তোমার চোখে ঝাপসা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম
তার আগেই আমার চোখে কুয়াশা দিলে
কামবাসনা-লোভ লালসা দাঁতে চেপে
মাথার উপর দু’হাত তুলে
লোকচক্ষুর আড়াল বাধা-হাজার ছি ছি
উপড়ে ফেলে ছুড়ে দিলাম তোমার দিকে
অন্ধ গোপন বন্ধ ঘরে তোমার দিকে হাত বাড়াতেই
তোমার বুকের সকল চর্বি জমা করে
জ্বাললে প্রদীপ নিশীথ রাতে
সেই প্রদীপের তাপ ও আলো শুষে নিলো অন্যলোকে
তবুও তুমি যাবার বেলায় আমার ঠোঁটে ঠোঁট রেখেছো
কোন সাহসে?
১টি মন্তব্য “প্রলাপ এবং”
মন্তব্য করুন
:clap: