আমার বুদ্ধি একটু কম হবার কারনে কিনা জানি না- অনেক কিছুই ঠিকমত বুঝতে পারি না…কাউকে যে প্রশ্ন করে যে জেনে নেব সাহসের অভাবে সেটাও ঠিকমত হয়ে ওঠে না…তাছাড়া আমার জ্ঞান পিপাসাকে দমাবার কারনেই হয়ত জ্ঞানী-গুণিরা বলে গেছেন ‘জানার কোন শেষ নেই’ অথবা ‘অধিক কৌতুহলে বিড়াল মরে’…ইত্যাদি ইত্যাদি। তবে ইদানিং ‘বাঁচতে হলে জানতে হবে’ এই স্লোগান দেখে আবার উৎসাহ পাচ্ছি…আমি যেহেতু বিড়াল নই- বরং একজন ‘বৃক্ষ-মানব’, সুতরাং অধিক কৌতুহলে আর যাই হোক অন্তঃত মরব না- এটা নিশ্চিৎ!!! তাই আজ আমি উচ্চ স্বরে বলতে পারছি- বড় জানতে ইচ্ছে করে…।
১. একসময় ব্রিটিশ শাসকরা এই উপমহাদেশে ‘দায়িত্বহীন ক্ষমতা’ ভোগ করত…অর্থাৎ, কিছু না করেও তারা সব কিছুর সুফল পেত এবং সর্বময় ক্ষমতা থাকত তাদের হাতেই। বর্তমানে ব্রিটিশরা নেই, কিন্তু ‘দায়িত্বহীন ক্ষমতা ভোগকারী’ এখনো আছে…তার নাম- কর্তৃপক্ষ!!! হাটে, মাঠে, ঘাটে…স্কুল, কলেজ, অফিস…সবখানে এই ‘কর্তৃপক্ষ’র দাপটে সবাই অস্থির…’এটা করা যাবে না…ঐটা করা যাবে না…’ এসব কিছুই নির্ধারণ করে এই ‘কর্তৃপক্ষ’! কিন্তু কোন কিছুর দায়-দায়িত্ব নেবার সময় সুন্দর করে বলে দেয়- ‘কর্তৃপক্ষ’ দায়ী থাকবে না…!!!
আমার বড় জানতে ইচ্ছে করে এই ‘কর্তৃপক্ষ’ কে বা কারা?? কিভাবে আমিও একজন ‘কর্তৃপক্ষ’ হতে পারি???
২. আমাদের দেশে ক্ষমতায় যে দলই থাকুক না কেন- দেশে কোন অরাজকতা হলে তারা বলে ‘একটি বিশেষ মহল দেশকে অকার্যকর ও ব্যর্থ বানাতে তৎপর…’ কিংবা ‘একটি বিশেষ মহল দেশের পরিস্থিতি ঘোলা করে মাছ শিকার করতে চাচ্ছে…।’ সুতরাং দেখা যাচ্ছে, দেশের সকল সমস্যার মূলে আছে এই ‘একটি বিশেষ মহল’!
আমার বড় জানতে ইচ্ছে করে এই ‘একটি বিশেষ মহল কে বা কারা??? তাদেরকে আমরা নির্মূল করতে পারছি না কেন???
৩. আমাদের ব্যাচের নোমান (ককক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদ থেকে স্নাতক শেষ করে ভাল একটি চাকুরী পেয়েছিল…। সেদিন শুনলাম, ও নাকি আরও ভাল এক চাকুরীতে যোগদান করতে যাচ্ছে…। বিয়ে আগেই করেছে, কয়েক বছরের মধ্যে হয়ত গাড়ি-বাড়ি-জায়গাও কিনে ফেলবে।
আমার বড় জানতে ইচ্ছে করে ও জমি কেনার পর জমিতে টাঙ্গানো সাইন বোর্ডে কি লিখবে? Noman’s Land??? তাহলে জমিটা ধরে রাখতে পারবে তো?? কোন অরাজকতা হবে না তো???
৪. সিসিবিতে আমাদের ব্যাচ (১৯৯৫-২০০১) এর অংশগ্রহণ খুব বেশি নয়…যারা আছে তাদের বেশিরভাগই অনিয়মিত। যেমন ধরুন, ইফতেখার- সিসিবিতে যোগদান করার পর দু’একটা কমেন্ট করা ছাড়া আজ পর্যন্ত কোন লেখা দিল না…।
আমার জানতে ইচ্ছে করে কেন ও লেখা দিচ্ছে না?? কেন আমাদের ব্যাচ এত কম সক্রিয়???
আর একটা কথা, ওর নাম যদি আমি ‘ইফতেখার’ না বলে ‘ইফতেখারক’ বলি- কোন সমস্যা কি আছে??? কারন, ছোটবেলায় আমরা শিখেছিলাম ‘সকল ক্ষারই ক্ষারক…’
বড় জানতে ইচ্ছে করে…!!!
[বিশেষ দ্রষ্টব্যঃ আমার লেখা পড়ে কারো মেজাজ খারাপ হলে দায়ভার আমাকেই বহন করতে হবে…কেননা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে
তারা কোন দায়-দায়িত্ব বহন করবে না...!]
দোস্ত, ইফতেখার, মারিস না... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ। আল্লাহ বিলা করেন। দুই বছর ইফতেখার ভাইয়ের টেবিলে ছিলাম। সে কিন্তু পুরা সেইরকম ডেঞ্জারাস 😉
সাতেও নাই, পাঁচেও নাই
হুম্ম। বড়ই চিন্তার বিষয়। দ্যাশটার হইলোটা কি? পোলাগুলার মাথা তো দিন দিন আরও আউলাইয়া যাইতাছে।
হুম্ম, মরতুজা ভাই, ঠিকই বলছেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পানি দ্যাও, মাতায় পানি দ্যাও 😛 😀 ।
Life is Mad.
খারান আমি দিতাসি পানি...
ঐ ব্যাডা, তোরে পানি কে দিবার কইছে...??? x-(
সবকিছুতেই তোর হাঁটু ঘামান চাই-ই, না?? :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আইছ্যা আর ঘামামু না...
জুনা ভাই, মাথা ঠাণ্ডা করেন। বুঝা গেছে, কর্তৃপক্ষ আর মহলের কথা চিন্তা চিন্তা করতে করতে এই অবস্থা। নইলে কি আর কিবোর্ড দিয়া ইফতেক্ষারক আর নোম্যান্স ল্যান্ড বাইর হয়?
তবে আপনার মাথার খারাপ করাইন্যা লেখা পইড়াও যদি ইফতেখার ভাইয়ের বুধুদয় হয়!
ইফতেখার আমারে খুন করে কিনা...ডর লাগতাছে... 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ক্ষোরুখ ক্ষূণ,হাফনি হামার কঠার হুট্টর ঢ্যান না ক্ষেন? x-(
এইখানে কুন ইফতেখার নিয়ে কথা হৈলো? এই বান্দা হৈলে কিন্তুক খব্রাছে কৈলাম 😉 😉
খাইছে, দুই বচ্ছর পর ইফতেখার ভাই ক্ষ্যাপছে... 🙁
চামড়া মোটা তো 😉 😉
আস্লেই ভাই বহুত চিন্তার বিষয়। ~x( ~x(
যার মাথা থেকে Noman's Land আর ইফতেখারক বাইর হয় তার দায় দায়িত্ব কর্তৃপক্ষের না নেয়াটাই স্বাভাবিক।
তবে আমার মনে হয় এই দেশ আপনারে অলরেডী যা দেবার দিয়া ফালাইসে। জ্ঞান অর্জনের জন্য এইবার আপনার সুদূর চীন দেশের দিকে দৌড়ানি শুরু করা দরকার।
আমার মনে হয় আপনার জানার আরো অনেক কিছুই আছে। সেইগুলা সিরিজ আকারে উপস্থাপনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।এই উদ্যোগ যেন কোন ভাবেই বিশেষ মহল কর্তৃক বানচাল না হয়ে যায় এই জন্য ব্লগএডজুট্যান্ট এর হস্তক্ষেপ কামনা করছি।
পরিশেষে, আপনি খুব তাড়াতাড়ি শিক্ষিত হয়ে উঠুন। আমিন।
সাতেও নাই, পাঁচেও নাই
আমিও ড্রুটো ছিক্খিত হইতে ছাই... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আন্দোলন ! আন্দোলন! :gulli2:
কর্তৃপক্ষের হস্তক্ষেপ মানিনা! মানবোনা!
কথাশিল্পী জুনা কি কি জানতে চায়- সমগ্র জাতির বিবেক তা জানতে চায় :awesome:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঝুনাবাই, আফ্নে হ্যাথো ভশ খ্যান?
হাফ্নাখে হাম্রা হামাধের ভ্লঘের ফক্কো তেখে খথৃফক্কে মহলে ষভকানে নিয়া নিলাম। এইভার কুশি থো?
কুশি মাণে???
য়াণন্ডে আমাঢ় ছোক্ষে ফাণি এশে ঘেসে... :guitar: =)) :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইডা কি ভাষা? বাংলা না অপভ্রংশ? 🙁
জুনা, চ্রম মজা পাইলাম তোর জানার আগ্রহ দেখে। :awesome: :awesome:
আমি স্পিচলেছ, কমেন্টলেছ, মোখলেছ, ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হোপলেস হন নাই জেনে জুনা ভাই নিশ্চিত খুশি হবেন।
সাতেও নাই, পাঁচেও নাই
ইমোশনাল হয়ে গেলাম... :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
৩ নাম্বারটা পইড়া হাসতে হাসতে "পিরা" গেলাম...... =))
আমিও পিরা গিছি...
জুনায়েদ, ঝাক্কাস হইসে! তুমি এত মজার মজার আইডিয়া পাও কোত্থেকে?
হাসতে হাসতে পিরা গেলাম। =)) =)) =))
আমার সিরিয়াস কথা শুনে আপনে হাসেন!!! 😮
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমাদের কর্তৃপক্ষ পুরাই ঝিকিঝিকি পমপম!
নোমান'স ল্যান্ড পইড়া পিরা গেছি :))
তাই তো কই, আজ ভূমিকম্প হইল ক্যান??? :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮 কিকৈবার্চান???আমি এতো মোটা যে আমি পিরলে ভিমিকিম্প হয়? :(( :(( :(( আমিও সানা ভাইয়ের মত বডি বানাপো :((
ছি! ছি! 🙁
তোমারে যে মোটা কইব তার ওজন দুই দিনে যেন ৫ কেজি বেড়ে যায়... x-( 😉
অফ টপিক- এত টাকা খরচ করে র্যাংগস বিল্ডিং ভাঙ্গার কোন দরকার ছিল না...তুমি যদি ঐ বিল্ডিং-এ চড়ে কয়েকবার পিড়া যাইতা, তাইলে এমনেই... =))
ফার এওয়ে ফ্রম টপিক- আমি কেজি পাঁচেক আন্ডারওয়েট... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
~x( ~x( ~x( ~x( ~x(
:(( :(( :(( :(( :((
=)) :goragori: :khekz: :thumbup:
তুই হাসস কেন রে বেটা বান্দর? x-(
ওই বেটা শার্লী পিরা ( ) গিয়া দেখতাসে যে ফ্লোর টা ভাঙ্গে কিনা...
মজার আইটেম জুনায়েদ
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিচুই বুঝলাম না! সিরিকাস কতা হইলো না ফান করা হইলো ধরতেই পারলাম না! আমার কী হইবো! 🙁
সমস্যা গুলি তো বড়ই জটিল। :khekz: :gulti: :khekz: :gulti:
আমার মাথাও আউলাইয়া গেছে। 😮 😮 😮
ঠেনছনে পিরা গিলামরে, পুরাই ঠেনছনে পিরা গিলাম :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এক মহান রাজা বলেছিলেন -
'জানার কোন শেষ নাই,
জানার চেষ্টা বৃথা তাই।'
তিনি আরো বলেছিলেন -
'এরা যতো বেশি জানে, ততো বেশি বুঝে, ততো কম মানে'।
তো এতো জেনে কোনই লাভ নাই। 😀
পুরাই পিরা গেলাম। ধিরা উঠা।
জুনায়েদ, তোমার ৪ নং সমস্যাতে একটু হেল্প করার ট্রাই করিঃ তোমাদের ইমরুল আছে আমার ইউনিটে (আরেকটা ক্যাম্পে)। ভাল ছেলে। ওরে সিসিবিতে আনার ট্রাই করতেছি। পিছলাই যাচ্ছে। একটু দেখবা?
:khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জুনায়েদ ভাই ,
বস আপনার পিলিজ লাগে আমার লেখায় গিয়ে একখান কমেন্ট করে আসেন। আপনার কমেন্ট থাকলে লেখাটা জাতে উঠে।