কলেজে ক্লাস সেভেনের অবস্থা থাকে অনেকটা অবলা নারীদের মতন। বুক ফাটে তো মুখ খোলে না…ছোট-বড় নানান সমস্যা-কাকে জানাব, কিভাবে জানাব…এইসব নানান ভাবনায় জানানোই হয়ে ওঠে না…ব্যাপারটা এমন যে সমস্যাটা কাউকে জানানোটাই একটা সমস্যা!
আমার জীবনের দীর্ঘতম জুমআর নামাজগুলোর সবগুলোই কলেজের ক্লাস সেভেনে থাকতে পড়া…নামাজে যেতাম আযানের ১০/১৫ মিনিট আগে…নামায শেষ করে বের হতে প্রায় ঘন্টা দেড়েকের মামলা…ঐ দীর্ঘ সময়ে যে কারও প্রাকৃতিক ডাক আসাটা খুবই স্বাভাবিক…বেশিরভাগ সময়ে সবাই যা করত তা হল- জুমআর নামাজ ব্রেক অফের পর ভরা ব্লাডার নিয়ে কোনমতে দৌঁড়ে গিয়ে ডাইনিং হলের অথবা হাউসের কোন টয়লেটে গিয়ে সেরে আসত…খুব কমই ছিল যারা নামাজের মধ্যে উঠে মসজিদের টয়লেট ব্যবহার করত। পুরো কলেজের সবার সামনে উঠে গিয়ে টয়লেট করার কথা ক্লাস এইটের কেউও ভাবে কিনা সন্দেহ…
যাই হোক আসল কাহিনীতে আসি। ক্লাস সেভেনের কথা, সম্ভবত সেকেন্ড টার্ম। জুমআর নামাজের সময় আমাদের একজনের খুব টয়লেট লেগেছে…কিন্তু উঠে গিয়ে সেরে না এসে, সে সিদ্ধান্ত নিল তারচেয়ে বরং বন্যার পানিটাকে বাঁধ দিয়ে আটকে রাখবে…তারপর নামাজ শেষ হলে নাহয়…কিন্তু বিধি বাম!!! হঠাৎ করে কি যে হল…বাঁধ ভেঙ্গে চৌচির…ফলাফল, বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেল সব…!!! বেশ ভাল রকমের বিশৃংখলাই সেদিন মসজিদে হয়েছিল বটে!
এরপর পানি অনেক গড়াল…না, না- বন্যার পানি না…স্বাভাবিক পানি…আমরা এক সময় ক্লাস টুয়েল্ভ-এ উঠলাম। আর আমাদের সেই বন্ধু হল বেশ বড়-সড় একজন প্রিফেক্ট। ঐদিন আমরা, যারা সিভিল ক্যাডেট ছিলাম- তাদের কি আফসোস!!! আহারে! আগে জানলে, প্রয়োজনে কলেজের প্রতিটি কোণা ভাসিয়ে দিতাম…!!!
এখন দেশের কোনো কোণা ভাসায়া দে, মিনিস্টার-ফিনিস্টার হইতে পারবি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কঙ্কি!!
তাইলে আর আমি টয়লেটে যাই ক্যান? :bash: :bash:
আয় হায়...মিনিস্টার হওন এত্ত সোজা!!!
আগে জানলে এতদিনে দুই তিনটা ডিভিশন কাভার কইরা ফালাইতে পারতাম... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোর যেরম আগ্রহ! এখনো টাইম আছে, শুরু কইরা দে। উপজেলা চেয়ারম্যান লাগায় দিতে পারবি =))
সংসারে প্রবল বৈরাগ্য!
এট লিস্ট ওয়ার্ড কমিশনার তো হইবিই। 😉
কমিশনার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার...আমি তো কনফুশনে পইড়া গেলাম... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস খিয়াল কইরা...খুউব খিয়াল কইরা... :-B
এডু হওয়ার লোভে জানি আবার সিসিবি ভাসায়া না দেয়... :)) 😛
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz:
=)) =)) :)) :)) :)) হো হো...।
ভাই তাইলে ত আমি এত দিনে মিনিস্টার হইয়া যাইতাম!!!! কি কন এগুলা?
ক্যাডা ক্যাডা, বুশ আর ম্যাককেইন নাকি ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
সিভিল ক্যাডেট ... পরিচিত মনে হইতেসে ... ও আমিই তো ছিলাম।
তুই কি রিসেন্টলি জয়েন করছিস???
জলদি লেখা দে... :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইফতি স্বাগতম। :clap: জলদি লেখা দে। নইলে ইডি লাগাইয়া দিব , :frontroll:
ইডি না ইবি। এক্সট্রা ব্লগ :khekz: :khekz:
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি ভাবছিলাম হালায় বুঝি আবার মুইত্তা দিছে। :bash: :bash:
=)) :goragori: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
এইটা পইড়া জোরে হাইসা ফেলসি বইলা আম্মা ভাবসে আমি নেশা করসি 🙁 🙁 ফার্মগেইট আর যাইতে পারবোনা 🙁
:bash: :bash: :bash:
আপনার কি হইল???
আবার ফার্মগেটে যাইতে ইচ্ছা করতাছে নাকি??? 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহারে, পোলাপাইনের প্রিফেক্ট হবার আশা এখন যায় নাই গো। যত যাই কউ, কলেজে থাকতে বা কলেজের বাইরে আইসা পেরায় সবাই কয় প্রিফেক্ট হবার ইচ্ছা কারও ছিল না। খালি নাকি ঝামেলা। কিন্তু তারপরও দেখা যাইতাছে এখন পোলাপাইন সারা দেশ পানি দিয়া ভাসাইতে পিছপা হইতাছে না। 😀 😀
মরতুজা ভাই, আমার বলতে কোন দ্বিধা নেই যে আমি নিজের যোগ্যতার কারনেই কোন প্রিফেক্টশীপ পাই নাই... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি কন মিয়া!!
আমার তো হেভি শখ আছিলো প্রিফেক্ট হউয়ার। কিন্তু শালার ডিসিপ্লিন এতো চমৎকার ছিলো যে, স্যাররা স্বপ্নেও ভাবে নাই। :(( :((
জুনায়েদ ভাই, এ ঘটনার যে কতবার পুনরাবৃত্তি হয়েছে। বিশেষ করে পারেন্টস্ ডের পর জুম্মায় ইমাম সাহেবের খুতবা শুরু হইত এইভাবেঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম... ক্লাশ ৭, যাদের প্রয়োজন আ্ছে তারা বাথরুমে গিয়ে আগেই ঠিক হয়ে আসো্ মসজিদের ভেতর নাপাক কাজ করা ঠিক নাহ। তথাপি যা হবা্র তাই... 😕 😕 😕 😕 😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি দিয়া ভাসাইতেন? :grr:
ভালো ছিল :clap: 😀 ।
Life is Mad.
জুনায়েদ ভাই পুরা :gulli2: :gulli2: :gulli2:
:khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমি এই কাম করি নাই, কি আনন্দ...............।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাইলে আপনে প্রিফেক্ট হইলেন ক্যামনে?
চিপা দিয়া হইছিলাম। ক্যামনে ক্যামনে জানি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও আবার "পিরিপেক্ট" হপো :((
দুর হাই টেবিলে বইসা মজা নাই, হাত দিয়া ভাত খাইতে পারি নাই, মুজা ছাড়া জুতা পড়তে পারি নাই, রেগুলার শেভ করতে হইত, ষ্ট্যাম্প ঠিক রাখতে হইত, অনেক জামেলা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
২য় হাই টেবিলে এইসব ঝামেলা কম
ফয়েজ ভাই, এই স্ট্যাম্পটা কী? :-/
www.tareqnurulhasan.com
আবার জিগায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও শুনপো (@মাস্ফু)
হ, বিশেষ কইরা *দিরা ম্যাডাম যেইদিন ডিউটি মাস্টার থাকতেন সেইদিন (আফসুস আমরা তখন কেলাস এইটে) স্ট্যাম্প ঠিক রাখা বড় দায় ছিল 🙁
নিচে পোলাপাইনরা বসত,টেবিলের তলা দিয়া সব দেখতে পাইত, কি লজ্জার কথা তাই না :shy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
cp মাসরুফ কি সেভেনে মসজিদ ভাসাইছিলো? x-(
(মাসরুফ, মাইন্ড করিসনা জান, দুষ্টামি করলাম।)
দোস্ত আমি ভাসাইনাই তয় আমার পাশের জন এক্কেবারে প্রিন্সিপালের গা ভাসায়া দিছিলো(প্রিন্সিপাল কি মনে কইরা সেইদিন সেভেনরে উনার লাইনে দাঁড়া করাইছিলেন)।সেই রাগেই মুনে হয় স্যার বেচারারে পিরিফেক্টশিপ দেয়নাই 🙁
অফ টপিক- আমারে "জান" কস কেলা?আমি কি পিসিসি নাকি? গাছ রে গাছ কবি অন্যকিসু না খবর্দার x-(
আমগো মাস্ফু তো চিপি আছিলো...
হুমমম..
তাইতো কই অই টাইমে ঝিনাইদহ তে বন্যা হইছিলো ক্যান :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
*সিপি
সংসারে প্রবল বৈরাগ্য!
সিপি দের ছিপি লাগান থাকে ... ভাসানোর চান্স তাই কম। 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮
ব্লগের মধ্যে এই সব অচলীলতা করায় আলম+মাস্ফুর জান সহ ব্যান চাই। 😉 😉 😉
আলমের জান মাস্ফু, আর মাস্ফুর জান 'জাস্ট ফেরেন্ড'...তাইলে আপনে তিন জনের ব্যান চাইতেছেন??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমাগো কলেজেও একজন এই কাজ করছিল, অবশ্য সে কুন প্রিফেক্ট হয় নাই, মনে হয় তার আরো কয়েকবার করতে হইতো :)) :)) :)) :))
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
বাহ বাহ পিরিফেক্টশীপ নিয়া আলুছনা হইতাছে 😀 য়ামার তিন্তারা দেওয়া কাইল্লা ক্রসবেল্টের প্রোফাইল পিকছার দেওন এতদিনে সার্থক :)) :)) :))
মাসরুফ ভাই এখন নসু ভাসায়, দেখেন না ওনার ............ এ কত আপামনি ভাইসা যাইতাসে।
(বি.দ্র.ঃ শূণ্যস্থান মাসরুফ ভাই ছাড়া সবাই নিজ নিজ মত করে পুরণ করুন।)
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
মাসরুফ ভাই কিছু বলার আগে আমি ই দিলাম নিজে থেকে 😀
বাহ বাহ আরেকটা দুইতারা আইছে 😛
তুই লং আপ হয়া থাক,কেয়ামতের ৫ মিনিট আগ পর্যন্ত কুনু নামানামি নাই x-(
বন্যা নিয়া লিখসেন......আমাদের কলেজে shitting নিয়াও কাহিনি হয়া গেছিল।তয় মসজিদে না,বায়োলজি ল্যাবে।
যে এই কাহিনী ঘটাইসিল,তারে এইসব নিয়া টিজ দিলে তার চোখমুখ এখনও লাআআআআআআআআল হয়া যায়।
নিজের গল্প অন্যের নামে চালাইলি ক্যান ?? :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :khekz: :khekz:
হা হা হা =)) =))
কিন্তু আহসান ভাই এইটা আমারে শুনাইছে :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =))
=)) =)) =)) 😛 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে ভাই, আমাদের ক্লাস এর ২ তা মহামানব এই একই কাজ করসে। এর পর প্রতি বছরই কেউ না কেউ এই কাজ করসেই......... :))
কমেন্ট শিল্পীর পোস্টটাও এক্কেরে ফাডাইন্না হইছে...
:gulli2: :gulli2: :gulli2: :khekz: :khekz: :khekz: