আমাদের রায়হানের বিয়ে হয়ে গেল। ওর গায়ে হলুদে আমরা কয়েকজন গিয়েছিলাম। বেশিরভাগই বিয়ের দিন যাবে বলে, ঐ দিন খুব বেশিজন হয় নি। তো, আমরা যে কয়জন ছিলাম তারা ঠিক করলাম আগে খাওয়া-দাওয়াটা সেরে নিতে হবে। অবশ্য এই সিদ্ধান্ত নেবার সময়ও কয়েকবার ‘কি লাভ?? মরতে তো…’ প্রসংগটা এসেছিল।
যাই হোক, আমরা প্রথম ব্যাচেই বসে পড়লাম। এক টেবিলে মোটামুটি নিজেরা কয়েকজন মিলে গল্প-গুজব শুরু হয়ে গেল। এর মাঝেই ওয়েটার প্লেট-টিস্যু-গ্লাস দিয়ে গেল। আমি আমার পাশে বসে থাকা সাইদকে জিজ্ঞাসা করলাম,
-কিরে, হাত ধুতে যাবি না???
-হাত ধুয়ে কি লাভ??? মরতে তো একদিন হবেই…!!!
কিছুক্ষণ পর।
ওয়েটার খাবার নিয়ে এসেছে। বেশিরভাগই ততক্ষণে হাত ধুয়ে প্লেট উল্টিয়ে প্রস্তুত হয়ে গেছে। আমি কিছুক্ষণ উশখুশ করে সাইদকে জিজ্ঞাসা করলাম,
-দোস্ত, একটা কথা জিগাই…তুই কি দিনে মরতে চাস, নাকি রাতে???
ও একটু ভেবে নিয়ে বলল,
-চল, রাতেই মরি…
ওকে! বলে হাসি দিয়ে আমরা দুইজন হাত ধোবার জন্য উঠে পড়লাম।
________________________________________________________
এই বার কিছু সিরিয়াস কথা বলি।
জানি মরতে এক সময় হবেই। হোক তা দিনে কিংবা রাতে-মরার আগে ফ্লাশ ব্যাকের মতন জীবনের পার করে আসা মুহূর্ত গুলো যদি মনে পড়ে, আমি নিশ্চিৎ কলেজের সেই সোনালী সময়গুলো মনে করে শত কষ্টের মাঝেও আমার মুখে হাসি ফুটে উঠবে।
আর একেবারে শেষ সময়ে যদি পাশে ওদের কেউ থাকে, সেক্ষেত্রে চলে যাওয়াটা ভাব-গাম্ভীর্যপূর্ণ না হয়ে অট্টহাসির মাধ্যমে হওয়াটা বিচিত্র কিছু নয়।
ধুর! এত সিরিয়াস কথা বলে কি লাভ?? মরতে তো একদিন হবেই…!!!!
শুধু একটা কথা বলে শেষ করি-দোস্তস্, তোদেরকে খুব খুব ভালবাসি…যে যেখানেই আছিস, ভাল থাকিস…সবসময়…
😀
পরথম হইয়া দাঁত বাইর কইরা কি লাভ,মরতে ত একদিন হবেই!
হ, ঠিক কইসস!!!! 🙁
awesome....
কমেন্ট কইরা আর কি লাভ, মরতে তো একদিন হবেই।। :)) :)) :)) :))
:clap:
সো লেটস্ স্টার্ট লিভিং এ লাইফ, স্যাল উই? 😀 [কপিরাইটঃ জুবায়ের অর্ণব 😛 ]
সংসারে প্রবল বৈরাগ্য!
কি মাভ, মরতে তো একদিন হবেই? কি বলেন কাইয়ূম ভাই?
এই মাভ টা কি? 😕 হ্রস্ব ই কার থাকলে পিরা লিঙ্গুয়িজ ভাবতাম, এখন তো বুঝতে গিয়া পিরা যাইতাসি :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
আর বুইঝা কি করবি ??
মরতে তো একদিন হবেই ........
বস মইরা আর কি করবেন, মমরতে তো একদিন হবেই.......
কথা সত্য, মরতে তো একদিন হবেই......
তুই কখন মরতে চাস জুনা, দিনে না রাতে? 😀
মৃত্যু নিয়া আমার কোন ফ্যান্টাসি নাই... :no:
আমি চাই ঘুমের মধ্যে মরতে...টুপ করে... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পুন্নিমার চান্দের লাহান রাইতে মরবার চাই, যাতে কি দিন কি রাইত বুঝা না যায়।
মরতে যখন হইবোই.........।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি এখনই মরতে পারি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মরবাই যখন, মরার আগে চ্যাম্পিয়নস লীগের একটা প্রিভিউ দিয়া যাও ......
আজ রাইতে দেই?
এইখানে চোখ রাইখেন 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ওয়াও !!!!!!!!!!!! কামরুল লেখা দিবে ????!!!!!!!!!!
মরতে যখন হবেই, লেখা দিয়াই মরি 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই যে এইটা হইলো গঠনমুলক চিন্তা ভাবনা ...
অপেক্ষায় থাকুন।
কালকের পত্রিকার জন্যে লেখা চলতেছে। সেটা শেষ হলে সিসিবিতেও দিয়ে দেব 😉
আর তার আগে মইরা গেলে আমার দোষ নাই।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:clap:
এত কথার দরকার কি? মরতে তো একদিন হবেই
ভুল ধইরা আর কি লাভ, মরতে তো একদিন হবেই
এত মরামরির আলাপ কইরাই বা কি লাভ, মরতে তো একদিন হবেই
এত বড় কমেন্ট কইরাই বা কি লাভ আফতাব ভাই, মরতে তো একদিন হবেই.....
তানভীর, আফতাবের বড় কমেন্টে এরম একটা রিপ্লাই দিয়াই বা কি লাভ বল, মরতে তো একদিন হবেই….. যাই মরার আগে ফ্রিজ থেইকা একটা মিষ্টি খায়া আসি। অবশ্য মিষ্টি খাইয়াও বা কি লাভ, মরতেতো একদিন......
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই মরার আগে ইচ্ছা আপ্নার একটা নতুন লেখা পড়ার।
অবশ্য লাভ নাই, মরতে তো একদিন হবেই
এত কথার কি দরকার, মরা তো লাগবোই 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মরেই বা কি হবে?মর্তেতো একদিন.... 🙁
এই পোস্ট লিখা কি লাভ হইল?মরতে তো একদিন হবেই.........
এই পোস্ট পইড়াই বা কি লাভ হইল?মরতে তো একদিন হবেই......
কমেন্ট কইরা কি লাভ হইল?মরতে তো একদিন হবেই...... :khekz:
ইয়ে মানে,এত্তগুলা বড় ভাই এর মধ্যে আমি জুক্স করে ফেললাম,গড়াগড়ি দিমু কিনা ভাবতেছি। 😕 অবশ্য গড়াগড়ি দিয়েই বা কি লাভ......মরতে তো একদিন হবেই... :awesome:
এমনে হইলে এখন মরলেও আফসোস নাই 😀
জুনা দা মনডা খারাপ হইয়া গেল 🙁
২০১২ সালের আগে মর্তাম্চাইনা...জুনাভাইর বিস্ময়বোধক চিহ্ন ছাড়া ব্লগরব্লগর দেখতাম্চাই :gulti:
এইসব অলীক স্বপ্ন দেখে আর কি লাভ বস...সব তো কাঠুরিয়ার ইচ্ছা 🙁
:duel: :goragori: :duel:
x-( x-( x-(
গত কয়েকদিন ধরে অসাধারণ একটা গান শুনতেছি, এবং সত্যিকার অর্থেই, মরে যাবো একদিন এটা ভেবে দুঃখবোধ হচ্ছে। প্লিজ জুনাভাই, গানটা শুনেন, ভালো লাগতে বাধ্য। গানের নাম তানিয়া, অঞ্জনের নতুন সিনামা ম্যাড বাঙালির গান, সংগীত ডিরেক্টর নচিকেতা।
কয়েকটা লাইনঃ
জানি হারিয়ে যাবে জানি আমাদের এই গল্পটা
জানি ফুরিয়ে যাবে জানি সকলের ছেলেবেলা...
জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া
তবুও হয়তো থেকে যাবে আমাদের গান তা-নিয়া
গানের লিংকঃ
http://www.mediafire.com/?jzgudzjgyy0
তা-নিয়া বলতে কি গীতিকার এর ডার্লিং এর কথা বুঝাইসে নাকি তা নিয়ে রে ছন্দ মিলাইতে অমনে কইসে? যদি ছন্দ মিলানোর জন্য হয় তাইলে কমু এই শব্দটার জন্যে এন্ডিং লাইনটা কেমন ক্ষ্যাত লাগতেসে 😕
সাতেও নাই, পাঁচেও নাই
গানটা শুন। দুই লাইন পইড়া কমেণ্ট করলে খেলুম্না।
শুনলাম। এইবার আয় খেলি ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
আইচ্ছা! উলটা ঘোর >:)
😮 তোরা কি পিসিসি?
ঐ
কিন্তু তারপরও ভালো লাগল :thumbup:
@রায়হান ভাই,...সিনেমাটার নাম মনে হই ম্যাডলী-বাঙালি ....আর সঙ্গীত পরিচালক এবং এই গানটার গায়ক নীল দত্ত(অঞ্জন-পুত্র)......(ভাই আমি আবার অঞ্জনের মুভিগুলা খুব ভালা পাই.... 🙂 তথ্য ভুল হইলেও হইতে পারে...হইলে :frontroll: :frontroll: :frontroll: )
@জিহাদ ভাই,...তানিয়া গায়ক/নায়কের ডার্লিং এর নাম আবার এই গানটারও নাম...এখানে মনে হয়...গানের নাম বুঝানো হইছে....কিন্তু .'তা-নিয়া' লেখার ফলে এক ধরনের কনফিউসন হচ্ছে....
রিফাত
সবই ঠিক ছিল। কিন্তু গানটার গায়ক নীল দত্ত নয়, অর্ক মুখার্জী। বিস্তারিত এখানে দেখ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি মুভি দেখিনাই (শুনছি খুব পঁচা)। যাই হোক একজন সেদিন গানটা দিলো। বললো যে শুনতে। আমি প্রথমবার শুইনা অতোটা ভালু পাইনাই। পরে সেদিন জামের মধ্যে বসে আবার শুনলাম মনোযোগ দিয়ে। কথাগুলা এতো ভালো লাগছিল। আমিও গানে তানিয়াইই ধরে শুনছিলাম। কিন্তু মুভি না দেখায় হঠাৎ কনফিউজড হয়ে গেছিলাম তা-নিয়া হবে নাকি ভেবে। যাই হোক, পরে তা-নিয়াও খ্রাপ লাগেনাই, কারণ ততক্ষণে গানের পুরা পাংখা হয়ে গেছি। এইহইলো বির্তান্ত। আর মিউজিক ডিরেক্টর, সিনামার নাম সব ভুল কইছি, কারণ যে গান্টা দিসিলো সে ভুল কইছিল 😀
গানটা আসলেই জটিল.... :guitar:
কামরুল ভাই,...ধন্যবাদ... 🙂
@রায়হান,
গানটা শুনলাম...ভালো লেগেছে...তবে, জিহাদের কমেন্ট পড়ে তা-নিয়া/তানিয়া কেমন কেমন লেগেছে...ওরে মার... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাইরা যদি মরতে না হইতো তাইলে না হয় কথা ছিল।
কিন্তু.... 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
জুনাভাই, কিমুন্কিমুনলাইগ্গালাব্কি? মর্তেতোহইবৈ ..........
এত মরামরির আলাপ কইরাই বা কি লাভ, কিংবা এইসব সিনেমার আলাপ কইরাই বা কি লাভ, মরতে তো একদিন হবেই...
বাই দা বাই, মরার আগে কিস্তি টুপি পইরা লইস :awesome:
ভাই, কমেন্ট লেখা শেষ কৈরাই আমার মনে হইছিল...এসব লিইখা কি লাভ....মরতে তো একদিন হবেই…:( 🙁
নতুন কইরা কিছু কিস্তি টুপি বানানো লাগব......
দাড়া, কিস্তি টুপি নিয়া তোরা যে খিস্তি লাগাইসস, তার জন্য নতুন কিস্তির ফিরিস্তি নিয়া আসতেসি, পরের ব্লগ-এ ... :grr:
সেইরকম একটা পোস্ট পড়লাম :khekz: আর কমেন্ট পইড়াই মনে হইলো... পরতে তো আমার হবেই, যেই না কইসি, সাথে সাথেই চেয়ারের একটা চাক্কা খুইলা মাটিতে পইড়া গেলাম :bash:
এখন ঘাড়ের ব্যাথা নিয়াই হাসতেসি :))
কমেন্ট এর জবাব দিতে গিয়ে থমকে যেতে হল,
কি লাভ জবাব দিয়ে?? মরতে তো... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সহমত। জীবনটা বেশি ছুটো। অনেকের আবার বেহেশত আছে, আমার লাইজ্ঞা তাও নাই, হতাশশশশ :((
তোর জন্যে আছে আয়েশা টাকিয়া।
সে কি বেহেস্তের চেয়ে কম?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আয়েশা টাকিয়া কি ??????
বস, এইটা হইলো পৃথিবীর সবচেয়ে বড় ডেইরী ফার্ম ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আড়ং এর?
হুম ..... মিষ্টি বেচে এরা ?????
শুধু মিষ্টি, কত কি বেচে............
কেন তুমি খাও নাই 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি মালেয়শিয়া আসার পরে মনে হয় চালু হইসে ......
এই কোম্পানীর মিষ্টির ভ্যারিয়েশন কিরকম ?????
খুবই ভালো মিষ্টি। খাঁটি দুধের ছানা থেকে তৈরি 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
প্রিভিউ কই ?????
কাম্রুল, ফ্রন্ত্রোল লাগাও .........
=)) =)) =)) ইশ এই লেখাটা আগে পড়লে সশরীরে পঁচাইতে পারতাম আপনেরে...হায় রে,কি সুযোগ হাতছাড়া হয়া গেল রে...
=)) =)) =)) =)) এইডা কি কইলেন কামরুল ভাই
এই পোলাডা আর ফয়েজ ভাইরে সরল মনে বিশ্বাস কইরা শালীর সামনে পুরা বেইজ্জত হইসি ... 🙁 🙁 🙁
=)) =)) =)) =)) =)) কেন বস,"আয়েশা টাকিয়া ডেইরি ফার্ম" নামে গুগলাইছিলেন নাকি? =)) =)) =)) =)) =))
গুগ্লাইনাই, এইটাই তো ভুল হইসে ...... এই ডেইরি ফার্মের ব্যাপারে ডিরেক্ট জিগাইসিলাম।
=)) =)) =)) =)) :pira: :pira:
এইটা কি শুনাইলেন?? :)) :)) :))
:pira: :pira: :pira:
ওই পোলাপাইন ...... হিন্দি সিনেমার খবর নাহয় একটু কম রাখি ... তাই বইলা গিরগিরাইয়া হাসনের কি আছে ???? x-( x-( x-( x-( x-(
:)) তাই বইলা শালিরে ডেইরি ফার্মের কথা জিগাইবেন??
মিষ্টির কথা জিগাইসিলাম ......
ইয়ে মানে,শালীর রিএকশান কি ছিল জানতে পারি কি? =)) =)) =)) =)) =))
বস তাও ভাল্মিষ্টির কথা জিগাইছেন।চিন্তা করেন তো-দুলাভাই তার শালীকে জিজ্ঞাসা করতেছে-"আচ্ছা অনিমা,শুনলাম আয়েশা টাকিয়া নাকি বিশ্বের সবচেয়ে বড় ডেইরি ফার্ম-তা এখানে লিটারপ্রতি দুধের দাম কত?খেতে কেমন,মিষ্টি?পায়েস রান্না করতে পারবা?অনেকদিন খাঁটি দুধের পায়েস খাইনা...বিয়ের আগে সেই কলেজে থাকতে লাস্ট খেয়েছি... =)) =)) =))
শুকরিয়া আদায় করেন যে খালি মিষ্টির কথা জিগাইছেন :))
:))
একদম খাঁটি কথা।
ভালবেসে কি লাভ??? মরতে তো একদিন হবেই…!!! 😛