ছ্যাঁকার অ আ

(সিসিবি-তে এটাই আমার প্রথম লেখা । লেখার মান বিবেচনায় সবাইকে যথাসম্ভব ক্ষমাসুন্দর হবার অনুরোধ জানাচ্ছি।)

নতুন নতুন ক্লাস নাইনে উঠেছি । ….ছোটবেলা থেকেই কেন যেন আমার ক্লাস নাইনকে তারুণ্যে পদার্পণের একটা ‘ধাপ’-এর মত মনে হত। কাজেই সেই ধাপে পা রাখার সাথে সাথে আমার এ্যাটিচ্যুডে স্বভাবতই কিছু ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করলাম। যেমনঃ
-অকারণে রহস্য উদ্রেককারী ঔদাসীন্য,
-হাঁটার গতি শ্লথ করা,
-বিভ্রান্তিকর হাসি হাসবার প্রচেষ্টা,
-জগতের নানারকম জটিল বিষয়ে আগ্রহী হবার আপ্রাণ চেষ্টা ইত্যাদি ।

Vacation-এর জন্যেও আমার এই ‘এ্যাটিচ্যুড’কে প্রযোজ্য করে দিলাম।

…যাইহোক, এরকম ক্লাস নাইনের এক ছুটিতে মৌচাক মার্কেটের ‘ক্যান্টাকী’ ফাস্ট ফুডের দোকানে আম্মার সাথে আছি- আম্মা বসে, আমি দাঁড়িয়ে, সম্ভবত আর বসবার জায়গা ছিল না । বাইরে তাকিয়ে ছিলাম…উদ্দেশ্য- খাবারের অর্ডার দিতে দিতে একটু চোখের এক্সারসাইজ করা (আম্মার বোঝার কথা না !) ।…ক্যাডেট কলেজ আবার একলিঙ্গিক প্রতিষ্ঠান তো, তাই ছুটিকালীন সময়ে বিপরীত লিঙ্গের প্রতি ক্যাডেটদের আকর্ষণ অন্যদের তুলনায় একটু বেশী থাকতেই পারে – ওটা দোষ হিসেবে ধরাটা বাড়াবাড়ি বলেই আমার বিশ্বাস…

এক্সারসাইজের ফল পেলাম প্রায় সাথে সাথেই !!

“দুধে-আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা”…তার ওপর এদিকেই হেঁটে আসছে…আহ্‌…দেবী প্রতিমা নিজেই এগিয়ে আসছেন পুরোহিতের দিকে…এসো তুমি এসো, ফুলের বরণ সাজিয়ে আমি চেয়ে রয়েছি তোমারই সনে…হ্যাঁ হ্যাঁ তাকাও তাকাও…তাকাও…

….তাকাইছে রে !! তাকাইছে !!! কোন সন্দেহ নাই, একদম ডাইরেক্ট আমার দিকেই তাকাইছে !!!

কিন্তু আমার সেই সযত্নে লালিত ‘এ্যাটিচ্যুড’,গাম্ভীর্য, রহস্যময়তা ??……ধুইয়া পানি খাই। প্র্যাকটিক্যাল কেসে ওইসব থিওরী অ্যাপলাই করলে চলে না…

আরে…হাসছে যে ! কী মিষ্টি ! কী অদ্ভুত সুন্দর !! কথা বলবে, নিশ্চয় আমার সাথে কথা বলবে ! …আম্মা আছে তো ? আরে নো প্রবলেম, পরে ম্যানেজ করা যাবে ।

আরে…আসলেই আমার দিকে আসছে তো ! ওফ্‌ফ্‌…আমার ঘন ঘন নিঃশ্বাসগুলো ওর কাছে ধরা পড়ে গেলে চলবে না ! ব্যক্তিত্ব দরকার man ব্যক্তিত্ব…যতদূর সম্ভব নিজেকে সামলে সিনা টান টান করে কোলে হাত দিয়ে দাঁড়ালাম ।

মেয়েটার সাথে এখন আমার দূরত্ব মাত্র ফুট দুয়েক। আমাকে রেহাই দিয়ে মেয়েটিই প্রথম মুখ খুললঃ

– এক্সকিউজ মি…

– হ্যাঁ…ইয়ে….না মানে… হ্যাঁ বলুন ।

– ভাইয়া আপনারা সমুচা কত করে বিক্রি করেন ?

…আশেপাশে কোথাও একসাথে অনেকগুলো কাক ডেকে উঠলো । নাকি হেসে উঠলো ??
……আর আম্মা ??? ওনার মুখের দিকে তাকাবার সাহস আমার হয় নি…..
হে ধরণী দ্বিধা হও…ভিতরে গিয়া হান্দায়া থাকি !!

২০১ টি মন্তব্য : “ছ্যাঁকার অ আ”

  1. তাইফুর (৯২-৯৮)

    রকিব মিয়া'র চায়ের সাথে ফারাবী'র সমুচা ...
    আহা ...
    (ভাল কথা ... তুই সমুচা কত করে বিক্রি করিস ?? বাকী চলে ??)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    😮 হায়রে ফারাবী,তর এত রূপ-সৌন্দর্য( :-B দোস্ত,আমি তোকে দেখেই বলছি ;;) ) থাকার পরও ওই মেয়ে তরে সমুচাওয়ালা কেন ভাবল,এই কোয়েশ্চেনের কোন সলুউশন পাইতাছি :-/ না।যাউকগা,ব্যাপার না, :khekz:
    এটলীস্ট কথা তো কইছে!! :goragori:
    কে.এফ.সি. তে সমুচাওয়ালা হয়ে যা,বিমান চালানো লাগবোনা তর :))

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)

    আহারে ...... তবে সিরিয়াস্লি ... তুমি ওকে সমুচা বিক্রি করলেনা কেনো ??? বাংলা সিনেমা দেখনি কখনও ????
    একটা ঘটনা মনে পড়ে গেলো ...... আমার এক বন্ধু তার ছোট ভাইয়ের জন্যে কোচিং সেন্টারের সামনে অপেক্ষা করছিলো, ছোট ভাই বের হলে তাকে নিয়ে আই ডি বি তে যাবে। কিছুক্ষন পরে ছোট ভাই জনা কয়েক বালিকা নিয়ে বের হচ্ছে দেখে একটু ভারিক্কি ভাব নিয়ে হাত ইশারা করে উপস্থিতি জানান দিলো।
    তার পরের কথোপকথনটা ছিলো -
    -- এই, ওইটা কে রে ?? --- এক বালিকা ছোট ভাইয়ের প্রতি।
    -- আমার ভাই ...... -- ছোট ভাইয়ের উত্তর।
    -- ও আল্লা ... হেভভি কিউট তো তোর ভাইটা ...... কোন ক্লাসে পড়ে ???

    জবাব দিন
  4. ফারাবী (২০০০-২০০৬)

    @মইনুল ভাই- আহারে, ওই মেয়েটা যদি আমাকে 'খোকা' মনে করেও এই জাতীয় কোন মন্তব্য করত :no: ...তাও ভাল ছিল - অন্তত সমুচাওয়ালার চেয়ে বেটার :)) !!!
    শ্বশু্রবাড়ী জিন্দাবাদ দেখা হয় নাই। আপনি যখন বলছেন- দেখার চেষ্টা করব।

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তরে এট্টা বুদ্দি শিখাই দেই।ছবির পিলেন দেখাই কবি যে আমি তুমারে এই পিলেনে কৈরা আকাশ(এই আকাশ আসল আকাশ,কলকাতার আকাশদা না) দেখাইতে নিয়া যামু।দেখবি ললনা আনন্দের সাথে রাজী হয়া গেছে।এর পর স্ক্রীনে দুইটা প্রজাপতির ফুলের উপ্রে বসার ছবি,নাহইলে সাগরে উত্তাল ঢেউয়ের ছবি... ;;; (বি দ্র-ফরেন ললনাদের সাথে এই পদ্ধতি কাজ করিবার সম্ভাবনা বেশি-দেশে হইলে হাইহিলের রাম গুঁতা খাওয়ার সম্ভাবনা আছে-কিন্তু কি আর করা ,ইট্টু আধটু রিস্ক তো থাকবোই :shy: )

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    সিসিবি চায়ের দোকানের নতুন বিজ্ঞাপনঃ

    এবারের শীতে চায়ের সাথে টাও পাওয়া যাচ্ছে। মৌচাক এলাকার বিশিষ্ট শেফ ফারাবী ভাইয়ের সমুচা পাওয়া যাচ্ছে। সমুচার দাম দোকানে আসলে জানানো হইবেক। (আসলে ঐ সুন্দরী মেয়ের প্রশ্নের জবাবটা ফারাবী ভাই পোষ্টে উল্লেখ না করায় আমারো সমুচার দাম জানা হয়নি। 😕 )


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. ফারাবী (২০০০-২০০৬)

    ধন্যবাদ ভাই... 🙂
    😀 বুদ্ধি তো চরম !!
    কিন্তু ঐ সময় বাচ্চা ছিলাম যে...তাই এই জাতীয় বুদ্ধি মাথায় আসেনাই 😕
    নো প্রবলেম বস্‌ 😀 ... B-) নেক্সট টাইম এই টাইপের সিচুয়েশনে পড়লে আপনারে একটা মিসকল দেওন লাগবো...

    জবাব দিন
  8. ফারাবী (২০০০-২০০৬)

    ...মাস্ফ্যু ভাই আমার ইমো ভাবতেছিলেন আমি জনগণের ঘামের পয়সায় কেনা প্লেনে কোপ মারছি......(কিন্তু আসলে কোপ মারছিলাম অন্য কারণে)...
    তাই বুঝাইলাম যে জনগণের ঘামের কথা আমার মাথায় আছে, এবং নিজের ডিউটি ঠিকমত পালন করে সেই ঘামের মান রাখতে আমি বদ্ধপরিকর...
    ... 😕 বুঝাইতে পারলাম বড় ভাই ?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।