এখন বাজে রাইত তিনটা দশ। কালকে সকালে অফিস, তাড়াতাড়ি যাইতেই হবে। অনেকগুলো খাতা দেখতে হবে, প্রশ্ন বানাতে হবে ফাইন্যালের। এসব নিয়ে খুবই মেজাজ খিচড়ানো অস্থিরতার মধ্যে আছি। ২৫শে ফেব্রুয়ারির পর থেকে আমি ব্লগের মধ্যে দিয়ে মানুষ চিনতেছি। প্রথমে চিনলাম সামহোয়ারে। সেখানে নানারকম ছাগু-কাগু থাকে, তাই কিছুটা প্রিপেয়ার্ড ছিলাম। তবুও কিছু নিকট ব্লগারের বিচারবুদ্ধির উপরে ভরসা ছিল, সেটা চলে গেছে। সেই সপ্তাহটা আমি পুরা সিসিবিতে কাটাইছি। শেষে শহীদদের লিস্টের পোস্ট-টায় যখন আর থাকতে পারি নাই, কম্পিউটার অফ করে দিছি।
তারপর আবার দুইদিন পরে লেখা শুরু করছি। না লিখলে আমার ভাল লাগে না। মন এতই বিষণ্ণ যে বুকের চাপ নামানোর জন্যেই লিখতে হয়। বেশি চিন্তার ভার নিতে পারি নাই। তাই ডায়েরিই লিখলাম দুয়েক পাতা। তারপরে একদিন কবিতার লাইন আসলো, সর্সর্ করে ময়াল সাপের মতোন, মাথার ভেতরে। লিখলাম। তারপরের কাজটা করতে গিয়ে থেমে গেলাম। সিসিবিতেও দেখি তর্ক শুরু!
এখন আমি একটু বিচার করতে বসলাম। বাংলা ব্লগে কারা লেখেন, কথা বলেন?
১. সকলেই ১৮ বছরের উর্ধ্বে। অর্থাৎ আইনত, সাবালক। অনেকের (আমার নিজেরও) মানসিক সাবালকত্ব আসে নাই, সেটা না-ই আসতে পারে। বয়সের দুষ। বয়স হইলে ( আমার দাদীর মতে, বিয়া দিলে) এসে যাবে!
২. যারা ইন্টারনেট সুবিধা পান। দেশের বাইরে তো এটা সহজলভ্য। দেশে কিছুদিন আগেও বেশ খরুচে এবং বিচ্ছিরি হ্যাপা ছিল ইন্টারনেট। এখন তো মোবাইলেই পয়সাদরে ব্যবহার করা যায়!
৩. যারা ইন্টারনেটের প্রাথমিক আকর্ষণ (যেমন- গান, ভিডিও, পর্ণ, হলিউড, বলিউড, ঢালিউড) উপভোগ করতে করতে বিরক্ত/অভ্যস্ত এবং শেষপর্যন্ত বিনোদনে যাদের অনীহা!
৪.যারা ইংরেজি ভাষার হাজারো বিস্তৃত ব্লগিংয়ে হাত পাকাইছেন (আমি সেই দলে না, এখন অনেকেই সরাসরি বাংলায় ব্লগানো শুরু করেন)!
তারমানে এই চার ধাপ(আরও ভাগ হইতে পারে, এখন মাথায় আসছে না)। মানুষ ধাপগুলো পার হয়েই কিন্তু ব্লগে আসেন। গুগল-এ বাংলা ব্লগ লিখে সার্চ দিলে চারটা/পাঁচটা নাম উপরের দিকে থাকে। তার মধ্যে সিসিবি একটা! আমি এইটারে নিজের ঘরবাড়ি মনে করি। ডায়েরির পাতা মনে করি। আমি ডায়েরিতে অকপটে সব বলতে পারি ধরে নিয়েই এখানে লিখি। এখানে যারা আমার ব্লগ পড়েন তারা আমাকে বুঝেন ( তাইফুর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা আমার ছাইপাশ লেখার তর্জমা করে দেয়ার জন্যে! 🙂 ), জানেন আমি ‘কিরাম’ মানুষ। এখন আমি এই ব্লগে গত এক সপ্তাহ লগ-ইন করি নাই।
এক সপ্তাহ তেমন লম্বা সময় না। যারা জিজ্ঞেস করছেন, আমি হ্যানত্যান বলে দিছি ব্যস্ততার কথা। তারাও বুঝছেন, আমিও বুঝছি যে সেইটা ভুল। আসল কথা হইলো এখানে একটা অপরিবেশ তৈরি হইছে। আমি শুধুই লিখি। যুক্তি-তর্ক যা করার, সেটা নিজের লেখা কেন্দ্রিক। বড়োজোর তার ডালপালার কোন বিষয়ে। এর বাইরে গেলে আমি ক-অক্ষর গো-মাংস হই। কেন?
এমন না যে আমি কম বুঝি। এমন না যে আমি উল্টা যুক্তি জানি না। কিন্তু আমি কইলাম, তাতে কয়জন মানলো, আর কয়জন মানলো না, তাতে আমার চর্বি বাড়বে। এমনও হইতে পারে আমি যেটা বলতেছি সেটা যুক্তির চেয়ে বেশি কুযুক্তি। তখন উল্টাপাশের জন পল্টি খাইলো আর আমি খুব বাহবা পাইলাম! সাবাশ!
সবার মাঝে যে সমস্যাটা বুঝতেছি সেটা ডুয়াল কোর সমস্যা। আমরা ক্যাডেট ছিলাম, আছি, থাকবো। এই সিসিবি জায়গাটা কত দারুণ সেটা বুঝে উঠার জন্যে বেশি কিছু না, এক সপ্তাহ এই ব্লগে না ঢুকে কেউ চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু আমরা ক্যাডেট কলেজে আর নাই। ঐ খানে কিছু ভাল না লাগলে, ব্লা*, *াকেন শী* বইলা গালি দিলাম। জুনিয়রের কথা না শুনলে থাবড়াইয়া ভর্তা বানাইতাম, আবার কোন কোন চামার সিনিয়রের হাতে বিনা কারণে মাইর খাইছি কত হিসাব নাই। সেগুলো গায়ে লাগে নাই। এখন আমার চামড়া মোটা হইলো না চিকন তা কিছুতেই বুঝতেছি না।
আমি ২৫ ফেব্রুয়ারির পরে কয়েকটা লেখা লিখছি। কবিতার মতো আপাত-রদ্দি জঞ্জাল। আমার কাছে ছাড়া ঐগুলার কোন মূল্য নাই কারো কাছে তেমন। অন্য যে দু’টা পাতা আছে আমার ওখানে রাখছি, অনেকে এসে কমেন্ট করছে ভাল-খারাপ বলছে। কিন্তু আমার মন ভরে নাই (কী করবো? পেটুক মানুষ!)।
আমি তানভীর ভাইয়ের কমেন্ট পাই নাই: আন্দালিব, তোমার লেখা পড়ে বারবার মুগ্ধ হই।
আমি তাইফুর ভাইয়ের কমেন্ট পাই নাই: আন্দা, তোর লেখা পইড়া আরেকটা উচ্চ নম্বরের সিঁড়ি লিখতে হইবো।
আমি কবীর ভাইয়ের কমেন্ট পাই নাই: ঐ :-B
আমি কাইয়ূম ভাইয়ের কমেন্ট পাই নাই: তোমার সাথে আমি পুরো সহমত।
আমি সায়েদ ভাইয়ের, টিটো ভাইয়ের, কামরুল ভাইয়ের কমেন্ট মিস করি।
মাসরুফ আমার ছোট ভাই, গাছরা সবসময়ে গাছদের একটু বেশি ভালা পায়: আমি ওরেও মিস করি।
আদনানকে কত বললাম সিসিবিতে আসতে, ও ব্লগানো শুরু করলো, আর আমি অফ হয়ে গেলাম!
আদনান ভাই আমার ব্লগের লাস্ট কমেন্ট করছেন: আমি আপনাকেও মিস করছি।
আমি খুবই তুচ্ছ মানুষ। ব্লগ জগতে এসে রাজাকার ইস্যু, স্বাধীনতা ইস্যু, ধর্ম ইস্যুতে আমি কোন কথা বলি না, কারণ ব্লগিঙ করতে যারা আসছেন আমি তাদের সবার মতামতের প্রতি ভয়াবহ শ্রদ্ধাশীল। এইটা তর্ক করার সময়ে টাইপ করা ‘শ্রদ্ধাশীল’ না। আমি সত্যিই ধরে নেই যে তাদের সবার নিজ নিজ অবস্থানের সাথে আমি নিজে পাশাপাশি অবস্থান করতে পারব। তাতে কারও কোনই ক্ষতি হবে না। এবং আমি হাজারটা কথা বললেও এই “পঠিত মাধ্যমে”র জোরে আমি কারও ধ্যান-ধারণা বদলাইতে পারবো না, বদলাইলেও আমার কোন সিদ্ধিলাভ হবে না। তার মানে এই গুলা জেনে শুনে আমি যা-ই বলবো, তা হবে চূড়ান্ত আবালীয় আচরণ (এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না। কারো আপত্তি হলে বলবেন আমি এডিট করে দিব)।
আমি ব্যক্তিগতভাবে চাই সিসিবি’র পুরোনো পরিবেশটা ফিরে আসুক। তবে ‘জোকার’কে মনে পড়ছে। ও বলেছিল কোন কিছুই পুরোনো অবস্থানে ফেরৎ যায় না। “য়্যু চেইঞ্জ থিংস… ফরেভার।”
আমি শুধু চাই পরিবর্তিত পরিবেশটা যেন আমাদের সকলের সহযোগিতায় একটা সহিষ্ণু আবহাওয়ায় গড়ে ওঠে।
[চল্লিশ মিনিট লাগলো টাইপ করতে। আমার টাইপিং স্পীড খুবই কম।]
[আমিন, দোস্ত তোর প্রশ্নটার জবাব কি পাইছিস?]
🙂 চমৎকার পোষ্ট।
না স্বপ্নচারী ভাই, এটা বাজে পোস্ট। এক কথা বলতে গিয়ে আরেক কথা বলছি। আপনি পড়ছেন, বলে অনেক ধন্যবাদ।
আপনার সাথে পরিচয় হয় নাই। আগে। এখন হইলো। ভাল লাগতেছে! 🙂
:)) :)) :)) :)) :)) :))
আমি তোমার আগের লেখাগুলোর সাথে তুলনা করে ভালো পোস্ট বলিনাই। এই টপিকে তুমি শুধু তোমার অনুভূতির কথা লিখেছ। সেই সাপেক্ষে বলেছি ভালো। তোমার পুরাতন লেখাগুলোও পড়লাম। খুব ভালো লেগেছে। আশা করি শীঘ্রই তোমার আরো লেখা পড়ব।
ওরে ওরে!! আপনি তো বস্, আইসা আমারে খুশি কইরা দিলেন! আমি আসলে গুছায়ে লিখতে পছন্দ করি, ঐ হিসাবে এইটা "ভাল" হয় নাই।
নতুন লেখা যা লিখছি সব কীরাম কিরাম জানি! মন মেজাজের উপর প্রেশার থাকলে যা হয়!
আপনার লেখা নাই কেন? একটা দুইটা ছাড়েন আমরা পড়ি! :clap:
আসলে ভাই আমি পাঠক হিসেবেই ভালো, লেখক হিসেবে একেবারে যাচ্ছে তা।
কোনই ব্যাপার না বস্! আপনে শুরু করেন, তারপরে পড়ার জন্যে আমরা তো আছি। ভাবেন, কষ্ট করে লিখলেই "রকিবের চা" পাইবেন! 😀
(রকিব মনে হয় এখন ঘুমে :-/ )
:teacup: :teacup: আমি তখন ক্লাশে ছিলাম 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গুড! কিন্তু স্বপ্নচারী ভাই মনে হয় চলে গেছেন। ব্যাপার না, আমি তো আছি। 🙂
কী খবর রকিব??
ভাইজান, একট কথা কই। আর যাই হোন হতাশ হয়েন না। পরিস্থিতি গরম হয় হুট করে । কিন্তু ঠান্ডা হয় একটু ধীরে ধীরে। কিন্তু একসময় ঠান্ডা হবেই।
খেয়াল করসেন কীনা জানিনা, সিসিবি তে একটা অঘোষিত ট্রেন্ড আছে। যখন যেইটার হুজুগ উঠে কয়েক সপ্তাহ সেটা নিয়েই চলে। প্রথমে একবার আসলো হরর সপ্তাহ। সবাই খায়া না খায়া হরর পোস্ট দিলো, একই ধারাবাহিকতার আসলো গান সপ্তাহ, বাংলা সিনেমা সপ্তাহ, কবিতা সপ্তাহ, এইরকম আর কি। তো এখন চলতেসে ধর্ম সপ্তাহ। 😀
তো আশা করতেসি শিগগিরি নতুন কোন আইটেমের সপ্তাহ হাজির হবে। টিল দেন স্টে টিউনড ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
হা হা হা! আমি তোমার পোস্ট আর তুমি আমার। আমরা দুজন দু'জনার! ;;; :thumbup:
শুনো, তুমি যেই সপ্তাহের কথা বললা, সেরকম একটা আমি পার করছি আগেই, কবিতা সপ্তাহ। সেখানে একজন লিখলো, তারে দেইখা আরেকজন। তৃতীয়জনও ভয়ে ভয়ে কবিতা পোস্ট করে বাহ! দারুণ!! এমনসব কমেন্ট পাইলো! :clap:
কিন্তু এখন যা হচ্ছে, তাতে ঠাণ্ডা করতে কুলার, এসি এইসব লাগবে মনে হচ্ছে। লোডশেডিং চলতেছে, তাপমাত্রাও বেশি! :no:
তোমার পোস্ট ভাল লাগছে আমার খুবই! :hatsoff:
😮 😮
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যাডেট ক্যাডেট ভাই ভাই। ;;;
পিসিসির গন্ধ পাই(ছন্দ মিল) :frontroll:
:thumbdown:
carry on :frontroll: 😡
ম্যাশ তোর কথা শুইনা তো পিসিসি'র ভাই গুলা কাছে ভিড়বো না... তাদেরও একটু ব্লগিং-এর সুযোগ দে, না কি!!
ইংরেজী সিরিয়াল সপ্তাহ কি চলে গেসে নাকি এখনো আসে নাই ????
আসেন বস, আমরা শুরু করি। আমি এখন ইংরেজি সিরিয়ালের উপরেই আছি বলতে গেলে! B-)
বিশ্বাস করবা কিনা আন্দালিব জানিনা, গত কয়দিন ধরে এইরকম একটা পোস্টের জন্যে মনটা হাসফাঁস করছিলো। কি যে ভালো লাগছে এখন।
আমার কাছে মনে হচ্ছিলো কেউ দম বন্ধ করে রেখেছে আমার। তুমি এসে বাঁচিয়ে দিলে।
পরেরবার দেখা হইলে যা খাইতে চাও খাওয়াবো। এটা কামরুল ভাইয়ের প্রমিজ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পেটুকরে এত রাইতে লোভ দেখাইলেন। বাসার ফ্রিজে খাওনের কিছু নাই। হাঁটা দিমু নাকি পান্থপথ?? বলেন। 🙁 🙁
আমি নিজে লগ ইন করার পথ পাইতেছিলাম না। আপনি তবু দমবন্ধ ভাবছেন! 😛
ভাল লাগতেছে। কালকেই কবিতা পোস্টামু। তাইফুর ভাইরে ডাক দেন! :))
হাঁটা দেও। আমি সজাগ আছি। একসাথে খাওয়া দাওয়া করে সকালে ইউনিভার্সিটি চলে যাবা। 😛
কবিতা দেও। তাইফুর ভাই আসবে, জুনাও আসবে।
নইলে তোমার কবিতার ব্যাবচ্ছেদ করবে কে? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার ভার্সিটি গুলশানে। আপনের ঐখানে খায়া গুলশান আইতে আইতে আবার খিদা পাইবো! :(( :((
কেন যে ছাতার এত খিদা লাগে! :bash:
কবিতাকে কেউ ব্যবচ্ছেদ কইরেন না। কবিতা মেয়েটা ভাল, দেখতে সুন্দরী! ;;;
এই জন্যেই তো সব খুইলা দেখতে চাই 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( x-( x-(
একপাশে রিয়া, আরেকপাশে কবিতা।
আপনাদের কু-দৃষ্টি থেকে কি কাউকেই বাঁচাতে পারবো না! :((
দৃষ্টিকে তুমি নিয়া নাও। অরে আমার দরকার নাই ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হা হা হা! এই বারে আমি আটকাইছি। আর কেউ নাই। :khekz: :khekz: :khekz:
তয় দৃষ্টিকে আমার পছন্দ না। তার দৃষ্টি খারাপ! 😡
দৃষ্টি খারাপ থাকুক সমস্যা নাই। বাকিসব ভালো থাকলেই হইলো ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
জ্বি না! আমি সব কিছু কবিতার মতো, নয়তো রিয়ার মতো (সুচিত্রার নাতিন) সুন্দর নিখুঁত চাই! B-)
এত টেনশন নিয়েন না ভাইজান - অন্ধকারে সবাই সমান ;;; (কপিরাইট: ফারশাদ)
সাতেও নাই, পাঁচেও নাই
হয় নায়। বলতে হবে - 'লাইট অফ করলে সবাই ক্যাটরিনা কাইফ' 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ব্যাপিক মিজা পিলাম ... পুরা :pira:
আমার একটা কাছাকাছি ধরনের ডায়ালগ আছে: এডুস্যার না মাইন্ড করলে কইতে পারি। ;;;
এডুস্যার মনে হয় ঘুমায়। কয়া ফেলাও ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এক মেয়ের চেহারা খুব বাজে বলে তার সঙ্গে একটা ছেলে ডেইট-এ যেতে চাচ্ছে না। সেসময়ে তার বন্ধু বললো, একটা ব্রাউন পেপার ব্যাগ নিয়ে যা। অন্তরঙ্গ মুহুর্তে মাথায় পরিয়ে দিবি।
(ছিঃ আন্দালিব! তুমি এত খারাপ??!!)
ছিঃ আন্দালিব! তুমি এত খারাপ? ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ..
:awesome: :awesome: :awesome:
স্ক্যারি মুভির মতন 😉 :awesome: :awesome:
রিয়ার সব কিছু কিন্তু সুন্দর না রে আন্দালিব। :)) :)) :))
যাই হউক,আমিও বুঝতেছিলাম না আন্দালিব এর মত জিনিয়াস পোলাডা গেলো কই?অনেকদিন তারে দেখি না।কাম রুল এর বাসায় তরে আমি দেইখ্যা জিগাইছিলাম......অই ব্যাটা তোর নাম কি?মনে হয় দ্বিতীয় বার নাম জিগাইছিলাম...তাই এক্টূ ভুরু কুচকাইসিলি।এরপর থেইক্যা এখনো তোর চেহারাটা আমার মনের মধ্যে গেথে আছে,তোর লেখা পড়তে গেলেই আমার চোখে ভেসে ঊঠে......পুরা লাড়কি কিলার টাইপ চেহারা......।।লাট্টূশ মার্কা না......... =)) =))
তুই ব্যাটা রিয়ার পিছনে না ছুটছিস ক্যান?তোর লাইগ্যা ত ঐশ্বরিয়া রা লাইন দিয়া খাড়াইয়া আছে.........।। =)) =)) =))
পোস্টের ব্যাপারে কিছু বললাম না......কারো মধ্যে ভালো কিছু পাওয়া গেলে কারো কোন কিছু মুগ্ধ করলে সেইটা বলে প্রকাশ করতে হয় না.........অন্তর দিয়েই অনুভব করা যায় এবং করানো যায়......।ভালা থাকিস।আর গোস্যা না করে পোস্ট দিস......।
আমিও এখন থেকে কঠিন কঠিন পোস্ট দিমু। কঠিন লেখা দিয়া আন্দালিব ঐশ্বরিয়ারে পাইয়া গেল? হিংসিত।
আগে তুই অভিষেখরে একটা খবর দে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে ধুর ঐশ্বরিয়া'র রাস্তা অভিষেক বন্দ কইরা দিসে... রিয়া তো আরো নাউজুবিল্লাহ টাইপ (যে একখান ভিডিও ক্লিপ দেখছি মাপ চায়া গেলাম) এখন দরকার আন্দালিব ভাই-এর বিয়া দেয়া...
আন্দালিব ভাই, আপনার ভার্সিটি গুলশান এক এ নাকি? কয়েকদিনের মধ্যে পিজ্জা হাট এ :just: একটা দাওয়াত আছে। তাইলে আপ্নের ঐদিক দিয়াও ঢু মাইরা আসা যাবো ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ছি ! জিহাদ তুই আন্দালিবের 'ঐদিক দিয়াও ঢু মাইরা' আসতে চাস?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
~x( ~x(
সাতেও নাই, পাঁচেও নাই
কামরুল ভাই, ধরিয়ে দেবার জন্যে ধন্যবাদ। জিহাদ, লাগাও তাইলে ফটাফট ১০টা ডিগবাজি! x-(
কোন দিক দিয়া ডিগবাজি দিমু, রাস্তার এইদিক দিয়া ,না ঐ দিক দিয়া ;;;
আচ্ছা ঠিকাছে আর কথা না বলি 😀 :frontroll: :frontroll:
সাতেও নাই, পাঁচেও নাই
হে হে হে! গুড! এখন যাও। খাওয়া-দাওয়ার প্রস্তুতি নাও। গুলশানে আসলে আওয়াজ দিও ভাইটু!
নাহ্রে ভাই। আমি গুলশান দুইয়ের মোড়ের কাছেই। আসলে খাওয়া দাওয়ার পরে ঢুঁ মারতে পারো। আমি বিকালের দিকে ফ্রি থাকি।
andalib.nizamএটgmail এ একটা পোস্ট মাইরো টাইম্পেলে! 🙂
আন্দালিব,
আমি নূপুর ভাইয়ের কবিতা পড়তে পড়তে এহন কবিতা পড়া (মাঝে অনুকবিতা লিখাও) শিখছি। 😀
আশা করি, এখন থেকে তোমার কবিতাও পড়তে পারুম। কবিতার জগতে এই নালায়েক বড়ভাইয়ের জইন্য দুয়া রাইখো। :))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, এভাবে বইলা শরম দিয়েন না।
নূপুর ভাই মধ্যে এসে শেষ কবিতার পোস্টে বলে গেছেন যে নতুন লেখা কই বা এরকম কিছু।
আমি দিব যা টুকটাক লিখছি। আপনার অনুকবিতাও চাই, তার আধা ঘন্টার মধ্যে পোস্টাইবেন! :thumbup:
আপনাকে এখানে দেখেও ভাল লাগতেছে এখন!
অই মিয়া আছিলা কই এ্যাদ্দিন...
খুব মিস করতেসি তোমার লেখা।
স্যরি বস! সব আসলে বয়সের দুষ! ;;;
এখন এসে পড়েছি। চিন্তা নাই। 😀
:shy: :shy:
আমার মনে হয় সেই গুমোট পরিবেশটা খোলামেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এরপরে কি সপ্তাহ আসবো? ইয়ে মানে, :just: ফ্রেন্ড সপ্তাহ কবে আসপে, কেউ কৈতে পারেন?
হ্ । ক্যামনে ভালো কীবোর্ড বাজানো শিখা যায় সেইটা নিয়া একটা পোস্ট দিয়া তুইই শুরু কর ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
আবার জিগ্স!! আমি আর সহ্য করতে না পেরে ভাবলাম কিছু একটা করি। আমার কাছে বদ্ধ বিশেষণের যে কোন কিছুই খারাপ লাগে! আমি সেখানে থাকি না।
:just: ফ্রেন্ড সপ্তাহের ব্যাপারে মাস্ফ্যুর লগে যুগাযুগ করো! ;;;
তুই কবে খোলামেলা হবি? ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮
ভাবছিলাম নাটক-জগতে আর সবার মতো না হয়ে তুমি ভালো হবা। কিন্তু এইটা কি কইলা? ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস, হাঁসের ছানা আমারে বলছিলো 'চরিত্রের প্রয়োজনে খোলামেলা হতে' ওর আপত্তি নাই।
তাই :just: জিগাইলাম আরকি ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮
কি কইলা? হাঁসের ছানা? ওরে ত অন্যরকম মনে করছিলাম।
আমি কত কম জানি রে......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
চরিত্র কি পোলা না মাইয়া? যদি মাইয়া হয় তাইলে আমার কোন কথা নাই। কিন্তু যদি পোলা হয় তাইলে আমার একখান কথা আছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz:
অফটপিকঃ কি কথা, জিহাদ?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ক্যান? চরিত্রের প্রয়োজনটাকে কি নিজেরও প্রয়োজন বলে অনুভব করতেসেন নাকি? 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ মিয়া,
আমি সিসিআর-এর, মনে থাকে না ক্যান? :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, আপনি কথা, বার্তা, আচার আচরণ, চিন্তা ধারা - সব দিক দিয়েই ব্যাতিক্রমী এক দৃষ্টান্ত। সবার চেয়ে আলাদা।
সিসিআর হইসেন তো কি হইসেন। তাই ভাবলাম এইদিক দিয়াও ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =)) =))
:khekz: :pira:
উল্টা বলছো জিহাদ। এখন যে সমকালীন "হাওয়া", তাতে পোলা হইলে প্রব নাই, মাইয়া হইলেও ভুরু উঁচাইয়া জিগাও, কাহিনী কী?? :)) :))
ভানু মারলা নাকি ভাইজান?
কথাকৈত্থৈক্কাকৈলৈআ যাওয়ায় কামরুল ভাইয়ের ব্যাঞ্চাই :(( :(( :((
আপ্নেগো কি বাপভাই নাই 😕 😕 😕
কামরুল ভাই, আপনি খোলাখুলি বন্ধ করেন বস! কবিতারে খুলতে চান, আড়ালে নিয়ে যান। কিন্তু বাচ্চা পুলাপাইন! ... 😕 😕
যা করেন... :boss:
আমি তো শুধু খুলতে চাই, কিন্তু মাহমুদ ভাই যে 'তলে' নিতে চায় ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মিথ্যা অপবাদের জন্য কামরুলের সশ্রম ফাঁস চামু নাকি? :grr:
আমি "ক" কইছি... 'ত' না।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
নাহ, আমি জানি, আপনারা বগলে নিতে চান! ;;;
ছি!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
স্যরি বস! বগল = কাছাকাছি। এই অর্থে। 🙁
তারচেয়ে 'তলে' আরো বেশি কাছে না ? ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই জন্যেই তো সব খুইলা দেখতে চাই
😮 😮 😮
আমি দিলে নিতে চাই 😡
x-( x-( x-(
খ্যাপেন ক্যালা ??? :khekz:
আন্দালিব, পোস্ট আর কমেন্ট পড়ে আসলেই মন ভালো হয়ে গেল।
হে হে হে! দেখলাম তুই ঘুমাইতে গেলি! ??
😀 😀 😀
আমি মন ভালোই করতে চাই। আমার মন অসম্ভব খারাপ। এইটা ভাগ করা লাগবো না?? B-)
বাহ আন্দা তুই তো মনে হয় গরম আবহাওয়া তে এসি ছেড়ে দিলি । লিখতে দে সবাইকে, ভাল না লাগলে দূর থেকে দেখ । তবে মডারেটরদের দায়িত্ব মনে হয় বেড়ে গেল । অনেকেরই পারস্পরিক শ্রদ্ধাবোধটা কম, পার্সোনাল এ্যাটাক করে কথা হচ্ছে । আমার মনে হয় সবারি একটু খিয়াল কইরা :-B ।
অ.ট. জুনা কে ধইরা নিয়া আয়তো । 😡
আজকে ঘরে গরম লাগতেছিল বলে জানালা খুলে দিছিলাম। মশা হারামির দল আইসা এমন ডিসটার্ব করতেছে যে বলার না! আমি ঠাশ ঠুশ মারতেছি আর টাইপ করতেছি! 🙁 🙁 :((
দূর থেকেই দেখতেছিলাম। কিন্তু পাশের বাড়িতে কলহের সূত্রপাতে যদি খুন খারাবি হয়, তখন কিন্তু আমাকেও ডাকবে সাক্ষী দেয়ার জন্যে। আমি চাই না এখনকার এই পরিস্থিতি ধীরে ধীরে আরো সিরিয়াস হয়ে উঠুক। এটা মনে হয় কেউই চান না।
পার্সোনাল অ্যাটাক শুনলে, আদনান ভাই, আমার হাসি পায়! যে কোন মানুষের পক্ষে, আদৌ কি কয়েকটা লাইন টাইপ করে আমাকে 'অ্যাটাক' করা সম্ভব?? আমার বক্তব্যের বা ভাবমূর্তির নিরাপত্তা কি এতই কম? (এটা দু'পক্ষের জন্যেই প্রযোজ্য!)
অফটপিকটাই এখন মেইন বানায়ে ফেলি। জুনাভাই, আমার প্রাণপ্রিয় কবীর ভাই, আপনি কই!!! :boss: :boss:
হাহা ভাল বলসো । ইগোতে লাইগা গেলে মানুষ এ্যাটাক করে সে আমার মত ম্যাংগো পাবলিক বা জেকোন গিয়ানী । তাই বল্লাম ইগোরে না খোচাইলেইতো হয় ।
ইগোর ব্যাঞ্চাই।
ঐ.. :-B
দুইদিন ধরে ভাবছিলাম তোর কথা। অনেকদিন কিছু লেখস না। আজ প্রথম মনে হয় তোর কোন লেখা সরাসরি মাথায় ঢুকল। হাহাহা। সেই হিসেবে তোর লেখা এইটা খুব খারাপ হইছে। আমি আমার এন্টেনা দিয়াই ধরতে পারছি।
ওরে বাভুল! বুখে আয় মনা!! বুখে আয়!
আমিও তোরে মিস করছি। আমি পুরা সিসিবি'র পুরোনো পরিবেশটাকেই মিস করতেছি। আজকে অনেকদিন পরে (৩:৫০~৫:১০রাত) একটু ভাল সময় কাটালাম!
আমি লিখি, টুকটাক। কিন্তু সত্যি কথা, দেয়ার পরিবেশ পাইতেছি না। আমি অযথা তর্ক খুব অপছন্দ করি। তাতে কারো কোন লাভ হয় না, খালি মনমেজাজ বিষিয়ে যায় রে...
আমার লেখা আসলেই 'বিদিক' খারাপ হইছে। এইবারের মতোন মাপ কর। পরেরটাতে পুরানা ফর্মে দিমুনে সেইরাম একটা! ;;;
অ্যান্টেনা না উঁচাইলেও পারতি। সোজা হয়ে দাঁড়ালেও যাতে সবাই বুঝে এইভাবে লিখছি এইটা!
তপুর কি হাইট কম নাকি? :dreamy:
😮 😮
কয় কি?
ঐ মিয়া, ঘুমাইবা না? নাকি অফিসে গিয়া ফাঁকি+ঘুম দিবা?
আমি আর নাই এখন।
আসলেই খুব ভালো লাগল আড্ডাটুকু। 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাবতেছি কী করা যায়। আমি ভাবছিলাম পোস্টটা দিয়েই ঘুম দিব, সকালে উঠে কমেন্ট দেখব। কিন্তু যা শুরু হইলো, আমি মশা থাবড়াইতে থাবড়াইতে মজাসে আড্ডা দিলাম। এখন তো দেখতেছি ভোর ভোর প্রায়! 😕
দেখি ঘুম দেই ঘন্টা দুয়েক। 🙁
আমিও যাই। একটা বিড়ি খাইয়া ঘুম দেই।
আড্ডাটা ভালো লাগলো।
মাহমুদ ভাই, আন্দালিব, জিহাদ সবাইরে শুভ সকাল।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি তো ঐসব পাত্তাই দেই না। সেই পোষ্টে ঢুকিইনা। এইবার খালি নাম দেইখা না বুইঝা একটায় ঢুইকা পড়ছিলাম। যে যার মত চিল্লাক তাতে কারো কিছু চেঞ্জ হবে না আমিও তাই আমলে নেই না।
আমি বড় খুশি :awesome: :guitar: :tuski: :awesome: :tuski: :guitar: 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও! :awesome: :tuski: :guitar:
কেমন আছো তুমি?? দিনকাল কেমন যাচ্ছে?
আমি ভালো আছি, একটু ফ্লুতে ধরছে, সেই অবস্থাতেই লাফায়ে ফুটবল খেলতে গেছিলাম, আজকে দেখি অবস্থা আরেকটু খারাপ 🙁 । আর পড়াশোনা নিয়ে একটু পেইনে আছি।
আপনি কেমন আছেন ভাইয়া????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোমার সাথে আমি পুরো সহমত।
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz:
এই ভোর বেলায় অফিসে ঢুইকাই মন মেজাজ যাও একটু খারাপ ছিলো সেইটা কাইটা গ্যালো 😀 আন্দালিবরে বহুদ্দিন বাদে দেখলাম, খবর কি তোর? 🙂
আর জুনারে মনে হয় পার্সোনালি এটাক করার টাইম আইছে এখন x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, আমারও তাই মনে হয়। এখন বলেন: কবীর ভাইকে কোন দিক দিয়া অ্যাটাক করমু? ;;; ঐদিক দিয়া করা যায় নাকি তাতে আবার আমারেও :frontroll: দিতে হইবো? :-/
নাকি জুনাভাইকে বগলে(কাছাকাছি অর্থে :-B ) নিয়া অ্যাটাক করুম!! :dreamy:
আমি আসলেই চিন্তা করতেছি। আপনাকে অনেকদিন পর যেমন একমত পাইলাম, সেই ভাবে জুনাভাইয়ের ঐ না পাইলে আর হচ্ছে না! 😡
মাঝখানে তুই নিজেইতো আমাদেরকে একমত হবার চান্স দেসনাই x-( x-(
যাহোক, জুনারে বগলে, তলে উপরে যেইদিকে মনচায় সেইদিক দিয়া পাকড়াও কর। ওর কপালে খারাবি আছে, লগইন না করলেও আমি দিব্য চোখে দেখতাছি পুরা বডিতে সিভিল পানি টস টস করতাছে x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
কেমনে দিমু চান্স? সবাই কত ডিবেট করে, আমি তো অত ডিবেট করতে পারি না। কলেজে সারাজীবন সেটস্পীচ-এ গেলাম। ইংরেজি, বাংলা কুনু ডিবেটেই কেউ আমারে কথা কইতে দিলো না! :(( :(( :((
চিন্তা নাই। ক্লাশটা নিয়া আইসা একমত হইনের পোস্ট দিমুনে! ;;;
কবীর ভাই, আপনাকে কাইয়ূম ভাই কল দিছেন! ;)) ;))
[আমি ভালা পুলা কিছু দেখি নাই, শুনি নাই, পড়ি নাই। লুক ডাউন হইয়া ক্লাশে যাই। :-B ]
পোস্টের লাস্টে আবার আমার কাছে প্রশ্ন !! কেমনে কী ??
ওহ! ঐযে তুই আমারে একটা প্রশ্ন করছিলি না? সামুর পেইজে। ঐখানে তোরে ভুংভাং দিছিলাম। 😉
এই পোস্টটা হইলো সেই প্রশ্নের উত্তরের মতোন।
অট: আমাকে কী জানি কদাকার কথা বলবি? 😕
অট: ঐ তোর সামুর পোস্ট টা পইরা শিশুকালীয় নারীচিন্তার কদাকার ভাবনার কথা আর কি। নগ্ন নারী চিত্রকর্ম কিংবা নারী অন্তর্বাসের মোহ এইসব নিয়া। ঠিক মত আনতে পারলাম না বইলা আর বলি নাই। ছোট একটা লেখা সাজানোর চেষ্টা করতাসি ঐ নিয়াই। দেখলাম একই টাইপ লেখা তুই দিসছ।
প্রথমে কোন প্রশ্নটার কথা কইলি???
প্রশ্নটা তাহলে আমি ভুল বুঝছি। আমি মনে করেছিলাম অন্য কিছু। যাক, বাদ দে। এখন নিজেরে বিরাট বেকুব লাগতেছে! 😕 😕
অট: তোর লেখার জন্যে অপেক্ষায় থাকলাম। নিশ্চয়ই জোশ একটা জিনিশ হইবো! 😀
মনডা তো ভাল হইয়া গেলো, লেখা আর কমেন্ট পইড়া... :awesome: :awesome: :tuski: :tuski:
এখন একটা ক্লাশ আছে। পোলাপাইনগো একটু মাইক্রোপ্রসেসর বুঝায় আসি। আইসা আরো আড্ডা দিমু, নেক্সট রাউন্ড।
ঐ রকিব! ইন্দামিন্টাইম, সবাইরে এক কাপ কইরা... ;;;
কেমন আছো রায়হান??
সব পুরান মাল দেখি একখানে জড়ো হইছে। বাহ বাহ............।।
একটু নাইচা লই :tuski: :tuski: :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, আপনি যে নাচন দিলেন! আমি তো দেইখা পুরাই পাঙ্খা হয়া যাইতেছি! :tuski: :tuski:
:salute:
একা একা নাচতে ভাল লাগে তুমি কও? রাইমা না রিয়া কি কি কইলা এরা থাকলে নাইচা জুত হইত আরও............ 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রাইমার একটা ছবি দিলাম। এই গেট-আপে পছন্দ হয় কী না বলেন। ;;; ( রিয়ার দিকে তাকাইয়েন না। নেটে খুঁইজা ওর কুনু মার্জিত ছবি পাইতেছি না! 😕

ফয়েজ ভাই , ভাবী আছে না আপনি আবার আমাদের মত ব্যাচেলর দের ভাত মারার প্ল্যান করেন কেন। খুব খারাপ খুব খারাপ।
:no: :no:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দোস্ত চিন্তা নাই। রিয়াকে সরায়ে রাখছি নাচার জন্যে। ;;;
হাহাহা
তোর এই পোষ্টে এত কমেন্ট কেন। আমি হিংসিত। আমার পোষ্টে কখনো এত কমেন্ট আসেনা। শালা এই জন্য ভাল মানুষের ভাত নাই। আমি প্রতি উইকে লেখি বইলা আমারে কেউ পাত্তা দেয় না। (কোয়ালিটি বিচার্য্য নহে)
দোস্ত, আমার সবচেয়ে সরল পোস্টে এই রেকর্ড পরিমাণ মন্তব্য আর হিট হইল। আমি নিজেই কখনও এত মন্তব্য পাই নাই, করি নাই। তাইলে বুঝ, কিরাম লাগে! 🙁
হিংসা কইরা একটা পোস্ট দিয়া দে, ভাল হইবো! 😀
তপু পোস্ট দে না একটা??
রিয়ার ছবি না পাইলে ওর ছায়াছবি দিয়া দে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এমএমএস চলবো? ;;;
(ছিঃ আন্দালিব! তুমি এত খারাপ??) ;))
ছিঃ আন্দালিব! তুই এত খারাপ?? পরে তো আমার দোষ দিবি কু ইশারা দেবার জন্য ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বলিস কী এই সব! আমি তো খালি নারীদের দিকে উদ্দেশ্যমূলক কু ইশারা দেই! হায় হায়! 😛
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কোন দিক তাকায় বোঝা যায় না... ধুর!! ফাউল......... :thumbdown:
রায়মা রিয়া দুই ভইন-ই ট্যারা মনে হয়!
চোখের দিকে তাকায়ে কী লাভ?? বেশি প্রবলেম লাগলে ব্রউন পেপারের ব্যাগ দিমু নে! ;;;
আন্দালিব, তোমার লেখা পড়ে বারবার মুগ্ধ হই।
😀 😀
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: :shy:
ওরে! তানভীর ভাই চলে আসছেন! রকিব কই?
বস্, কেমন আছেন?
আমি আছি আগের মতই। মাঝে মধ্যে একটু অভিমান করি, তারপর তো ঠিকই চলে আসি।
সচলে তোমার কবিতাগুলা পড়লাম।খুব খুব ভালো হয়েছে।
ভালো থেক আন্দালিব।
x-( সচলে কেমনে সদস্য হয় আজো বুঝলাম না
হায় হায়, রাইতে কিছুক্ষন ব্লগে লোকজিনের আনাগোনা কম দেইখা ঘুমাইতে গেলাম, আর তার পরেই এত্তো কাহিনি!!!
তবে নিজেরে আমারে কেমন জ্ঞানী জ্ঞানী মনে হচ্ছে... আন্দালিবের পুরা একটা পোস্ট একবারে বুইঝা ফেলছি... :awesome: :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহ্! সবাই পোস্ট বুঝলে খাটুনি কত কমে যায়। প্লাস সবাই এসে ড্যান্সিং ইমো দেয়। দেখতেই নাচন দিতে ইচ্ছা করে! :tuski: :tuski:
আর তুই ও এই রকম পোস্ট দিলে আমাদেরও খাটুনি কত কমে যায়...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঐ তোর লাইভ পোষ্ট কখন আইবো। মোহামেডান এর খেলা কখন শুরু হইব। একটা জিনিস বুঝলাম না এইরকম হইলে ভাল হইত না প্রথম লেগের দুইটা আগে হয়ে তারপর পরের লেগ হইলে।
বাংলাদেশ টাইম বিকাল ৫টায় খেলা শুরু হবে... তবে দুই মোহামেডানের খেলায় মজা নাই, কেমন জানি কেমন জানি লাগে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সে রকমই তো হইছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মোহামেডানের একটা খেলা কি হয়ে গেছে? ওহহো আমি ভুলে গেছি ১-০ গোলে জিতল ঢাকা মোহামেডান তাই না।
হমম
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওরে আন্দালিব আসলেই অনেক দিন পর লিখলি। আর তোর লেখা এই প্রথম একবারে বুঝলাম। শা... রাতে কয়েক ঘন্টা ঘুমাইতে গেলাম আর তোর পোষ্ট দেখি চরম হিট।
তপুর সাথে একমত। ভালো মানুষের ভাত নাই। আমার গল্পের দেখি তোর পোষ্টের পাশে বেইল নাই।
অফ টপিকঃ তুই কোন ভার্সিটিতে ডজ মারোস?
রবিন ভাই, ভাত না থাকলে কি হইছে পোলাউ তো আছে?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ডেইলী পোলাউ খাওয়া ভালো না। মনে নাই, কলেজে একদিন দিতো? ওইজন্যই তো ভালো লাগতো। বুঝলি রে?
বুঝলাম বস...
(চাপাতিও কলেজে একদিনই দিত... 😕 )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :pira:
ওইটার কথা চিন্তা কইরাই তো পোলাউ এতো ভালো লাগতো।
:pira: :pira:
আমিও বুঝি নাই এই পোস্টে এত আড্ডা হবে। আমি ওরকম ভেবেও দেই নাই। কিন্তু হইলো। এখন মনে হচ্ছে ভালই হইছে। কিছুটা ক্লান্তি কাটানো দরকার সবারই।
পোস্ট যে কেমনে কী লিখলে হিট হয় তা আজও বুঝলাম না! 🙁
দেখি এই বিষয়ে একটা পোস্ট লিখতে হবে! ;))
অ.ট.: আমি ডজ মারি না বস। একটু আগেই ক্লাশ নিয়া আসলাম! B-)
লেখ তাড়াতাড়ি, এখন থেকে মনে হয় তোর পোষ্ট একবারেই বুঝমু। 😀
অ।টঃ ভার্সিটির নাম বল।
রবিন ভাই এত শখ কইরেন না। আমি নিশ্চিত আন্দালিবের পরের পোষ্ট আমি বুঝা তো দূরে থাক পড়তেই পারুম না দাঁত ভাইংগা যাইব।
=))
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান-২
আমিও একই কথা ভাবতেছিলাম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি মজা , কি মজা... :awesome:
১ম কারন - গত দুই সপ্তাহ নেট এ ছিলাম না B-) অসুস্থ পরিবেশ দ্যাখতে হয় নাই 😀
২য় কারন - :awesome: :awesome: আমি আন্দালিব ভাইয়ের পোস্ট এক পরায় বুইঝা গেসি :awesome: :awesome:
আপনি ভস :salute:
আন্দালিবের পোস্ট বুইঝা ফেলছো... আগে নিজেরে একটা স্যালুট দিয়া লও।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এখানে কি হচ্ছে?
মোটামুটি একই ধরণের কারণে আমিও একটু অনিয়মিত। আজ একটু মনের জোর পাইলাম আবার লেখার জন্য।
ইয়ে মানে রিয়া-রাইমা নিয়ে কি হচ্ছে যেন? 😉
বস্, ঠিক বুঝতে পারতাছিনা, তবে খুব সম্ভব টানা হ্যাচড়া চলতাছে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
@ শওকত ভাই
আপ্নারে একটা বিশাল মেইল দিমু বস, বইয়ের নাম চাইয়া। একটা লাইব্রেরী বানামু ঠিক করছি, মার্ক টোয়েন মার্কা না, একদম দোকান থাইকা পয়সা দিয়া কিন্না আনুম। কিন্তু আপনি কত ব্যস্ত, মেইল করন ঠিক হইব কিনা এই গুলা বুঝবার পারতাছিনা।
একটু সাহস দিলে আগাই আর কি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
@ ফয়েজ ভাই, লাইব্রেরী তাড়াতাড়ি বানান, আমরা আপনার সাহায্যে নিয়া দেখি মার্ক টোয়েন মার্কা লাইব্রেরি বানাই ফেলতে পারি কিনা 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটার জন্য আবার অনুমতি লাগে নাকি? x-(
টানা হেচরা কইরা কে কারে পাইলো? দিনের বেলায় গল্প-টল্প করার জন্য রাইমা ঠিক আছে। কিন্তু এরপরে রিয়া না যেন কি একটা নাম........? :dreamy:
মাসুম ভাই, আসলে টানাটানি শুরু হইছিল জিহাদের পোস্টে। ওখানে নায়িকার নাম রিয়া। ঐ থেকে কাহিনী গড়াতে গড়াতে এখানে এসে রায়মা-রিয়া এমএমএস পর্যন্ত চলে গেছে!!
আপনাকে দেখে ভাল লাগতেছে।
সবাই রাতের আঁধারে রিয়াকে কেনো চায়?? আপনারা বিবাহিত মানুষ আমাদের মত স্বীকৃত ব্যাচেলারদের জন্যে ছেড়ে দেন। দোহাই লাগে! :boss: :boss:
ঠিকাছে, পরের দিন সকাল থেকে রিয়ারে তোমার জন্য ছাইড়া দিলাম। ঠিকাছে এবার?
x-( x-( x-(
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাবিইইইইইইইইইইইইইইইইইইইইইইই
ভাইয়া, ইয়ে মানে আপনি আসবেন আগে বলবেন না, তাইলে রকিব রে কইতাম কাপ ধুইয়া :teacup: দিতে
বেশি টানা-হ্যাচরা করলে ছিরা যাইতে পারে :dreamy:
ইয়ে মানে অস্মিত প্যাটেলের সাথে রিয়ার এম এম এস দেইখা বড়ই কষ্ট পাইছি-মাইয়াডা উপর দিয়া এত সোন্দর কিন্তু ভিতরে এক্কেবারে...(ওয়াক থু...) 🙁 🙁 🙁
আমরা তো একটু ইশারা ইঙ্গিতে কাজ চালাইতেছিলাম... কিন্তু তুই তো পুরা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাসরুফ, এইটা কী কইলা? থু দিলে ব্যাটা অস্মিত হারামিটাকে দাও। চয়েজ এত খারাপ কেন? এমএমএস যদি করতেই হয়, তাইলে আরেকটা ভিতর-বাহির সুন্দর মেয়ের সাথে... (কাজটা খুবই ন্যাক্কারজনক!)।
রিয়া সেনকে আমার কেন জানি খুব বোকা, এবং অ্যাটেনশন-সীকার বলে মনে হয়। বেচারি ছোটবেলাতেই মনে হয় আদরে আদরে বিগড়ায়ে গেছে! :no: :no:
ইসসস...
রিয়ার প্রতি আন্দালিবের খিয়াল দেখতেছি
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রিয়ার ভিতরটা খুব কালো... :thumbdown:
ইয়ে, আমি ভিতর বলতে :just: মন বুঝিয়েছি... O:-) O:-) O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইয়া অনেকদিন পরে কমেন্টাইলেন। জাতির দুর্দিনে আপনার বহুত প্রয়োজন। ভাল আছেন তো।
ওয়েলকাম ব্যাক জুনা :hug:
রিয়ার ভিতরটা খুব কালো… 😮 😮 😮 ওরে না রে না...
আন্দালিব ভাই, অন্ হয়ে যান... হেড্স আপ! আমার মত লুক-ডাউন হয়া থাইকেন না! (মনে আছে?? 😉 )
হা হা হা! মনে আছে। এইটে থাকতে এই লুক-ডাউনের লিগা কত পাঙ্গাইলাম তুমারে!!
আয় বাভুল বুখে আয়! :hug: :hug:
:awesome: :tuski: :guitar: 😀 :)) :hatsoff: :salute: :party:
Life is Mad.
বস টুশকির ইমো দিছেন দেখলাম... আসল টুশকি কখন দিবেন?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ, টুশকি দেন টুশকি দেন টুশকি দেন!... :hatsoff:
ঝাতি ঝানতে ছায় ।
😀 😛 😀 😛
Life is Mad.
ঐ... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এতদিন বাদে আইলেন, আর ঐ লাগাইয়া চইলাও গেলেন।
নাদান আমি কিছুই বুঝবার পারলাম না :(( ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর ১৮টা কমেন্ট দিলে ডবল সেঞ্চুরি হয়ে যাচ্ছে, তাই এখনি না থেমে চালায় যান...........
ওকে, চালায়া গেলাম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আর বাকি মাত্র ১৫ তারপরেই ২০০
১৩টা
পোষ্টের চাইতে কমেন্টগুলান বেশি মজার। (পোষ্ট খারাপ হৈছে সেইডা কৈনাই কিন্তু!)
রাতমজুর,
মিয়াভাই, আপ্নে কি আমাদের গোয়ালের গরু? তাইলে আপ্নের আসল চেহারা মুবারাক খ্যান দ্যাক্তে চাই। :grr:
আর আমার জুনিয়র হইলে এখনই ১০টা :frontroll:
কিন্তু সিনিয়র ( :no: ) হইলে :salute:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভ্রাত: মাহমুদ (১৯৯০-৯৬)
আছিলাম প্রাইভেট ক্যাডেটে 😉 (মাতৃদেবীর পরিচালনায় বিশেষ ক্যাডেট, সারাদিন ঘরে আটকা ইশকুল আর কলেজ টাইম বাদে, রোজ খান দুই তালপাতার পাংখা ভাংতো পাছায়, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে আমার মা হিটলারের থন কম যায় না) এসএসসি ১৯৯৭ 🙂
রাতমজুর ভাই, আপনেরে দেইখা মজা লাগতেছে! কমেন্টের জন্যে অনেক অনেক ধন্যবাদ বস্! আসলেই পোস্টের চেয়ে কমেন্টগুলান মজার! ;;;
হা হা হা! ভাইরে, নিয়মিত ভিজিটর আমি এইখানকার 😉
পোংটাদের জায়গা! আপনি তো ভিজিটর হবেনই। রতনে রতনে চেনে! ;;;
নার্ভাস ৯০, এখোন আউট হইয়েন না.....
😮 😮
আমি ত কিছুই বুঝলাম না। :grr:
কিন্তু কথা গুলা শুইনা মনে হইতাছে ক্রিকেটের মতো...... 🙁
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
১৯৩ কমেনট আর এখোনো নট আউট, এই জন্য কইলাম আরকি..... আর একটু হইলেই ২০০
হুম,
বুঝছি।
(চামে আরেকটা বাড়ল আর কি... 😀 )
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কিরে এখনও ২০০ হয় নাই ?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যাই, একটু ফিটফাট হয়া নেই।- লাস ভেগাস যাইতাছি তো......তাই। 😀 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস, নিজেরে সামলায়া রাইখেন... 😉
দুই দিনের দুনিয়া, সবই মোহ মায়া... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সবই মোহ 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
কেউ কেউ মায়া 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
এবং দুইশ :guitar: 😀
সবার উদ্দেশ্যে ব্যাট তুলে মোহ এবং মায়া কে বগলে নিয়ে লাস ভেগাসের উদ্দেশ্যে গাবতলী থেকে লঞ্চ পারাপারে উঠলাম, এই আমি চল্লাম :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
টা টা কাইয়ূম ভাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কাইয়ূম ভাই, ভেগাসে গিয়ে মেইল কইরেন...
অট: মায়াকে বগলদাবা করছেন ঠিকাছে, কিন্তু মোহকেও...আপ্নে দেখি সর্বভুক... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবীর ভাই, পোস্ট নিয়া কিছু বললেন না?? 🙂
খাইছে
আহারে সারাদিনে এই পোষ্টরে সাম্প্রদায়িক ভাইবা এড়ায়ে গিয়া কি যে ভুল করছি ~x(
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) =)) =))
রাশেদ, এটা পুরাই অসাম্প্রদায়িক পোস্ট! ;;;
আয় হায় কারেন্ট চলে গেসিল আর এর মদ্ধেই ২০০ হয়ে গেসে 🙁 🙁
কারেন্টের ভ্যান্ঞাই x-( x-(
আমিও মিচকর্চি! :bash: :bash: :gulli2:
আমি জীবনে এত কমেন্ট কোনদিন পাই নাই। অন্যব্লগে অন্যব্লগারদের পাইতেই দেখছি।
গতকাল পোস্টটা যখন দেই, তখন মনের মাঝে একটা কষ্ট দানা বেঁধে ছিল সবার জন্যেই। আমি এই মুহূর্তে সেটা খুব কম অনুভব করছি। সবাইকে কী কিছু বলে ধন্যবাদ দেয়া লাগবে? 😉
আসেন ভাইরা, আমরা এইটারে আরো একটু ঠেলি! :awesome: