সন্ধ্যা নেমে এসেছে বলেই মনে হয় এই হলুদ আলোয় ডিভাইডারে বসে রোমেলা দু’হাত মুঠো করে বেশ চিন্তায় মগ্ন হয়ে থাকে। একমুঠোয় সবুজ পাতা ঘিরে থাকা কতগুলো দোলনচাপা। বাদামি ময়লা ফ্রক-পরা রোমেলা তার হতবিহ্বল ভাব কাটাতে রুক্ষ্ণ তেলহীন চুল সরায় মুখের উপর থেকে। একটু আগে একটা গাড়ি-মহিলার কাছে সে পাঁচটা ফুল বিক্রি করেছে। তারপর থেকে ডিভাইডারেই বসে আছে থম্ মেরে। কী করবে বুঝতে পারছে না। সামনে দিয়ে হুশহাশ করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে বা সিগন্যালে পড়ে বুড়োটেগুলোর মতো বসে থাকছে রোমেলাকে না ছুঁয়েই। সকালে মা অল্প একটু পান্তা দিয়েছিলো, সেই থেকে কড়া রোদটুকু সয়ে রোমেলা সারাদিন ফুল বেচেছে। গত তিনমাস। প্রথমে গোলাপে শুরু, কিন্তু কাঁটার মতই খ্যানখ্যানে শরুফা একদিন অনেক থাপ্পর-চড়ে রোমেলাকে বুঝিয়ে দিয়েছিলো যে সে একাই এখানে গোলাপ বেচবে। সাদা দোলনচাঁপা নিয়ে তার পরদিন থেকে রোমেলা এখানে ছুটে বেড়ানো শুরু করলো আগের মতই, শুধু গালের একপাশে দু’সপ্তা নখের ছড়ে যাওয়া দাগ ছিল। হেসে হেসে এগিয়ে গেলে ফুল বিক্রি হতে পারে এটা শিখে গেছে বলেই সারাক্ষণ মুখে হাসি ঝুলিয়ে রাখতে হয়। মাঝে মাঝে ধবধবে হাতির মতো মোটা কিছু গাড়ি-মহিলার হাঁসফাঁস দেখে ওর এমনিতেই হাসি পায়। তবে রাতে ঘরে ফিরে যাবার সময় রোমেলার মনে হয় এই ছাইভস্ম-মাখা শহরে কেউ হাসে না, সবাই তার মতোই ঝুলিয়ে রাখে। হাতের অবশিষ্ট ফুলগুলোও সারাদিন রোদ-কালি মেখে ছাইমুখ নিয়ে পড়া-না-পারা বালিকার মতো অধোবদন হয়ে থাকে।
আজকে একটু আগেই পাঁচটা ফুল বেচেছে রোমেলা, পাঁচকাঠির দাম বিশটাকা। গলি থেকে গাড়িটা বেরিয়ে সিগন্যালে পড়ার সময়ই ওটার গায়ে বাদামি ঝরনার মতো আছড়ে পড়েছিলো সে। কাচ নামিয়ে গাড়ি-মহিলা পাঁচটা ফুল নিয়ে টাকাটা দেবার আগেই কারেন্ট চলে গেল। অন্ধকারে টাকা দিয়েই ছুটে বেরিয়ে গেছে গাড়ি আর গাড়ি-মহিলা। সবুজ জ্বলজ্বলে আলোর নিচে ডিভাইডারে বসে রোমেলা দেখে ওর মুঠির ভিতর একটা চকচকে একশ’ টাকা!
—-
তোমার সবগুলো গল্পই আমাকে খুব ভাবায়।
:thumbup: :thumbup:
Life is Mad.
ভাবালেই ভালো সায়েদ ভাই। আমি নিজে এরকম করে ভাবি, অনেক অনেক ভাবি। নিজের ক্ষুদ্রতা এড়িয়ে যতটুকু ভাবনাগুলো সচল রাখা যায়!
আপনার বারবার দেয়া উৎসাহ খুবই ভালো লাগে! 🙂
বিস্ময়কর সত্য!
শেষটা চমৎকার ছিল :salute:
অনেক ধন্যবাদ সামিয়া। সত্যটা আসলেই আমাদের যাপিত জীবনের নির্লজ্জ সত্য!
দারুন আন্দালিব
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome: :awesome:
:hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঈদের আনন্দে নাচতে আমারও মন চাইতেছে! :awesome: :awesome: :awesome:
রবী ঠাকুরের একটা ছোট গল্পের সংগা ছিল ছড়ার আদলে... গল্পটা যেন তারই প্রতিফলন...
অসাধারণ লিখেছেন আন্দালিব ভাই... :salute: :salute: :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অন্তরে অতৃপ্তি র'বে সাঙ্গ করি মনে হবে
শেষ হইয়াও হইলো না শেষ||
কবিগুরুকে স্যালুট! :salute:
গুরু আপনাকেও স্যালুট !!! :salute: :salute: :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শেষটা সুন্দর হলেই বোধহয় অণুগল্প সার্থক হয়। এর শেষটা সেরকমই সুন্দর ছিল। ভালো লেগেছে। আরও অণুগল্প পাব আশাকরি।
ভালো লাগা জেনে ভালো লাগলো মুহম্মদ। কিন্তু আরো পাইবা কি না এখনও ঠিক জানি না। আমি গল্প খুব একটা লিখি না। ভালো পারি না বলে। এছাড়া ঠিক মতো প্লট সাজানোও খুব কঠিন লাগে! তবে চেষ্টা করবো সামনে লেখার।
বরাবরের মতই...
অফটপিক: আমার পকেটে এখন পঞ্চাশ টাকা 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
অনটপিকঃ আমাকে সালামি হিসেবে দিয়ে দেন জিহাদ ভাই 🙂 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সালামী দিতে হৈলে তোরে কশটো কৈরা আইতে হৈবো, তার্চে আমার্মুবাইলে ফ্লেক্সি কৈরাদে। :grr: :grr:
জিহাদ তুমি তো দেখি রোমেলার থিকাও গরীব! হা হা হা! ঈদ ভালো কাটুক এই কামনা করি।
জিহাদ আমার পকেটে একখন ৫ টাকা, ২টা গোল্ডলিফও হবে না। :(( :((
তোমার প্রায় প্রতিটি লেখায় একটা ধাক্কা খাই! বিষ্মিত হই। ভাবি ছেলেটা এতো গভীরভাবে লেখে কি করে?? :hatsoff: :hatsoff: :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক অনেক ধন্যবাদ সানাউল্লাহ ভাই। এই ধাক্কা দেয়াটাই মূল লক্ষ্য! যাতে কিছুটা আওয়াজ হয়!
ছন্নছাড়ার পেন্সিল ভাই, অনুগল্প মানেই জোস। আর আপনার এই লেখাটা পুরাই গুল্লি। ফিনিশিং গুলা অসাধারণ হয় বলেই হয়তো অনুগল্প গুলা এত ভাল হয়, আর আপনি সেইটারে আরো বাড়ায়া দিছেন। hats off for you. :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
অনেক ধন্যবাদ ______। তোমার যেকোনও একটা নাম বলতে পারো। কুচ্ছিত হাঁসের ছানা নামে ডাকতে পারবো না। কোথাও পেলাম না লেখা। হ্যাট অফ না করে একটা ডাকনাম অন্তত বলে যেও!
:)) :)) :)) আমার্নাম তুহিন। প্রোফাইলে থেকে কেম্নে মুইছা গেল, বুঝতার্তাছিনা। আপডেট কৈরা দিলাম। সা.ইনে আপ্নের্লেখা পড়ি আমি।
সা.ইনে তোমাকে চিনি! 🙂 খালি নামটা জানতাম না এতোদিন! ঈদের শুভেচ্ছা রইলো তুহিন! ভালো থেকো!
আন্দালিব, খুবই ভাল লেগেছে... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থ্যাংকস্ কবীর ভাই। ঈদের শুভেচ্ছা রইলো। এখন ঘুমাইতে গেলাম। ঠা ঠা ঠা!
:hatsoff: :hatsoff: :hatsoff: :awesome: :awesome: :awesome:
তুমিতো মিয়া ভাল লিখবাই ...
এই ব্লগে'র অতি উচ্চ মানের লেখকদের মধ্যে তুমি যে অন্যতম একজন ...
মোবারক মিয়া'র এইবারের ঈদ ভালই যাইতেছে ... তাই 'ঈদ মোবারক'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
থ্যাঙ্কস তাইফুর ভাই। ঈদের দিন বলে বেশি কিছু বলি না, শুধুই কোরবানির মাংস মেশানো শুভেচ্ছা রইলো! 😀
আন্দালিব ভাই,
লেখার সব জায়গায় রোমেলা জীবন্ত ছিল।
ভাল লাগছে খুব ভাই। :awesome: :awesome: :tuski: :hatsoff:
আন্দালিব তোমার প্রতিটা লিখাই পড়ে কিছুক্ষণ থম মের বসে থাকি। অসাধারণ :salute:
অনেক অনেক ধন্যবাদ সামি ভাই। আপনাকে এখানে পেয়ে ভালো লাগছে।!
আন্দালিব, তোমার লেখা যতবার পড়ি ততবারই মুগ্ধ হই।
ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে ভাবতে শেখানোর জন্য তোমাকে :salute:
আপনার মুগ্ধতায় আমিও কৃতজ্ঞতাবোধ করছি!
গাড়ি-মহিলাটার্মটা পছন্দ হইছে 😉
লেখা বরাবরার মতোই :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস
এই বরাবরা টা কে? 😉 😉 😉
কাইউম ভাই ...
উত্তর চাই ... :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা বন্ধুর ছিলিপ অব কিবুর্ডে তুই হাসতাছোস :(( :(( কামরুলরে কিন্তু লাইনের পিছে আর রাখুমনা কইলাম 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আন্দালিব, খুব ভাল লেগেছে…
আরও গল্প পাব আশাকরি। 😀 😀
ঠিক আছে বস! আরেকটা গল্প লিখছি ঐটাও দিমুনে! 😀 😀
জটিল লিখছ আন্দালিব।
তোমার পুরা পাংখা হই গ্যাছি আমি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই শীতের মাঝে পাঙ্ক্ষা লাগবে না বস! B-)
অনেক ধন্যবাদ ফয়েজ ভাই!
বহুদিন আর গল্প পাই না আপনার। অপেক্ষায় থাকলাম ১০০ তম পোষ্টে একটা গল্পের জন্য।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
১০০ তম পোস্টটা গল্প হবে না সম্ভবত! ;;;