বিনিয়োগকারীরা সাবধান (মাইক্রোপুষ্ট)

১। আমি দূর্বল মৌলভিত্তির হওয়া সত্ত্বেও ইদানিং অতিমূল্যায়িত হয়ে পড়েছি। আমার নেট এ্যাসেট ভ্যালু খুবই নগন্য। পিই খুব বেশি এবং সেই তুলনায় ইপিএস অতি+অন্ত কম। বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের মার্জিন লোন পাবার সম্ভাবনাও তাই ক্ষীণ। বিনিয়োগের পূর্বে তাই অবশ্যই দেখে নিবেন এই অতিমূল্যায়ন কতটুকু যৌক্তিক এবং এর পিছনে কোন গ্যাম্বলার বড় ভাই, দোস্ত বা ছুড ভাইয়ের হাত আছে কিনা।

২। খুব কাছের অল্প কিছু মানুষের ভালবাসা পেয়ে বেড়ে ওঠা কেউ যদি বুড়া বয়সে হঠাৎ অনেকগুলো মানুষের ভালবাসা ফ্রি তে পাওয়া শুরু করে তার অবস্থা কেমন হয় ?? এরা ভালবাসার প্রতিদান দিতে জানে না, পারে না, বুঝে না বলে তীব্র মানষিক যন্ত্রণা পেতে থাকে। ফোন হাতে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে … কিন্তু সবাইকে একে একে ফোন করে ধণ্যবাদ আর কৃ্তজ্ঞতা জানাতে সংকোচ করে। ভালবাসার প্রতিদান যে একদমই দেয়া যায় না এটা তারা খুব ভাল করেই জানে।

৩। ভালবাসার প্রতিদান হয় না … ভালবাসার তাই প্রতিদান দেয়া যায় না।

৪। তবে কথা দিয়ে যাচ্ছি … রাইট, বোনাস, খুব ভাল ডিভিডেন্ট ঘোষণা দিয়ে দিয়ে লাভ যদি নাও দিতে পারি, অন্তত আপনাদের মূলধনের নিরাপত্তা নিশ্চিৎ করে যাব আজীবন।

(মূলধন শব্দটার কোন প্রতিশব্দ মাথায় আসতেছে না … এদিকে সময়ও কম … ধুর … যা আছে কপালে)

২,৬২৬ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “বিনিয়োগকারীরা সাবধান (মাইক্রোপুষ্ট)”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইয়ে,মূলধনের একটা সংজ্ঞা সেই ছুডোকালে ক্যাডেট কলেজের এক বড়ভাই পড়াইছিলেন-ডিসেম্বরের হাড়কাঁপানো শীতে পিটি থেইকা আসার পর ঠান্ডা পানির শাওয়ারের নীচে গোসল করলে "..." এর যেই অংশ সঙ্কুচিত হবার পরেও বাকি থাকে তাহাই হইতেছে "মূলধন"। ধুর,১৮+ কমেন্ট হয়া গেলো-মডুস্যার আপত্তি পাইলে নির্দ্বিধায় ডিলিট কইরা দিয়েন 😕

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এই পোস্ট দিয়া আমার আর মইনুল ভাইয়ের পোস্টে অর্ধশতাধিক কমেন্টের উত্তর দেওয়া থেইকা বিরত থাকার অপচেষ্টার কারণে মাম্মার আইপিসুদ্দা ভ্যাঞ্চাই x-(

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    মূলধনের একটা প্রতিশব্দ তুমি নিজে ব্যবহার করেছো, "বিনিয়োগ"

    কথায় বলে না, বিনিয়োগকৃত টাকা পরিমান, পেইড আপ ক্যাপিটাল 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    পোস্টে নানান হিসাব-নিকাশ দেখে বুঝলাম তাইফুর ভাইয়ের মনের সঙ্গে গনিতের চিরস্থায়ী শত্রুতা আর নেই :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. রবিন (৯৪-০০/ককক)

    কঠিন লিখসেন তাইফুর ভাই,
    কিন্তু সবাই কেক খাইতে চাই,
    যদি বলেন টাকা নাই,
    তাও কোনো রক্ষা নাই।
    দিলে হবে না শুধু হাই,
    কি করবেন, মাসফু করে খাই খাই,
    তাই এক্টা পার্টি চাই।

    জবাব দিন
  6. আন্দালিব (৯৬-০২)

    কে যানি বলছিলো আমি পদ্যায়িত গদ্য লিখি না গদ্যায়িত পদ্য লিখি। আর আমার লেখা সাঁই সাঁই করে মাথার ওপর দিয়ে উড়ে যায়! ;;;

    তাইফুর ভাই, যা লিখছেন, শেয়ার বাজার আর সূচক-টুচক বাদ দিয়ে পাইলাম ভালোবাসা... এইটার নিরাপত্তা আছে। সুতরাং সমস্যা নাই।

    মূলধনের সমার্থক ক্যাপিটাল। 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।