[সায়েদ ভাইএর মোবাইল ফোন নিয়ে পোস্টটা পড়ে আমার নিজের মোবাইল বিড়ম্বনার কথা মনে পড়ে গেল…সবার সাথে শেয়ার করার লোভ ছাড়তে পারলাম না…]
মোবাইল ফোনের বিড়ম্বনার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। সপ্তাহে দু’এক দিন ‘সরি রঙ নম্বর’ কিংবা ‘আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন’…এসব কথা বলতে হয় না-এমন লোক এখন খুব কমই আছে…কলরেট কমে যাওয়ার কারনে মানুষ এখন আর আগের মতন সাবধানী নেই, তাছাড়া কিছু দোকানদার আছে তারা নাকি ইচ্ছা করেই ভুল নম্বরে ডায়াল করে দিয়ে কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করে…কারন যাই হোক, এটা যে অনেক বিরক্তিকর তাতে কোন সন্দেহ নেই…
আমার কাহিনী অনেকটা এমনই, তবে সবার থেকে একটু আলাদা…আমাকে এক লোক গত দুই/আড়াই বছর ধরে নিয়মিত ভুল করে কল করে আসছে…একই ভুল যারা বারবার করে তাদেরকে নাকি বোকা বলা হয়, কিন্তু এই ‘বারবার’ ঠিক কত বার??? ৩০/৪০ বারের চেয়েও বেশি??? সেক্ষেত্রে তাকে কি বলা যাবে????
ঘটনার সূত্রপাত হয়েছিল কোন এক সুন্দর বিকেলে!!! লোকটি আমাকে ফোন করে বলল যে সে সিলেট থেকে ট্রাকে করে পাথর নিয়ে রওনা দিয়েছে- আমি যেন টেনশন না করি!!! আমি আবার কেউ ভুল করে করলে কখনোই তার সাথে খারাপ ব্যবহার করি না…আমি সুন্দর করে তাকে জানালাম যে সে ভুল নম্বরে ডায়াল করেছে- নম্বরটা সঠিক জেনে নিয়ে যেন আবার করে…সেই শুরু, এরপর কত শীত-গ্রীষ্ম গেল…দেশে-বিদেশে কত পরিবর্তন হল…আমার নিজেরই কত কিছু বদলে গেল…শুধু বদলায় না আমার কাছে করা ঐ লোকের রঙ নম্বরের কলগুলো…কখনো সিলেট
থেকে, কখনো চট্টগ্রাম থেকে, কখনো কুমিল্লা থেকে…পাথর আনার তার কোন শেষ নেই। প্রথম কয়েকবারের পর আমার জবাব হয় তখনকার মানসিক অবস্থার উপর…মন ভাল থাকলে সুন্দর করে বলি- ‘রঙ নম্বর’, তা না হলে দেই ঝাড়ি!!! আর যখন মজা করার মুডে থাকি, তখন কথা-বার্তা চালিয়ে যাই…অনেক নির্দেশনাও দিই…!!!
কয়েকমাস আগে আমাকে ফোন করে লোকটা জানাল যে সে ঢাকা পোঁছে গেছে…কিন্তু সমস্যা হচ্ছে-রাত হয়ে যাবার কারনে ম্যানেজার নাকি ট্রাক নিয়ে গোডাউনের মধ্যে ঢুকতে দিচ্ছে না…আমি বললাম, ‘ কি! এত বড় সাহস ওর!!! ওকে গিয়ে বল আমি বলেছি ট্রাক নিয়ে যেতে বলেছি…এরপরেও না মানলে আমাকে আবার ফোন করবে, ওর চাকরি আমি…’ বলাবাহুল্য, আমার কাছে ঐ দিন আর কোন ফোন আসে নি!!!
এরপরের ঘটনাটা যেটা ঘটেছে কিছুদিন আগে…ঘুমিয়ে আছি, এমন সময় ফোন…
-‘ভাই, পাথর নিয়ে তো চলে আসছি…!’
ঘড়িতে দেখলাম তখন সাড়ে পাঁচ! মেজাজটা এমন গরম হয়ে গেল…দিলাম ঝাড়ি,
– ‘কয়টা বাজে খেয়াল আছে তোমার?? আসতে এত দেরী হল কেন???’
– ‘ভাই, পথে আমাদের খুব ক্ষুধা লাগছিল…তাই থেমে একটু খাওয়া-দাওয়া করেছিলাম…’
এই না শুনে আমার রাগ পড়ে গেল, মন নরম করে নরম ঝাড়ি দিলাম,
– এ রকম করে চললে কি হবে??? দিলা তো আমার ঘুমটা নষ্ট করে…
কাচুমাচু হয়ে সে জানাল,
– আর হবে না ভাই, তা পাথর কোথায় রাখব?? সায়েদাবাদ, নাকি ফকিরারপুল???
আমি একটু চিন্তা করে জানালাম,
– উম্, এক কাজ কর ফকিরারপুলই যাও…!!!
মাঝে মাঝে মনে হয় সব কিছু বাদ দিয়ে পাথরের ব্যবসা শুরু করব কিনা…প্রথম থেকে ট্রাক ভর্তি পাথর অন্য কোথাও খালাস করিয়ে নিয়ে তা দিয়ে যদি ব্যবসা করতাম- তাহলে এতদিনে নির্ঘাৎ কোটিপতি হয়ে যেতাম…দেখি, আর কয়েকটা বছর… তারপরও যদি এই রঙ নম্বর যদি আমার পিছু না ছাড়ে তাহলে তাই করব…কোটিপতি হবার এই সুযোগ কাজে না লাগানোর মতন বোকামি বেশিদিন করা ঠিক হবে না…!
হাহাহাহা, মজা লাগছেরে জুনা 😀
তুই যেহেতু সরকারি হয়ে যাবি তাই নেক্সট টাইম পাথর আইলে ডাইরেক্ট পান্থপথে পাঠায়া দিস 😉 পাথরের লগে ট্রাকটাও উপড়ি :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইজান, প্রফিট কিন্তু ৭০-৩০ ভাগ হইব...আমার ভাগে ৭০% B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মজাই লাগলো তো।
বিড়ম্বনাটা কম টের পাইছি :clap: :clap: ।
Life is Mad.
=)) =)) =))
মজা পাইলাম 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
what r u doing hear in crow-calling("kaak Daka") morning?
English Copyright-Junayed Brother
৭ টা ৩৫ বাজে তাও crow-calling(”kaak Daka”) morning 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
৭ টা ৩৫ মিনিট (AM) তো আমার মাঝ রাত... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনি ভাই কোন দুনিয়ার বাসিন্দা :-/ :-/ :-/
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
প্রশ্নটা দুনিয়ার না হয়ে হোটেলের হওয়া উচিৎ ছিল... :-B
আমি আছি মাহ্মুদ'স ইন-এ...এটি একটি আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট... 😉
বেকার কিন্তু ইভনিং আম্বিয়া (MBA)-করণকারীর কাছে থেকে তুমি কি আশা কর??? ভোরবেলায় উইঠ্যা কাকের বাড়ি বাড়ি গিয়া তাদের দিয়া ডাক দেয়াবো??? 😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 :)) =)) :khekz:
Life is Mad.
৭ টা ৩৫ রীতিমত fox-calling(”shiyal Daka”) raait x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি তো তাইলে ঠিকই কইছিলাম... 🙂
সিনিয়রের কথায় আজাইরা ডাউট দেবার জন্য মুসতাকীমের ব্যান চাই... x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই পোলা কড়া পাংগা না খাইলে ঠিক হইব না। বাবাধন, BMA তে যাও খালি, একদম সিধা হইয়া যাইবা। :grr: :grr:
হ, বি এম এ তে যখন সারাদিনই ghost calling রাইত থাকবো তখন টের পাইব মজা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:no: :no: :no:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তোর প্লাটুন কমান্ডাররে কইয়া দেওয়া হইবো যাতে "খিদ্মত" বেশি করে 😀
লগে ড্রিল স্টাফ রেও একটু ইস্পিশাল মালিশ দেওনের কথা কইয়া দিমু নে :grr: :grr: :grr: :grr: :grr:
আবাসিক হোটেল??? আস্তাগফিরুল্লাহ
জুনা ঝুনা...খুব মজা পাইলাম তোমার লেখা পইড়া। =)) =)) =))
তুমি একটা চরম মাল! :gulli2: :gulli2: :gulli2:
Why do you call a tree a "Thing"??we are proud trees..... x-(
আসলে একটু ভুল হইয়া গেছে। আমি বলতে চাইসিলাম , জুনা একটা চরম মাল "গাছ"! 😛 😛
তানভির ভাই, মাল গাছ হল মাসরুফ (মাল ট্রেনের মতন, ওর হাইটও বেশি!)... :-B
আমি হলাম লোকাল গাছ... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাল ট্রেনের হাইট বেশি থাকে নাকি :-B ঝান্তামনা ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
শব্দটা মনে হয় 'হাইট' হইব না...আমি লম্বা বেশি বুঝাইতে চাইছিলাম... :bash: :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( কিকৈবার্চান? x-(
ওই মাসরুফ
"অভ্র" নাই?
Life is Mad.
মামা নসু তে বইসা ডিপার্ট্মেন্টের চেয়ারম্যানের রুমের চিপা দিয়া সিসিবি দেখি-অইখানে অভ্র নাই...তয় ভাবতাছি ডাউনলোড কইরা নিমু 😛
আমারে আগে প্রায়ই এক মেয়ে ফোন করে বলতো, 'দুলাভাই কেমন আছেন? আপার শরীর ভালো?' 😉 😉 😉
ভাই, নাম্বারটা দেয়া যাবে? 🙂
:)) :)) :))
কাম্রুল,
তুই উত্তরে কি বলতি ??
খুব জানতে ইচ্ছে করে। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শালিদের সাথে দুলাভাইরা যা বলে তা-ই বলতাম। 😉
ছি ছি ছি... আপ্নি এতোখ্রাপ
😉 😉
উরিবাবা 😕 😛 ।
Life is Mad.
তুই তোর 'শরীর' ভালো না খারাপ, কোনটা বলতি? :-B
আপনেরে কমু ক্যান? 😉
মজা পাইছি!
আমি দেশে যখন ছিলাম, মিনিট তখনো সাত টাকা। এই জন্যে মনের হাউশ মিটাইয়া ফোনাইতে পারি নাই। 🙁
www.tareqnurulhasan.com
আহারে আপনার জন্য খুব দুখঃ লাগতাছে 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:khekz: :khekz: :khekz:
একবার সুন্দরবন পাঠাইয়া দাও।গাটের পয়সা খরচ হইলেই বোধ আইব...
অফটপিক: অখন বুঝছি...বিসিএস এ সিরিয়াস না হওয়ার কারণ। তুমি মিয়া পাথর ব্যবসায়ী আগে কইবা না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
B-) B-)
=)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও পাথর ব্যবসায়ী হপো...
লেখা :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
নাইমা পড়েন। প্রথম খ্যাপে ভালাই ইনকাম হইব। 😀 😀
লিখা সিরুম :gulli2: :gulli2: :gulli2:
যে যেইরকম
জুনা'রে ফোন দেয় পাথর ব্যবসায়ী
আর কামরুল'রে ফোন দেয় ষোড়শী তরুণী।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি তো বয়স কই নাই? আপনে জানলেন ক্যাম্নে? 😉 😉
সবার শালিকেই তাইফুর ভাই ষোড়শী তরুণী হিসেবে ভাইব্যা নেয়। :grr: :grr: :grr:
কামরুল, তোরে ফোন দিলেই ষোড়শী ... 😀
তানভীর, সবার শালিকেই ষোড়শী তরুণী ভাইব্যা নেই। আর নিজের ছোট শালি'রে ভুল কইরা কতবার যে 'মা' ডাইকা ফালছি ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, সমস্যা নাই। আপনার শালিরে
ষোড়শী তরুণী ভাবার জন্য আমি তো আছিই। 😀
তাইফুর মামা, এই অভাগা দোস্তদের ভুলে যাইসনা সিস্টার ইন ল ডিস্ট্রিবিউশনের সময় 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
সাধে কি ভুলে 'মা' কই ... কেলাস থিরি'তে পড়ে। 😛
'নারী ও শিশু' নিযযাতন আইন'এ পড়লে কিন্তু আমার দুষ নাই। 🙁
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরে মামা খালাতো পাড়াতো আছেনা 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনায়েদ ভাই আসলেও একটা জিনিস(জিনিস এখানে রূপকার্থে গাছ বলে বিবেচিত হবে)। ভাই আর কত পাংখা(fan) বানাইবেন? :boss: :clap:
পুরাই পাংখা হইয়া গেলাম,
আমিও পাথোর ব্যবসায়ী হপো
জ্যোতিষীর মতন না তো???? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হা হা হা। কবীর দারুন হইছে। আমাকেও এক লোক প্রায়ই ফোন দিত- সৌদি আরব থেকে। সে এক বিরাট কাহিনী।
জেসিসি'র কম বেশী সবাইরেই দেখি একজন কইরা 'লোক' ফোনায় ... :-B
ঘটনা কি ?? ইংরাজী বর্ণমালায় P আর J এর দূরত্ব কইমা আস্তেছে নাকি ?? 😮
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস, আর চুপ করে থাকতে পারলাম না... 🙁
আপনার দুই টা মন্তব্য তুলে ধরতাছি-
কামরুল ভাইরে কইছিলেন, তোরে দেখতে মন চায়!
আর আমারে একবার কইছিলেন, পরাগায়নে সমস্যা হইলে জানাইস...!
এবার আপনিই কন P এর কাছাকাছি J যাইতেছে? নাকি M যাইতেছে??? B-)
ইনফ্যাক্ট, M কিন্তু আগে থেকেই P এর অনেক কাছাকাছি... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর তাইফুর ভাই তো মনে হয় আরো কাছাকাছি। 😉 😉
আমার যা কিছু ইজ্জত ছিল হেইডারও তো এক্কেরে প্রেস্টিজ বানাই ফেললি তোরা। x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, এখন এক লাইনে বিরাট কাহিনী বলার দিন শেষ...তাড়াতাড়ি পোস্ট আকারে দিয়া দে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমারে ফোন দেয় উকিল মনে কইরা, মামলার ডেট জানতে চায় প্রায়ই। 🙁
কি মুসিবত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আইহাই কি কুকাম কইরা ধরা খাইছিলেন? 😛
আমারে কুনু ষড়শী ফুন দ্যায় না 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, না দেয়াই ভাল...কারন চাইব তো আপনার পোলারে... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই, চিন্তা কইরেন না...কম্পিটিশনে আপনেই জিতবেন...আপনার পোলা তো আর ক্যাডেট না... :awesome: 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :awesome: :guitar:
আমার ক্ষমতা থাকলে আমি এই জুনায়েদ পোলাডারে কমেন্টের জন্য অস্কার-ফস্কার দিয়া দিতাম। 😉
জুনা, তুই কি রে ভাই!!! এক্কেরে বেশি বেশি। 😉
এইটার্জন্য অস্কার্কমহোয়া যায় :gulli2: :gulli2: :gulli2: