প্রিটেস্ট পরীক্ষা শেষ হলো…বিদায়ের দিন ক্রমশ এগিয়ে আসছে!এই শেষ মুহুর্তে এসে একটু মন খারাপ হয়!তবু সিনিয়র ক্লাস…,সেই আনন্দে সুখে থাকি!ভ্যাকেশনের ১৫ দিনের মত বাকি!দিন গুলো খুব উত্তেজনায় কাটছে!১০ তারিখ থেকে ICCBVM শুরু হতে যাচ্ছে!আমরা হোস্ট!চ্যাম্পি্যন্স লীগের খেলাগুলো মিস করতে ইচ্ছে হয় না!আজ যেমন ডিভিডি দেখব,স্পেশাল ডিনার…এসব আনন্দের তুলনাই হয় না!
সবাই ধীরে চিন্তিত হয়ে পড়ছি।ক্যারিয়ার নিয়ে।কলেজ থেকে বের হয় কী করব…এসব চিন্তা হয়।সোসাইটি ক্লাসে বসে ব্লগ লিখছি!আর খুব মিস করছি সিসিবি কে!সবাই ভাল থাকবেন!
৩৪ টি মন্তব্য : “লাইভ ফ্রম কলেজ-৩”
মন্তব্য করুন
😀
প্রথমবারের মত প্রথম হইলাম ।
হরিপদের কাছে গিয়েছিলি নাকি... ??? আমার কথা কি বলেছিস...??
হরিপ্রসাদ বলেছেন আপনার আগামী এক বছরের মধ্যে কোন ছুটির সম্ভবনা নাই । আপনার উপর
কামরূপ কামাক্ষার পেত্নী ভর করিয়াছে । এইটা কাটাইতে হইলে ইন্ডিয়ায় যেয়ে ভেষজ চিকিৎসা
নিতে হবে ।
তোর হরিপদরে আমার কাছে আসতে বলিস ... আমি তারে উপযুক্ত চিকিৎসা দিয়ে দিব ... ইনশাল্লাহ ...
আমারো জুনিওর তাইলে আছে । তবে ব্লগে তুই আমার সিনিওর ।
ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করিস না । ক্যাডেটরা কেউ বইসা থাকে না ।
হ সবাই শুইয়া থাকে :grr: :grr:
এবং কখনো একা শুইয়া থাকে না! 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুলের পাশে বিছানায় শুইয়া অইডা কেডা 😛
একেকদিন একেক জন থাকে। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮 😮 😮 😮 😮 😮
😮 😮 😮 😮 😮
হুম আনন্দে থাইকো।
হিংসা হইতেছে।
আবার যদি যাইতে পার্তাম :(( :(( :(( :((
হুম হুম।
asolei hingse hoitese.........missing those days...
প্রিসিলা, দোস্ত তুই?i am so happy যে আমার ব্যাচ এর আর একজন বাড়ল।really missing those days year...........
ইস, আজকে বৃহস্পতিবার, কাবাব দিব ডিনারে, সাথে খাসির রেজালা, পুডিং 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইস!! এর উপরে খাওয়া হয়না ভাইয়া..... :dreamy:
"সোসাইটি ক্লাসে বসে ব্লগ লিখছি" - আমগো সময় গার্ডেনিংয়ের নামে ঘাস কাটাইতো x-( x-( x-( x-(
ভবিষ্যৎ নিয়া বেশী চিন্তা করোনা, শুভই হবে। তারপর উচ্চতর অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইভ ব্লগ করবা এই দোয়া রাখি।
আজ বৃহস্পতিবার!!!!!!!!!!!!!!!
এই একটি দিনে কলেজকে প্রচন্ড অনুভব করি,যদি আবার যেতে পারতাম
ওল দ্য বেস্ট । পরীক্ষা ভালভাবে দাও আর ভর্তি পরীক্ষা আরো ভালভাবে দিও । চেষ্টা করলে কেউ বসে থাকেনা । লাগে রাহো 😀
ওল দ্য বেস্টে সহমত।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😛
ওল দ্য বেস্টে সহমত :pira: :pira:
আর মাত্র কয়েকটা টার্ম, ঠিকমতো পড়াশুনা করো। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐ :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বিয়াপার না......চিয়ার আপ ম্যান...
all the best!!!! 🙂
শুভ কামনা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শুভ কামনা 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
উহু......একদম উল্টা-পাল্টা চিন্তা না......এখন চিন্তা শুধু HSC-তে ভালো করার......আর কলেজের সবকিছু এনজয় করা.....নানারকম ফাঁকিবাজির নয়া ফিকির করা.....
হায়রে আমার সোনাঝরা দিনগুলো.......তোমার লেখা পড়তে গিয়ে কেমন করে উঠলো যেন মনটা......
ভালো থাকো সবাই......শুভকামনা
ইশশ...
ইসসস,খুবই মিস করি.........। 🙁 🙁