(সিসিবি-তে এটাই আমার প্রথম লেখা । লেখার মান বিবেচনায় সবাইকে যথাসম্ভব ক্ষমাসুন্দর হবার অনুরোধ জানাচ্ছি।)
নতুন নতুন ক্লাস নাইনে উঠেছি । ….ছোটবেলা থেকেই কেন যেন আমার ক্লাস নাইনকে তারুণ্যে পদার্পণের একটা ‘ধাপ’-এর মত মনে হত। কাজেই সেই ধাপে পা রাখার সাথে সাথে আমার এ্যাটিচ্যুডে স্বভাবতই কিছু ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করলাম। যেমনঃ
-অকারণে রহস্য উদ্রেককারী ঔদাসীন্য,
-হাঁটার গতি শ্লথ করা,
-বিভ্রান্তিকর হাসি হাসবার প্রচেষ্টা,
-জগতের নানারকম জটিল বিষয়ে আগ্রহী হবার আপ্রাণ চেষ্টা ইত্যাদি ।
Vacation-এর জন্যেও আমার এই ‘এ্যাটিচ্যুড’কে প্রযোজ্য করে দিলাম।
…যাইহোক, এরকম ক্লাস নাইনের এক ছুটিতে মৌচাক মার্কেটের ‘ক্যান্টাকী’ ফাস্ট ফুডের দোকানে আম্মার সাথে আছি- আম্মা বসে, আমি দাঁড়িয়ে, সম্ভবত আর বসবার জায়গা ছিল না । বাইরে তাকিয়ে ছিলাম…উদ্দেশ্য- খাবারের অর্ডার দিতে দিতে একটু চোখের এক্সারসাইজ করা (আম্মার বোঝার কথা না !) ।…ক্যাডেট কলেজ আবার একলিঙ্গিক প্রতিষ্ঠান তো, তাই ছুটিকালীন সময়ে বিপরীত লিঙ্গের প্রতি ক্যাডেটদের আকর্ষণ অন্যদের তুলনায় একটু বেশী থাকতেই পারে – ওটা দোষ হিসেবে ধরাটা বাড়াবাড়ি বলেই আমার বিশ্বাস…
এক্সারসাইজের ফল পেলাম প্রায় সাথে সাথেই !!
“দুধে-আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা”…তার ওপর এদিকেই হেঁটে আসছে…আহ্…দেবী প্রতিমা নিজেই এগিয়ে আসছেন পুরোহিতের দিকে…এসো তুমি এসো, ফুলের বরণ সাজিয়ে আমি চেয়ে রয়েছি তোমারই সনে…হ্যাঁ হ্যাঁ তাকাও তাকাও…তাকাও…
….তাকাইছে রে !! তাকাইছে !!! কোন সন্দেহ নাই, একদম ডাইরেক্ট আমার দিকেই তাকাইছে !!!
কিন্তু আমার সেই সযত্নে লালিত ‘এ্যাটিচ্যুড’,গাম্ভীর্য, রহস্যময়তা ??……ধুইয়া পানি খাই। প্র্যাকটিক্যাল কেসে ওইসব থিওরী অ্যাপলাই করলে চলে না…
আরে…হাসছে যে ! কী মিষ্টি ! কী অদ্ভুত সুন্দর !! কথা বলবে, নিশ্চয় আমার সাথে কথা বলবে ! …আম্মা আছে তো ? আরে নো প্রবলেম, পরে ম্যানেজ করা যাবে ।
আরে…আসলেই আমার দিকে আসছে তো ! ওফ্ফ্…আমার ঘন ঘন নিঃশ্বাসগুলো ওর কাছে ধরা পড়ে গেলে চলবে না ! ব্যক্তিত্ব দরকার man ব্যক্তিত্ব…যতদূর সম্ভব নিজেকে সামলে সিনা টান টান করে কোলে হাত দিয়ে দাঁড়ালাম ।
মেয়েটার সাথে এখন আমার দূরত্ব মাত্র ফুট দুয়েক। আমাকে রেহাই দিয়ে মেয়েটিই প্রথম মুখ খুললঃ
– এক্সকিউজ মি…
– হ্যাঁ…ইয়ে….না মানে… হ্যাঁ বলুন ।
– ভাইয়া আপনারা সমুচা কত করে বিক্রি করেন ?
…আশেপাশে কোথাও একসাথে অনেকগুলো কাক ডেকে উঠলো । নাকি হেসে উঠলো ??
……আর আম্মা ??? ওনার মুখের দিকে তাকাবার সাহস আমার হয় নি…..
হে ধরণী দ্বিধা হও…ভিতরে গিয়া হান্দায়া থাকি !!
=)) =)) =)) =)) =)) হায় হায় রে এইডা কি হইলো!!! :(( :((
কি আর হইলো... 🙁 বেলুন ফুটা হইল :(( !!
যদিও প্রকাশের অনেকদিন পর পরলাম কিন্তু জটিল... =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) :pira:
দোস্ত আর ও লিখে যা ...কোথায় আছিস এখন??
😀 দোস্ত থ্যাংকস...
যশোরে পোস্টিং। সময় পাইলে অবশ্যই লিখব।
জটিল মজা পাইলাম পইড়া =)) =))
এত প্যাথেটিক ঘটনায় তুমি মজা পাইছ !! =(( শুইনা কষ্ট পাইলাম 🙁 !!
স্যরি ভাই, রকিব মনে কইরা 'তুমি' বইলা ফালাইছি... :frontroll: :frontroll: :frontroll: আসলে ঐ ঘটনার পর থাইকা আমার মাথাডা একটু আউলাইয়া গেছে তো =(( ...বস কিছু মনে নিয়েন না ... 🙁 'মিছটেক'
হ রে,গরু হারাইলে থুক্কু ছ্যাঁকা খাইলে এমুনি হয়।বিয়াপার না 😀
মাস্ফ্যু ভাই,ফারবীরে মাপ কইরা দেন,আমার ছোট ভাই...
ওই ফারবী,মাস্ফ্যু ভাইরে সালাম কর।উনি হইল আমার গুরু।আর যদি তোর :just: FRND দরকার হয়,তাইলে :just: বইলা ফালা তাঁরে।
স্যার মাস্ফু ভাইরে অলরেডী গুরু মাইনা নিছি 😀 ...আর কুনু সমস্যা নাই...
এনিওয়ে,বসে যখন সালাম দিতে কইছে তখন আর কোন কথা নাই
:salute: :salute: :salute: :salute: :salute: টু মাস্ফ্যু ভাই
তোরে ওই ঘোড়া দিয়া গুঁতা দেওয়ামু x-(
ফারাবী ভাই, শুভ ব্লগিং।
হাসতেই আছি অনেকক্ষণ ধরে =)) =)) ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চায়ের কাপ বিক্রি করে
চালাস নাকি ব্যবসাটা
স্বর্ণকেশি দেখে গরম
লাগছে কি তোর ভ্যাঁপসাটা?
@রকিব- ওই ব্যাটা এইডা রম্য রচনা না ~x( ...এইডা বেদনাদায়ক রচনা :(( ... ভাবছিলাম পোস্টটা সিমপ্যাথি দিয়া ভইরা যাইবো...কিন্তু মানুষ আজকাল অনেক নিষ্ঠুর হইয়া গেছে =(( ...
আপচুস,তোর দুক্ষের কাহিনী শুইন্না চোউক্ষের পানিতে ব্লগ ভাইসা গেল...আপচুস :(( :(( :((
:(( :(( :((
মির্জাপুরের আরেকটা দেখি :thumbup: নতুন হিসেবে কিছু নিয়ম কানুন আছে, তাড়াতাড়ি ১০টা :frontroll: দে প্রিন্সিপাল স্যার আসার আগে ।
:frontroll: যান ভাই ২০টা মারলাম..এক্সট্রা ১০টা লেট করার জন্য... 🙁 :frontroll: :frontroll:
You FARABI, star 100 :frontroll: . Oh my God still you could not finish!!!!!!!!!!!
কি বলেন স্যার ! আমি জানতাম এরকম কোন কমান্ড আসবে 😀 ... :frontroll: ...লেখা শেষ কইরাই ১০০ টা মাইরা দিছি! :frontroll:
ব্লগে স্বাগতম । ভালোই লিখেছ। ব্যাপার না । এরকম ঘটনাকেই মনে হয় অঘটন বলে।
ধন্যবাদ 🙂
=)) =)) =))
জটিল.......
😀
:khekz: :khekz: :khekz:
🙁 🙁 🙁
রকিব মিয়া'র চায়ের সাথে ফারাবী'র সমুচা ...
আহা ...
(ভাল কথা ... তুই সমুচা কত করে বিক্রি করিস ?? বাকী চলে ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
=)) =))
:pira: :pira:
চল রকিব... তাইফুর ভাইরে দেখায়া দিমু চা-সমুচার বিজনেসেও কত প্রফিট আসে x-( ...কোন কর্মকে খাট করিয়া দেখিতে নাই... বাই দ্য ওয়ে ইনিশিয়ালী ইনভেস্টমেন্টটা তুই-ই করিস...আমার আয় আবার সীমিত...
চল রকিব… তাইফুর ভাইরে দেখায়া দিমু চা-সমুচার বিজনেসেও কত প্রফিট আসে x-( …কোন কর্মকে খাট করিয়া দেখিতে নাই… বাই দ্য ওয়ে ইনিশিয়ালী ইনভেস্টমেন্টটা তুই-ই করিস…আমার আয় আবার সীমিত…
:khekz: :goragori: :khekz: :goragori: :khekz:
:pira: :pira: :pira:
😀 ... 🙂 ... 🙁 ... :((
রকিব্বা,তুই দেখ ফারাবীর লগে জয়েন ভেঞ্চার কইরা দোকান চালাইতে পারোস কিনা...এম্নে তো লাল্বাত্তি জ্বলতাছে...
যা কইলেন মাস্ফ্যু ভাই।খালি চা খেয়ে আর কয়দিন,এইবার চা এর সাথে একটু টা ও হোক! টা এর জন্য একটা ইমো দরকার ;;)
চায়ের ইম তো আছে ছুডো ভাবী :teacup:
আরে মাস্ফ্যু ভাই,চা না টা এর ইমো
মাস্ফু ভাই, টীজ যা করার কইরা নেন :thumbdown: ... পরে যখন আমার দোকানের সমুচা পাবেন না তখন হাজার মিষ্টি কথাতেও কাম হইবো না কয়া দিলাম 😕 ...
=)) =)) =)) =)) =)) =))
পুরা ডুবাইয়া দিলো তো!!!! :khekz: :khekz: :khekz:
সিসিবি তে স্বাগতম।
আমার এক ফ্রেন্ড আছে,মির্জাপুর'০৬ এর।নাসির নাম,আমার সাথে পড়ে।
🙂 ধন্যবাদ...
নাসির !! আমার দেখা অন্যতম খাঁটি মনের একটা ছেলে !
😮 হায়রে ফারাবী,তর এত রূপ-সৌন্দর্য( :-B দোস্ত,আমি তোকে দেখেই বলছি ;;) ) থাকার পরও ওই মেয়ে তরে সমুচাওয়ালা কেন ভাবল,এই কোয়েশ্চেনের কোন সলুউশন পাইতাছি :-/ না।যাউকগা,ব্যাপার না, :khekz:
এটলীস্ট কথা তো কইছে!! :goragori:
কে.এফ.সি. তে সমুচাওয়ালা হয়ে যা,বিমান চালানো লাগবোনা তর :))
দোস্ত আমার চেহারা নিয়া কমেন্ট টা মন থিকা করছস তো ?? 🙂 নাহ তোরে খাওইয়াইতে হইবো- পরে মনে করায়া দিস...
কে এফ সি-র দরকার নাই...বিমানেই সমুচা বিক্রি করমু যা
পিন্টু রে,তুই কি পিসিসির নাকি? ;;;
😡 এই তো বস,দিলেন তেশ টা মাইরে! :((
:chup: এই লাইগ্যাই ব্র্যাকেটে (আমি পি.সি.সি. না) কথাটা লিখবার চাইছিলাম।
:boss:
ভাই রে,আপনেও তো দেখতে মাশাল্লাহ
;;)
।সুন্দর রে সুন্দর কমু না,বস?? :dreamy:
😮 😮 😮 ওইইইইইইইইইইইইইইইইইইই আমার থিকা একশ হাত দূরে থাকবি 😮 😮 😮
😛 বস,আশা করি অচিরেই কথা হবে :grr:
😛 বস,আশা করি অচিরেই কথা হবে :grr:
🙁 🙁 🙁 :no: :no: ওরে না রে না...... :bash:
আজ আমি থ্রি ইডিয়টস দেখলাম ;;; 😉 😉
তাই নাকি? বিশাল ঘটনা :clap: !!!...'থ্রি ইডিয়টস'টা যেন কি? :dreamy: ...নাটক বোধহয় তাই না?
হায় হায় এইসব কী শুনি ~x( !! ওই সুফিয়ান শোন...আমার দিকে তাকাইস না...আমি অতি কুচ্ছিত :-B !!!
ওই,আমি সিনিয়র ক্যাডেট কলেজের পোলা।পি.সি.সি. গুলার ব্যাপারে আমগো কলেজের চেয়ে কট্টরপন্থী আর কোন কলেজ নাই। x-(
আর সুফিয়ান কইস না দোস্ত,আমি পিণ্টু অথবা আছিব।তরে সরল মনে সুন্দর কইছি রে দোস্ত, 😡
😡 সব দোস্ত মাসরুফ ভাই এর,আমারে :no: ড্যাম কেসে :bash: ফাঁসায় দিয়া মজা লুটতাছে :(( ,আমারে ভুল বুঝিস নারে বাপ :((
ইয়ে না না 😐 তোরে ভুল বুঝবো কেন ? তুই অবশ্যই অতি পবিত্র :thumbup: ...
...তবে ইয়ে...মানে বলতেছিলাম কি... আমার দিকে তাকাইস না :no: ... আমি শুকনা।
😮 😮 😮 পিসিসি শুকনা না মুটা পছন্দ করে সেইটা তুই কেম্নে জানোছ রে ফারাবী? :-/ :-/ :-/
:no: তাইলে যেইডা পছন্দ করে না আমি হেইডা 🙁 🙁
😮 হ ফারাবী,তুই কেম্নে জানস? :-/
:)) এডা তো মাস্রুফ ভাই ছাড়া আর কারো জানার কথা না!!কারণ,বস তো লম্বা-মোটা দোনোটাই!পি.সি.সি. খুব ভালা পায় বস রে,বুইজ্যা ফালাইলাম :goragori: :khekz:
ইয়ে বস,গোস্তাখী মাফ কইরেন :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
x-( তোরে আমি নেক্সট ঈদে যুদি কোরবানি না দিছি...
হায় হায় আসিব ভাই আপনার এই অবস্থা????
:)) :))
জানতাম না ;)) ;))
:(( এহ........আমার অবস্থা দেখে খুব মিজি পিয়িছে, 😡 আর মাসরুফ ভাই এর একটা ''থলের বিড়াল'' বের হয়ে গেল,সেটা কারো চোখে পড়ল না!! :chup:
:bash: যাই হোক,যুগে যুগে সত্য উদঘাটনের জন্য অনেক্কেই কুরবানী হইতে হইছে।আমিও না হয় শহীদের কাতারে শামিল হইলাম............. O:-)
কিন্তু ঝাতি ঝানবে মাসরুফ ভাই এর কাহিনী.....যুগে যুগে ''গুল-সানোবার এর অমর কাহিনী'' এর মত ছড়িয়ে পড়বে লোকের মুখে মুখে....
মাস্ফ্যু ভাইয়ের প্রতি অন্তরের অন্তস্থঃল হইতে সহানুভূতি রইল 🙁 ... ব্যাপার না বস্, মানুষের জীবনে ট্র্যাজেডী থাকেই !!
:khekz: :)) =)) :grr: :party:
B-) আমার থলেও নাই থলের বিড়ালও নাই B-)
অফ টপিক-তোদের মইধ্যে কুনটা জানি এক বছরের জুনিয়র এমজিসিসির ক্যাডেটরে "ছোট্ট বন্ধু" কইয়া টাঙ্কি মারার চেষ্টা করছিলো???? x-( x-(
😡 ''চেষ্টা''!!! 😮 :-B
কি যে কন না বস,আমি ''TRIAL'' ভার্সন ইউজ করি না,অরিজিনাল টাই ইউজ করতাছি। :goragori:
:duel: সবাই আপনার মত না বস, ছুট্টু বুন্ধু :just: ফ্রেন্ড এর চেয়ে অনেক ভালা আর পবিত্র। :bash: :bash:
:just: frind ও তো ভালা আর পবিত্র!(এইটা আমার কথা না,আমার গুরু মাস্ফ্যু ভাই কইছে)
:khekz: :khekz:
:bash:
আহারে ...... তবে সিরিয়াস্লি ... তুমি ওকে সমুচা বিক্রি করলেনা কেনো ??? বাংলা সিনেমা দেখনি কখনও ????
একটা ঘটনা মনে পড়ে গেলো ...... আমার এক বন্ধু তার ছোট ভাইয়ের জন্যে কোচিং সেন্টারের সামনে অপেক্ষা করছিলো, ছোট ভাই বের হলে তাকে নিয়ে আই ডি বি তে যাবে। কিছুক্ষন পরে ছোট ভাই জনা কয়েক বালিকা নিয়ে বের হচ্ছে দেখে একটু ভারিক্কি ভাব নিয়ে হাত ইশারা করে উপস্থিতি জানান দিলো।
তার পরের কথোপকথনটা ছিলো -
-- এই, ওইটা কে রে ?? --- এক বালিকা ছোট ভাইয়ের প্রতি।
-- আমার ভাই ...... -- ছোট ভাইয়ের উত্তর।
-- ও আল্লা ... হেভভি কিউট তো তোর ভাইটা ...... কোন ক্লাসে পড়ে ???
জন্য --- "হেভভি কিউট তো তোর ভাইটা"
পড়ুন -- "হেভভি কিউট তো তোর ছোট ভাইটা"
:bash: :bash: :bash:
:khekz: :khekz:
মিজা পাইলাম :guitar: :guitar:
:khekz :khekz: :khekz:
শ্বশুরবাড়ী জিন্দাবাদ --- সিনেমাটা দেখে নিয়ো ...
স্বপ্নদা, পুরানা স্মৃতি মনে করাইয়া দিলেন :(( :(( ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( রকিব্বা,তুই ইদানীং সবাইরে 'দা" কইয়া ডাকোস।কাহিনী কি রে? x-( x-(
পুরাতন স্মৃতি ????? ঘটনাটাকে একটু কাহিনী বানায়া বলো তো দেখি রকিব .........
:khekz: :khekz: :khekz:
😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
@মইনুল ভাই- আহারে, ওই মেয়েটা যদি আমাকে 'খোকা' মনে করেও এই জাতীয় কোন মন্তব্য করত :no: ...তাও ভাল ছিল - অন্তত সমুচাওয়ালার চেয়ে বেটার :)) !!!
শ্বশু্রবাড়ী জিন্দাবাদ দেখা হয় নাই। আপনি যখন বলছেন- দেখার চেষ্টা করব।
তরে এট্টা বুদ্দি শিখাই দেই।ছবির পিলেন দেখাই কবি যে আমি তুমারে এই পিলেনে কৈরা আকাশ(এই আকাশ আসল আকাশ,কলকাতার আকাশদা না) দেখাইতে নিয়া যামু।দেখবি ললনা আনন্দের সাথে রাজী হয়া গেছে।এর পর স্ক্রীনে দুইটা প্রজাপতির ফুলের উপ্রে বসার ছবি,নাহইলে সাগরে উত্তাল ঢেউয়ের ছবি... ;;; (বি দ্র-ফরেন ললনাদের সাথে এই পদ্ধতি কাজ করিবার সম্ভাবনা বেশি-দেশে হইলে হাইহিলের রাম গুঁতা খাওয়ার সম্ভাবনা আছে-কিন্তু কি আর করা ,ইট্টু আধটু রিস্ক তো থাকবোই :shy: )
বুদ্ধি খারাপ না ;)) ...তবে ললনার এয়ার সিকনেস থাকলে হিতে বিপরীত হইয়া যাইতে পারে !!......... :chup:
হ্যাগো এয়ার ক্যান কুন সিকনেসই থাকেনা।নেক্সট ভ্যাকেশনে লাভগুরু মাস্ফ্যু ভাইয়ের সাথে দেখা কইরা যাইস B-) ফিরি টিপস দিমুনে,খালি স্টারে পেট ভইরা খাওয়ায় দিস আমারে 😛
:grr: ও আচ্ছা, :just: ফ্রেন্ডস গো লগে তাইলে এই কইরা ব্যাড়ান বস? :khekz: ইয়ে,গোস্তাখী মাফ করবেন,বস :frontroll: :frontroll:
:guitar: ভালা,খুব ভালা,দেশে পাখি বাইড়া গেছে,এদের লইয়া আকাশে উড়াল দেওনটাই ভালা বুদ্ধি । WHAT AN IDEA SIR JI!!!! :awesome:
ফারাবী......পেলেন রেডী কর বাডী........আইতাছি............ :goragori:
x-( তোরে আর ফারাবীরে এক পেলেনে দেওন যাইবোনা। আমার ইয়ে এর পিতার কলেজের বদনাম হইবো x-(
মাস্ফু ভাইয়ের ক্যারেকটার অতি স্ট্রং মনে হইতাছে ;)) ... লাভগুরু এতদিন ছিলেন কই... আশীর্বাদ দ্যান গুরু 😉 ... তবে ইয়ে মানে...পাখি হান্ডেল করা তো পাখিওয়ালারই কাজ 😉 ...তার ওপর আপনের সাথে দেখা করতে গেলে আপনে যে চামে-চিকনে আমার ভাত মাইরা :just: ফ্রেন্ড-এর সংখ্যা বাড়াবেন না সেই ভরসাও পাইতেসি না... গুরু আপনার দোয়া অনেক পাওয়ারফুল :hatsoff: - দূর থাইকা দোয়া দিলেই চলবো !!!
@সুফিয়ান- তোরে প্লেনে উঠামু, সমস্যা নাই... তবে পাখি-টাখির দিকে চোখ দিলে কিন্তু ধাক্কা মাইরা ফালায়া দিমু :duel:
ওই ফারাবীর বাচ্চা,মাস্ফ্যু ভাইরে সন্দেহ করস! 😡 😡
রোল দিতে থাক...লাগাতারররর
তোর মতন পিচকার :just: ফ্রেন্ড লইয়া উনার কোনো মাথাব্যাথা নাইক্কা।উনার দৃষ্টি আরও অনেক উপরে।বরং তুই রাজার কাছ থেকে কিছু রাজকন্যা উপঢৌকণ চাইয়া দেখ!
🙁 তোরা সবাই মিল্লা ফয়েজ ভাইয়ের ইসসিরে পোস্টের মত আমারে জাত-পাত তুইল্লা পচাইতেছোস দেখি 🙁
কি আর কমু......কলেজ ভাইয়ের সাপোর্ট পাই না !!! =((
যান... :just: ফ্রেন্ড-টেন্ড সব বাদ......"JUST IS DUST..!!"
=(( =(( :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
JUST ADJUST 🙂
প্রথম লেখনীতেই যে পরিমাণ নিরুৎসাহী হইয়া গেলাম 🙁 ...ইহার পরেও adjust করণ বাস্তবিকই মোর জন্যে অতিশয় কঠিন হইয়া দাঁড়াইবে... 😐 ...তবু দেখি 😕 ...প্রচেষ্টা চালাইব...
তোর জন্য আমাদের সানিয়াতের বাণী দেইঃ try & try,you will fly
(এক পরিক্ষায় সে লিখছিলঃ সানিয়াত সেন বলেছেনঃ try & try,you will fly)
:clap: পছন্দ হইলো কথাটা...
সমাজ পরীক্ষার 'অন দ্য স্পট' ক্রিয়েটিভ সংজ্ঞাগুলোর কথাও মনে পড়ে গেল ;)) ...
আরে।আমাদের মাহমুদ তো সমাজে সংজ্ঞা দিছিলো,
"বিখ্যাত সমাজবিজ্ঞানী ''মরফিয়াস'' বলেছেন,"society is like a matrix & it exits all around us''
আর প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ''মাইকেল বে'' বলেছেন,''the state is a land of the living dead,!!''
এবং শেষ পর্যন্ত সে ওই সমাজ পরীক্ষায় এ+ কোপাইছে!!!
😮 😮 কস্কি মমিন! 😮 😮
আমিও পোলিশ সমাজবিজ্ঞানী 'ন্যান্সি ডি বোনান্জা'র (!!!) কী একটা সংজ্ঞা যেন পয়দা করছিলাম :)) :)) ...এখন মনে পড়তেছে না ...
মাহমুদ রে,তোর ঘোড়ার পিঠে ছবিডা সেইরাম আইছে :duel:
গুরু,থ্যাঙ্কস!তয় এই ছবিটা আপনার জুনিয়র :just: ফ্রেন্ডদের দিয়া দিয়েন,আমি মাইন্ড করমু না :guitar:
:boss: :boss:
=)) =))
ব্লগে স্বাগতম :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যাংক্যু রাশেদ ভাই 🙂
x-( পরথম লেখায় এত্তগুলা কমেন্ট পাইয়া নিরুৎসাহী হইছোস মানে? তোরে বাইন্ধা একরুম ভর্তি পিসিসির মইধ্যে ছাইড়া দিয়া বাইরে গাছ দিয়া দরজা আটকাই দিমু
মাফ :frontroll: :frontroll:
:gulli: :no: এত বড় পাপী হই নাই !!
x-( শিজ্ঞিরি নেক্সট পোস্ট দে x-(
আইচ্ছা,সুফিয়ান নামের মাজেজা টা কি? :-/
বললাম না 'ওই' বিশেষ ঘটনার পর আমার মাথটা একটু আউলাইয়া গেছে 😕 ...এইটাও এক ধরনের আউলামি ধইরা নেন O:-) !!
x-( এইগুলা ভুংভাং দিয়া আসল কাহিনী এড়ানোর অপচেষ্টা x-(
মাসরুফ ভাই,আপনি খালি ওরে কন যে দড়াটানা মোড়ে জিলাপি খাওয়াইবেন,তাহলে সওওওব বইলা দিবে!
:goragori: যা রে ফারাবী,মাসরুফ ভাই এর সুনজর যার পোস্টে পড়ে,হেতায় সেঞ্চুরি পিটায় :dreamy: তোর পেরথম পোস্টেই মানে অভিষেকেই সেঞ্চুরি হয়ে যাইতেছে :thumbup: ।ভাই রে কেক্কুক :teacup: কিছু খাওয়া...।। :salute:
নেন মাস্ফু ভাই, আমার বিজনেস পার্টনার রকিবের দোকানের চা :teacup: ... সমুচার জন্য আবার আগে ইস্পিশাল অর্ডার দিতে হইব- ;;; সেন্সিটিভ জিনিস তো !!
দোকানে সুন্দর সুন্দর ওয়েট্রেস রাখবি,দেখবি কাস্টমার চা-সমুচা খাইতেই আছে খাইতেই আছে... 😀
🙁 কোন মাজেজা নাই বস,আমার ২১ অক্ষরের সুবিশাল 😕 ( :grr: তাও আপনার ২৭ অক্ষরের চেয়ে কম আছে :)) ) নামের একটা অংশ মাত্র। 😛
:)) :goragori: :khekz: =))
"ভাইয়া আপনারা সমুচা কত করে বিক্রি করেন ?"
খুবিইইইইইইইইইইইইইইইই মজা পাইলাম
পার পিস ২০০ টাকা x-( ... খাইবা ??
ফারাবী রে,পিন্টুর কুনজর থিকা বাঁইচা চলিস 😛
x-( ফারাবী...দোস্ত আমার,তোর ১০০ পূরণ করে দিলাম,এত্ত ভালা পাই তোরে আর তুই ''দুষ্টু লোকের মিষ্টি কথায়'' ভুলে আমারে এড়ায় চলবি???????!!!! :no: :no: =(( =(( =((
:(( হায়রে ইন্সাফ..... :(( .বস,আন্নে আমার পিছে এইভাবে লাগতে পারলেন!!আপনার পাংখা হবার এই পরিণাম =(( =(( ।!!!দুই ব্লগে যে সিকি আনা রিপুটেশন কামাইছিলাম সব তো বাস্প বানায়ে আকাশে উড়ায় দিলেন বস !!! 😡 😡 ~x( ~x( x-( x-( :(( :(( :((
😀 😀 😀 পিন্টু রে,তুই ইরাম করিস ক্যানে? লাভগুরু মাস্ফ্যু ভাই আছে না?তরে সিস্টেম করায় দেবানে 😀
🙁 😕 আশায় রহিলাম বস :boss: :boss:
শাক দিয়া মাছ ডাকেনা মাস্ফু ভাই... :)) কুনজর যে কার উপর পরে তা তো এখন দিবালোকের মত পরিষ্কার =)) =)) ...
সিসিবি চায়ের দোকানের নতুন বিজ্ঞাপনঃ
এবারের শীতে চায়ের সাথে টাও পাওয়া যাচ্ছে। মৌচাক এলাকার বিশিষ্ট শেফ ফারাবী ভাইয়ের সমুচা পাওয়া যাচ্ছে। সমুচার দাম দোকানে আসলে জানানো হইবেক। (আসলে ঐ সুন্দরী মেয়ের প্রশ্নের জবাবটা ফারাবী ভাই পোষ্টে উল্লেখ না করায় আমারো সমুচার দাম জানা হয়নি। 😕 )
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
@রকিব- সমুচার দাম ম্যান টু ম্যান ভ্যারি করবে ;;;
ম্যান টু ম্যান না ম্যান টু ওম্যান ভ্যারি করে ;;; ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😀 😀 😀 😀 😀
কি রে ফারাবী নাকি 😀 এত কমেন্ট দেইখা আর কিসু কইলাম না 😛
সাতেও নাই, পাঁচেও নাই
তা যা বলছেন জিহাদ ভাই...এতগুলা কমেন্ট 🙂 !!!...নিঃসন্দেহে অতিশয় আনন্দের ঘটনা 😀 ... কিন্তু আমি যে সমুচাওয়ালা হিসেবে পরিচিত হইয়া যামু এইডা তো আগে চিন্তা করিনাই... 😕 ~x( !!
তুই বিশ্বের পরথম সমুচাওয়ালা ফাইটার পাইলট 😀 :grr:
correction: হেলিকপ্টার পাইলট
😀 হেলিকপ্টারে তো পেলেনের চেয়ে বেশি জায়গা থাকে,তাইনারে? 😕
হ...ফাইটারের চেয়ে বেশী জায়গা থাকে 🙂 ...
এক্সট্রা জায়গায় ওরা টাকা রাখে!
ছি ছি এইসব কি কন 😕 !
রেট কত রে? 😛 অনেক বেশি বইলাই তো মনে হইতেছে...হেলিকপ্টারে কইরা টাকা লইতে হয়...খাইছে আমারে!
ভাল ছিল... হা হা হা!
ফারাবী ভাই, আরেকটা পোষ্ট দেন; আপনার পোষ্ট পড়তে মঞ্চায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀 বুকের সাইজ তো ১০ ইঞ্চি বাড়ায়া দিলি 😀 !!
:dreamy: ভাল কিছু মাথায় আসলে অবশ্যই দিব...
আমি একি শুনিলাম??? রকিব তুই একি করলি!!! :no: :no: :no:
😮 😮 😕 😕 :no: :no:
কি হইতে কি হইলো এইটা 😮
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি রে ফারাবী. 😮 ... 😮 .....কি শুরু করলি রে... :-/ :-B ......আমি তো তর চেয়ে অনেক কম আছি রে :goragori: । :khekz: মাসরুফ ভাই আইসা খালি দেখুক, :chup: তুই শেষ। :duel: :gulli2: পি.সি.সি. :gulti: এর পুর্তিনিধি হিসেবে তুই নিয়োগ পাবি,সিওর :thumbup:
একটি বিশেষ ঘোষণাঃ
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিসিবি ব্লগে দেশের অন্যতম ক্যাডেট কলেজ পিসিসির উপস্থিতি তুলনামূলক ভাবে কম হওয়ায় অস্থায়ী প্রতিনিধি হিসেবে জনাব ফারাবী এবং জনাব পিন্টু উভয়কেই নিয়োগ দেয়া হচ্ছে।পিসিসিকে নিয়ে যাবতীয় সুরূচিপূর্ণ জোকস এবং তথ্যাদি এখন থেকে এই দুই সুযোগ্য প্রতিনিধির উপরেও প্রযোজ্য হইবেক।
:)) নাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ :((
এই অপবাদ এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা জ্ঞাপন করছি। x-( x-( x-(
জনাব পিন্টুকে জানানো যাচ্ছে যে এটি কোন অপবাদ নয় বরং এটি একটি নিয়োগ বিষয়ক পরিপত্র।এখানে প্রতিবাদ এবং ঘৃণা জ্ঞাপনের কোন সুযোগ নেই।অতএব অনির্দিষ্টকালের জন্য নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত এবং ব্লগে পিসিসির সদস্য ৫০০ না হওয়া পর্যন্ত তাঁদেরকে নিজ নিজ দায়িত্ব সাগ্রহে পালন করতে উপদেশ দেয়া হচ্ছে।
:(( 😕 🙁 :(( 😕 🙁 ~x( ~x( ~x( =(( =(( :no: 😡 :frontroll:
:grr: :grr: :grr: 😀 😀 😀 😛 😛 ;;; ;;;
আছিব এবং ফারাবী,কনগ্র্যাটস!ইউ মাস্ট কন্টিনিউ ইউর ডিউটি উইথ আটমোস্ট সিনসিরিয়াটি সো দ্যাট ইউ ক্যান গেট সাচ রিস্পন্সিবল জব ফ্রিকুয়েন্টলী!আই নো দ্যাট বোথ অফ ইউ হ্যাভ এনাফ ক্যাপাবিলিটি টু ডু দিস টাস্ক!সো :just: ক্যারি অন।
from a number of thousand people,only you two are selected as only you two have the Quality!
Feel proud
... আমি তো গর্বে বুকের ছাতি ১০ ইঞ্চি ফুইলা যাওয়া মিন করছিলাম ~x( !!!
@মাস্ফ্যু ভাই- বস্, নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন 😀 ... আপনার দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী পিসিসির প্রতিনিধি হিসেবে 'চিকি' হিসেবে যে কারো নাম ওদের কাছে রিকমেন্ড করার পূর্ণ অথোরিটি আমি পাইলাম ;)) ...পরবর্তীতে আপনার যে কোন পরিণতির জন্যে আমি দায়ী থাকিব না :no: ...
এক্ষেত্রে নিয়োগকারি কর্তৃপক্ষ হিসেবে জনাব মাস্ফ্যূ হিসাবের বাইরে থাকবেন।এছাড়া গাছদের চিকিরূপ প্রকৃতিবিরূদ্ধ এবং অসম্ভব তাই সংজ্ঞানুযায়ীও এটি সম্ভবপর নয়।
অফটপিক- x-( তোর মাথায় হেলিকপ্টার দিয়া বাড়ি যুদি না দিছি x-( x-( x-(
ইয়ে মাস্ফ্যু ভাই... 😀 কাশফুলও কিন্তু গাছের দলেই পড়ে 😛 ...
আর আইন সবার জন্যেই সমান :gulti: ...
B-) আমাকে যখন এই গুরুদায়িত্ব প্রদান করাই হল,তখন কি আর করা 😀 !সামনের কাউন্সিল এ আমিও ফারাবীর সাথে ঐক্যমতের ভিত্তিতে :gulli2: পি.সি.সি. :gulti: গুলার নিকট মাসরুফ ভাই এর বায়োডাটা পেশ করব।আশা করি,সৃষ্টিকর্তা যে সৌন্দর্য ভাইকে দান করিয়াছেন,পি.সি.সি. রা তার সঠিক মূল্য দিবে।
BEST OF LUCK :thumbup: BOSS :grr: :grr: :grr: :clap:
x-( x-( x-( তোদের দুইটারে বালিশ ছাড়া শোয়ানোর ব্যবস্থা করতেছি খাড়া x-( x-( x-(
😀 কে জানি আজকে বুয়েট ক্যান্টিনে চাইর চাইরটা "ছোট্ট বন্ধু" রে খাওয়াবে?? আমি এর বেশি কিছু বলতে চাইনা...কাজেই যার সাবধান হওয়ার কথা সে যেন সাবধান হইয়া যায় 😀
😮 কি?তাই নাকি? কে খাওয়াবে? 😮 :-/
😡 ''দেখ বয়েজ,মাসরুফ ভাই এর কিন্তু :just: ফ্রেন্ডস গো লগে দিনকাল ভালা যাইতেছে না,তাই তোমরা ছুট্টু বুন্ধুদের কথা তুলে মাসরুফ ভাই এর কোপানলে পড়িও না।'' :khekz:
ইয়ে বস,গোস্তাখী মাফ করবেন। :frontroll: :frontroll: :frontroll:
মাস্ফ্যু ভাই,আপনি চিন্তা কইরেন না,এই দুই বিচ্ছুরে আমি দেখতাসি x-(
ফারাবী,আছিব......তোরা গেলি??? :duel: :gulli2: :gulli: :gulli2: :gulli: :gulli2: :gulli:
গুরু,আপনি খালি আমার দিকটা একটু খেয়াল রাইখেন,মানে ইয়ে... :just: ফ্রেন্ডগুলি ...এহেম এহেম
😡 দেখছেন বস,মাহমুদ ভাই চামে চুমে 'পরের ধনে পোদ্দারি '' করার ধান্ধায় আছে। :grr: যুগে যুগে এইসব সুবিধাবাদীদের জন্যই সবার উপর থেকে সবার বিশ্বাস উঠে গেছে। x-(
এর থেকে আমরা অনেক ভালো আছি। :hatsoff:
:shy: বস....@মাসরুফ ভাইঃ বুয়েট ক্যান্টিনে আড্ডাটা ভালোই ছিল। :party:
আছিব,যা গোছল কইরা আয়,নাপাক অবস্থায় মাস্ফ্যু ভাইর লগে কথা কবি না!
চাইছিলাম ফাঁস করুম না- পিন্টু হারামীটা আজকাল এমজিসিসির ছোট ছোট পিচ্চি পিচ্চি মেয়েদের(আজকে ছিলো সম্ভবত চার জন) আলাদা কইরা বুয়েট ক্যান্টিনে খাওয়ায়-ওর মতিগতি কিন্তু ভালো না...মাহমুদ কেইসটা ইট্টু দেখ তো,আমি দৌড়ের উপ্রে আছি।
অফ টপিক- তোর ছোট্ট বন্ধুরাও তোরে "পিন্টু ভাই" বইলা ডাকে 😮 😮 😮
নাহ বস,.........এইবার আমি আসলেই :shy: হইলাম। =(( এত মহব্বত কইরা কইলাম,আর আপনি ৯০ডিগ্রী রোটেট কইরা কাহিনী রোমান্টিক বানায় ফালাইলেন!! ~x(
সত্যি কইতাছি বস,এদের মধ্যে দুইটা আমার বোন, x-( আমার মতিগতি ভালা আছে। :((
x-( আর বাকি দুইটা? x-( দেখছো,হালার মনের মইদ্দে ঠিকি কুটকুটি আছে x-(
বইন মানে কি আবার?বইন বইলা কি তুই :just: কাজিন বুঝাইবার চাস?দুইটা শব্দ থেকে সবসময় নিরাপদ থাকবিঃ :just: ফ্রেন্ড আর :just: কাজিন
😡 😡 :just: ফ্রে্নড আগে থিকাই নিরাপদ,আলাদা কইরা হওয়ার দর্কার্নাই। :-B :-B
কিরে পিন্টু এসব কি কাহিনী শুনতাছি আমি এতো কাছে থাইকাও এসব কাহিনী জানলাম না ......তুই আর কতোদিকে হাত দিবি ক'তো?? দেখিস শেষমেষ হাতে রাখি বাধা ভাই হয়ে যাস না 😀
ভাই রে,পিন্টু ভাই আমাদের :just: ভাই
😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) =)) পিন্টু, তোর এত টাকার ইনভেস্টমেন্ট সব পানিতে গেল রে,তুই জাতীয় ভাই হয়া গেলি 😀 তয় এই ভইনগুলা খুব ভালা,তোর জন্য পাত্রী দেখতাছে 😀
ফারাবি রে,তুই তো তামিম হয়া গেলি-আইসাই দেড়শ রান থুক্কু কমেন্ট...
😛 সবই আপনার রহমের জন্য,আপনি তো আমারে আর ফারাবীরে বাটে ফালাইয়া এত কমেন্টাইলেন। :boss: :boss: :boss:
আইজকা কয়জন "ছোট্ট বন্ধু" আইছিল রে? 😀
ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে.....
ইয়ে মিশেল ভাই,বলতে চাইছিলাম কিঃ
😐 এতক্ষণ চুপ কইরা কমেন্টগুলা পড়লাম...মিশেল ভাইয়ের কমেন্টটা রিপীট করতেছিঃ
:)) :)) :))
... ;)) মাস্ফ্যু ভাইয়ের আলটিমেট ইন্টারেস্ট যে কোন দিকে তা ভালই বুঝা যাইতেছে...। 😀 😀
হারামী ফারাবী, (দুইটা শব্দের মইদ্দে দেখি বেশ ছন্দমিল আছে 😛 ) আমি খোঁজ নিতেছিলাম তোর কুনো গতি করন যায় কিনা সেইটা নিয়া আর এইদিকে তুই উলটা আমারেই "সিক্স" মাইরা দিলি...তোর হেলিকপ্টার শুদ্দা ব্যাঞ্চাই x-(
🙁 দুরো মিয়া এইগুলা কি কন, আমি জেসিসির হইলেও নরেশ না 🙁 আমি পিন্টুরে বাটে ফালাইতে এই কুশ্চেন কর্ছি আপনে মিয়া উলটা আমারেই বাটে ফালাই দিলেন 🙁
=)) :pira: :goragori:
বুঝেন বস,কেমতা লাগে হাঁ!!
x-( তোর এর ছোট্ট বন্ধু কইছে যে তারা সবাই তোকে ভাই ভাবে এবং ভাইয়ের জন্য তারা পাত্রী দেখা শুরু কর্ছে 😛
:(( হায়রে.........অভাগা যেদিকে চায়,সাগর শুকিয়ে যায় :((
😛 শুকায় নাই শুকায় নাই বরং ভরা জোয়ার আসতেছে 😀
:)) :)) :))
নিজের কলেজের বাকী সবাইরে নরেশ বানায়া দিলেন মাস্ফ্যু ভাই !!! =)) :khekz:
যাই হোক, আমার 'গতি' করার একখান সৎ নিয়ত আপনার মনে ছিল বইলা আর কথা বাড়াইলাম না :shy: ......
🙁 আর কইছ না রে, জেসিসির থিকাই নরেশ নামের উৎপত্তি 🙁 তয় আমি মোটেও সবাইরে নরেশ কৈনাই x-(
ওই মিয়া..ধরণীতে হান্দাইবা ক্যান??তুমিও কইয়া দিতা..
সব সখীরে সমুচা খাওয়াই নেব আনা আনা
তোমার বেলায় নেব সখী...... 😀 :grr: :grr:
লেখা চ্রমৈছে :thumbup:
ধন্যবাদ ভাই... 🙂
😀 বুদ্ধি তো চরম !!
কিন্তু ঐ সময় বাচ্চা ছিলাম যে...তাই এই জাতীয় বুদ্ধি মাথায় আসেনাই 😕
নো প্রবলেম বস্ 😀 ... B-) নেক্সট টাইম এই টাইপের সিচুয়েশনে পড়লে আপনারে একটা মিসকল দেওন লাগবো...
ফারাবী হারামি ব্লগে আইসাই চরম ড্রামা করে ফেললি। অসাধারন...... চালায় জা। =)) =)) =)) =))
আর্র্রে আদীব স্যার নাকি 🙂 😀 !!! ......যাক, ভা্বছিলাম বার আর ক্যাসিনোর ঠেলায় আমাগো কথা ভুইলা গ্যাছেন...এখনো ব্লগে আসতে দেইখা ভাল লাগল :thumbup: ...
স্যার ফেইসবুকে আপডেট জানায়েন...about life in texas and T-38.
B-) আমি আর তৌহিদ চপারে চইলা আসছি, 😀 😛 transport ta ta bye bye :duel: ...
হায় হায় পেলেনে এম্নে কোপ দিলে কেম্নে কি? গরীব জনগনের ঘাম ঝরানো পয়সায় কেনা উড়জাহাজে এরকম নির্মমভাবে কুড়াল চালানোর তীব্র প্রতিবাদ করছি...(সুশীলীয় ঝাড়ি দিলাম 😀 )
নাউজুবিল্লাহ, 🙁 প্লেনে কোপ মারুম ক্যান !!!
এইডা অন্য কোপ 😉 ...
...জনগণের ঘামের মান রাখিব ইনশাল্লাহ
আস্তাগফিরুল্লাহ,এইগুলা কি কস যা অজু কৈরা আয় 😛 বাই দা ওয়ে, এইখানে কি ডাবল ছেঞ্চুরি হৈবো নাকি?
তা ... 🙂 হইলে মন্দ হয়না... 😀 অভিষেক বইলা কথা
... 😕 বাই দ্য ওয়ে, আমি কিন্তু খারাপ কিছু কই নাই :no:
আর ১৫ রান বাকী...আউট হইস না খবরদার...
:thumbup: ক্রিজেই আছি বস...
তবে রান রেট একটু স্লো হইয়া গেছে এই যা !
যা,তরে ১ রান গিফট করলাম!
Thank you boss :salute:
যা,আরেক রান কর,১৮৯।ভিভ রিচার্ডসের সমান হইলি এখন
স্যার ওই চার্লস কভেন্ট্রি নামক বলদটারে ক্রস না করা পর্যন্ত শান্তি পাইতেছি না 🙁
:salute: :salute: :salute:
কিন্তু প্রশ্ন হলো ঠিক কোন ঘামের কথা বলা হইয়াছে?
...মাস্ফ্যু ভাই আমার ইমো ভাবতেছিলেন আমি জনগণের ঘামের পয়সায় কেনা প্লেনে কোপ মারছি......(কিন্তু আসলে কোপ মারছিলাম অন্য কারণে)...
তাই বুঝাইলাম যে জনগণের ঘামের কথা আমার মাথায় আছে, এবং নিজের ডিউটি ঠিকমত পালন করে সেই ঘামের মান রাখতে আমি বদ্ধপরিকর...
... 😕 বুঝাইতে পারলাম বড় ভাই ?
জন্যেঃ আমার ইমো
পড়ুনঃ আমার ইমো দেখিয়া
১৯৪ তে আটকায়া থাকলে বারবার চার্লস কভেন্ট্রির পীড়াদায়ক ইনিংসটার কথা মনে হইব x-( ...
কাজেই ১৯৫ নম্বর কমেন্টটা দিয়াই দিলাম 😀 ...
:gulli2: ভাই আপনার প্লেন তো AD GUN দিয়া ফায়ার করে ভূপাতিত করে ফেলাইল..... :gulti:
সুন্দর হইছে...........
এহ্, কইলেই অইলো !! x-(
থেংকু ভাই । 🙂
প্রায় ১ বছর পরে পড়লাম। কিন্তু দোস্ত জটিল মজা পাইলাম। =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
হুঁম, মজা পাইছস ভাল কথা... তোর কাহিনীগুলারে সিরিজ আকারে প্রকাশ করলে তো আর কোন থ্রিলার গল্পের ভাত থাকবো না... 😛
নাও, ১৯৮ 🙂
থেংকু ভাবী থেংকু 😀