মূলতঃ ক্লাস সেভেনের ট্যালেন্ট শো থেকেই শুরু হয় ক্যাডেটদের ষ্টেজ পারফর্মেন্স। ওই সময় থেকেই প্রায় নির্দিষ্ট হয়ে যায় ব্যাচের কালচারাল প্রোগ্রাম হলে কোন দায়িত্ব কাকে নিতে হবে। দায়িত্ব ভাগাভাগির সেই মাহেন্দ্রক্ষণ থেকেই আমার বন্ধু ‘পর্দা নিয়ন্ত্রক’ হিসেবে ব্যাপক নাম করে ফেলল। প্রায় সব শাখায় জান-প্রাণ দিয়ে চেষ্টা করেও বিফল আর ওয়াশ-আউট হয়ে শেষ পর্যন্ত ‘পর্দা নিয়ন্ত্রন’কে সে আর্টের পর্যায়ে নিয়ে গেল। কিন্তু অবস্থার উন্নয়নের চিন্তা যেহেতু সার্বজনীন, তাই বন্ধুটিরও বড় সাধ হয় পর্দার অন্তরালে শুধু পর্দা নিয়ন্ত্রক হয়ে না থেকে ষ্টেজে উঠে সর্ব সম্মুখে কিছু করে দেখাবার। নাম, যশ, খ্যাতি … শুরু হল বন্ধুর ষ্টেজে উঠে আসার পিলার অফ সাকসেস তৈরীর কারখানা।
প্রথমেই শুরু গান দিয়ে । নোভা’র “স্কুল পলাতক মেয়ে” গানটা অনুশীলনের সময় ‘তুমি নাই, তুমি নাই’ চিৎকারে বেরসিক প্রিন্সিপ্যাল স্বয়ং অডিটরিয়ামে উপস্থিত হলেন। নিষেধাজ্ঞা জারী করলেন “ও তো গান গাইবেই না, এই কালচারাল প্রোগ্রামে কোন তুমি-আমি, আমি-তুমি টাইপ গানই হবে না”। অগত্যা ‘স্কুল খুইলাছেরে মওলা’ আর ‘ইব্লিশ শয়তান তার আশা পুরাইল’ টাইপ গান দিয়ে সাজাতে হল প্রোগ্রাম। কিন্তু বন্ধু’র ষ্টেজে উঠা নিয়া কথা …
ওই দিনগুলোতে ‘ইলোকিউশান’ বা ‘বাগ্মীতা’ শিক্ষকদের খুব প্রিয় ব্যাপার ছিল। যদিও ব্যাচের কালচারাল প্রোগ্রামে ইলোকিউশান জুড়ে দেয়াতে আমাদের কারও সায় ছিল না, তবুও ফর্ম মাষ্টারের জোড়াজুড়িতে … জুলিয়াস সিজারের ফিউনারেলে ব্রুটাসকে কটাক্ষ করে মার্ক এ্যান্টোনি’র সেই বিখ্যাত “Friends, Romans, countrymen, lend me your ears” জুড়ে দেয়া হল। ‘when imminent, better enjoy’ তাই হয়ত রসিক এক ক্লাসমেট পুরো ব্যাপারটাতে ভিন্ন রকমের রস আনতে প্রস্তাব করল, পুরো ফিউনারেলটা এ্যারেঞ্জ করতে, জুলিয়াস সিজারের মরদেহ সহ। মরদেহ কে হবে ?? অবস্থার উন্নয়নে উৎসুক সেই ‘পর্দা নিয়ন্ত্রক’ এইবার পেল “জন্মদিনের সিনে, হিরোর পেছনে আউট অফ ফোকাসে কোথাও” টাইপ একটা ‘চান্স’, একটা ‘ব্রেক’।
কোন প্র্যাক্টিস ছাড়াই ষ্টেজে উঠলেন তিনি। কলেজের ‘গ্রামীন চেক’ টাইপ কম্বল গায়ে দিয়ে শুয়ে পরলেন ষ্টেজে … শুধু শেষ দুই লাইন মুখস্ত করে গেলেন, কখন তার অভিনয় (!) শেষ হবে সেইটা নিশ্চিত হবার জন্য। বাগ্মী শুরু করলেন …
Friends, Romans, countrymen, lend me your ears;
I come to bury Caesar, not to praise him.
আঙ্গুল তাক করে সিজার রূপী বন্ধুটিকে দেখালেন, বন্ধুটি তখন কম্বলের তলায় এক্সপ্রেশান দিতে ব্যস্ত … বাগ্মী এবার শেষ লাইন দুটি পাঞ্চ করলেন
My heart is in the coffin there with Caesar,
And I must pause till it come back to me.
মুখস্ত লাইন দুইটা শোনার সাথে সাথে বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। পর্দা নামা দুরের কথা, লাইট অফ হবার আগেই, সাদা প্যান্ট সাদা সার্ট আর কলেজ টাই পরা সিজার উঠে পরলেন, কম্বল ভাজ করলেন, তারপর ভাজ করা কম্বল বগলে নিয়ে হাটা দিলেন উইংসের উদ্দেশ্যে। হঠাৎ খেয়াল করলেন, লাইট তখনো বন্ধ হয়নি … থমকে দাঁড়িয়ে দর্শক-শ্রোতাদের দিকে আলতো ‘নড’ করলেন :boss: :boss: :boss: ।
মুহুর্মুহু করতালিতে উদ্ভাসিত হল একজন ষ্টেজ পারফর্মারের অভিষেক।
:dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই জালিম ... তোর কিবোর্ড কি চোরে নিছে ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস, ফার্স্ট হবার ধান্ধায় না পইড়া ইমো দিছি... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আজ রবিন যেইহারে আগের পোস্টগুলায় কমেন্টানো শুরু করছে তাতে তোর প্রথম হওয়ার চান্স কম। 😀 😀
রবিন্সমাইল ঃলায় কই ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রবিন ভাই প্রায় আপডেট হয়ে গেছেন... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:pira: :pira: :pira: :pira: :pira: :pira:
ধিরা তুল্লাম, ধিরা তুল্লাম, ধিরা তুল্লাম, ধিরা তুল্লাম, ধিরা তুল্লাম, ধিরা তুল্লাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: ভাই আপনি.............................
=)) =)) =))
তাইফুর ভাই, এইটা কোন ক্লাসের ঘটনা...
মানে 'অভিষেক ম্যাচেই অবসরে চলে গেলেন'...টাইপ ছিল না তো??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে নাহ, এরপর উনি ডাকসাইটে 'মরদেহ' অভিনেতা হিসেবে অনেকবার ষ্টেজ কাপায়াছেন
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =)) =)) =))
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz:
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) :pira: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: =))
হাহাহাহাহাহা =)) =)) =)) =))
বস্! হাসতে হাসতে পুরা মিরা গেলাম।
হাহাহাহা..এখনও হাসতেছি। :pira: :pira:
ম্যালা হাসছস, এ্যালা ক্ষান্তি দে ...
এইবার স্বাতী'রে ল্যাব থিকা বাইর কইরা কাজে নাম। 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =))
এই জাঁদরেল পারফর্মারকে তো মনে পরছে না । গানের পারফর্মারদের তো মনে আছে । বস হিন্টস দিবেন নাকি 😀 । আর লেখাটা নিজস্ব ধারা বজায় রেখে আবারো সিরাম হয়েছে :clap: ।
হিন্টস দিয়া লাভ কি ?? সিনিয়রের ইজ্জতের ফালুদা খায়া তুই কি করবি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস এইটা কি মনে করাইলেন এই অযি তে এখন ফালুদা কই পামু ? ফালুদা খাইতে মন চায় :(( ।
:khekz: :khekz: :khekz:
তাইফুর, অসাধারন তোমার পরিবেশনের ষ্টাইল সিম্পলি অসাধারন।
পুর ব্যাপারটা চোখের সামনেই ঘটল যেন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যাক, তাইলে আমি যতটুকু মজা পাইছিলাম ততটুকু মজা আপ্নিও পাইছেন বইলা ধইরা নিলাম ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটা সবচে হেব্বী হইছে.... :khekz: :khekz: :khekz: :khekz:
সেইরকম জমায়া লিখসেন বস... :goragori: :goragori:
বন্ধুর উপস্থিত বুদ্ধি কিন্তু খ্রাপ না ... কি কস ?? 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
;;; ;;; ;;;
একদম সিরাম উপস্থিত বুদ্ধি 😀
এরকম একটা ঘটনা আমার কারেন্ট এফেয়ার্স ডিস্পলেতে হয়েছিলো।
৯৮'র বন্যা ছিলো টপিক। বন্যার মৃত মানুষের লাশ দেখানো হবে। একটা জুনিয়রকে লাশ সাজিয়ে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো। তার বাবা সাজলো আরেকজন। তার কাজ হচ্ছে লাশের মাথার পাশের বসে বলবে 'ও বাপধন! একটা কথা ক বাপধন! '
তো স্টেজে উঠে বাপ ভুলে লাশের মাথার কাছে না বসে পায়ের কাছে বসে বললো 'ও বাপধন! একটা কথা ক বাপধন! ' বুদ্ধিমান লাশ তখন সাদা কাপড়ের নিচ থেকে বললো, 'আব্বা মাথা এইখানে !' :))
তাইফুর ভাই হেভি মজার লেখা হইছে। জটিল। :khekz:
আমি চিন্তা করতেছি বাপের চরিত্রে যে অভিনয় করছে তার অভিনয়ের শক্তি দেখে ... ‘ও বাপধন! একটা কথা ক বাপধন!' ... ডায়লগ দেয়ার সাথে সাথে বাপের ধন কথা কয়া উঠছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:pira:
www.tareqnurulhasan.com
=)) =))
:)) :)) :)) :)) :))
কমান্ডিং পাওয়ার আর কি!!! কারেক্ট কইরা নেন।
অভিনয়ের শক্তি অনেক দেখা যায় ;;;
ডায়লগ দেয়ার সাথে সাথে বাপের ধন কথা কয়া উঠছে …
ইয়ে মানে আমরা অশালীন কথা না বলি :shy:
অফ টপিকঃ মামা,হাসতে হাসতে *চি মাথায় উঠার অবস্থা =)) =)) =))
ওই জিনিস আবার মাথায় উঠে ক্যাম্নে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =)) =)) =)) =)) =))
www.tareqnurulhasan.com
নূরু ভাই আছ ক্যামন ?? দীর্ঘনীরবতার কারণ কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাত্র সাতচারা খেইলা আইসা একটু বইসি রেস্ট নিবার। এখনো হাপাইতেসি। আপনের পোস্ট পইড়া মনে হইতেসে হাসতে হাসতে হৃদপিন্ড গলার কাছে চইলা আসছে :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
সাতচারা খেইলাই এত হাপাস ... তোরে নিয়া তো টেনশানে পিরা গেলাম ... বড় হইয়া খেল্বি ক্যাম্নে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সমস্যা নাই। রেস্ট নিয়ে নিয়ে খেলবো :guitar: :guitar:
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =)) :pira:
বস, ঘাটাইলে সানঝু সহ অন্যান্য পারফরমেন্সের কথা মনে পইড়া গেল... ব্যাপক মজা পাইছিলাম
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঘাটাইলে খুব ভাল সময় কাটাইছি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আমি কাটাই নাই... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও না :(( :((
ঐ.. 😀
আদনানের হাসি সহ...ঐ
আদনান এবং তানভীরের হাসি সহ ঐ :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আদনান, তানভীর আর টিটোর হাসি সহ ঐ :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইফুর ভাই পুরা :gulli2: :khekz:
মানুষ তার স্বপ্নের সমান বড়
তাই নিকি ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:awesome: :awesome: :awesome:
তাইফুর সিসিবিতে ফিরছে রে! ঘটনা কি "বউ আমার বাপের বাড়ি গেছে রে....."??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বউরে সেদিন গল্পটা কইলাম ... বউই কইল সিসিবিতে লিখ্যা দিতে ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর আর কামরুল
হাসতে হাসতে মিরা গেলাম রে ভাই। দুইজনে মিলা আমারে ধিরা তোল।
=)) :)) =)) :goragori: :khekz:
আইতাছি বস ... আগেই উইঠা পইরেন না ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরে অনুরক্ত বস পিরা ভাষা শিখা গেছেন দেখি B-)
তাইফুর ভাই...খুব মজা লাগলো...হাসতেই আছি...। =))
ঐ ব্যাটা, এত দিন কই আছিলি?? :chup: :chup: :chup:
x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইয়া বাসায় নেট ছিলোনা ..... :))
মশারীও কি ছিল না ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=))
গুরু ভাল ছিল। হাসিতি হাসিতি ...... কান্দে উঠী গেল।
:party:
জিনিস কান্দেৎথিকা নামানোর সিস্টেম করা লাগলে বলিস ... O:-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উনার উপস্থিত এ্যাক্টিং-টাই তো প্রশংসার দাবিদার! :clap:
ছিনলো না, ঝাতি ছিনলো না ... আক্ষেপ!!! 🙁
ঝাতি ছিনতে ছায় :-B
সিরম হুইছে ভাই, সিরম =)) :goragori: :awesome: :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইফুর ভাই আপনি তো দেশে গিয়ে নিয়মিত লেখা দিচ্ছেন। আপনি ভাইয়া সবসময় দেশেই থাকেন...
সেরম হইছে ...
তাইফুর ভাই হেভভী মজায় আছেন 😉 😉
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আপনার বন্ধুটা ভস তারে :salute: । আপনিও ভস আপনারে কি দিমু বুঝতাছি না 😕 , আসেন ভাই :hug:
B-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাবাশ দোস্ত :clap:
চমকার একটা ফ্রেশ লেখা দিয়ে আবারো সিসিবি মাতানোর জন্য :hatsoff:
অফ টপিকঃ ভাবী কি C/Leave এ নাকি ;;;
বউ অনপ্যারেড থাকা অবস্থাতেও কিভাবে নিজে সিসিবিতে অনপ্যারেড থাকা যায় তার টিপস লাগলে বলিস ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফাট্টাফাট্টি লেখছিস মামা, আই এম প্রাঊড অফ ইউ দোস্ত, বুখে আয় :hug: :hug:
সেরকম মজা করে লেখা, চরম চরম :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দারুন লেখা হয়েছে। :thumbup:
হাসতে হাসতে :pira:
এরকম করে আপনার পক্ষেই লিখা সম্ভব। :salute:
কই যেন পড়ছিলাম :grr:
ব্রিলিয়ান্ট নিঃসন্দেহে :hatsoff: :boss: সেইরকম লেখা।