লাইভ ফ্রম কলেজঃএক্সকারশন টু বইমেলা

অনেকদিন পর ব্লগে!
বহু কাঠখড় পুড়িয়ে আমাদের এইবার এক্সকারশনের ভেন্যু ঠিক করা হল বইমেলা!বরাবরের মত এবারও সিলেটে হওয়ার কথা ছিল!শেষ পর্যন্ত বহু অনুনয় বিনয় করে এবার বইমেলাতে প্লেস ঠিক করা হল!কুমিল্লা থেকে সিলেট যেতে আসতে ৭-৮ ঘন্টা লেগে যায়!তার ওপর খালি চা-বাগানে কী সোন্দর্য খুজে পায় কে জানে!
এর চেয়ে বইমেলাই ভালো!বই কেনার জন্য পকেটমানি থেকে টাকা দেয়া হলো,বই মেলাতে যাওয়ার আগে মিউজিয়াম!আইডিয়াটা বসসসস!!!!
কলেজ অবশ্য এমনি এমনি এমন অপশন বের করে নি!এক্সারশনের সাথে সাথে কলেজ লাইব্রেরীর জন্যাও বই কেনা হবে!তবে যাই হোক,গল্প তো করা যাবে “আমরাই নতুন বইমেলাতে!”

২,০৪৮ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “লাইভ ফ্রম কলেজঃএক্সকারশন টু বইমেলা”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    খুব ভাল আইডিয়া।কিন্তু ইউনিফরমে জ়াওয়া হবে?


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    ১ম 😀 😀 😀


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. জিনাত (২০০২-২০০৮)

    ইশশ্ কি মনে করাইয়া দিলি রে...Excrsn এর সাতদিন আর ফ্যান্টাসির ঐ একদিনের জন্য আমি আরো ছয় বছর কলেজে পড়তে রাজি...ছবিগুলো দেখলে এখন কান্না পায়
    অফ টপিক:খুবই ভাল আইডিয়া...প্রেজেন্ট ক্যাডেটদের আমি বড়ই হিংসা করি

    জবাব দিন
  4. রশিদ (৯৪-০০)

    বাহ!! দারুন তো......

    তোমার বাড়ি কই চান্দু?? চা-বাগানের আশেপাশে নাকি???

    আমার তো মনে হয় চাবাগান হলো দেখার জন্য সবচেয়ে সুন্দর জিনিস......আর কোন কিছুতেই আমার চোখ এখন পর্যন্ত এত্তখানি জুড়ায়নি যতটা চাবাগন দেখে জুড়াইছে

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    দারুণ আইডিয়া।
    ক্যাডেট কলেজ সত্যি সত্যি বদলে যাচ্ছে। তবে এটা ইতিবাচক বদল।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. আশহাব (২০০২-০৮)

    সহমত, ভাল আইডিয়া :thumbup:

    প্রেজেন্ট ক্যাডেটদের আমি বড়ই হিংসা করি

    😮 কয় কি??? তবে আমি আমার সিনিয়র ক্যাডেট ভাইদের হিংসা করি, অনেক কিছু মিস করসি :bash:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।