[গতকাল থেকেই মনটা খারাপ…কিছুতেই ভাল হচ্ছে না। আমি জানি আমার মতন বাকি সবারই একই অবস্থা…কি করা যায়-ভাবতে ভাবতে মনে হল, আরে তাই তো ইরফানকে স্মরন করা যায়…ওর কথা মনে পড়লে মেজাজ খারাপ হতে পারে, তবে মন খারাপ ভাবটা যে কেটে যাবে তাতে কোন সন্দেহ্ নেই…!!!]
-‘হ্যালো, ইরফান, কই তুই?’- মোবাইলে জিজ্ঞাসা করলাম আমি।
-‘আনরাইপ মার্কেট-কাঁচা বাজারে!!’
-‘কাঁচা বাজারে?? তুই ওখানে কি করিস?’
-‘কি আর করব?? বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ান-ডে ক্রিকেট খেলা দেখতে এসেছি…!!! ব্রাদার ইন ল’!! কাঁচাবাজারে মানুষ যা করে তাই করছি, তরকারি, শাকসবজি কিনছি…!’
-‘না, মানে, তুই তো বাজার করতে কখনও যাস না- তাই একটু অবাক হলাম আর কি…আচ্ছা তুই ফ্রি হবি কখন?’
-‘উম্…বিকালে ফ্রি আছি।’
-‘তাহলে বাসায় চলে আসিস।’
-‘আচ্ছা।’
বিকাল বেলা। রুমে একা একা বসে গান শুনছি আর ভাবছি ইরফান কখন আসবে…ভাল কথা, সেদিন ওকে নিয়ে হাসাহাসি করার পর ওর সাথে তো আর কথা বলাই হয় নি…ওর সাথে সকালের কথা-বার্তা মনে পড়ে গেল। ‘ব্যাটা নিশ্চয়ই এখনও আমার উপর খেপে আছে’- আর এক চোট হেসে নিয়ে ভাবলাম আমি। এমন সময় কলিং বেল বেজে উঠল…ইরফান এল বোধহয়…
-‘ইউ আর আ ঈল!!!- ঘরে ঢুকেই বলে উঠল ইরফান।’
-‘কেন আমি কি করলাম??’
-‘দুইদিন ধরে যে আই মাইন্ডেড এবাভ ইউ…তোর কোন হেড পেইন আছে???’
এখানে বলে রাখা ভাল-আমাদের বহুল ব্যবহৃত একটা গালি আছে…যেটা ছোট হতে হতে এখন শুধু ‘বাইন’ হয়ে গেছে!! আর ইরফানের কাছে হয়েছে ঈল (ফিশ!)!!!
-‘সরি, একদম মনে ছিল না- জানালাম আমি।’
-‘সরি বলার প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে ইউ লাফ, লাফ! কিন্তু সবার সামনে কি দরকার ছিল???’
-‘আরে বাবা, ভুল হয়ে গেছে-আর হবে না…হ্যাপি?’
-‘ওকে, হ্যাপি!!!’
ইতোমধ্যে বুয়া আমাদেরকে নাস্তা দিয়ে গেল। আমরা কথা বলে সময় নষ্ট না করে, নাস্তা খাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম। এরপর চা খেতে খেতে ইরফানকে প্রশ্ন করলাম,
-‘কাল তোর চাকরীর একটা ইনটারভিউ ছিল না?? কেমন হল??’
-‘আর বলিস না…মেজাজ গরম হয়ে গিয়েছিল…!’
-‘কেন রে? ‘
-‘চ্যাংড়া একটা পোলা ছিল বোর্ডে। আমাকে বলে কিনা ‘আপনার তো অভিজ্ঞতা নেই, আপনি এসেছেন কেন??”
-‘তারপর?’- জিজ্ঞাসা করলাম আমি।
-‘তারপর আর কি…আমি বললাম, ‘সান অফ এয়ার’, আমার যদি এক্সপেরিয়েন্সই থাকত তাহলে কি আর তোদের এখানে আসতাম?????? সোজা মাল্টিন্যাশনাল কোং-এ গিয়ে দাঁড়াতাম!’…’এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই আমি পগারপার…’
-‘সান অফ এয়ার’???’
– ‘ঐ তোরা যাকে ‘হা…য়ার পোলা’ বলিস আর কি!’
-‘সেকি রে…!! এরপর তোরে কোন দিন দেখলে ওরা কি করবে কে জানে!’
-‘ফুঃ, আমার বয়েই গেছে ঐ ‘পিগ’দের কাছে আবার যেতে…!!!’
আমি আগের দিনের কথা ভেবে হাসি চাপার প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। ‘যেহেতু এখানে আর কেউ নেই, তুই হাসতে পারিস’- জানাল ইরফান। এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না…হাসতে হাসতে আমি খাট থেকে ‘পিরা’ গেলাম…!!!
😮 😮
ইয়া স্মল ব্রাদার জুনা কবীর, ইউ তো মেড মি পিরা ফ্রম চেয়ার আবার। :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, চেয়ার যেন না ভাঙ্গে...খিয়াল কইরা-খুব খিয়াল কইরা...আহারে না জানি কোন 'গাছ'এর কাঠ থেকে চেয়ারটা বানান হইছে...!!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আর যদি স্টীলের হয় তাইলে খিয়াল করার দরকার নাই...ইচ্ছা মতন পিরা যান..... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই ব্যাটা, চেয়ার থেইকা পিরা গেলে চেয়ার ভাঙ্গবো ক্যালা! চেয়ারটা যদি পাঁচতলা থেইকা 'ফিলা' দেই তাইলে অবশ্য ভিন্ন কথা
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়া স্মল ট্রি ব্রাদার জুনা কবীর, ইউ তো মেড মি পিরা এন্ড মিরা ফ্রম চেয়ার 😛
=)) =))
:goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:shy: :shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই কসম কইতাছি-আইজ থিকা সত্যি সত্যি আপনেরে গুরু মানলাম।সারা দিন আজকে মন খারাপ করে ছিলাম-জানেন ই তো কেন-এই লিখা পড়ে মনের ভার অনেকটা হাল্কা হইয়া গেল।
সান অফ এয়ার, ঈল-এইগুলা শুইনা এক্কেরে চেয়ার উল্টায় পড়ার দশা-আমার চেয়ার অবশ্য গাছের না- =)) =)) =)) =)) =))
🙂 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই মিয়া এত্ত কষ্ট কইরা কমেন্টাই আর আন্নে স্মাইলি দিয়াই খালাস x-( খাড়ান আন্নেরে আমি কাঠুরিয়া দিয়া সাইজ কর্তাছি-কাঠুরিয়া না থাক্লে টিডি ডিপার্ট্মেন্টের লেদ মেশিন তো আছেই-হায়দার স্যার রে খবর দিতাছি x-(
তুমি এসব কইবা, আর তাইফুর ভাই লিখব গাছে গাছে মাইরপিট!!! 🙁
তুমি বোঝনা নিজেদের পায়ে কুড়াল মারার বিলাসিতা অন্তত 'আমাদের'(!) করা উচিৎ না...!!! :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ, তরা মারামারি কাটাকাটি বাদ দিয়া একটা টি.এস.পি পার্টি দে :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আর জীবনে কমু না। এইখানে মাসরুফের 'ভুলা ভালা নান্না মুন্না' ছবি দেইখা এতদিন যা যা কইছি, ফেইসবুকে অর রিসেন্ট 'ভাবমূর্তি' দেইখা এখন আর কইতে পারুম বইলা মনে হয় না। আর তুই, ও...মা, তুই তো মাসরুফ-এরও বড় ভাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর মামা, সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, সাবধান!!!
আপনার অক্সিজেনে কিন্তু মেলামাইন মিশায়া দিমু... :grr: :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হায় হায় কস কিরে! :((
সংসারে প্রবল বৈরাগ্য!
কবীর ভাই,দেন উনার অক্সিজেনে মেলামাইন মিশায়া দেন।কত্ত বড় সাহস(??!) গাছেগো লগে চুলাচুলি(পাতাপাতি???)
@তাইফুর ভাইজান-ওই মিয়া যা দেখছেন দেখছেন এইটা পাঁচকান কইরেন না।আমাগো সিও আহসান ভাই এট্টু ব্যস্ত,উনার কানে এইগুলা গেলে ইডি খাইতে খাইতে আমার জান শেষ 🙁
তুই কয়জনের মুখ বন্ধ করবি । :khekz:
:gulli2: :goragori: :gulli2: :goragori:
সারাদিনের পরে এই এখন মনটা ভালো হলো। জুনায়েদ থ্যাঙ্কস।
কামরুল ভাই, আপনার মন কিছুটা ভাল করতে পেরে আমার নিজেরও ভাল লাগছে...!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফৌজিয়ান ভাই,আইজকা গেছিলাম মেডেলিয়নের গলিতে।আন্নে মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিলেন দেইক্কা কল দেইনাইক্কা।দেখেন জুনায়েদ ভাই কিরম ফর্মে আছে 😀
তা ও কল দিতি, বোরিং লাগতাছিলো আইজকা 🙁
আর জুনায়েদের কথা কি কমু? পিরতে পিরতে মিরা ফালানোর মতলব করতাছে মনে হয় হালায় :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, লেখা কিন্তু থাইক্যা যাইতেছে...পরে আপনার কিছু হইলে(আল্লাহ্ না করুক!)- পুলিশ আইস্যা আমারে ধরব... 😮
সো খিয়াল কইরা...খুব খিয়াল কইরা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চিয়ার্স জেসিসি। কিপ ইট আপ। স্মল কুইয়েশ্চেন, আনরাইপ মার্কেট যুদি কাঁচা বাজার হয়, পাঁকা চুল তাহলে কি? রাইপ হেয়ার?? :goragori: :khekz: :goragori: :khekz: :goragori: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, আপনার চুল কি রাইপিং ধরছে???
অবশ্য আমার নিজেরই দুই তিনটা রাইপাইছে... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
‘সান অফ এয়ার’
:khekz: :khekz: :khekz:
আপ্নে এখন চাইলেই zun@ed's নামে এক্টা কোচিং সেন্টার খুইলালাইতে পারেন.. 😀
ইউ ওয়ান্ট মি টু ইট মাইর ফ্রম দা পাবলিক??? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নো ব্রাদার!!মি নট মিন দ্যট!!মি ওয়ান্ট ইউর পকেট হাই উইথ মানি 🙁
বন্য, তুই পোলাডা একেবারে খারাপ না রে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:))
জুনায়েদ, বিলিভ মি, আইজ সারাদিন মনে হয় তোর এই লিখার জন্যই বার বার লগ ইন করতেছিলাম ...... কখন আইস ব্রেক হইব, কে ব্রেক করব। তুই আমারে অনেক কিছু ফিরায়া দিলি। :clap:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই, এটা আমার জন্য বিশাল একটা কমপ্লিমেন্ট!!!
আপনারে :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চমৎকার লাগছে :clap: :clap: ।
Life is Mad.
😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :salute:
কবীর ভাই... মনটা এক্কেরে ফ্রেশ কইরা দিলেন। 😀 😀
:shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙂 😀 :)) =)) :khekz: :goragori: :((
হা হা হা =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
পিরা গেসি আমাকে ধিরা উঠা । :goragori:
দুইটা পর্বই এত জোশ হইছে যে আমিও পিরা গেলাম!! =))
www.tareqnurulhasan.com
হাসতে হাসতে আমিও পিরা গেলাম!
জুনায়েদ...জোসসসস হইতেসে। :)) =)) =))
দাদা এইটা গল্প বিভাগে কেম্নে পড়লো? :-B