ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”তে ‘পাগল সম্মেলন’ নিয়ে একটা পর্ব হইছিল … পাগল সম্রাট লুলু পাগল সেই সম্মেলনের উদ্দোক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন “ইয়েস আই এ্যাম এ লুলু পাগল, এ্যান্ড মাই ওয়াইফ নূর-জাহান, সে মাছ কোটে আর গান গায়”। জনৈকা পাগলী তার পাগল হওয়ার রোমহর্ষক কাহিণী বর্ননায় বলছিলেন “মাছি দিয়া ভাত খাইছিলাম”।
ক্যাডেট কলেজের প্রতিটা ব্যাচেই দুই চাইরটা পাগল থাকে, এর মধ্যে ভবের পাগল, ভাবের পাগলই বেশী। তবে একটা থাকে পাগল-রাজ। যেইটা লেজেন্ড টাইপ, সিরিয়াস পিস টাইপ পাগল। ইত্যাদির ওই অনুষ্ঠান সম্প্রচারের পর থেকে এই সমস্ত লেজেন্ডারি পিস পাগল’দের নাম পাওয়া গেল … লুলু পাগল।
আমাদের লুলু অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে, অনেক কাহিণী, কল্প-কাহিণী জন্ম দিয়ে এখন অস্ট্রেলিয়াতে পড়াশুনা করতেছে। মাস দুই আগে সে ছুটি আসছে … ছুটি শেষে ফিরে যাওয়ার টিকেট দুই’বার বাতিল করার পর সেদিন সকালে লুলু’র ফোন …
“দোস্ত আমি যে আমার সুইটহার্টের কথা তোরে বলছিলাম, ও আজকে সকালে বাসা থেকে ভাইগা চইলা আসছে … এখন আমারে বলতেছে ‘হয় আপনে আমারে নেন, নয়তো আমি ট্রেনের তলায় যাই’ … এখন আমি কি করুম??”
লুলু’র সুইটহার্ট মানে সাড়ে ১৬ বছরের বাচ্চা একটা মেয়ে … সেইদিন ম্যাট্রিক পাস করছে … লুলু অস্ট্রেলিয়া যাওয়ার আগে ম্যালা ঘুরাঘুরি কইরা মাইয়া পটাইছে। মাইয়া পটানোর আগে লুলু মাইয়ার পুরা ফ্যামিলি পটাইছে। মাইয়ার মা আর বড় ভাই লুলু’রে বাসার বড় ছেলে বইলা মাইনা নিতে বাধ্য হইছে, শুধু মাইয়ার বাপ কিঞ্ছিৎ সন্দিগ্ধ। সেই বাসায় লুলু’র গ্রহনযোগ্যতা এতটাই যে অস্ট্রেলিয়া থিকা আইসা লুলু মেয়ের বাসায় গিয়া, ওয়ার্ড্রপে রাখা মেয়ের সমস্ত কাপড় ড্রইং রুমে ফল-ইন করায়া মা আর বড় ভাইয়ের উপস্থিতিতে বাছা-বাছি কইরা লেটেস্ট তিনটা শর্ট কামিজ ফালি ফালি কইরা ছিড়ছে আর মেয়েরে বকা ঝকা করছে ‘কেন তুমি শর্ট কামিজ …’
লুলু মৌলবী না কনফার্ম … এইটা কইরা লুলু মাইয়ার বাসায় তার গ্রহনযোগ্যতা টেস্ট করছে …
দুধের বাচ্চা ভাগানোর দায়ে কেস-ফেস খায়া লুলু’র ভাজা ভাজা জীবন যেন আরও কড়া ভাজা না হয় সেই উদ্দেশ্যে আমি কিছু না বুইঝাই লুলু’র দায়িত্ব কান্ধে নিলাম। লুলু’রে বললাম তুই মাইয়া লইয়া আমার বাসায় আয়। আমি অফিস শেষে আইসা পোলাপাইনের সাথে বইসা ডিসিশান নিয়া যা করা লাগে করতেছি।
বাসায় ফিরা বউয়ের কাছে শুনলাম আসার সময় লুলু এক ব্যাগ বাজার নিয়া আসছে … চার পাচ হালি কলা, এক ডজন পাকিস্তানি আম, দুইটা আতা ফল, চারটা ফ্রুটিকা লিটার বোতল আর দুইটা নতুন লুংগী … বুঝলাম পাগলা সর্ট টাইমে বিয়াপওক এনার্জি গেইন, দ্রুত তেষ্টা দূরীকরণ এবং দুইবার ড্রেস চেঞ্জের মত শারীরিক ও মানসিক প্রিপারেশানের মধ্য দিয়া যাইতেছে।
………………………………………………………………… (চলবে …
(হাতে সময় কম, তাছাড়া অনেক দিন পর লিখছি … লোকপ্রিয়তা যাচাই করে দেখি … দ্বিতীয় পর্বে সমাপ্য …)
😮 মাম্মা লিখা দিসো?
আমার নাম হ্যাক কইরা লেখা দিল ?? x-( x-(
কিডা রে ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিরে তুই আছিস ক্যামন ??
আমার অনেক অপরাধ জমা হইছে তোর কাছে ...
সময়ে শাস্তি মাথা পেতে নেব
(পোলাপাইন ক্যামন আছে??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
১ম
১ম ...
এই টুকু টাইপ করতে যতটুকু টাইম তুমি নিয়েছ বাছা ...
ততক্ষণে ...
😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই বিয়োগ খাইলেন মনে হয় 😀
:khekz: :khekz: :khekz:
পরের পর্ব তাড়াতাড়ি না দিলে মন্তব্য করমু না!!
মন্তব্য না করলে পরের পর্ব ছাড়ুম না ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটা তো তাইলে ইনফিনিটি লুপে পিরা গেল.....
নাহ! এই লেখায় মন্তব্য করব না!
পরের পর্ব তাড়াতাড়ি না দিলে মন্তব্য করমু না!!
করমু না!! করমু না!! করমু না!! 😡
কত্তদিন পর মামাআআআআআ :hug:
অ:ট: - আমি ইরাম কাম করলে আপনার বাসায় জায়গা পাওন জাইবো ????? ;;;
পরের পর্ব পড়লে বুঝতে পারবি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:dreamy:
~x(
:shy: আমিও আসি তাইফুর মামা? :shy:
😀 😀 😀 আমিও কি লুলু পাগল হয়ে যাচ্ছি নাকি :khekz:
খাইছে !!!! ভাই টাইম হইলে আফনের কাছে আইয়া পরমু 😉 😉
দেখা হবে ...
ইন টাইম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বেশি না !! সামনের বছর লুলু ভাই এর মত চইলাও আসতে পারি :shy:
ভাই দেখাদেখির কিছু নাই, তাড়াতাড়ি ২য় পর্ব দেন 😀 :thumbup: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
Apnar sathe kono kotha nai...r apnar posteo comment korum na...:grr
(mibil thiki tiping kirchi...)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কপিরাইটে আমিন ভাইয়ের নাম না কওয়ায় আমিন ভাই কচুগাছ খুঁজতে গেছে জ্যামে বইসা।
অনেক দিন পরে মাম্মা ......
তয়, এনার্জি গেইন করতে এত কিছু কিনা লাগে নাকি ??? ভরপেট সব্জীর সাথে তিনটা ডিম নামায়া দিলেই তো ......
এই মাত্র লুলুরে চিনতে পারলাম ......
ওরে কইস, আমি ওরে বিয়াপক মিস করি ......
লিখা ভাল হৈসে :-B :-B
(আসলে এখনো পড়িনাই, :just: একটু পাম মেরে রাখলাম আরকি, পরের পর্ব আসলে পুরাটা একসাথে পড়ব 😀 😀 )
না পইড়া মন্তব্য করার জন্য তুই :just: :frontroll: শুরু কর 😡 😡
R@fee
ভালো হইসে, ভাই তাড়াতাড়ি পরের পর্ব ছাড়েন।
জটিল লেখা, পরের পর্ব চাই বস। 😀
মানি না
মুখের সাম্নে মূলা ঝুলাইছে বইলা x-(
তাইফুর ভাইয়ের ব্যান চাই।
লোকপ্রিয়তা কিন্তু কমিতেছে কইয়া দিলাম :grr: :grr:
লোকপ্রিয়তা জাড়ি রাখতে হইলে কালকের মধ্যেই পরের পর্ব ছাড়েন...
তাইফুর ভাইকে অনেকদিন পরে দেখলাম । আছেন কেমন বস ? আমি কিন্তু অযি বসকে চিনতে পারছি । উনার অনেক লিজেন্ডারী কাহিনী দিকে দিকে ছড়ায়ে গেছে । উনারে ফোন দিছিলাম কয়েকবার । বসে যোগাযোগ রাখেনা 🙁
যেইভাবে মন্তব্য পড়তাছে তাইফুর, কালকা ল্যাপটপ অন কইরা পরের পর্ব না পাইলে খবর আছে কইলাম!! x-( ফর্মে ফিরছো দেইখ্যা ভালো লাগতাছে। সায়েদ ফিরছে, এবার তুমি। ওবায়দুল্লাহ মনে হয় হতাশ হইয়া সিসিবি ছাড়ছে (কবিতায় মন্তব্য কম থাকে তো)! রহমান, আহসান আরো আরো অনেকরে মিস করতাছি।
অফটপিক : কয়দিন আগে আমার পোলা তার ফুপুরে জিগায়, "আচ্ছা ফুমনি বাবা-মা নাকি বাসা থেকে ভেগে গিয়ে বিয়ে করেছিল"? কি কমু আজকালকার পোলাপাইন................
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) কিছু বলার নাই ভাই... :khekz: দিনে দিনে আরো কতকিছু দেখবেন...
ডিজিটাল পোলা তো...
:khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
লাবলু ভাই
ভাতিজারে বলেন যে, ভাগেন নাই। ইলোপ করছিলেন 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আর বলেন না সানা ভাই ... এই এফ এম যুগের পোলাপাইন নিয়ে আর পারা যায় না ........
অফ টপিক ----- আসলেই কি ভাগসিলেন নাকি ???????
:khekz: :khekz:
ভাতিজারে :thumbup:
:khekz: :khekz: :khekz:
এটা হল আমি কমেন্টানো শুরু করার পরে তাইফুর ভাইয়ার ফার্স্ট লেখা, ভাইয়ার লেখায় ফার্স্ট টাইমের মত কমেন্টানোর খুশিতে ফ্রিজ থেকে মিষ্টি খেতে গেলাম :goragori:
ইয়ে আসলে এই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম আপি
:gulti: :gulti: নাহ !!!চলবো না !!! এইসব কি ??? এক জায়গায় গেলাম,গিয়া দেখি বড় বন্ধুরা সব চিকেন ফ্রাই খাইয়া ফেলছে...এখানে আপনে একা একা মিষ্টি সাবাড় করেন...হইবোনা 🙁 🙁 তাইফুর ভাইয়ের লেখায় আমারও ফার্স্ট কমেন্ট...সেইসূত্রে তো...ইয়ে মানে যদি একটু ,ওই যে আছেনা ...চশমা পড়া বুড়া চাচার ছবি যুক্ত লাল প্যাকেটে :-B চিকেন ফ্রাই :shy: ...ওই জিনাত কিছু্ কইস না কিল্লাই,তুইও তো চিকেন ফ্রাই মিস করছিস... (সম্পাদিত) (সম্পাদিত)
x-( ওরে মাস্ফ্যু আর পিন্টুস, দেখ তো, কে জানি :-B আমারে বড় বন্ধু সম্বোধন করছে 😡
:-B 😮 উমাআআ,ইডা ক্যাডা... 😮
আঁধার বসাফা নি?আপ্পিইইইইই,আপনি এদ্দিন কুথায় ছিলেন???????আঁই আন্নেরে ব্যাঁপক মিস্কর্ছিইইই... :hug:
মাস্ফ্যু ভাই ১৫ তারিখ আস্তেছে,১০-১২টা মালয়েশিয়ান :just: ফ্রেন্ড লইয়া...সাথে জন্মসূত্রে কিছু মাল্যেশিয়ান নবজাতক সিটিজেনও থাকতে পারে. ;;) ........আন্নেরে ''শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর'' যাইতে কইছে......। :grr: :grr:
x-( পিন্টু,তুই পিন্টুর সাথে লং আপ হ
অফ টপিক-মালয় ভাষায় দরজারে পিন্টু কয়।
আমি রুবেলরে চাইনিজ কুড়াল দিয়া কুপামু x-(
বস...... x-( ...আন্নে বুজেন নাই আন্নে কি ফাফ কইরা ফ্যালছেন..... :chup: ....শিজ্ঞিরি ''বড়বন্ধু'' ওয়িথড্র মাইরা ''বড়ভাবী'' লাগান,নইলে কপালে শনি-রবি-সোম......সপ্তাহের ৭ দিনই আছে...কইয়া থুইলাম. 😡 .....আমি কিছু করুম না.. 😕 ....যা করার মালয়েশিয়ান জামাই মাস্ফ্যু ভাই করবেন :khekz:
@ভাবী- আমি কিন্তু আফনেরে বড় বন্ধু কইনাইগো... 😕
আমি আমাগো পিন্টুর জোট বন্ধুসভায় যোগদান করা বড় বন্ধুগো কথা কইছি 😀
খালি খালি ভুল বোঝেন :bash: :bash:
x-( মালয়েশিয়ান জামাই? x-( ?????
পরের পর্ব না পাওয়া পর্যন্ত ভাত খামু না বইলা ঠিক করলাম 🙁
তাইলে তো আমরণ অনশন কেসে পইড়া গেলি রে ...
দোস্ত পরের পর্ব ছাড় তাত্তাড়ি 🙂
আমার বন্ধুয়া বিহনে
লিখা সিরাম হইছে।
পরের লেখা না দেওয়া পর্যন্ত :frontroll: দেওয়াইতে হবে নাকি? জলদি পরের পর্ব নামাও। নাইলে :frontroll: চালাইতে থাক।
চ্যারিটি বিগিনস এট হোম
নয়া নয়া তো...
বস, শ্যাষ ম্যাষ আপনেও মূলার ব্যবসায় নামলেন 🙁
অনেক প্রফিট করবেন, বুঝা যাইতাছে।
তাড়াতাড়ি পরের পর্ব ছাড়েন, ক্রসফায়ার... :gulli2: :gulli2:
🙁 মাত্র দুইবার?
তাই তো কই, মাস্ফু লুঙ্গি পড়ে খুশি মনে পাঙ্গানী খায় ক্যান??? ;)) ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্যস্ত তাইফুর ভাই,
যারে দিয়া লেখাইছেন, তারে বইলেন পরের পর্ব তাড়াতাড়ি দিয়ে দিতে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস আপনেও ঝুলায়া রাখলেন :no: :no: :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আলহামদুলিল্লাহ
আমাগো দিহানের মাম্মা লেখা দিছে, অতেই আমরা সবাই খুশি। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোমার প্রিভিউ কই ???????
ভাইয়া
প্রিভিউ তো পত্রিকায় দিয়া দিছিলাম।
এমনকি আইজকা রিভিউও দিছি আর্সেনাল-পোর্তো আর বায়ার্ন-ফিওরেন্টিনা ম্যাচের। একটু পর ওয়েবে আপডেট হবে এটাও। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রুনি তো দেখি কান্দাইয়া ফালাইতেছে এসি মিলানরে। এইভাবে খেললে এইবার কাপ ওল্ড ট্রাফোর্ডেই যাবে।
ওইদিকে রোলানদো গোল করছে। আমি অবশ্য রিয়াল জিতলেও খুশি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রিয়াল বাদ :grr: কিন্তু মিলানের এমন পারফরম্যান্সে :((
পুরা ন্যাংটা কইরা দিছে তো দেখি। পুরা খেলায় ভাষ্যকারের মুখে রোনালদিনহো নাম শুনলাম মাত্র একবার :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এসি মিলানের মিড ফিল্ডের কি হইলো আল্লাহ জানে .........
যাই হোক, রুনি আর ভ্যালেন্সিয়া ভালো ফর্মে আছে দেখে ভাল্লাগসে ... চ্যাম্পিয়নস ট্রফিটা দরকার ...
কারণ এই বার মনে হচ্ছে শেষ পর্যন্ত আর্সেনালই প্রিমিয়ার লিগ নিয়া নেবে ......
:dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মজাক করতেসি না আহসান ...... তুমি চেলসি, ম্যান ইউ আর আর্সেনালের বাকি ম্যাচ গুলার ফিকচার দেখো .....
ভাইয়া, এভারটনের কাছে চেলসি আর ম্যান ইউ ধরা খাওয়ার পর থেকেই ফিক্সচারের উপর ভিত্তি করে আর্সেলালের লীগ জেতার সম্ভাবনা নিয়ে একটা পোস্ট দেবার কথা ভাবছি, কিন্তু পোস্ট দিলেই আর্সেনাল ধরা খেয়ে যাবে এজন্য দিচ্ছি না। 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাইলে আমি দেই পোস্ট ????
ভাইয়া, আপনি ম্যানইউ জিতবে- এই টাইপ প্রেডিকশন করে একটা পোস্ট দিয়ে দেন! ;;;
ম্যান ইউ জিতবে এইটাতে প্রেডিকশনের কি আছে ?? তুমি কি কখনো প্রেডিকশন করছ যে, আজ সুর্য পশ্চিমে অস্ত যাবে ????
মনে হচ্ছে দিবা স্বপ্ন
মইনুল ভাই, কেয়ামতের আলামত তাইলে দেখা যাচ্ছে! 😀
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কেয়ামতের আলামতের কি হইলো আবার ??????
=)) =)) =)) :pira:
বস,সিরাম হইছে।
এখন আসি আসল কথায়।এই অনুপম রচনার মহান লেখকের সংগে আমার ১টা ঘটনার কথা বলি।বসে তখন ঘাটাইলে ও সি,এস এস ডি।আর আমি জ়মুনাতে।এ্যক্টিং এস টি ও হিসেবে অনেক ক্ষমতা।আমার জুনিয়র পোলাপাইন আমারে ধরলো ১টা ইমার্জেন্সী 'অন পেমেন্ট' এর কাগজ সাইন করায়ে আনতে হবে।আমারে বলার কারন,তাইফুর বস আর আমি পাশাপাশি কোর্সের।৪৪ আর ৪৫।আমি বললে না বলতে পারবে না।তখন রাত ১১টা ৩০ এর মত বাজে।আমি জুনিয়রের সামনে হেব্বি ভাব টাব লইয়া ফোন দিলাম বসেরে।ফোন ধইরা আমারে কয়,"কি রে রুম্মান,এত রাতে ফোন দিসস ক্যান?ফোনসে* করবি??" ~x( x-( ~x(
আমি সাইন করার কথা বলতে ভুলে গেলাম।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
এইটা কি কাহিনী কইলেন রুম্মান ভাই! পুরা পিড়া গিয়া মিরা যাইতেছি!
=)) =)) =))
কথা ১০০% সইত্য।বসের মনে আছে কিনা কইতে পারলাম না (প্রায় ই এই ধরনের কাম করে তো) তবে জিগাইয়া দেখতে পারো।স্বীকার করলেও করতে পারে।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
:khekz:
:shy: :shy:
:khekz: :khekz: :goragori: :goragori:
:khekz: :pira: :pira: :pira: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইডা কি কাহিনী কইলেন রুম্মান ভাই আমি তো এক্কেরে হিসতে হিসতে মিরা যাইতেছি... =)) =))
বস ও সি,এস এস ডিজ়মুনাতে এ্যক্টিং এস টি ও
এই সব ফৌজি শব্দ ম্যাংগো পিপুল এর জন্য একটু ব্যাখ্যা করা যায় না, মানে জানলে মজাক আরেকটু বেশি পাইতাম
ম্যাংগো জনতার জন্য,
ওসি এস এস ডি মানে হইল অফিসার কমান্ডিং,ষ্টেশন সাপ্লাই ডিপো।আর এ্যক্টিং এস টি ও মানে হইল এ্যক্টিং ষ্টেশন ট্রান্সপোর্ট অফিসার।খুশি? 😀
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
=)) =)) =)) =)) =))
এই ব্লগে আমার ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল ...
নিজের মনে কইরা এইভাবে বিলায়া দিলি রুম্মান ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস,
মিথ্যা কইছি কিনা কন বুকে হাত দিয়া।মিথ্যা কইলে এই ব্লগে আর জীবনে লিখুম না।
অফটপিক ঃ সইত্য কথাটার জইন্য খেমা চাই।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
বাচ্চু ঘটনা তাইলে পুরাই সত্য, গুনীজন লাগাইছো দেখলাম ;;)
যাক দুনিয়াতে আনন্দময় ঘটনা এখনো ঘটে তাইলে :goragori:
যাউজ্ঞা, পরের পর্বে আশায় আছি
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমাদের ব্যাচেও একটা লুলু ছিল।
ওর কথা মনে করে হাহাপিগে!!!!!
বস পরের পর্ব ২০১১ এর মধ্যে পাবার চান্স আছে 😕
পরের পর্ব জলদি চাই :-B
জাইস্ট কি বলা চলে ... চ্রম, এক্কেবারে ড়কিং।
মাম্মা, কিরাম আছুইন?
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে তাইফুর ভাই আছেন কিমুন 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আরে সাব্বাস ....... টপিকের সাথে সাথে খাওয়া দাওয়া, খেলাধুলা -- সব কিছুই দেখি কাভার হই গেসে .......
যেখানে প্রিন্সু ইট ফালায়া ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন সেখানে আজকালকার পোলাপাইনের এইসব জারি রাখা আদব সহবতের মধ্যে গন্য করা যায়।
আব্দুল্লাহ ভাইয়ের সাথে সর্বান্তকরণে সহমত :shy:
৮০ পিস কমেন্ট খাওনের পরও কি লোকপ্রিয়তা চেক করা হইল না আপনার ~x(
কমেন্টখেকো তাইফুর্বাইর ব্যাঞ্চাই :gulli2:
:thumbup: :thumbup:
R@fee
আগের একটা পোস্ট পরেছিলাম, সেখানেও তুমি কিছু কিছু কথা না বলে রেখে দিয়েছিলা । খুব ভাল লেখ তুমি । সময় পাও সেটই বড় কথা ।
সি সি বি' র মত ফোরাম বাংলাদেশে আর নাই - বিদেশে আছে কিনা সন্দেহ ।
সাইলেন্ট রিডার হলেও নিজেকে সাইলেন্ট রাখা গেলনা, সব কথার শেষ কথা পরের পর্ব কবে দিবা ? ধন্যবাদ ।
ভাইয়া সাইলেন্ট রিডার থেকে এইবার সাইলেন্ট লেখক হয়ে যান-চুপচাপ লিখে যাবেন আর আমরা শুধু পড়ব 😛
ভাইয়ার আপডেট কি এখন?
এই ধারাবাহিকের পরের লেখা আসতে সময় লাগবে। কারণটা হচ্ছে, তাইফুর সিএমএইচ-এ ভর্তি হয়েছে। সকালে একটা ক্ষুদেবার্তা পেলাম। সম্ভবত "এপেনডিসাইটিস" অপারেশন করতে হবে। আপডেট পেলে জানাবো। তাইফুর দ্রুতই সুস্থ হয়ে উঠবে আশা করছি। ওর জন্য শুভকামনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইফুর ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা।
আমাগো ব্যাচেও একটা লুলু পাগল ছিল।নাম নাই বা কইলাম 😛 😛