লোকটার চাহনির মধ্যেই ভয়ানক কিছু ছিল। আমার দিকে তাকাতেই ঠাণ্ডা একটা শীতল স্রোত বয়ে গেল শরীরজুড়ে। ঢুলুঢুলু চোখ রক্তলাল হয়ে আছে…মুখে কালো কালো বসন্তের দাগগুলো কুৎসিত চেহারাটাকে আরো কুৎসিত করে তুলেছে…
ছোট্ট একটা ঘরের মধ্যে আছি আমরা দুই জন। পাশের ঘরে লোকজনের কথা-বার্তার শব্দ শোনা গেলেও খুব একটা ভরসা পেলাম না। এই লোকের হাত থেকে আমাকে কে বাঁচাবে???
পকেট থেকে দিয়াশলাই বের করতেই বুঝে গেলাম ওর অভিসন্ধি, ব্যাটা আমাকে পুড়িয়ে মারতে চায়…চিৎকার করে আর্তনাদ করতে চাইলাম, কিন্তু কোন শব্দ বের হল না…কিভাবে বের হবে-আমি তো কথাই বলতে পারি না…অনেক সময় নিয়ে কাঠি বের করে আগুন ধরাল সে…এই পর্যায়ে আমার জ্ঞান-বুদ্ধি লোপের উপক্রম হল…স্থান-কাল-পাত্র সব কিছু এলোমেলো হয়ে গেল…অপেক্ষা করতে থাকলাম কখন শুরু হবে যন্ত্রণা…
হঠাৎ করে শরীরে তীব্র ব্যাথা অনুভব করলাম…বুঝে গেলাম, আমার শেষের শুরু হয়ে গেছে…তীব্র কটু গন্ধে সারা ঘর ভরে গেল…আশা করতে থাকলাম গন্ধ পেয়ে কেউ এসে হয়ত আমাকে বাঁচাবে…কিন্তু কেউ এল না। লোকটা নির্মমভাবে আমাকে ধীরে ধীরে পোড়াতে থাকল…যন্ত্রণা সইতে না পেরে এক সময় নিজেই নিজের মৃত্যু কামনা করতে থাকলাম…কিন্তু অন্য সবকিছুর মতন মৃত্যুও যেন আমার সাথে পরিহাস করে এই যন্ত্রণাকে দীর্ঘায়িত করতে থাকল…
এমন সময়ে কোথা থেকে কে জানে দরজায় ছোট্ট একটি শিশুকে দেখতে পেলাম…প্রথমে আমার দিকে এবং পরে লোকটার দিকে তাকিয়ে তার চোখ বড় বড় হয়ে গেল…অতটুকু শরীরের সর্বস্ব শক্তি দিয়ে ‘মা’ বলে চিৎকার করে উঠল…এই পর্যায়ে লোকটি তড়িঘড়ি করে বারান্দায় নিয়ে গিয়ে আমাকে নিচে ফেলে দিল…
নিচে পড়ার আগে শুনতে পেলাম শিশুটির কথা, ‘মা, বাবা আবার সিগারেট খাচ্ছে…!!’
B-) মাস্ফ্যু আবারো ফেরাস্ট
যা, এবার বাপ-মাএর সাথে ছবি তুইল্যা পেপারে দে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এক পাশে :just: ফ্রেন্ডরেও রাইখেন। সবার অনুপ্রেরণাতেই তো আপনি আজ ফার্স্ট :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
:pira:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, :just: :pira: হবে। :grr:
:)) :)) সিগ্রেটের জটিল আত্মকথন লিখছিসতোরে :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
B-) B-) :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইয়া খুব ভালো লাগলো , যদিও চমকাই নাই--- সত্যি :)) :)) :))
ভাল কেউ লিখলে টের পাইতা... x-(
ভাল লাগছে শুনে ভাল লাগল... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চালু হইছে।
আধুনিক এর ব্যানারে দেয়া যায়। 🙂
সময় করে ঘুরে এসো।
http://www.somewhereinblog.net/blog/uttoradhikarblog/28812662
সৈয়দ সাফী
আপনার চমৎকার লেখাটা পড়ে খুব ভাল লাগল... :clap:
বস, আমি নিজেই একজন...নীলিমার কথামত ছাড়তে পারব কিনা জানি না...আমার জীবনে নীলিমা আসার পরই তা বলতে পারব... :-B
আপনাকে অসংখ্যা ধন্যবাদ। :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:boss: :boss:
জুনা,ভাল হইসে রে?কিন্তু নিজে আগে সিগার ছাড়।অই আমাকে মেসেঞ্জার অথবা msn e add koris....................
saif_6577@yahoo.com
alpinaldin@hotmail.com
এই পর্যন্ত পইড়া ভাবছিলাম এইটা বুঝি "একটি বৃক্ষের আত্নকাহিনী" :-B । তুমি আবার বৃক্ষ খুব ভালবাস কিনা তাই 😀 😛 ।
কিন্তু শেষ লাইনে গিয়া দেখি এইডা সিগারেট। আমি এত বোকা ক্যান :bash: :bash: :bash:
😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বুঝিই নাই ঘটনা কোন দিকে যাচ্ছে।
ওয়েল ডান :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
:shy: :shy: :shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:clap: :clap:
B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কটু গন্ধটা কিসের ?? ভুলে তোর মাথায় আগুন না দিয়া উলটা কইরা ধইরা পা.... আগুন দিছিল নাকি ??
লেখাটা জম্পেশ হইছে। এখন থেকে আমি আরও বেশি কইরা সিগারেট খামু। তরে কষ্ট দিমু ... মু.হা.হা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাধু! সাধু! :khekz:
বস, আগুনটা ওর মাথায় ধরাইলেও টান গুলা দিসিলো কিন্তু উলটা দিকা দিয়াই... ;;)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
তাহলে তো কটু গন্ধ পাবার কথা জুনা'র না, 'কুৎসিত' লোকটার। B-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি সিগারেট খাই, তারপরও এইটা স্বীকার করি যে সিগারেটের ধোঁয়ায় সেই রকম খারাপ গন্ধ... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গন্ধটা তাইলে 'ধোয়া'র ... আমি ভাবছিলাম অন্য কুন যন্ত্রাংশের। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
এইটা সেন্সর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz: :just: :pira:
ভালো হয়েছে- খালেক। 😀
মন্তব্য পড়ে ভাল লাগল- খালেকের বড় ভাই 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খালেকে'র বড় ভাই তো মফিজ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি তো আপনার কথাই কইছি... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনাদের দুইজনের সাথেই একমত।
জলিলের কথা শুনে কুদ্দুস হাসে
কই তাহার মতন মফিজের কথা শুনে
কেউ হাসে না তো ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রহমান ভাইরে কিছু কইলেন নাকি? :-B :-B
ফাজিল পোলা কয় কি ??
জলিল=জুনা, কুদ্দুস=কামরুল
আর জুনা জানি কারে মফিজ কইছে, মফিজ=সে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নিজেকে নিজে মফিজ বলায় তাইফুর ভাইয়ের ব্যাঞ্চাই 😉
কামরুল ভাই, আপনে তাইফুর ভাইএর কথা শুনে হাসেন না কেন??? :-B
আপনার ব্যান চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই কিছু মনে কইরেন না, গানটায় অন্যরকম ইঙ্গিত পাচ্ছি :no: :no:
লেখা কত বড় এইটা দেখতে গিয়ে লাস্ট লাইনটা আগেই চোখে পড়ে গিয়েছিলো। সুতরাং বুঝতেই পারছিস 😛 😛 😛 😛
লাস্ট লাইন দুই তিন দিন পর দেয়া উচিৎ ছিল মনে হয়... :-B 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:pira:
:khekz: :khekz: :khekz:
তুমি পুরা বস পাবলিক। লাষ্ট লাইন পড়ার আগ পর্যন্ত বুঝি নাই শেষটা এমন হবে। ভাবছিলাম সাইকো লিখছ একটা, রোমহর্ষক কোন ঘটনা।
জুনা, ট্যাগে "খবর" দিছ ক্যান? কেসটা কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀 😀
পিচ্ছির মা এখন লোকটার খবর করে দেবে তো...তাই ট্যাগে খবর দিছি... :-B :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাই পাঁচ তারকা পাবার মত লেখা। আমার কাছে অসাধারন লেগেছে। :boss: :boss:
জুনা সিরম হইছে
তোরে :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জুনা, তুই শুধু কমেন্টেই না, লেখালেখিতেও ঝুনা।
:boss: :boss: