বিশ বছর আগে …
১। মফস্বল শহরগুলোতে কোন গৃহশিক্ষক একবার কোন পরিবারে ঢুকে গেলে ব্যাস … ওই পরিবারের সবগুলো সন্তান তখন সতীর্থ না হয়ে যায় কোথায়। উপরন্তু সেই গৃহশিক্ষক যদি ডাকসাইটে, স্বনামধন্য কেউ হন তবে তো কথাই নাই। পরিবারের কর্তা, কর্তৃ তখন নিশ্চিন্ত মনে সবগুলো সন্তানকে তার কাছে সপে দিয়ে নিশ্চিন্ত হন। বড় দুই বোন কে পড়িয়ে তিন নম্বর বোনটিকে যখন ডাকসাইটে সেই রকম এক গৃহশিক্ষক গণিত পড়াচ্ছেন, তখন তিনি আড়চোখে বাড়ির ছোট ছেলেটির দিকেও তাই নজর রাখেন। সন্দেহ নেই, পড়ার ঘরের টেবিলটাতে তার সামনে আগামী বছর থেকে এই ছেলেটিও বসতে যাচ্ছে।
২। সেই দিনগুলোতে, বিদ্যুৎ বিভ্রাট ছিল নৈমিত্তিক ঘটনা। সন্ধ্যেবেলা শিক্ষকটি যখন তিন নম্বর বোনটিকে পড়াচ্ছেন, বিদ্যুৎ চলে গেল। বড়বোন মোমবাতি জ্বালিয়ে পড়ার ঘরে নিয়ে যাচ্ছে আর ছোট ভাইটি বাড়ি মাথায় করে চেচাচ্ছে আর গান গাচ্ছে … “আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি ই ই, আ হা হা হা হা” পড়ার ঘর থেকে শিক্ষক ছোট ভাইটিকে ডেকে পাঠালেন, অংক বই নিয়ে বসতে বললেন বোনের পাশে … ভেতর ঘরে বই আনতে যেয়ে মায়ের মিটিমিটি হাসি দেখে ছেলেটির গা জ্বালা করে উঠল। ছুটির আমেজ মনের কোণে মিশিয়ে দিয়ে মোমের আলোয় অংকের মত খটখটে বই আর খাতা নিয়ে ইচ্ছার বিরুদ্ধে হলেও বসতে হল তাকে।
৩। এই সময় মোমের আলোর ডাকে একটা সবুজ ফরিং উরে এসে শিক্ষকের গায়ে এসে বসলে তিনি পোকাটিকে দুই আঙ্গুলে ধরে মোমের আগুনে জ্যান্ত পোরাতে থাকলেন। বোনটি তখন অংকে মগ্ন। পড়ায় মন নেই বলে শুধু ছেলেটিই পুরো হত্যাজগ্যটা দেখল, দেখতে বাধ্য হল। পোকাটার মাথায় আগুন জ্বলে উঠলে শিক্ষকের ঠোটে অপার্থিব নিষ্ঠুর ক্রুর হাসি ফুটে উঠল। ছেলেটি শিক্ষকের চোখের দিকে তাকালো। চশমার পেছনের চোখ দুটো দেখে গা শিউরে উঠল ছেলেটির।
বিশ বছর পর …
১। সন্ত্রাসী’টার জন্য বিন্দুমাত্র মায়া হচ্ছে না ছেলেটির। ১১ খুনের আসামী, মামলা আছে প্রচুর কিন্তু ভয়ে কেউ স্বাক্ষি দেয় না বলে স্বাক্ষির অভাবে … ধরতে গিয়ে ব্যাপক রিস্ক নিতে হয়েছে। লুঙ্গী, স্যান্ডোগেঞ্জীর ছদ্মবেশটা মন্দ ছিল না যদিও, কিন্তু তুলে আনাটা ছিল বিশাল ঝামেলা। প্রকাশ্য দিবালোকে একটা মানুষ ছিনতাই করা কি এত সোজা ?? তাও আবার এই পিশাচ টা কে। আইনের লোক বলে পরিচয় দিতে হলে তো আর ……। জীবনের প্রথম এচিভমেন্টটা নিজের কাছেই বেশ উপভোগ্য আর নাটকীয় মনে হল ছেলেটার। যাক, গত ৯ দিনের পরিশ্রম বৃথা যায় নি …
২। অপারেশন শেষে রুমে ফিরে মৃদু হাসল ছেলেটা … কত রকম গল্প শুনেছে … বিফোর ইফেক্ট … আফটার ইফেক্ট … ফুহ্ … বুড়িটাকে সাবাসি দিতে ইচ্ছে করছে, বুড়িটা লাশের গায়ে থুথু দেবার পর যখন ছেলেটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করেছিল, মরেই তো গেছে … বুড়ির উত্তরটা ছেলেটির ‘জাষ্টিফিকেশান’টাকে আরও অনেক মজবুত করে দিল … সব অন্তর্দ্বন্দ শেষ।
৩। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে আবার মৃদু হাসল ছেলেটা, হাসিটা কেমন যেন অপার্থিব, নিষ্ঠুর আর ক্রুর মনে হল তার, নিজের চোখের দিকে চোখ পরতেই শিউরে উঠল … ঠিক তখুনি মনে পরে গেল বিশ বছর আগে দেখা গণিত শিক্ষকের সেই হাসি আর সেই চোখ …
আগে ফার্স্ট হয়া নি...পরে 'হাতামু' নে... 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ফার্স্ট হয়া লাভ কি ?? :grr:
আমারে দেখস না ... ফার্স্ট হয়াও কখনও বলি না
আমি ফার্স্ট হইছি ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হমম...কনটেন্টস নিয়ে নিরপেক্ষ মন্তব্য করাটা বেশ কঠিন মনে হচ্ছে... 🙁
তবে, লেখা যথারীতি উরাধুরা... :hatsoff:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হুম... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাকেব আর জুনা'রে দেখি 'হুম'এ ধরছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
‘হুম’
সংসারে প্রবল বৈরাগ্য!
সহ 'হুম'... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও এক ‘হুম’… :grr: =))
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটা নিয়ে আপনি দুই বার হুম কইলেন তো... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খবরদার ...
পোষ্ট গান্ধা করবি না ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
একটা সিলভারই বা কম কি ? 😀
উরাধুরা লেখা। :clap:
মান্নান, তুই ব্রোঞ্জ 😡
গোল্ড,সিলভার- দুইটাই আমি... B-)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
মান্নান,
সাকেব এর ইউরিন রিপোর্টে 'মাদক' পাওয়া গেছে ...
তুই এখন গোল্ড ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:)) :)) :)) :goragori: :goragori: :pira: :pira:
আমার দোস্তের পোস্টে কমেন্ট এ ফার্স্ট প্লেস ধরার জন্য দুইজন জুনিয়র পাঠাইছিলাম 😀 ওরা দেখি কমান্ড খুব সুন্দর ভাবে পালন করছে 😀 😀 গুড গুড B-) যাক, সাকেব আর মান্নান ক্যান্টিনে গিয়া আমার নাম দিয়া কোক খায়া আয় :grr: আর গোল্ডটা দিয়া যা :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আর্মি ভাই,
নাম বদলাইসেন দেখি...আকীকা দিবেন না 😀 ?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ক্যান্টিনে পাঠাইলাম ক্যান 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
দাদা, হঠাৎ ভোল পাল্টালেন যে বড়... B-)
বলি, ঘটনাটা কি??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিভিল পানি জমছে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
নাম মোবারক কাইয়ুম ভাই 😉 😉 😉
:gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
নাম বদলানোর কি দরকার ছিল??? :-B
রিভার্স সিনিয়ারিটি দিয়া আমগো ডাকলেই হইত... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:gulli: :gulli: :gulli2: :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
কমান্ড পালন, আকীকা উদযাপন- এক ঢিলে দুই পাখি! x-(
হে পরওয়ারদিগার!
তুমি এইসব 'বখ্যিলা'র হৃদয়ে আরো রহমত দাও... :no:
ভার্চুয়াল ক্যান্টিন, ভার্চুয়াল কোক- অন্ততঃ দুইবার ক্যান্টিনে পাঠাইলেও তো পারতেন... 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিতো অনেকক্ষণ লাইনে দাড়ায়া টায়ার্ড হয়ে গ্যাছোস দেইখা একবারই ক্যান্টিন পর্যন্ত দৌড়াইতে কইলাম, ঠিকাছে এতো করে যখন কইতাছোস, যা ২০ বার ক্যান্টিন পর্যন্ত টাচ এন্ড ব্যাক কন্টিনিউ :grr: :grr: এর মধ্যে যত মঞ্চায় খাইয়াও আসিস আমার নাম কইয়া 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হাকীম হইয়া হুকুম করেন, পুলিশ হইয়া ধরেন
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
কাইউম, দোস্ত স্বনামে আবির্ভূত হওয়ায় তোরে অভিনন্দন। প্রোফাইলের নাম যেদিন চেইঞ্জ করছিলি সেদিন থিকাই ভাবতেছিলাম, এই বুঝি স্বনামে আবির্ভূত হবি ...
সুমতি হইল তাইলে ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, এর লাইগ্যা বাটন রয এ একটা পাট্টি দিবি নিচ্চয় 😉
এই রেস্টুরেন্টটা আমার খুবই পসন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
বুফে খাইতে বহুত কষ্ট...খাটুনি... 🙁
তয় বাড়ির কাছে বইল্যা মাইন্যা নিলাম... 😉
;;) ;;) ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাহ বাহ...ভস খি কালা কুর্তায় খ্রস ফায়ারের কাহিনি লিখলেন নি... 😉 😉 😉
আবার জিগায়! 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
রেজওয়ান তো দেখি খুবই চালাক ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
B-) B-) B-)
আমিও খালা খুর্থা ফরব... :(( :((
ভাই লেখাটা খুবই জটিল হইছে। ভাল লাগলো পড়ে। :clap:
তোরা উৎসাহ দ্যাস বইলাই না লেখার সাহস আর প্রেরণা পাই ...
বুখে আয় ... :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা বড্ড বেড়ে লিখেচিস রে :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাও ভাল এ-কার, আ-কার প্যাচায়া ফালাস নাই ... :shy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) আমি কই তাইলে।ভাইগ্না হিসাবে মামার লগে মশকরা করা আমার গণতান্ত্রিক অধিকার B-)
তাইফুর মামা,াড়া লিখছেন।
অফ টপিক-এখানে াড়া বলতে অশালীন কোন শব্দ চিন্তায় আনা সম্পূর্ণ নিষিদ্ধ
মাস্ফু
আগামী পাঁচদিন লং-আপ হইয়া সিসিবিতে ঢুকবি। :grr:
মাস্ফ্যু তুই কই ... ই ই ই ই ই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছি ছি ছি......কি অশ্লিল...... 😛
পুরা বিখাউজ... 😛 😛
উপস্থাপনা খানি প্রশংসার দাবীদার।
ওয়ে সাবাশ।
:clap:
সৈয়দ সাফী
:salute:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর্টস ফিকশনে ফিরে যান দাদা 😛 😛
ওই একটাই ...
ক্যাম্নে ক্যাম্নে জানি লেখছিলাম ...
বাকি গুলা নিজের কাছেই ক্যামন সস্তা টাইপ লাগে ...
কবে যে লোকজন ডাউট দেয়, ওইডা কারে দিয়া লেখাইছিলাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কাউরে কওয়ার দরকার কি যে অইটা আমারে দিয়া লেখাইছিলি 😛 :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইভাবে 'বাণিজ্য মেলায়' আমার 'প্রেসার কুকার' না ভাংলেও পারতি। :((
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এতো ভালো একটা লেখা, কিন্তু কেউ ভোট দিল না!!!!
আগেও বলছি, আবারো বলি। আমরা মির্জাপুরিয়ানরা কোয়ালিটিতে বিশ্বাস করি। B-)
উরাধুরা বস, সত্যি উরাধুরা :boss: :boss: :boss:
সাম্প্রদায়িক মন্তব্যের জন্য তৌফিকের ব্যাঞ্চাই চাই ... 😛
(তৌফিক ... অনেক ধণ্যবাদ ... অনেক কিছু লিখতে চাচ্ছিলাম, সাম্প্রদায়িক হয়ে যাবে তাই ... 😕 লিখতে পারলাম না।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জাস্টিফিকেশন!! আমি তো ভাবতেইইইই আছি...............
তাইলে বুশের কি হইবো???
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, আপনার সাথে তর্কে যাওয়ার প্রশ্নই উঠেনা ... :boss:
লেখা ক্যামন লাগছে সেইটা বলেন ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বুশেরে করসফায়ারে ফালাইয়া একটা গল্প লিখ!!
আসলেই ভালো লেগেছে। প্লটটা যেভাবে ভেবেছ তাতেই আমি মুগ্ধ। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাংকু বস ... :shy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, কি হাল্কা...কি ভারী...যাই লিখতেছেন তাই ফাটাফাটি হইতেছে... :thumbup:
আপ্নে যেখানেই হাত দিতেছেন সোনা হইয়া যাইতেছে... :clap:
নাকি উলটা???? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই সোনা কোন সোনা ...
'দিন গুলি মোর সোনার খাচা'র সোনা ??
ভাবতেছি ...
এই সময় কোথায় কোথায় হাত দেওয়া যাইব না ...
সৃষ্টিজগতের রহস্য তোল্পার হয়া যাবে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই...
আন্তঃ মহাদেশীয় 'চাচা ...চাচা' ডাক শুনতে চাই না... 😛 (তাও অসম্পূর্ণ কারো কাছ থেকে... 😉 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনার জন্য কোথাও কমেন্ট করা যায় না। সব পোস্টরে এডাল্ট বানাইয়া দেয়। ওরে যে ভালো মতো পাঙ্গা দিতে পারবো তারে আমি এবিসিতে কথাবন্ধু বানামু। আর পাঙ্গাটা হইতে হইবো খুব ক্রিয়েটিভ। 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায় হায়...পুরা ওয়ান্টেড হইয়া গেলাম... :bash:
অক্ষণ তো সব বাউন্টি হান্টার আমার খোঁজে বাইর হইব... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেউ আমার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে চাইলে অতিস্বত্ত্বর যোগাযোগ করুন... 😉
দর কষা-কষি ভাল হইলে আমি পাঙ্গানী খাইতেও রাজি আছি... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাবলু ভাই, বস্ আমি আবারো সিনিয়র ভাইয়ের আহবানে সাড়া দিয়ে ফিল্ডে নাইমা গ্যালাম। :grr: :grr:
বেলাডি জুনা, আব তেরা ক্যায়া হোগা গাছিয়া :grr: :grr: :grr:
বস্, এমন ক্রিয়েটিভ পাঙ্গানি দিমু যে কাইল্কা দেখবেন ডাল পালা অলা গাছ থেইকা হাত পা অলা মানুষ হইয়া গ্যাছে :grr: :grr:
সিভিল পানি বা রস (বৃক্ষীয় পানি 😉 ) পুরাডাই ডিসপোজ হইবো এইবার :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই...ও ভাই...কেমন আছেন??? ;;)
শরীর, মন...সব ভালো তো?? O:-)
জানেন তো আমি আপনার ব্যাপক ফ্যান... B-)
আপ্নে পুরা বস :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কুনু লাভ নাই :grr: :grr:
রেলের চাক্কায় তেল আর গাড়ির চাক্কায় পাম, কিছুতেই কিছু হইবো না :grr: :grr:
তেরে খুন পিজাউঙ্গা :grr: :grr: (কপিরাইটঃ ধর্মেন্ড্রাকুলা B-) )
সংসারে প্রবল বৈরাগ্য!
আমারে সবাই ভুল বুঝলো...
আমি আসলে হান্ট অব দ্যা সারকামস্টেন্স... :bash:
এ জীবন রাইখ্যা কি লাভ????
অফ টপিকঃ কাইয়ূম ভাই, পম্পাপুর সাথে ছবি তুইল্যা আমারে মেইল কইরা দিয়েন... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গুড গুড।
লাবলু ভাই কই? বস্ দেইখা যান আইসা 😀 জুনায়েদের চোখের পানি নাকের পানি সহ যাবতীয় সিভিল পানি বাইর কইরা ব্রক্ষ্মপুত্রে ফালানো হইছে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
অফ টপিকঃ জুনা মেইল আইতাছে, সবুর কর 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
মেইল না ... ব্লগ চাই
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:boss: :boss: :boss: :boss: :boss:
কি কি যে মাথার মধ্যে এসেছে, গুছিয়ে লিখতেই পারছি না। মানুষ হয়ে জন্মেছি বলে খুব আফসোস হয় কখনো কখনো।
Life is Mad.
আফসোসটা ঠিক কখন কখন হয় ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই নিয়মিত লেখতেছে দেখতেই ভাল লাগে। আমি অবশ্য তাইফুর ভাইরে খুব ভয় খাই। যাই হোক ভয়ে ভয়ে কই ভাইয়া লেখাটা ভাল লাগছে। আমি প্রথমে ভাবছিলাম বুঝি প্রাইভেট টিউশনির একাল সেকাল নিয়ে লেখা তাই পড়ে চমক খাইছি।
কি কারণে ভয় খাস কইলি না ... কে যে কি ভাইবা লইব ... পোলাপানের চিন্তার ডাইভার্সিটি লইয়া আমি বড়ই শংকিত। 😕
সবসময় সস্তা টাইপ পোষ্ট মারি তো ... ভাব্লাম একটু টেইষ্টটা যদি বদলানো যায়। চেষ্টা করলাম আর কি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও প্রথমে এই ধরাটা খাইছিলাম...ভাবছিলাম তাইফুর ভাই দুই আমলের টিউশনি নিয়া কইবেন... 😛
তাইফুর ভাই, আয়নার সামনে দাঁড়ায়া (নিজেই নিজেরে) বিশেষণ্টা কইয়া ফালান... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি অমায়িক আর তুই চো... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি যা কইবার চাইছিলাম জুনা ভাই তা বুইঝা ফালাইছে।
কামতপু ... প্রোফাইল পিকে যেম্নে বইসা আছিস ... হাল্কা একটা ধাক্কা ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এবং তারপর তাইফুর ভাইয়ের হাসি- ......ঠেকা এই বার ঠেকা 😉 😉 😉
:)) :))
:boss:
:))
😕
বিভাগ অনুযায়ী লেখাটায় অনেক শিক্ষনীয় বিষয় ছিল............... :-B
ভাই সেইরম হইছে
আপনেরে :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যাম্নে কি?
লেখা তাইতে সিরিয়াস কিসিমের, কি কও?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্! দারুণ লাগল লেখাটা পড়ে। :boss: :boss:
এইরকম গল্প লিখতে চাই, কিন্তু পারিনা। :no: :no: