নদী বয়ে যায়,তরঙ্গ জানেনা সমুদ্র কোথায়?মানুষ তার ভবিষ্যত সম্পর্কে ধোঁয়াশার মত আবছা ধারনা নিয়ে যাত্রা শুরু করে।এই জীবনে পথ চলতে চলতে কোন অজানা ঘাটের সন্ধান পায়।আর তারপরইতো অসীম শূন্যতায় পা বাড়ানো,অজানায় সম্পূর্নরূপে অবগাহন করা।মাঝে মাঝে মনের ক্যানভাসে ভেসে উঠে সেই কথাগুলো-
“ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি,
অজানা এক নীরবতার সুরে………,
দূরে পাখি বহুদূরে উড়ে ঊড়ে আসে আর চলে যায়।”
অন্তর আত্মার সন্ধানে ছুটে চলছে মন মাঝি।অন্তহীন এ পথ চলার শেষ সীমা আবিস্কার করতেই আমরা অজানার পানে ছুটে বেড়াই।ক্ষেত্রবিশেষে মনে হয় আমাদের এ পথ চলা অর্থহীন।কী দরকার ঐ অজানার রহস্য জেনে?মানব মনের সুক্ষাতিসুক্ষ ভাবকে প্রকাশ করার কীই বা দরকার?বাস্তবতাকে মেনে নেয়াই কি বুদ্ধিমানের কাজ নয়?মহান কিহু বাণী মন কে আলোরিত করে,অন্তরে সুরের ঝঙ্কার সৃষ্টি করে।তবে তা ক্ষনিকের জন্যই।হয়তবা আমরা আমাদের এই পথ চলার সমাপ্তি নিজের চোখেই দেখব।স্রস্টার ইচ্ছা যদি তাই হয় তবে তা ঠেকাবে কে?ঐ নিষ্ঠুর সত্তাকে থামানোর মত কিছুই যে আমাদের হাতে নেই।সময় বয়ে যায় খরস্রতা নদীর মত।কুল কুল করে বয়ে যাওয়া সময়কে অতিক্রম করে সাফল্য অর্জন করাই মন মাঝির আকাঙ্খা।তবে তা যে কতখানি সম্ভব তা বোধ করি ঐ স্রস্টাই ভাল জানেন।তবে হতাশার মাঝে পৃথিবী আলোকিত করে করে যেমন সূর্য আসে সম্ভাবনা নিয়ে তেমনি আশার কথাও আছে।ঐ স্রস্টা কখনো হতাশ হতে শেখাননি।এ নিরন্তর ছুটে চলায় হতাশার কোনো স্থান নেই।পথের শেষ প্রান্তে পৌছানোর জন্য দরকার দৃঢ় সঙ্কল্প,সংযম আর আত্মিবিশ্বাস।অন্তর আত্মাকে খুঁজে পাওয়ার যে আকাঙ্খা তা কখনো বৃথা হবার নয়।যে তীব্র যন্ত্রনাকর অনুভূতি মনকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কি ক্ষতি যদি তাকে নদীর স্রোতের সাথে ভাসিয়ে দেয়া হয়?সেটি হয়তবা পৌঁছে যাবে অজানা কোনো দ্বীপে,হয়তবা হারিয়ে যাবে সময়ের অতল গহ্বরে।মন মাঝিকে এই অন্তহীন সংগ্রামী চলায় টিকে থাকতে হবে।তার সঙ্গী এক চিলতে সুখ,এক টুকরো আশা আর কিছু মহৎ স্বপ্ন পুরনের বাসনা নিয়ে।স্বপ্নহীন মন মৃত।তার মাঝে প্রানের কোনো স্পন্দন নেই।নিজেকে দূর্দশার আস্তাকূঁরে ফেলে রাখলে কখনো সুখ নামের সোনার হরিনটি হাতের কাছে ধরা দেবেনা।কি দরকার মনমাঝির নৌকায় দুঃখ-কষ্ট নামের কতগুলো অপ্রয়োজনীয় মালামাল বয়ে নেয়ার?এতে শুধু এ মহান যাত্রা বিলম্বিত আর বাধাগ্রস্ত হবে।দুঃখের দেয়াল দুমড়ে মুচড়ে ভেঙ্গে ছুড়ে ফেলে দেয়ার মাঝেই স্বর্গীয় সুখ নিহিত।আর আজন্ন মনের গাঁথুনি শক্ত করতে হবে।
জীবন আসলে এক অন্তহীন যাত্রা।জীবনের শত ঘাত প্রতিঘাতের মাঝেও মানুষ কে স্ব্প্ন দেখতে হবে।স্ব্প্নটা হবে এক অনন্ত………….অসীম…………..যাত্রার……………।
সিকরিপোর্টে তোমার মন্তব্যের উত্তর দিয়ে এসে দেখি লেখা এসে গেছে। এইবার স্টার্ট করো। এখানে লেখা শুরু করলে ফার্স্টে সবার সাথে পরিচয় হওয়া এবং একটু পাংগা খেতে হয়। সানা ভাই (ব্লগ প্রিন্সিপ্যালের সৌজন্যে ১০ টা দিয়ে দাও )
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: disi disi dia khusi hoisi :)) :)) :)) :)) tnku........
চলো বহুদুর.........
শুভ ব্লগিং।
আবারো ৫টা দিয়ে দিও। কারন সিসিবি সম্পূর্ণ ভাবে বাংলা থাকতে চায়। কমেন্টেও বাংলা লেখতে চেষ্টা করো প্লিজ।
অটঃ আমি কিন্তু এত খারাপ সিনিয়র না যে খালি পাংগাই। তোমার কপাল খারাপ। 😉
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিলাম।আসলে আমি অভ্র ব্যাবহার শুরু করছি গতকাল থেকে......এখনো থিক বুঝে উথতে পারিনি..........তা ভাইজান লিখসি কেমন???
চলো বহুদুর.........
হাহাহা, লেখার সমালোচনা সহ্য করতে পারবা?
তোমার মত পিচ্চি একটা ছেলে অনেক কঠিন কঠিন কথা বলার চেষ্টা করেছ। কিছু টাইপিং ভুল আছে বানানে, অভ্রে নিয়মিত হলে ঠিক হয়ে যাবে আশা করি। আমি সবসময় স্মৃতিকথা টাইপ লেখা লেখি গল্প কবিতা পারিনা তোমার লেখাটা কেমন যেন আমার কাছে ভাবসম্প্রসারণ মনে হইছে। 😉
তবে ভাল ছিল এবং অবকাশও ছিল
এইটা কি গীতিকবিতা :-B
মাথার উপ্রে দিয়া গেল।
প্রথম ব্লগেই এই......। x-(
ইচ্ছে করছে পাঙ্গায়া তামা করে ফেলি। শুধু পাঙ্গানোয় আমার আইলস্যামির জন্য এযাত্রা বাইচ্যা গেলা।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
রাখে আল্লাহ মারে কে?????
চলো বহুদুর.........
..............মাহমুদ ভাই এর সাথে একমত। আমারও মাথার উপর দিয়া গেছে ।।। :bash:
এই বয়সেই মাথার উপ্রে দিয়া লেখা পার করা শুরু করছো, সামনে কি আছে আল্লাই জানে ~x(
যাই হোক, শুভ ব্লগিং, ইচ্ছামত লেখতে থাক... (প্যারা আরেকটু ছোট করলে পড়তে আরাম হয়)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ ভাই।আমি আসলে ভয় পাইয়া গেছিলাম।সবাই যে হারে :frontroll: লাগাইতেছিল !!!!
চলো বহুদুর.........
স্বাগতম, লাগাও দেখি দশটা :frontroll: ... চটপট...
এরপর থেকে প্রতিদিন লেখা দিবে সাথে এন্টেনা লাগায়ে দিও। লেখা ভাল হয়েছে।
ধন্যবাদ মেহেদী ভাই। :shy: :shy: :shy:
চলো বহুদুর.........
দারুন লিখেছো। :clap: :clap: :clap:
ধন্যবাদ ভাই।পোলাপাইন মানুষ ত আমরা খালি মিসটেক হয় বানানে।আর সবাই যে হারে পাঙ্গাইতেসিল ভাবসিলাম আর না লিখাই ভাল।কিন্তু আবার সাহস পাইতেসি।এর পর থিকা খালি গল্পই লিখুম।নাকি কন???
চলো বহুদুর.........
মিসটেক কেন তোমার হবে ভাইয়া - হবে তো আমাদের। কারণ আমাদের তো এখন আর বাংলা পরীক্ষা দিতে হয় না। শুভ ব্লগিং।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু,কাহিনী হইল আমি মাত্র অভ্র ব্যাবহার শুরু করছি।এখনো অভ্যস্ত হইনি। আর wish এর জন্য ধন্যবাদ।
চলো বহুদুর.........
আজকাল কত পিচ্চি পিচ্চি পোলাপাইন ব্লগীং করে, আমাদের সময় সিসিবিই ছিল না 🙁
শুভ ব্লগীং 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমরা অনেক লাকি যে আপনাদের মত বড় ভাই পেয়েছি যারা আমাদের কিছু লিখার সুযোগ দিয়েছে।ধন্যবাদ।
চলো বহুদুর.........
khub valo lagse pore.....asha kori tmr jiboner nouka thiki tomar ghate virbe.....
থাঙ্কু থাঙ্কু আপু। :shy: :shy: :shy: :shy:
চলো বহুদুর.........