১,
বড়ো বেখাপ্ ঝুলে আছো ছয়তলার ওপরে বিমর্ষ
তবু হাসিমুখ, দেখি তোমার। ঝুলে থাকা থোকা থোকা
হাসিমুখ। রোদে ঝলসে গেছে সেইচোখমুখ, হাসি।
উল্টোবাদুড় ঝোলা হয়ে দুলছো সরল দোলক।
দেখতে লাগছে বেশ, হাসিটি উল্টে গিয়ে বিষণ্ণতা ঝুলছে
বিষাদের ধর্ম নয় তেমন স্থির, সুতরাং ঝুলে ঝুলে নেমে
আসছে রোদার্ত-ক্ষোভ আর ভয়াটে মোমজ জল,
অশ্রুজল। অভিকর্ষ বড়ো প্রয়োজন, প্রিয়তম আকর্ষণটি
উলম্ব।
তাই ঝুলে ঝুলে অশ্রু নামে, হাসি নামে না- উড়ে যায়
সেভাবেই ওঠা কিংবা নামা মেপে মেপে ছয়তলা থেকে
তুমি নেমেই উঠে যাচ্ছো বেশ! তরতর সুপার-হিউম্যান…
*
২,
বোঝা গেলো নিচ থেকে দেখা সবই কালো কালো লাগে
আলোবার্তা চলাচলের পথ রাজপথ থেকে দূরে, সেই ট্র্যাকে না পড়লে
কি-ছু দে-খা যা-য় না। কি-ছু চো-খে প-ড়ে না।
অন্ধ লাগে নিজেকে। তাই মনে হয় উপরে উঠি,
উপরে উঠলে পুলক পুলক। অর্গ্যাজমের ঝলক।
মাখো মাখো তরলিত মেঘ,
সুশীল ঘাম মোছো সুগন্ধিটিস্যুতে, ভিজে নমোনমো নরোম হয়েছে সেটি
গুটিয়ে ফেলে দাও ঘামসমেত- আস্তাকুঁড়ে। পাশে আস্তাবল ঘোড়ার গন্ধ আসে
তীব্র গন্ধস্রোত নাকের ভেতরে অযৌন-বাসা বাঁধে
হরিৎ!
এবং আমাদের গলি উপগলিতে নালি উপনালিতে থকথক করে ক্লান্তরমণ।
*
===
– অনীক আন্দালিব
১১.১০.৯
😀
১ম হওয়ার মজাই আলাদা। 😀
এইবার পড়ি।
পড়ে কেমন লাগলো সেটা জানিয়েন ইফতেখার ভাই, তাহলে আমিও মজা পাবো!
উরিব্বাবা......কি কবিতা...মাশআল্লাহ :clap: :clap: :clap:
ভয় পেলে নাকি রেজওয়ান? হাহা।
ধন্যবাদ তোমাকে, পড়ার জন্য।
দারুন লাগল :thumbup:
তোমার কবিতাগুলো একটু কঠিন লাগে, সাথে ভাব সম্প্রসারণ করে দিলে অনেকেরই সুবিধা হবে বলে আমার বিশ্বাস।
কবিতার বই বের করে ফেলতে পার। তোমার ষ্টক তো দেখি অফুরন্ত
কবিতার বই এখনই বের করার ইচ্ছা নেই রহমান ভাই। আমি আসলে আরো বেশ কিছুদিন লিখতে চাই। আমার মনে হয় একটা ছাপাবইতে কিছু কবিতা সংকলনের মান এখনও আমি অর্জন করিনি। আমি চাই সেখানে সবগুলো কবিতাই অসামান্য হোক। এই জন্যে নিজেকে আরো গুছিয়ে, পরিশীলিত করে নিচ্ছি।
ভাবসম্প্রসারণ করা অবশ্য খুব কঠিন কাজ। একটা গল্পকে গুছিয়ে বলা যায়, কারণ ওখানে সবকিছু স্পষ্ট থাকে। কিন্তু কবিতায় এতো এতো বিচিত্রভাবে দৃশ্য তৈরি করা হয় যে সরাসরি বলে দেয়া যায় না। তাই... (তাইফুর্ভাইয়েক্মাত্র ভর্সা!)
ব্যাপক কবিতা, আমিও ব্যাপকভাবে বুঝে গেলুম। B-)
ইয়ে মানে...তাইফুর ভাই কই? উনার গাইড বইয়ের খুব দরকার এই মুহূর্তে! ;)) ;))
অনটপিকঃ প্রথমটার চেয়ে স্বিতীয়টা ভালো লেগেছে আমার। 🙂
যখনই তুলনা (প্রথমটার চেয়ে...) তার মানে আপনি অনেক মনোযোগ দিয়ে পড়েছেন। অনেক ধন্যবাদ তানভীর ভাই!
তাইফুর্ভাইকৈ?? :dreamy:
প্রথমটা লিফট তাই না। :tuski: :tuski:
এইটা যদি লিফট টি হয় তাইলে তো লিফটের কপাল খুব ভালো মনে হয়। কবিতা লিখছো তুমি।
পরেরটা বুঝি নাই 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আমি কী ভেবে লিখেছি সেটা বলবো না। আপনি যদি 'লিফট' ধরে নেন তাহলে সেটা আপনার পাঠক-মনের কল্পনা। এবং এই কল্পনা সবসময়ই সঠিক!
আমিও চান্সে নেচে নেই। :tuski: :tuski:
যাক, আন্দা আসলেই ব্যাক করছে... ;))
চিন্তা কর না, আর্জেন্টিনা শেষ পর্যন্ত কোয়ালিফাই করে ফেলবে... O:-)
তবে চ্যাম্পিয়ন হবে কিন্তু ঐ ব্রাজিলই... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙁
আমার কিন্তু ডিফেন্সিভ খেলা ইটালি বা যান্ত্রিক খেলার জার্মানি'কে বেশি ভালো লাগে। এরা কোয়ালিফাই করছে তো, নাকি? :-B
:dreamy:
=)) =)) =))
করবে না আবার!!!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঘটনা সত্য :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হ
ঘটনা তাইলে এই! :grr:
😀 bhalO hoyeche.
আরে অর্ণব যে। অনেক ধন্যবাদ তোমাকে! 🙂
ঠিক ঠিক............ক্রিকেটের অবস্থা খুব খারাপ..................... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই টিটুয়েন্টি (খিয়াল কৈরা, আপনের নাম কই নাই B-) ) এসেই সব বারুটা বাজাই দিলু! :thumbdown:
:dreamy:
ওহ, পড়ার জন্য ধন্যবাদ টিটো ভাই। 🙂
আমার নাম না নি লেও আমার আন্টির নাম নেওয়ায় তোর ব্যাঞ্চাই x-( x-( x-( x-( x-(
অফ: টিটুয়েন্টি ভালো ছিলো 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হেহে থেংকু টিটো ভাই। :awesome:
ভাল লাগল :clap:
ধন্যবাদ মনসুর ভাই :hatsoff:
মাথার উপর দিয়ে গেল, আন্দালিব। আরও কয়েকবার পড়লে মনে হয় বুঝতে পারব...তোমার কবিতা যত পড়ি, নিজেকে ততই অপাঙতেয় মনে হয়...ভাল থেক।
এভাবে বললে ভাই আমি বিরাট অস্বস্তিতে পড়ে যাই!
আমার আসলে সবকিছু এমনভাবে লিখতে ইচ্ছা করে যেনো যে কেউ পড়েই সেখানে রিলেট করতে পারেন। আমার চিন্তা সরাসরি লিখলে, হয়তো সেটা সবাইকে সম্পৃক্ত করবে। ভাগ্যের পরিহাস হলো, এটা করতে গিয়ে আমি এখন যেভাবে লিখি তাতে আরো অনেকেই রিলেট করতে পারেন না। আমার এখানেই সীমাবদ্ধতা। 🙁
আপনি পড়েছেন বলে অনেক ধন্যবাদ বস! :hatsoff:
অস্বস্তিতে পড়তে হবে না, স্বস্তিতে থাক।... যেভাবে চলছে সেভাবেই চলুক। আবার বদলাতে চাইলে তাও করতে পার। যা মনে চায়, তাই কর 😀
৫.০০
থ্যাঙ্কু সাদিদ ভাই! :hatsoff:
অভিকর্ষ বড়ো প্রয়োজন, প্রিয়তম আকর্ষণটি
উলম্ব।........দারুণ :thumbup:
ধন্যবাদ রশিদ ভাই! :hatsoff:
ওহে আন্দালিব, নীচ থেকে উপরকে আর উপর থেকে নীচকে এই মরিচীকার মতই লাগে সবসময়।
সময়ের সাথে সবই ভাইস ভার্সা। মাঝেও আসলে সুখ নাই। পাশাপাশিতো নাই'ই B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাইকে ডাইনে :salute: 😀 😀
ইয়েস তানভীর, স্যালুটের সময় পা ঠিক মত মারসনাই কেন?? হাতের কনুই বাকা ছিলো কেন??? আর বেলাডি, স্যালুট শেষ হবার আগেই দুদুবার করে বত্রিশ বত্রিশ টোটাল চৌষট্টি পাটি দেখা যাইতাছে কেন 😡 যা গিয়া পরথম কবিতার সেকেন্ড লাস্ট লাইনের সাথে লংআপ হয়া থাক :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
🙁 🙁
আপনি এত্ত নিষ্ঠুর! 🙁 🙁
ছয়তলার সাথে লংআপ হইতে কইলেন!! 🙁 🙁
আরে এমনেই কই বুঝোসনা 😀
বুখে আয় :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug:
তাইফুর ভাই কই? উনারে মিস্ করি। 🙁
আমনেরা মারামারি বন্ করেন। আমি কিস্যু দেখতে পাইতেছি না লুকডাউন হয়ে থাকার কারণে!
তাইফুরভাইরে আমিও মিস্করি। 😕
কাইয়ূম ভাই, আসলেই মাঝে কোনো সুখ নাই। আশেপাশে চারিদিকেও নাই। কুথাও কুনু সুক নাই। খালি দুনিয়াজুড়া বিয়াপুক গিয়ানজাম।
কিরে নাগরিক সুখ-দুঃখের গল্প নাকি ? প্রথম কবিতাটা পড়ে কেন যেন ফুল ফোটা লতা গাছের কথা মনে হল, আর পরেরটা পড়তে গিয়ে মনে হলো কোন ফ্লাইওভারের নীচে দাঁড়িয়ে আছি । :thumbup:
আমার লেখা সবসময়েই নাগরিক। নগরের বাইরে যে জীবন সেটা আমার তেমনভাবে দেখা হয়নি। ক্যাডেট কলেজটা মফস্বলে হলেও সেখানের অভিজ্ঞতাও অনেকটা নাগরিকই, সবকিছউ সেখানে শহুরেই ছিলো, প্রকৃতিটুকু বাদে।
আপনার কল্পনা আমাকে চমৎকৃত করে আদনান ভাই। আমি একেবারেই এভাবে ভাবি নাই, বরং আপনার কথা শুনে আবারও লেখাটা পড়ে মনে হচ্ছে এভাবেও ভাবা যায়!! সত্যিই আপনাকে ধন্যবাদ! :boss:
তোর লেখা গুলো আমি মনোযোগ দিয়ে পড়ি আর কোন কিছু পড়লে একটা ছবি আমার সামনে এসে পরে । তাড়াতাড়ি ফিকশন লিখ । তোর গল্পটা পড়ার জন্য মুখিয়ে আছি ।