রঁদেভু

“টেবিলের কোণে মেয়েটি বসে ছিল”
এই দৃশ্যটা বানিয়ে আমি দ্বিধায় পড়ি
সেখানে সে বসে ছিল, কি ছিল না
এমন সন্দেহ আমাকে দোটানায় ফেলে।
আবার, আমি দেখেছি এমন দৃশ্যের পেছনেও
কেউ কেউ ঘোলা শরীরে দাঁড়িয়ে থাকে;
মেয়েটি একাই বসে ছিল, বাঁকানো পিঠ টেনে ধরে।

আমি চুলের পাশে উপবৃত্তাকার কাঁধ দেখি
ওড়নার প্রান্তে শাদা পায়রার ভার দেখি,
প্রথাগত চোখ খুলে ভাঁজের নিভৃতে মেলে দেই
কোমল উরুতে খিলখিল হেসে গড়িয়ে দেই মার্বেল
মেয়েটি সুস্মিতা, কিছু মনে করে না।
মার্বেলেরা মেয়েটির কোল ঘেঁষে থাকে
জমাট কোমল স্নেহমেদে লুকোচুরি খেলে
পায়ের নখে গেঁথে যায়।
এর পরে স্যান্ডেল তুলে সে চলে যাবার পর
আমি রেস্তোরাঁর রসুইঘরে পৌঁছে যাই,
তেলমাখা গলিত বাবুর্চি আমাকে স্যালুট দেয়
আমি আন্দাজে হেঁটে এসেছি জেনে সে ও বোকা ওয়েটারটি বিস্মিত হয়
অন্ধরাও নিঁখুত হতে পারে এমন প্রমাণ পাওয়া গেল!

বাবুর্চির চৌকো ছুরিতে আমার আপাত-অনিচ্ছুক মাংসেরা
প্রক্রিয়াজাত হতে থাকে
মেয়েটি ফিরে এসে টিপ্‌সের ঝুড়িতে চোখ দুটো ফিরিয়ে দেয়।

***
৩০.১.৯

২,২০৬ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “রঁদেভু”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    বরাবরের মতোই অসাধারন...এবার মনে হয় প্রথমবারেই বুঝে গেছি 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    আন্দালিব...
    কবিতাটা সম্পূর্ণ বুঝি নাই...তবে ভালো লাগসে...

    আমার মত কবিতামূর্খ দের জন্য যদি একটু কিছু শিক্ষামূলক টিপস দিয়ে দাও, তাইলে বুঝতে সুবিধা হয়; উপরি হিসাবে কবিতা-সম্পর্কিত জ্ঞানও বাড়ে..."ছিন্নস্বর" এ যেমন জাদুবাস্তবতার উপর তোমার ব্যাখ্যাটা অনেক কাজে দিসিল...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)
      কবিতাটা সম্পূর্ণ বুঝি নাই…তবে ভালো লাগসে…

      সাকেব ভাই, এই ভালোলাগাটাই সবকিছউ। আমরা যারা সিরিয়াসলি কবিতা নিয়ে থাকি, ভাবি, লেখার চেষ্টা করি তাদের কাছে কবিতা বুঝার বিষয়টা গৌণ। বুঝার সাথে যুক্তির একটা সম্পর্ক থাকে, কিন্তু কবিতায় তো আমরা অলীক সব কল্পনায় ভাসতে চাই, যেখানে রূপকথার চেয়েও অভিনব একটা জগৎ থাকবে। সব সম্ভবের দেশ! সেখানে পাঠকের মাঝে একটা কবিতা যে ভালো লাগার জন্ম দেয় সেটাই লেখকের, কবির আনন্দ, সার্থকতা! 🙂

      এই কবিতাটি তেমন আলাদা স্বভাবের নয়। তবে এখানে একটা জিনিশ খেয়াল করবেন, দৃশ্যটির স্থান, কাল পাত্রের ব্যাপারে একটা সার্বজনীনতা আনার প্রয়াস। ঘটনাটি কোন সময়ে ঘটেছে, তাকি লাঞ্চ, না ডিনার, সকাল না বিকাল সেটা পরিষ্কার নয়। যেমন পরিষ্কার নয় যে এটা কোন দেশে, কোন রেস্তোরাঁর ঘটনা- সে বিষয়টি। এই সার্বজনীনতা এখনকার কবিতার একটা বড় সৌন্দর্য। সেটা নিয়ে আসার চেষ্টা করি।

      জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    কিছু কিছু জায়গা দারুণ লাগসে...

    চুলের পাশে উপবৃত্তাকার কাঁধ
    প্রথাগত চোখ খুলে ভাঁজের নিভৃতে মেলে দেই

    সাধু...সাধু... :hatsoff:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    আন্দালিব, বর্ননা, ভাষার ব্যবহার, কাব্যিকতা
    আল্লাহ তোরে সবই দিছেরে ...
    অসাধারণ ভাল লাগল কবিতাটা।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    দোস্ত তোর এই লেখাটা আমি এই নিয়ে আটবার পড়ে ফেললাম। নতুন নতুন করে বুঝি একেক সময়। অদ্ভুত সব ভাবনা এসেছে এই কবিতার "আমি"কে খুঁজতে গিয়ে।
    সেসব কথা বলে আর কেলেঙ্কারি বাড়িয়ে লাভ নেই। বরং বলি কবিতাটা অদ্ভুত লেগেছে। খিলখিল হেসে মার্বেল গড়িয়ে দেওয়ার জায়গাটা রহস্যময় সুন্দর হয়ে ধরা দিল -ক্ষণিকের দ্রুত অনুভূতি লাগলো আমার কাছে।
    সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

    জবাব দিন
  6. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    hello again Andalib,
    this was the second one of your to read..
    Shotti-i oshadharon lekho tumi..

    ami ashole computer ey boshchilam kaj korte,
    tar bodole kobita porchhilam...
    kobita amake puropuri akranto kore felar agei palai,
    ghumiye pori arekti jantrik diney jege uthbo bole..

    tobe ghumote ghumote tomar oi
    'meyeti' na 'goriye jaoa marbel' na tar 'nokh'
    na 'chouko chhuri' na 'onichchuk mangsho'
    na 'shada payra' na 'amakei'.........
    ki j shopne dekhte thakbo janina..
    adou kono shpno ashbe ki na tai ba k jane..

    bhalo theko
    bhalo likho

    punoshcho: ami shott-i bangla font ey likhe shubidhe kore uthte parina... chintar moto kore r shajate parina, type korte parina. eikahne shobai banglatei likhchey.. tate khub bhalo lagchhey plus nijero probhuto lojja hochchhey.. cheshta korchhi shikhe nebar..

    shuvo ratri..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।