বি এম এ তে বসে গান লিখার চিন্তা করাটাও হাস্যকর জানি । তবুও এই ক্ষুদ্র প্রয়াস ।
আমার হাতে আজ একলা আকাশ,
স্মৃতি হয়ে আছ তুমি,
নির্ঘুম এই রাতে আজ,
আমার পাশে নেই তুমি ।
ছুঁয়ে দেখ , হাতে রেখে হাত,
কান পেতে শোনো , পাবে আমার ডাক ।
চল যাই আকাশে , মেঘেদের সাথে ,
মেঘেদের কথা শোনো আজ রাতে…………….
আজ হঠাত করে খুঁজে পাই,
আমার হাতে হাত,
শেষ বিকেলের কনে দেখা আলোয় ,
দেখি তোমায়
নিঃস্ব জীবনে গোধুলির মাঝে
তোমায় নিয়ে বাঁচা,
দুঃখগুলো দূরে ঠেলে,
পাইযে নতুন আশা ।
চল যাই আকাশে , তারাদের সাথে,
তারাদের কথা শোনো
আজ রাতে……………………
থার্ড টার্মে উঠে গেছিস, নাকি উঠব উঠব করছিস? পাংখা গজাচ্ছে... 😛
সুর করে শেয়ার করিস...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
উঠে গেলাম এবার । সবই আপনাদের দোয়া । :boss:
চলো বহুদুর.........
সুরটা বসিয়ে ফেলো সময় করে।
বিএমএ চলে গিয়েছো জানতামনা। শুভকামনা।
চেষ্টা করব ভাইয়া । ধন্যবাদ । 😀
চলো বহুদুর.........