গতকাল এই সাইটে রেজিস্ট্রেশন করলাম,তারপর থেকে অপেক্ষা করছি আমার গাইড কখন আসবে!গাইড তো পাইলামই না,ইভেন কোন অন্য সিনিয়ারও রিসিভ করলোনা! এক্স-ক্যাডেটদের এই ইনডিসিপ্লিন এক্টের তীব্র প্রতিবাদ জানাই!
এবং আমার গাইড কে হবে?????????
গতকাল এই সাইটে রেজিস্ট্রেশন করলাম,তারপর থেকে অপেক্ষা করছি আমার গাইড কখন আসবে!গাইড তো পাইলামই না,ইভেন কোন অন্য সিনিয়ারও রিসিভ করলোনা! এক্স-ক্যাডেটদের এই ইনডিসিপ্লিন এক্টের তীব্র প্রতিবাদ জানাই!
এবং আমার গাইড কে হবে?????????
জিহাদ...বাবুকে কোলে উঠায়া নাও ছবির মত.. :))
রিসিভ করার থেইকা ব্লগে ঢুকার আগে পরে দুই দুই চারটা ফ্রন্টরোল দিয়া ঢুকবা.. :grr: :grr:
ফুয়াদ ভাই,আপনে আমার ক্যাডেট লাইফের ফার্স্ট টেবিল
লিডার?কিমুন আসেন?রোযা রাখেন নি?নাকি হাত তুলতে হইব?
পা-আ-আ-নি লাগবে!!!!!!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
এইবার মনে পড়ছে.... 😀
ছুডুভাই..আসো ক্যামন?? রোযা তো রাখতে চাই..তবে আমারটা নাকি রোযা হয়না..এইটারে উপবাস কয়.. :((
আর হ্যঁা শুক্কুর ভাইরে ডাক দেও...পানি লাগব... :grr:
রোজা হয় না? ছি ছি ছি 😉 রোজার সময়ডা অন্তত খ্যামা দে। :grr:
ছি ছি এইগুলা কি কস। 😛
এই পোলায় দেহি বেশি কতা কয়!!
হৈ মিয়া, তুমি অনির্দিষ্টকালের জন্য ফ্রন্টরোল দিতে থাকো যতক্ষন না গাইড পাওয়া যাইতেসে x-(
সাতেও নাই, পাঁচেও নাই
ব্লাডি শাহরিয়ার,হোয়াই আর ইউ নট বিইং "শান"(তোমাগো ওইখানে কি কয় অ্যাটেনশান রে??)হ্যান্ডস ডাউন এন্ড স্টার্ট পুশ আপ টিল ডুমস ডে...
রিসিপশন পছন্দ হইছে? 😀
আপ্নেই তাইলে গাইড?? 😕
জি ভাইয়া!!!
পসন্দ না হইলে আর কি করা যাইব!গাই-ড কিনা! 😀 😀
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
=)) =)) =)) মাসরুফ ভাই, এইবার কিন্তু কইতে পারবেন না আমি আপনারে কাশেম বানাইসি =)) =)) =))
সাতেও নাই, পাঁচেও নাই
x-( আমাগো গাইড আর নয়া ক্যাডেটের মাঝখানে তোরে বাম হাত ঢুকাইতে কইছে কেডা?আর অই কাসেম কাহিনি খবরদার এই ছুডু পোলার সাম্নে উচ্চারণ করবি না...
😕 😕 এইখানেও কাশেম নিয়ে তোলপাড়???
আপনেও?? x-(
মাসরুফ,
শাহ্রিয়ার রে কও, ব্লগে যতজন সদস্য আছে সবার নাম ১০০বার কইরা লেইখা জমা দিতে আর গাইডের নাম লিখবে ৫০০ বার।
আর এক কাম কর...এক বালতি পানি আনো। ব্লগে যতজন সদস্য আছে সেই কয়টা গ্লাস নিয়া চা চামচ দিয়া এক চামচ এক চামচ কইরা পানি নিয়া সব গ্লাস ভরতে কও। তারপরে সবার কাছে পানি ভর্তি গ্লাস পৌছাইয়া দিবে...
রিসেপশন হয়না কেমনে দেখিতো...।
চান্দু শাহরিয়ার,
আরো রিসেপশনের ব্যবস্থা করবো?
হেঁ হেঁ হেঁ হেঁ হেঁ,শাহরিয়ার বেচারা জানে না কোন হাটে ছুঁচ বেচতে আইসে...আহসান ভাই,আপনেরে এই ব্লগে আমার সিনিয়র গাইড হিসাবে নির্বাচিত করা হইল কিন্তু আপনার সাথে আমার আগে থিকা খাতিরের সুবাদে ওই যা যা বলসেন সেইগুলা মাপ।কিন্তু শাহরিয়ারের আর তো সেই খাতির নাই(শিগগিরি হয়া যাবে)তাই ওরে মিলিটারি স্টাইলের পাঙ্গার ব্যবস্থা করা হউক ইয়েস প্লিজ(এইটা এমসিসি এর "কাইন্ডলি" আর অন্য কলেজের "জি ভাইয়া" এর জেসিসি সংস্করণ)
শাহরিয়ার,তোমার গ্রান্ড গাইড আহসান ভাই যা যা কইছে শুরু কইরা দাও বাচ্চু!
দেখ যা ভালো মনে করো আর কি...... 😀
আহসান ভাই, পাংগার ব্যাপারে এই রকম মৌলিক চিন্তার জন্য আপনাকে :boss: :boss: :boss:
🙂 থ্যাংকস বাডি......
গ্রান্ড গাইডের কাছ থেকে যে শিক্ষা পাইলাম,
কলেজে গিয়ে জুনিয়র রে খাইসি!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:-B সাবাস!!!!!
যাক, কিছু একটা শেখানো গেল তাইলে...।
আইহাই আমি তো ভুইলাই গেসিলাম এই পোলা এখনো কলেজে!!
শাহরিয়ার, ভাই,তুমি কষ্ট কইরা তোমার সামিয়া আপুর "মটর-সাইকেল" আর "সুপারম্যান" পাঙ্গা দুইটা শিখা যাও-কলেজে কামে আসবো।
ম্যাচের কাঠি দিয়া করিডোরের লেনথ মাপান যাইতে পারে। :grr:
পিডা হালারে... x-( x-(
চ্যাতস ক্যান?? 😉
আইক শাহরিয়ার,সাবধান,ইট দিয়া শেইভ করা কি দেখছিস বেটা,.........।।আমার এক দোস্তকে এডজুটেন্ট একবার ছেনি দা দিয়া শেইভ করাইছিল............।। :grr: কি আর রিসিপ্শন লাগব নাকি
তোমাদের রেগিং শেষ হইলে শাহরিয়ারকে আমার কাছে পাঠাইয়া দিও। আমি ওর জন্য আলাদা রিসেপ্সনের ইন্তেজাম করছি।
দেখস তোমার জন্য বড়ভাইয়েরা কি না করতেসে... :))
আসসালামু আলাইকুম!
কামড়ুল ভাইয়া,প্লিজ।
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আরে ভাইয়া,আমি গাইড পাইয়া গেসি!!!
আমার আর কোনো প্রব নাই!!!!
নাইলে কইলাম কাইন্দ্যা দিমু।
চিক্কুরও দিবার পারি!!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ইউ ব্লাডি *কার, পকেটে হাত কেন?দিস ইজ সিসিবি, নট সাম ব্লাডি জোকিং সাইট।হাউ ডেয়ার ইউ কিপ ইওর প্রোফাইল পিক হোয়্যার ইউ কিপ ইউর হ্যান্ড ইন পকেট?আর ইউ ব্লাডি লর্ড?এস্টাট(স্টার্ট) ফ্রগজাম্প!!
মাসরুফ,
এই পোলা কিন্তু সাইট ছাইড়া পালাইয়া যাইবো......।
নাহ যাইবো না বস,আপনে আছেন না,কানে ধইরা ফেরত আনবেন। 😀
=)) :)) =))
Life is Mad.
শাহরিয়ার, ভয়ের কি আছে???
সিনিয়ররা আছে না?????
ভাইজান দেখি বেশ জুনিয়র দরদী 😉
সাতেও নাই, পাঁচেও নাই
চিন্তা করিস না...তুইও উনার জনিয়র..তোরেও দরদ করব.. :grr:
তুই মনে হয় খুব সিনিয়র?? তুইও চিন্তা করিস না :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
:dreamy:
জিহাদ, তোমারও 'দরদ' দেখাতে আমার কোন আপত্তি নাই...
কিন্তু তুমি আসলেই চাও কিনা শিওর হয়ে নিও... 😀
তার আগে জানতে হবে আপ্নের দরদটা কি ধরনের... 😐
:grr: :grr: :grr: :grr: :grr:
চিন্তা শিল্পী'র নামকরণ স্বার্থক...
হেই ঠিকই 'দরদের' ধরন ধইরা ফালাইসে...
একবার ও কেউ লক্ষ করলো না যে পোলাটা পকেটে হাত দিয়া আমাগো লগে কথা কইতাছে.........।বেয়াদব......।গাইড কিছু শিখায় নাই নাকি?
গাইড নিয়া যে টানাটানি হইল!!!!
শিক্ষা মাশাল্লা হয়ে গেসে!
এইবার কলেজে গিয়ে সবগুলার প্র্যাক্টিক্যাল করব!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ওই মুঞ্জুর, তোর ঘাড়ে কয়টা মাথা?এই পোলা কইলাম আমার জুনিয়র,এর গাইড নিয়া টানাটানি করলে কইলাম খবর আছে। x-(
=)) =)) এই পোলার গাইডকে ব্লগ adj. এর সাথে এক্ষুনি দেখা করতে বলেন।
lolzz..hashtei asi..oi beta tui akhon front roll shuru koira de...
মাসরুফ ভাই,আপ্নার follower দেইখাইতো পোলাটা এরকম হইছে.........দেখতে হবে না কার follower......
😀 😀 😀