একটু পরে একটা ক্লাশে ঢুকতে হবে। কন্ট্রোল সিস্টেমস এর ক্লাশ। মোট ছাত্রসংখ্যা পঞ্চাশ। ক্লাশে ঢুকতেই ড্যাব ড্যাবে ১০০টা চোখ আমার দিকে চেয়ে থাকবে। তাদের সরলরৈখিক দৃষ্টিতে বিদ্ধ হতে হতে ডায়াসে উঠবো, তারপরে রোলকল্, এবং গত ক্লাশের কথা বার্তা একটু বলে বকবক শুরু করবো। কন্ট্রোল একটা বাজে সাবজেক্ট, গাদাগাদা ল্যাপ্লাস করতে হয়। ইলেক্ট্রিকালের যে স্যারটা পড়াতেন, তিনি বড়ো বিশ্রিভাবে পড়িয়েছেন। কিছু বুঝিনি তখন। পি.এল.-এ গায়ে বাতাস লাগিয়ে বেড়ালাম। ৯ দিন ছুটি ছিল পরীক্ষাটার আগে, আমি যার মধ্যে চারদিন মুভি দেখে গাব করে দিয়েছিলাম। তারপরে রুমমেট দু’জন ধরে বেঁধে পড়াতে বসালো। আমি ৮ চ্যাপ্টারের মধ্যে ৪টা শেষ করে রাতেই খুব তৃপ্তি নিয়ে মুভি দেখলাম। তখনও বুঝিনি যে এই প্রথম গুলো কিছুই না, পুরা কন্টেন্ট পরের চ্যাপ্টারগুলোতে! :((
শেষে আরো দুদিন পার হয়ে গেলে একটা রাত পড়েছি, তাও ঐ দুই রুমমেট আমাকে চোথা-পড়া দেয়াতে শেষ রক্ষা হয়েছে! এখন সেগুলো মনে পড়ছে কারণ এই সাবজেক্ট-টাতে A পেয়েছিলাম!! (কীভাবে পাইলাম সেটা বুঝি নাই! )
***
কী ভেবে লিখলাম জানি না! সবাই ক্ষমাঘেন্না করে দিয়েন!
[ দুইপংক্তি ইনস্ট্যান্টঃ
আমি জানি এভাবে বেঁচে থাকার কোন মানে নাই ব’লে সবাই নিঃশ্বাস ছাড়ে নিয়মিত।
“অথচ নিঃশ্বাসের শেষে জমে থাকা বাষ্পও সে উত্তর জানে!” ]
১ম। কাল পুরাটা পড়ব।
ওক্কে! 🙂
কিছু কিছু সাবজেক্ট থাকে খুব বোরিং, তার নেচারের কারণেই। আর কিছু সাবজেক্টের ভালোলাগাটা নির্ভর করে শিক্ষকের উপর। এইক্ষেত্রে মনে হচ্ছে সাবজেক্টটাই বোরিং! ভাগ্যিস, কন্ট্রোল সিস্টেম আমাদের করতে হয়নাই! অবশ্য লাপ্লাস থেকে মুক্তির কোন উপায় ছিলনা! 🙁
আন্দালিব, ইনস্ট্যান্টটা জব্বর হইছে। :thumbup: :thumbup:
তুই কি ছাত্র না শিক্ষক ... 😮
ইন্সট্যান্ট দুই পংক্তি দিয়ে লেখাটাকে পূর্ণাংগতা দেয়ায় ধণ্যবাদ।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জ্বী, আমি নরাধম, শিক্ষক। সকলের দু'চোখের বিষ! 🙁
আর ধন্যবাদ দিয়েন না, আমি গরীব মানুষ, গাছে উঠতে পারি না, রাতে ভালো ঘুম হয় না। :)) :))
ইয়ে মানে আন্দালিব ভাই।আমি আপনি জুনা ভাই ইনারা নিজেরাই তো গাছ ইনাদের আবার আলাদা কইরা গাছে উঠা লাগবে নাকি :shy:
ভাইরে, কালে কালে যে কত কিছু করতে হবে, খালি ওয়েট কর, আর দেখ! :((
স্মৃতি রোমন্থন করতে করতে চমৎকার ছিল শেষ এর ইন্সট্যান্ট স্ট্রোকটুকু।
একেবারে নেস ক্যাফে টাইপ সতেজতা ছিল কিন্তু। :thumbup:
শুভেচ্ছা নিও পেন্সিল।
🙂
সৈয়দ সাফী
ওহ! উত্ত'দা! আমি নিজে যদিও সারাদিন অফিস করে শুকনা পাতার মতো হয়ে গেছি। 🙁
ধন্যবাদ ওবায়েদ ভাই
আমার এইবার কন্ট্রোল সিস্টেম আছে :(( আমার লাপ্লাস একদম ভাল্লাগে না। :(( আমি জানি শেষ্মেষ আমি 'বি' পাবো- আপনার মতো এ না :((
লাপ্লাসের গুষ্টি... (কী আর বলি, বাজে কথা চলে আসে। 😛 )
ভালো একটা রিডিং পার্টনার জোগাড় করো, পরীক্ষার আগে পুরা সিলেবাস মাথায় ভোঁ ভোঁ করতে থাকে। তখন একটা ২/৩ ঘন্টার ডেমো খাইলেই কিলিয়ার হয়ে যাবে! 😉
ভাল লাগছে পইড়া।
আপনাকে এখানে পাইয়া আমারো ভালো লাগতেছে মাসুম ভাই।
দুইপংক্তি ইনস্ট্যান্ট ভালো ছিলো :thumbup:
থ্যাঙ্কস বস্!!
দোস্ত তোর ছাত্র কেউ এখানে থাকলে ভাল হইত। থাকার সম্ভাবনা আছে নাকি?
আমার ছাত্ররা সব গাধাগরু! কুনুমতে পাশ করা। ক্যাডেটরা অনেক মেধাবী তাদের তুলনায়। :thumbup: :thumbup:
কুন মতে পাশ করার সাথে মেধার কি সম্পর্ক??? 😛
আমিও তো এখন কুন মতেই পাশ করি...তাই বলে আমি কি মেধাবী না???? :-B :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস্, এই পাশ মানে SSC আর HSC-র কথা বলছি। এখন যেভাবে নম্বর দেয়া হয়, বাংলালিঙ্কের সিমও তত সস্তায় দেয়া হয় না। সেখানেও আমার কাছে যারা পড়ে তাদের জিপিএ দেখলে টাশকিত হই। আমি নিজেও কিন্তু বুয়েটে টেনেটুনে পাশ করছি! 🙁 ক্যাডেটে থাকতেই ভালাছিলাম।
দুইপংক্তি ইনস্ট্যান্ট টা :just: উরাধুরা ছিল...
আন্দালিব,
তোমার যেইসব কবিতা বুঝি, তাতেই নিশ্চিত বলা যায় যে তুমি বস...সব কবিতা বুঝলে জানি কি হইতো!!!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, উরাধুরা প্রশংসার জন্যে :just: একটা :salute: আর :just: একটা :hatsoff:
আমি সারাজীবন মানবিকের ছাত্র। সব মাথার উপর দিয়া গ্যাছে। তবে অন্য সবার মন্তব্যে বুঝছি আন্দালিব হেভি কিছু লিখছে..................!!!!!!!!!!!!!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস এক্কেবারে আমার কথাটা বলে দিছেন 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বস,এইগুলা আশা করি উপ্রে দিয়া যায় নাই... 😉 😉 😉
কি কইলা? রাতের মুভি? এইডা কি মানবিকের কিছু? 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, কন্ট্রোল সিস্টেমস, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে এই বিষয়ের কবলে পড়েছিলাম। সিন্দাবাদের ভূতের থেকেও খারাপ!! গাদা গাদা অঙ্ক, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের তিন ঘাত (পাওয়ার কিউব) ইকুয়েশন সমাধান করতে হয়। সাথে লাপ্লাস ট্রান্সফর্ম নামে একটা জিনিশ আছে। এই পদ্ধতিতে সকল ইলেকট্রিক্যাল সার্কিটের ভোল্টেজ, কারেন্ট ইত্যাদি বের করতে হয় অঙ্ক কষে। বিভিন্ন মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল সিস্টেমের স্ট্যাবিলিটি বের করার কিছু পদ্ধতই আছে যেগুলো একটার চে' আরেকটা বিদঘুটে এবং ভয়াবহ!!
(আমি খালি সিলেবাসের উপর দিয়া টোকা দিলাম, ভিত্রের কথা কইতে আমারই ডরে হাত-পা কাঁপে! :(( :(( :(( )
একটু ঘুম পাইতেছিল, এক কমেন্ট কইরা সব ঘুম ছুইটা গেল গা!! x-( x-(
ভাই। ভয় দেন কেন?? :(( :(( :(( 😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্রিপারেটরি লিভ = পি.এল
যাও তোমারে ক্ষমা করে দিলাম... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাথে ঘেন্নাও করতে কইছে ;)) ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz:
অনেক ধন্যবাদ কাইয়ূম ভাই, কবীর ভাই!
শেষ পংক্তি দুইটার জন্য আন্দালিবরে ক্ষমা করা গেল।
নইলে যে কন্ট্রোলের নাম নিসস ঐটা শুনলে মাথার কন্ট্রোল আউট হয়ে যায়।
মুজিবর স্যারের ক্লাশের হরর এখনও মনে পড়লে আতঙ্কে আমার হাত-পা...! :)) :))
ওনারে নিয়া একটা পোস্ট দেয়া লাগবে মনে হইতেছে! 😉
এইজন্যেই আন্দালিবের কেলাশ করানোতে এতো কাহিনি 😀
সো অই একশডা মেইল চক্ষুর ব্যাঞ্চাই B-) B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, এইতো ধরা খাইলেন। আজকাল শব্দের লিঙ্গভেদ নিয়া মারামারি কাটাকাটি (গালাগালি) খাইতে হয়। ছাত্রী, সুন্দরী, শিক্ষিকা, প্রভাষিকা, নায়িকা এগুলা বলা উইঠা যাইতেছে। আমার ক্লাশে ছাত্র ছাত্রী দুটাই আছে, আমি খালি সেফসাইডে থাকার জন্যে কইলাম! 😉
প্রাইভেটে বেঞ্চ নাই, সবার আলাদা আলাদা হাতলে-তক্তা বসানো চেয়ার! 😕
তাইলে একশডা চউখ হয় ক্যাম্নে 😛
আয় আয় এইবার ধর আইসা B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
নায়িকাও নাই?? ধুর তাইলে আর সিনেমাই দেখুম্না 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ছাত্রী>ছাত্র, সুন্দরী>সুন্দর, শিক্ষিকা>শিক্ষক, প্রভাষিকা>প্রভাষক, নায়িকা>অভিনয়শিল্পী! x-(
কুনু মানে নাই এসব ভণ্ডামির। এইসব নিয়মের জ্বালায় লেখার মাঝে রস কমে যাচ্ছে। 🙁
ছাত্র-ছাত্রী টোটাল স্ট্রেংথ = ৫০। তাইলে টোটাল ১০০। :bash:
ধুর আমি আরো ভাবছিলাম ছাত্র ছাত্রী মোডে দুটাই মাত্তর :bash: :bash: 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হায়রে! মাথা থাবরাইতে আসলেই ইচ্ছা করতাছে। :bash:
মাত্র দুইটা হইলে কত ভালো হইতো :dreamy:
কঠিন... কঠিন... :))
কন্ট্রোল ালার পুতের :thumbdown:
আর একটা ছিল, সার্কিট এন্যালিসিস। ব্যান চাই সবডির :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও ব্যান চাই! :(( :chup: :bash:
আমি মানবিক বিভাগের গর্বিত ছাত্র :-B