আমার অনেক দিনের শখ একটি রম্য রচনা লেখার। কিন্তু কখনো সাহস করে লেখা হয়ে ওঠেনি…
অনেকে আছেন যারা ‘রম্যরচনা’ শিরোনামে কোন লেখা দেখলে ভ্রু কুঁচকিয়ে সেসব পড়তে শুরু করেন, ভাবটা এমন যেন- ‘এরা আর কি রম্য রচনা লিখবে??? এসব তো ছিল আমাদের সময়ে…ইন দ্যা ইয়ার নাইনটিন…’ কেউ আবার আছেন এক কাঠি সরেস, পুরো ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে নিয়ে ‘দেখি কিভাবে আমাকে হাসায়’ ভেবে পড়া শুরু করেন…!!!
এদিক থেকে সবচেয়ে ভাল হচ্ছে ‘সিধু’ টাইপ পাঠক…সিধু বোলে তো- নভোজ্যত সিং সিধু…এককালের ভারতীয় ক্রিকেটার। এদেরকে হাসাতে কোন কষ্টই করতে হয় না…বরং দুঃখের ঘটনাতেও এদের হাসির কারনে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়…
‘রম্য’ নিয়ে এত টানাপোড়েন দেখে রম্যরচনা করার উৎসাহটাই কেমন মরে গেছে…
তারচেয়ে বরং আসুন সিরিয়াস কথা বলি…
১.
কিছুদিন আগে আমাদের দেশে ম্যাককেইন আংকেল কেন এসেছিলেন বলে আপনাদের ধারণা?
প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে খারাপ হওয়া মনটাকে ভাল করার জন্য…??? উপমহাদেশে আমেরিকার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য…??? এসেছিলেন মূলতঃ পাক-ভারত বৈরি সম্পর্ককে ভাল করার জন্য, বোনাস হিসেবে বাংলাদেশের মতন ‘আইটেম’ একটি দেশ পরিভ্রমণ…???
দুঃখিত! আপনাদের জবাব সঠিক নয়…আসল কারণ হচ্ছে- তিনি এসেছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নিমন্ত্রণে!! তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল ম্যাককেইনের নির্বাচনে হেরে যাবার পর ‘পরাজয়ের যন্ত্রণা দ্রুত লাঘব এবং ফলাফল মেনে নেয়ার মনোভাব’ সংক্রান্ত যে অভিজ্ঞতা- তা যেন তিনি বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে শেয়ার করেন…আপনাদের বিশ্বাস না হলে বংগভবনের সুইপার অনীল দাশকে জিজ্ঞাসা করে দেখতে পারেন…
কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা বুঝি হচ্ছে না…
গতকাল নির্বাচনের ফলাফল নিশ্চিত হবার পরপরই একটি দল ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে…তাদের কথা অনুযায়ী নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, ডক্টরিং, ল’ইয়ারিং, টিচিং, পুলিশিং, আর্মড ফোর্সিং…অর্থাৎ, সম্ভাব্য সকল প্রকার অনিয়ম করা হয়েছে…তাদের কথা সত্যি হলে এবারের নির্বাচনে সূক্ষ্ম বা স্থূল নয়, একেবারে প্রবৃদ্ধ ষড়যন্ত্র হয়েছে!!! কিন্তু তাই যদি হবে, তাহলে ঘটনার সময়ে কোন মিডিয়াতে এসব কেন আসলো না…দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষকরাই বা কেন এবাবের নির্বাচনকে ‘অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ’ বলে রায় দিলেন????
সব কিছু থেকে কেমন জানি একটি ‘রম্য’ টাইপ গন্ধ পাচ্ছি…তবে ভয়ের কথা হল, ‘নির্বাচন মানি না’ রব যদি বাড়তে বাড়তে আন্দোলন পর্যায়ে চলে যায়…সেক্ষেত্রে পুরো ব্যাপারটি কিন্তু ‘ট্রাজেডি’র দিকে গড়াবে…
২.
চিতা, কোবরা, র্যাট- এর ধ্বংসস্তূপের উপর যখন র্যাবের জন্ম হল…তখন খুব ভাল লেগেছিল। ভেবেছিলাম, ‘যাক, এতদিনে গর্ব করে বলার মতন একটি এলিট ফোর্স বাংলাদেশে হল…’ অনেকটা এফবিআই টাইপ…’ফ্রিজ, দিস ইজ র্যাব!!!’- শুনতেই কত ভাল লাগে!!! প্রথম প্রথম যখন র্যাবের লোকদের দেখতাম- মনে হত ওদের গাড়িটা থামিয়ে একটা স্যালুট ঠুকে দেই!!!
কিন্তু, কিছুদিন যেতে না যেতেই কেমন যেন সবকিছু বদলাতে লাগল…র্যাবের লোকেরা গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট (ক্রসফায়ার!) হওয়া শুরু হল, তাদেরকে যত্রতত্র ব্যবহার করা শুরু হল…শেষ পর্যন্ত যখন তাদেরকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করানোর কাজে নামানো হল- মন থেকে সকল ভক্তি-শ্রদ্ধা উঠে গেল…ইদানিং শুনছি র্যাব নাকি ঘটকালির কাজও শুরু করেছে!!! তবে এই খবরটি বাংলাদেশে জানাজানি কম হয়েছে…বেশি মাতামাতি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। তাদের সব নিউজ পেপারে, টিভি চ্যানেলে একটু পরপরই দেখানো হচ্ছে RAB ne bana di jodi!! তবে খবরটির সাথে সাথে শাহ্রুখ খানকে কেন দেখানো হচ্ছে- সেই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়…!!!
যাই হোক, কেন জানি মনে হচ্ছে সামনের দিনগুলোতে আমাদের শ্রদ্ধেয় র্যাব ভাইদের অনেক পরিশ্রম করতে হবে…! তারা যদি জোর করে হলেও দুই নেত্রীকে এক করে ‘জোড়ি’ বানিয়ে দিতে পারতেন!!! তাহলে আমাদের মতন সাধারণ মানুষকে আর অনাগত দিনগুলো নিয়ে দুশ্চিন্তায় মাথা নষ্ট করতে হত না…
RAB যদি জোর করে হলেও দুই নেত্রীকে এক করে ‘জোড়ি’ বানিয়ে দিতে পারতেন!!!
সহমত 🙂
😀
:salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:awesome: :awesome: :awesome: :awesome:
গেছে গেছে......পুরা গেছে......
কি গেছে রে, ব্যাটা???? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 😛 😛 😛 😛 😛 😛
রম্যই তোমার কম্ম। ভাল লাগেছ তো ভাইয়া।
শওকত ভাই, সত্যি?? O:-)
থ্যাংকু বস... 😀 😀 :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বংগভবনে তো থাকে প্রেসিডেন্ট :-B , আর ওখানে ম্যাককেইন গেলেও সুইপার কি ম্যাককেইনের ইংরেজী ভাষা বুঝছে ???
বুঝলাম না :no: এইটা কোন হাইটের রম্য :-/
আমার মাতা দেহি আউলাই যাইতাছে ~x(
যাই মাথায় পানি দিয়া আসি 🙁
অনীল দা' ছিলেন আমাদের কলেজের সুইপার... :dreamy:
তিনি বর্তমানে বাংলাদেশ সুইপার এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বংগভবনে কর্মরত... B-)
বিশিষ্ট চিন্তাবিদ এই সুইপারের লেখা কয়েকটি বই বেরিয়েছে...তাদের মধ্যে 'মনের কালিমা মোছার ঝাড়ু', 'দশের ঝাড়ু-একের বোঝা', 'একটি ঝাড়ুর আত্মকাহিনী'...ইংরেজীতে লেখা 'Andy Flower (Zimbabwe) sweeps better than sub-continental women' তো খুবই বিখ্যাত... :-B
রহমান ভাই, আশা করি আপনার কনফুশন দূর হয়েছে... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) :goragori: :khekz:
কিরে কমেন্টে Andy Flower আর সেটার উদ্ধৃতিতে Grant Flower, কাহিনি কি :bash: :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রথমে গ্রান্ট ফ্লাওয়ার লিখছিলাম...পরে এডিট করছি... B-)
কিন্তু 'বউএর ভাই জাফর' তার আগেই উদ্ধৃতি দিয়া কমেন্ট কইরা ফালাইছে... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বুঝেন নাই? এটা সেই লোক, যাকে "তোমার হাতে কি" জিজ্ঞাসা করা হলে যিনি নিরীহ ভঙ্গিতে জবাব দেন "আঙ্গুল"
খিয়াল্কৈরা খুব খিয়াল্কৈরা।
---------খালেক
খিয়াল্কৈরাই তো Andy Flower আর Grant Flower এর ভুল ধইরা ফেলাইছে...। :bash: :bash: :-B
এই জবাবটা মূল রচনার চেয়েও রম্যময় মনে হলো!! 🙂
খালেক মানে কি? যাতি যান্তে চায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভালো লাগল
-খালেক
কোন এক প্রিন্সিপালের "ডিফল্ট কমেন্ট"। 😀
জুনায়েদ ভাইরে রম্য রচনার ব্যাপারে boss কম বলা হবে।আপনাকে :salute: :salute: :salute:
ক্যান 'ঝাড়ুর অ আ ক খ' টাই বা কম কিসে?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জুনা দ্যা গ্রেট :boss: :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) =))
:clap: :clap: :clap: :clap:
:goragori: :goragori: :goragori: :goragori:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :awesome: :tuski: :guitar: :hatsoff: :khekz: :khekz:
~x( ~x( ~x(
নাহ,পুরাই গেছি 😡 ......মাতায় গুরম হানি দিতে অইব.... আঁই অহন যাই
অন্য কোথাও হইছে কিনা জানি না , তবে আমার এলাকায় আমি সারাদিন কষ্ট করে পেট্রোলিং(Petrol-ing), ডিসেলিং, গ্যাসিং করে বেড়াইছি... কোথাও এমন কিছু দেখি নাই :-B
জাফর ভাই, পেট্রোলিং-এ কি করলেন না করলেন- একটা ব্লগ লিখে শেয়ার করে ফেলেন, প্লীজ।
আমরাও জানি নির্বাচনের দিন সংশ্লিষ্ট একজনের অভিজ্ঞতা কেমন ছিল।
গুড আইডিয়া তৌফিক :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
খুব শীঘ্রিই লিখব । 🙂
ভাল লিখেছ । শুরুতে একটু বরিং হলেও শেষে ভাল হয়েছে।
শিরোনামেই অতিরিক্ত বিনয় দেখানোর জন্য টেরোরিস্টাপু সামিয়ার হস্তক্ষেপ আশা করছি।
একদম মনের কথা বলছেন।
টেরোরিস্টাপু সামিয়া বোমাক্ষেপের পাশাপাশি জুনাকে একটা টাইটেলই দেয়ার আছে এই বিনয়ের জন্য,
সিসিবিয় ধারানুযায়ী, অমায়িক চো.... :grr: :grr:
লেজেহোমো এরশাদ এইটা দেখলেতো খবর আছেরে, বিদিশা আন্টির সাথে পুনর্জোড়ির জন্য র্যাববাহিনির প্রথম এসাইনমেন্ট সিউর 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
অমায়িক চো….
:khekz: :khekz: :khekz:
😀 😀 😀 :khekz: :khekz: :khekz: :guitar: :guitar: :guitar:
গতকয়দিনের পর এই প্রথম প্রান খুলে হাসলাম।
জুনা তুই রম্যরচনা ফাটাফাটি লিখিস।
আরো চাই।
RAB নে বানাদি জোড়ি? 🙁 😕 😕 😕
গেছে রে পুরাই গেছে
----------খালেক।
জুনি রে,
পুরা :gulli2: :gulli: :gulli2: :gulli: :gulli2: :gulli: :gulli2: :gulli: :gulli2:
টিগডিগ ঢিসটিক টিগডিগ ঢিসটিক টিগডিগ ঢিসটিক :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
Life is Mad.
সায়েদ ভাই
সাবটাইটেল দেন না ক্যান? আমরা সবাই কি লাইবেরিয়ান ভাষা বুঝি নাকি? 😉 😉 😉
নো ঝিকিঝিকি,নো পমপম :khekz:
জুনা তুই তো রম্য লেখায় পুরা ঝুনা।
দারুন।
জুনায়েদ-এর জন্য আলাদা একটা ইমো দরকার। :boss:
ঠিক কথা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সহমত।
সহমত।
হেভী মজা পেইচি লেখা পড়ে 😀 :thumbup:
জুনা....পুরা সিরাম হইছে। :gulli2: :gulli2: :gulli2:
তুমি যে এত আইডিয়া কোত্থেকে পাও আল্লাহই জানে!
রম্য তোমারই কম্ম্য। :clap: :clap: :clap:
এগিয়ে যাও জুনা, আমি আছি তোমার সাথে।
জুনা ভাই এগিয়ে চল
হাতি, ঘোড়া, মশা মার
নির্বাচনী আমেজ এখতরি কাটে নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তারা যদি জোর করে হলেও দুই নেত্রীকে এক করে ‘জোড়ি’ বানিয়ে দিতে পারতেন
ইয়ে মানে,পিসিসির বিপরীত ভার্সন না হইলেই হয় :-B
মাসরুফ খালি খারাপ কথা কয়! x-( x-( x-(
মাস্ফু ভাই আপনার আসলে চিন্তা ভাবনাই খারাপ!!! ছিঃ !!!
মাস্ফু ভাই, এইডা কি :-/ :-/ :dreamy: :dreamy:
:goragori: :goragori: :goragori: :goragori:
মাস্ফু ভাই, ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না।
তোর কাছে ক্লিয়ার করতে গেলে মাস্ফু ভাইরে সিনিয়র ভাইরা পাঙ্গাইবো।
ফাটায় লিখছ তো জুনা। গুড কিপ ইট আপ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জুনারে উৎসর্গীকৃত কোবতে,
© ডাকলিং 😀
বস্ আমার নির্বাচনী আমেজ কাইট্টা গ্যাছে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
সিরুম হইছে ভাই। :)) :))
হাস্তেস্তে প্রেগ্লাম.. :goragori: :goragori:
আমিও হাস্তে হাস্তে প্রে গ্লাম...গ্রাগ্রি খাচ্ছি :goragori:
জুনা রে উন্মাদ পত্রিকার সম্পাদক বানায়া দেওয়া উচিত... :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অন্যগুলাতো বুঝলাম। ল'ইয়ারিং কি? ~x( ~x(
ঠিকাছে 😀
কিন্তু...
"রম্য আমার কম্ম নয়"
এইটা বোধগম্য নয় :no:
সাতেও নাই, পাঁচেও নাই