অনেকদিন পর ব্লগে!
বহু কাঠখড় পুড়িয়ে আমাদের এইবার এক্সকারশনের ভেন্যু ঠিক করা হল বইমেলা!বরাবরের মত এবারও সিলেটে হওয়ার কথা ছিল!শেষ পর্যন্ত বহু অনুনয় বিনয় করে এবার বইমেলাতে প্লেস ঠিক করা হল!কুমিল্লা থেকে সিলেট যেতে আসতে ৭-৮ ঘন্টা লেগে যায়!তার ওপর খালি চা-বাগানে কী সোন্দর্য খুজে পায় কে জানে!
এর চেয়ে বইমেলাই ভালো!বই কেনার জন্য পকেটমানি থেকে টাকা দেয়া হলো,বই মেলাতে যাওয়ার আগে মিউজিয়াম!আইডিয়াটা বসসসস!!!!
কলেজ অবশ্য এমনি এমনি এমন অপশন বের করে নি!এক্সারশনের সাথে সাথে কলেজ লাইব্রেরীর জন্যাও বই কেনা হবে!তবে যাই হোক,গল্প তো করা যাবে “আমরাই নতুন বইমেলাতে!”
২২ টি মন্তব্য : “লাইভ ফ্রম কলেজঃএক্সকারশন টু বইমেলা”
মন্তব্য করুন
খুব ভাল আইডিয়া।কিন্তু ইউনিফরমে জ়াওয়া হবে?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
১ম 😀 😀 😀
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ভালোই তো!
ভালো উদ্যোগ ... 😀
ভালো লাগল।
চমৎকার উদ্যোগ!
আফসোস, আমাদের সময় এ ধরনের কোন উদ্যোগ নেয়া হয় নি। 🙁
গ্রেট........................!!!!!!!!!!!!!!!খুব ভাল আইডিয়া.......... :thumbup: :thumbup:
তবে আমরা গিয়েছি fantasy kingdom.............. :dreamy: :dreamy:
কি দিন যে গেসে.................চরম :guitar: :guitar: :guitar:
আমরা নন্দন পার্কে B-)
B-) B-) আমরা যশোরের বিনোদিয়া পার্কে
গ্রেট! কবে যাচ্ছো তোমরা মেলায়?
www.tareqnurulhasan.com
ইশশ্ কি মনে করাইয়া দিলি রে...Excrsn এর সাতদিন আর ফ্যান্টাসির ঐ একদিনের জন্য আমি আরো ছয় বছর কলেজে পড়তে রাজি...ছবিগুলো দেখলে এখন কান্না পায়
অফ টপিক:খুবই ভাল আইডিয়া...প্রেজেন্ট ক্যাডেটদের আমি বড়ই হিংসা করি
বাহ!! দারুন তো......
তোমার বাড়ি কই চান্দু?? চা-বাগানের আশেপাশে নাকি???
আমার তো মনে হয় চাবাগান হলো দেখার জন্য সবচেয়ে সুন্দর জিনিস......আর কোন কিছুতেই আমার চোখ এখন পর্যন্ত এত্তখানি জুড়ায়নি যতটা চাবাগন দেখে জুড়াইছে
উনি আমাদের কলেজের আশেপাশে থাকে!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
দারুণ আইডিয়া।
ক্যাডেট কলেজ সত্যি সত্যি বদলে যাচ্ছে। তবে এটা ইতিবাচক বদল।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সহমত, ভাল আইডিয়া :thumbup:
😮 কয় কি??? তবে আমি আমার সিনিয়র ক্যাডেট ভাইদের হিংসা করি, অনেক কিছু মিস করসি :bash:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
তুই তো প্রেজন্ট ক্যাডেট :))
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
চরম আইডিয়া। :thumbup:
আমার জন্যে বই কিনতে হবে কিন্তু! (সম্পাদিত)
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
আচ্ছা,চাচা চৌধুরী আর রাকার তান্ডব......চলে? 😀 😀
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
না!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
আমার জন্যে বাজেট এতো কম??
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!