নিউমার্কেটের বাসে উঠেই বুঝলাম পূজার সিজনে বের হওয়া মোটেও উচিৎ হয়নি। অসম্ভব ভীড় আর গরমে দাঁড়িয়ে আছি (আমার সিট ভাগ্য খুব খারাপ) , এদিকে উচ্চতা কম বলে উপরের রডও নাগাল পাইনা, তাই হাতের ছাতা ব্যস্ততার সাথে ব্যাগে ঢুকিয়ে দুই সিট ধরে দাঁড়িয়ে গেলাম।
যে সিটের সামনে দাঁড়িয়েছিলাম তাতে দুই বোন বসে ছিল, বড় বোন ছোট জনের চেয়ে খুব বড় না হলেও বুঝদারের মত জানালাটা তুলে দে,খুব রোদ, সানস্ক্রিন মেখে এসেছিস? ইত্যাদি প্রশ্ন করছিল ও মতামত জানাচ্ছিল – আমরাও দুই বোনও কাছাকাছি বয়সের- কাছাকাছি বয়সের হলেই একই মায়ের শরীর থেকে রক্ত ও পুষ্টি নিয়ে জন্ম নেওয়া দু’টি মানুষ ভালো বন্ধু হতে পারে না- আমরা কাছাকাছি মনেরও। এই বোনেরা তা কিনা জানিনা।
বাস বিদ্যা সাগর সেতুতে উঠলে আমার মন শত খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আকাশের মেঘ যেন বাসটার মাথায় ছাতা ধরে রোদ বাঁচিয়ে পাড় করে দিল সেতুর অংশটুকু। সেতু পাড় হতেই মেঘ নেই! আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি দেখে সিনিয়র সিটিজেন সিটে বসা সৌম্যদর্শন বৃদ্ধ আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন- হয়ত আমি তার মেয়ের মত দেখতে। আমাদের প্রিয় কিছুর সাথে মিল খুঁজে পেলেই আমরা নিতান্তই অচেনা কিছুদেরও প্রিয় চোখে দেখতে পারি। অপ্রিয় কিছুর ক্ষেত্রে অবশ্য তা ঠিক বিপরীত।
অবশেষে একটা সিট ফাঁকা হলে এবং আমি সেখানে বসতে পারায় সেই বৃদ্ধ দুশ্চিন্তা মুক্ত হয়ে সোজা হয়ে বসলেন। জানালা দিয়ে দ্রুত পার হয়ে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে ছিলাম। দেখলাম একটি ছেলের কাঁধে তার পা ভাঙ্গা বন্ধু ভর দিয়ে হেঁটে যাচ্ছে।
বন্ধুত্ব অদ্ভুত জিনিস, আজকের বন্ধুত্বের কাঁধ দেওয়া মানুষটিই মাঝে মাঝে আগামীকালের শীতল কাঁধ দেওয়া মানুষ হয়ে যায়।
ছোট বাট ভালো লেখা।
আরেকটু বড়ো কোরো।
যেহেতু ছোট লেখা তাই শাস্তি হিসাবে একটা ঘটনা বলি।
বন্ধুর মা অসুস্থ; ক্যান্সার। তাকে নিয়া আঙ্কেল গেছে ভারতে।
ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিয়ে ফিরছেন; একা। টেনশন, মন খারাপ।
যাচ্ছেন বাসে করে রড ধরে দাড়িয়ে।
আচমকা বাস কড়া ব্রেক।
আঙ্কেল গিয়ে পড়লেন সম্মুখে দাড়ানো এক মেয়ের গায়ের উপর।
মেয়ে বললো,
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ওহ, রাজীব ভাই...... :boss: 😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
রাজীব ভাই, কি কইলেন এইটা? =)) =))
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
এই যে আপু, তুমিতো অনেক সুন্দর লেখো। তা এত ফাঁকিবাজি কেন??
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সময় হয়না আসলে!
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
ফেসবুক স্ট্যাটাসে পড়ছিলাম মনে হইতেছে। লেখা সুন্দর হইছে। 🙂
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
😀
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
চিঠি আরেকটু দীর্ঘ হলে ভালো হতো।
আজকে লক্ষ্য করলাম আসলে তুমি আমার হাঁটুর বয়সী। অ্যান্ড পূজা অ্যান্ড পূজা সব জায়গায়।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
ইন্ডিয়াতে তো পূজাই থাকবে। হাঁটুর বয়সী দিয়ে কি বলতে চান?
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
এই বিষয় নিয়ে আরো লেখো।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপা চেষ্টা করব 🙂
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
বাহ,দারুন লিখেছো তো। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না