[একসাথে বেশি কাজ করলে সব জট্ পাকিয়ে যায়। আমি মাল্টি-টাস্কিংয়ে যে কত খারাপ সেটা আজকে আবার বুঝলাম। সামনে বেশ কয়েকদিন এই ঝামেলা যাবে। তাই আজকে সব গুটিয়ে কবিতাই পড়ছি। একটা কবিতা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।]
আজকে রাতে
-জীবনানন্দ দাশ
আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা
বলা যেত; চারি দিকে হিজল শিরীষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর।
কিন্তু যেই নিট নিয়মে ভাবনা আবেগ ভাব
বিশুদ্ধ হয় বিষয় ও তার যুক্তির ভিতর;
আমিও সেই ফলাফলের ভিতরে থেকে গিয়ে
দেখেছি ভারত লন্ডন রোম নিউইয়র্ক চীন
আজকে রাতের ইতিহাস ও মৃত ম্যামথ সব
নিবিড় নিয়মাধীন।
কোথায় তুমি রয়েছ কোন্ পাশার দান হাতেঃ
কী কাজ খুঁজে; সকল অনুশীলন ভালো নয়;
গভীরভাবে জেনেছি যে-সব সকাল বিকাল নদী নক্ষত্রকে
তারই ভিতর প্রবীণ গল্প নিহিত হয়ে রয়।
(“বেলা অবেলা কালবেলা” কাব্যগ্রন্থ থেকে)
*এই কবিতা খুঁজে বের করতে জান বের হয়ে যাচ্ছিলো! বইয়ের সাথে একটা গুগল সার্চ দরকার।
১ম 😀 :awesome:
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া কি আন্দালিব ভাইকে না আমাকে বুঝালেন? 😕
দুইটা দিছি ক্যাল্লাইগা B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাবি আমি আপনাকে দিলাম। :thumbup: :thumbup:
কাইয়ূম ভাই মনে হয় আমাকেই দিছেন। :awesome:
থ্যাঙ্কু কাইয়ুম ভাইয়া ও আন্দালিব ভাইয়া ... 🙂
আন্দালিব ভাইয়া, কষ্ট করে কাইয়ূম ভাইয়ার মন্তব্য পড়ে নাও ... 😛
ভাগাভাগি করতে শিখো ... ;;;
সবকিছুতে ভাগাভাগি নাই। আমি আপনাকে দুইটা দিলাম, নিজেও দুইটা পেলাম। ভাগাভাগি করলে কপালে একটা একটা জুটতো। 🙁
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ওই দেখো তোমার গোমড়া মুখ দেখে কাইয়ূম ভাই আরো দুইটা দিলো।
যাও আমিও তোমাকে আমার কাছে থেকে একটা দিলাম। কি খুশীতো? 😛
:awesome: :khekz: :awesome:
আগে পড়া ছিল না । পড়লাম । জীবন বাবুর কবিতা নিয়ে মন্তব্যের ধৃষ্টতায় যাবো না । শুধু আন্দাকে ধন্যবাদ ।
আমিও আগে পড়ি নাই। সে হিসেবে আমারও পড়া হলো আজকেই। ভালো লাগলো তাই দিলাম তুলে। থ্যাঙ্কু দোস্ত।
আন্দালিব ভাই নিজেই একটা লিখে ফেলেন 😀 😀 😀
আপনি কই? আমি তো অনলাইনে এসে বসে আছি!!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সাদিক, নিজের লেখা আসতেছে না বলেই জীবনানন্দ পড়তেছিলাম। এই কবিতাটা নতুন পড়ে খুব ভালো লাগলো!
আবদুল মান্নান সৈয়দের সংকলন ও সম্পাদনায় জীবনানন্দ দাশের প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র কিন্যা ফেলতে পারো একটা। পুরা জীবনানন্দ পাইবা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার কাছে আছে সানা ভাই। তারপরেও খুঁজাখুঁজি বড়ো পেইন দিলো। 🙁
কবিতাটা পড়ার পর চিন্তাভাবনার স্কেল অনেক বেড়ে গেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আন্দালিব ভাই।
তোমাকেও ধন্যবাদ মুহাম্মদ। কবিতা পড়লে সবসময়েই আমার চিন্তাভাবনা বেড়ে যায়।
কবিতাটা ভালো লাগল।
:hatsoff: 🙂
পড়লাম :thumbup:
এবার নিজে একটা লিখে ফেল 😀
নিজে লিখতে এতদিন লাগলো। দেরির জন্য দুঃখিত আদনান ভাই। লেখা আসছে না বেশ কিছুদিন!
আন্দালিব ভাই, গতকাল আপনাকে বুয়েটে দেখলাম, ডাক দেয়ার আগেই চলে গেছেন 🙁
২৫ তারিখে তো যাইনি, ২৪শে তে গিয়েছিলাম। ব্যাচের রিইউনিয়ন ছিল। তখন দেখেছো মনে হয়। :no: