ডিসক্লেইমারঃ আমি নারী বিদ্বেষী নই মোটেও …
ইভ টিজিং নিয়ে অনেক কথা হয়, পত্র-পত্রিকা-তে লেখালেখিও হয় প্রচুর। কিন্তু এ্যাডাম টিজিং নিয়ে এ জীবনে কাউকে কিছু লিখতে বা বলতে শুনলাম না। এ্যাডাম টিজিং শব্দটা ডিকশনারী-তে আছে কিনা তাতেও অবশ্য আমার সন্দেহ আছে। না থাকারই কথা। একেতো ডিকশনারী নিজে নারী, তার উপর আবার পূরুষ শাসিত সমাজে এই শব্দ চালু হলে পূরুষের দূর্বলতা প্রাকাশ পায়। ‘আমি টিজায়িত হইয়াছি’ বলে চিক্কুর দিয়ে আদতে নিজের দূর্বলতা প্রকাশ করা আর যার হোক পূরুষের শোভা পায় না।
নারী মাত্রই কোমলমতি, সুশীলা, বিনয়ী, সরলা, ব্লা, ব্লা ব্লা … কিন্তু এই নারীই যখন একসাথে অনেকজন জমায়েত হন এবং ঘটনাচক্রে দৃশ্যপটে কোন ছেলে একা তিনাদের সামনে পরে যায় … তাহলেই হয়েছে। তা সেই ছেলেটি যতই ইশ্-মার্ট ড্যাসিং হোক না কেন এ্যাডাম ঠিকই টিজায়িত হন।
আমি তখন ক্লাস এইটে উঠেছি সবে। কলেজ ছুটিতে বন্ধু বলতে অন্যান্য সব ক্যাডেট কলেজের ক্লাসমেটরাই, এলাকার অন্য সমবয়সীদের সাথে তেমন খাতির নাই। বাসা বদল করে নতুন এলাকায় গিয়ে আরও ছ্যারাব্যারা অবস্থা। বিকেলে বাসা থেকে বের হয়ে আড্ডা দিতে যাই পার্কে। আর ওই সময়টাতেই এলাকার সব মেয়েরা দল বেধে বাসার সামনের রাস্তায় হাটেন। আমি খেয়াল করলাম উনারা আমার উপস্থিতিতে বিয়াপওক পুলকিত হন এবং নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলে ক্যালক্যালিয়ে হাসেন। একা এবং সংখ্যালঘু আমি সব কিছু উপেক্ষা করে মাথা নিচু করে রাস্তা পার হয়ে রিক্সা নিয়ে তবেই হাফ ছেড়ে বাঁচি। দিন যায় তিনাদের সাহস একটু একটু বাড়ে, আর তার সাথে বাড়ে কথাবার্তার ভলিউম … একদিন বেশ স্পষ্ট শুনলাম একজন বলছেন “ক্যাডেটে পড়ে তো … ভদ্র ছেলে … হি হি হি হি ” সাথে সাথেই আরেকজনের মন্তব্য “হুম … ভদ্র … একটু বেশিই ভদ্র … হি হি হি হি ”। বিরক্ত হলেও কষ্ট পাইনি সেদিন এই ভেবে যে, সৃষ্টিকর্তার অশেষ কৃপা, তিনারা “মুহাহা” হাসি দিতে পারেন না।
৯৮ তে কলেজের পাট চুকিয়ে কোচিং করার মহান ব্রত নিয়ে ঢাকায় আসলাম, কল্যানপুরে বাসা ভাড়া করে থাকি বিভিন্ন ক্যাডেট কলেজের আমরা ৮ জন। ধানমন্ডিতে কোচিং করে ঢাকা কলেজের সামনে থেকে বাসে উঠি … সোজা সংসদ ভবন … আড্ডা দিয়ে বাসা। এমনই একদিন, ভীড়ে গিজগিজ করছে এক বাসে উঠলাম … পরের স্টপেজে ঠ্যালাঠেলি প্রতিযোগিতায় জয়ের পুরস্কার স্বরূপ যেইনা একটা সিট পেয়ে মাত্র বসেছি, তখনই এক আগুন বাসে উঠলেন। একবার ভাবলাম “ম্যাডাম বসেন” বলে আত্মত্যাগের মহান ব্রতে নিজেকে বিলীন করে দেই। পরক্ষণেই ছোটবেলার সেইসব সুশীলা, বিনয়ী, সরলা, ব্লা, ব্লা ব্লা দের স্মৃতি ভেসে উঠায় প্রতিহিংসাপরায়ণ মন সায় দিল না। আগুন আমার ঠিক পাশে এসে দাঁড়িয়ে রইলেন। বাস ছাড়ল। খানিক পরে ব্রেকের ধাক্কায় টাল সামলাতে না পেরে তিনি সরাসরি আমার কোলে … আমি নির্বিকার। স্পর্শের সুখ উপভোগের সময় তখন একেবারেই ছিল না আমার। আলতো স্যরি বলে তিনি দাঁড়িয়ে গেলেন আর লাজুক চোখে তাকিয়ে রইলেন … আমার দিকে নয়, আমার সিটটির দিকে। পাশ থেকে চান্স মারা টাইপ একজন আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না … “ভাই মহিলা মানুষ, দাঁড়িয়ে আছে, আমরা জওয়ান পোলাপাইন যদি সিট ছেড়ে না দেই …” আমি বসে বসেই অত্যন্ত বিনয়ের সাথে চার বছর আগের ঝাল ঝারলাম “মহিলাদের জন্য আলাদা বাস আছে, বাকি প্রতিটা বাসে আবার আলাদা সিট আছে, তারপরও যদি আমাদের বরাদ্দের সিট থেকেও তিনাদের সিট ছেড়ে দিতে হয় তাহলে এই জীবনে আমি আর বসব কবে” … মুহুর্তে পুরো বাসের যাত্রী দুই দলে ভাগ হয়ে গেলেন। আমার বক্তব্য সমর্থনকারী “ঐ” দল আর অসমর্থনকারী “উহু” দল বিপুল উৎসাহে তর্কে বিতর্কে মেতে উঠলেন। পুরো বাসে চুপ শুধু দুই জন … এ্যাডাম টিজিং শোধ করে দিয়ে শান্ত আমি আর সিটের দিকে তাকিয়ে আমার নেমে যাওয়ার অপেক্ষায় থাকা আগুন মেয়েটি।
আমার আগেই সন্দ হইতো যে মেয়েরা আপনারে দেখলেও নিশ্চয়ই ক্যাল্কেলাইয়া হাসে! 😛
আমার কাহিনীতো আগেই কইছি!
আসেন বুখে আসেন ! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
চিরসুখী জন, ভ্রমে কি কখন, ব্যাথিত বেদন, বুঝিতে পারে ?
কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে, দংশেনি যারে।
(তুই-ই বুঝলি ... আয় বুখে আয় :hug: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আসলে সত্য কথা হইলো মেয়েরা শুধু 'গুনীজন'দের দেখলেই ক্যাল্কেলাইয়া , খিলখিলাইয়া হাসে। এইটা দোষের কিছু না।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আসলে সত্য কথা হইলো মেয়েরা শুধু ‘গুনীজন’দের দেখলেই ক্যাল্কেলাইয়া , খিলখিলাইয়া হাসে। এইটা দোষের কিছু না
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
বড়ই সত্য কথা 🙁 🙁
ঐ, বড়ই সইত্য কথা
:)) 😀
ট্যাগে কি খামাখা গুনীজন লাগাইছি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইলে তো দেখি আমিও গুণীজন... 😀
নারী হইল সত্যিই সর্পের ন্যায়।
পার্থক্য হইল,এই সর্পের ছোবল মানুষ শেধে শেধে খেতে চায়।
আগামীকল্য কৃষ্ণপূজায় সেই প্রকার সর্পের আনাগোনা শুরু হইবে,আমাদের আজিমপুরের ঢাকেশ্বরী এলাকা সর্পে সর্পে ভরে উঠিবে।
তাইফুর ভাইয়ের দাওয়াত রইলো। 😀 😀
নারীকে সর্প বলি ক্যামনে ?? এক নারী য্যামনে আষ্টেপৃষ্ঠে জড়ায়া আমার জীবন প্রায় গুছায়া নিয়া আসছে ... নারী কিন্তু নারী'ই ... :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অইটাও ভাবীর ছোবলের কারনেই 😀 😀
ভাবীকে সালাম যে তাইফুর ভাইয়ের মত মালরে লাইনে লয়া আইসে
ভাবীরে :salute: :salute:
পোলাপাইন ... আকারে প্রকারে খালি তালে থাকে কখন সিনিয়ররে মাল বলা যায় ... ধুর ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই ভাবীকে আমার :salute: দিয়েন। 🙂
পৌছাই দিলাম ... তোমারে অলাইকুম :salute: দিছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাবীকে সালাম যে তাইফুর ভাইয়ের মত মালরে লাইনে লয়া আইসে
ভাবীরে :salute: :salute:
ঐ 😀
পুরুষবিদ্বেষী নারী পাওয়া যায়, কিন্তু নারীবিদ্বেষী পুরুষ পাওয়া কঠিন, মোটামুটি অসম্ভব।
লেখা ভালো লেগেছে। আমার কাছে বাসে সীট দেয়ার ব্যাপারটিকে পুরোপুরি পুরুষতান্ত্রিক সহানুভূতির প্রকাশ বলে মনে হতো যদি মাঝখানের জায়গাতে আরাম করে দাঁড়ানোর জায়গা থাকতো। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের দাঁড়িয়ে থেকে অশ্লীল হাতের ছোঁয়া পেতে হয়, যেটা একটা ছেলেকে কখনই পোহাতে হয় না।
তবে এই হাসাহাসি পার্টি বড়ৈ খতরনাক্। খিলখিলে হাসিটা যে কত গায়ে জ্বালা ধরাইতে পারে...!
(সিরিকাস কমেনট কইরা ফেললাম মুনে হয়)
ওতেই চলবে ...
(তোর কমেন্টও ভাল লেগেছে)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কনক্লুশনে আসতে পারতেসিনা ~x( ~x(
কনক্লুশান হইলো---
"আমাগো বড় ভাই সকলেই হইলো নারীপ্রেমী... নারীপ্রীতি তাদের রন্ধ্রে রন্ধ্রে"
😀 😀
তাইফুর ভাই কিছু কইবো বইলা আমি এতক্ষণ চুপ থাকলাম। মাঝখান দিয়া দেখি ফয়সাল আইসা কি মি কইলো! 😮
আমরা নারীপ্রেমী হইলাম, এমুন জিনিশ, আর কেউ বুঝলৈ না নাকি? :guitar:
নারীপ্রেমী কিনা জানিনা ... তবে বিদ্বেষী নই ... 😀 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি নারীপ্রেমী। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামস ভাই,
সকলেই আমরা এই কথা জানি,
আপনি একজন নারীপ্রেমী,
তাইফুর মামাও এমনই ছিলেন
তাকে ঠিক করেছেন আমাদের মামী 😛
😀 😀 😀
আন্দালিব ভাই এইটা কি কইলেন????তাইলে আমি কি?
নারীদের সহিত কসাইসুলভ ব্যবহারে আমার সুখ্যাতি রয়েছে।
কিছুদিন আগে আমাদের ভার্সিটির এক বড় ভাইয়ের তাহার প্রেমিকার ছাড়াছাড়ি হয় হয় অবস্থা,আমি সেই প্রেমিকাকে এমন সব কথা,এমন সব ব্যাবহার করেছিলাম যে সেই প্রেমিকা বড় ভাইর কাছে এসে পারলে পায়ে ধইরা মাফ চায়। =))
ইদানিং মেয়েঘটিত গন্ডগোল হইলেই তাই আমাকে ভাড়া করে নিয়া যাওয়া হয়,যেসব কঠিন কঠিন কথা আমার মক্কেলরা মুখ ফুইটা কইতে সাহস পায় না,সেইগুলি আমারে দিয়া বলানো হয়। 😀 :grr:
নারীবিদ্বেষী মানে কিন্তু এই না যে নারীদের স্বভাবজাত প্রভাব তোমার উপরে পড়ে না। অর্থাৎ অনেকেই যেখানে নারীদের সামনে গুটিয়ে যায়, সেখানে তুমি বেশ সপ্রতিভ বা সৎ থাকো। মুখের উপরে সত্য শুনিয়ে দিতে পারো। এটাকে তো নারীবিদ্বেষ বলা যায় না।
মূলত যে পুরুষের মধ্যে নারীর ব্যাপারে পুরোপুরি বিতৃষ্ণা এবং নারীদের ব্যাপারে যে সম্পূর্ণ নিস্পৃহ তাকেই নারীবিদ্বেষী বলা যায়। অনেকে প্রথমটুকু হয় (বিদ্বেষ) কোন নারীর কাছ থেকে কষ্ট পেয়ে। তবু কিন্তু তার মাঝে নারী-আগ্রহ শেষ হয়ে যায় না। আর নারীর ব্যাপারে নিস্পৃহ তো দেবতারাই হতে পারেন নাই, আমরা তো কোন ছার!
ঐ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পল্লব, তোর কপালে দুঃখ আছে ... নারী বিবর্জিত পূরুষ হয়া আদতে ফয়দা নাই ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কথাডা ঠিকই কইছেন,তয় আমি কোন নারীর কাছ থেইকা কষ্ট পাওনের আগেই ভাগছি।এই কারনে মেয়েদের সাথে কুত্তার মত ব্যবহার কইরা কেন জানি খুবই মজা পাই।
এইডা মানি...তয় দোয়া করেন.........দুঃখ যেন না পাই।উল্টা দুঃখ যেন দিয়া আস্তে পারি,আমার খবিশ স্বভাবের ব্যভারের মাধ্যমে।
ওই তোর ফুন নাম্বারডা শিজ্ঞির্দে 🙁 🙁
আমারটা??? 😛 আপনেরে ফেসবুক মেলে পাঠায়া দিতাসি।
😀 😀 😀
মাস্ফ্যু ভাই,
ওর কাছে কি কিছু শিখবেন?
ওসব শিক্ষা আপনাকে দিয়ে হবেনা গো দাদা...
আপনাকে শেখাতে পারবেন শুধুমাত্র আকাশদা 😛
:duel: :duel: :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আপনাকে শেখাতে পারবেন শুধুমাত্র আকাশদা
সন্দেহ নাই...তয় সব লাইনেই কমবেশি শিক্ষা লউন ভালা।আমারো আকাশবাবুরর কাছ থেইকা নেওন লাগবো...
ও ভুইলাই গেশি.........আকাশদা...জন্মাষ্টমীর শুভেচ্ছা লন।
তা যা বলেচিস,উনি তো আবার তাপস পাল আর রানী বৌদির কাচ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেচেন-দাদাগিরি ফলাতে উনার জুড়ি নেই!
:)) :)) :))
চ্যারিটি বিগিনস এট হোম
আমারে দেখে কেউ কেন হাসে না......???? ~x( x-( 😡 x-( ~x(
হাস্না রে জিগা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দেখিনু সেদিন রেলে,
ছেলে বলে এক মেয়ে তাইফুর ভাইরে ঠেলে দিল নিচে ফেলে
চোখ ফেটে এল জল..
জগৎ জুড়িয়া এমন করে কি মার খাবে দুর্বল??
:no: :no: :no:
লেখা পুরা মারদাংগা....হাজার হোক,জওয়ান ছেলের লেখা বলে কথা... 😀 😀 😀 😀 😀
যে দধিচী দের দুধ দিয়া ওই দধি ও ক্ষীর মিলে
সে দধি খাইয়া বণ্য মিয়া পরিল খাটের তলে ...
বণ্য ফিরিয়া চলে
চলিতে চলিতে বলে
চল চল চল
ফুয়াদ মিয়া বস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮
চল চল চল
তাফুর্ভাই বস(এন) :awesome:
বন্য আর তাইফুরের কবির লড়াই দারুণ লাগলো!
লেখা সেই সেইরকম ঝাল হইছে......... :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
বড় মরিচে বেশি ঝাল থাকে কারণ যত বড় মরিচ তত বেশি বি* .... ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;;; ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তুই বড় মরিচ এইটা আগেই কইছিলি ... কেন কইছিলি এখন বুঝলাম।
ছিঃ এই ভাবে কেউ জন্সম্মুখে নিজের বি*'র সংখ্যা ফাস করে। দুইয়ের অধিক কিন্তু অসুস্থতা ... খিয়াল রাখিও
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দুইয়ের অধিক রে কয় এক্সট্রা ব*স,তাইনা মামা? :shy:
বস্......একদম পাংখা লেখা হইছে! :boss: :boss:
আপনাদের কোলেই খালি মেয়েরা আইসা পড়ে......আমাদের কপালে কিচ্ছু নাই! :no: :no:
কপালে আইসা পরলে হইব ??
পরতে হইব কোলে। 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তানভীর ভাই,বাসে কোলে বসা নিয়া একটা চ্রম জুক্স কলেজে প্রচলিত ছিল-এইখানে কওন যাইবনা,নেক্সট জিটুজিতে মনে করায় দিয়েন :shy:
বাদাম জোক্স?????
সত্য কথা লিখছেন দেইক্ষা তাইফুর ভাইয়ের নামে একটা ...
থ্রি চিয়ার্স ফর তাইফুর ভাই
হিপ হিপ হুররে...
হিপ হিপ.........
হিপ হিপ.........
😀
কিরে মাহমুদ, খালি হিপ হিপ করিস কেন? ঘটনা কি? 😮 :-/
যার যেইখানে সমস্যা ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হিপ হিপ করছে!!!!!!!!! :no:
ছেলে তো রাজশাহীর!!!!
পাবনা না হউয়ার পরেও এই হাল কেন? 😐
মনে হয় পাবনার ছেলেপেলের সাথে আনাগোনা বেশি
আরে শালা...
আমি কইছি হিপ হিপ...
তোরা সমস্বরে চিল্লায়া উঠবি--- হুররে সেই আশায় 😕 😕 😕 😕
নেক্সট টাইম হিপ হিপ টা বাংলাতে কইস
তাইফুর ভাইয়া লেখা সেরম হইসে। :grr:
অফটপিকঃ আপনার এই লেখা দিয়ে মির্জাপুর ৩০০ পুর্ণ করলো। 🙂
এইটাতো খিয়াল করি নাই ... তুমি তো দেখি চরম ভাবে সিসিবি মনিটর কর। সাবাস।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইয়া, খেয়াল রাখতে হয়।
ইদানিং আবার প্রিন্সিপাল স্যার, প্রমোশন দিসে। 😀
হা হা হাঃ.........তাইফুর ভাই।আপ্নের লেখা পইড়া আমারও ৪ বছর আগের ইতিহাস মনে পরছে।আমি তখন জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে গেছিলাম।চান্স পাওনের পর :just: ভর্তি হউনের লাইগা আমারে কয়দিন পর পরই অইখানে যাইতে হইতো।বিশাল পথ পাড়ি দেওনের সময় পাবলিক বাসে একের পর এক ললনার আবির্ভাব হইতো।সামনে এসে দাঁড়িয়ে থাকতে দেখলে সিট ছেড়ে দিতাম......তারপর সিটে বসে সেইসব নারীদের সে কি খুশি!!!!!!!
তার কিছুদিন পরে আমি,তুহিন,হাসান একলগে বাসে উঠছি......এমন সময় বাসে ৩ ভার্সিটির ললনা উঠল।উঠে আমাদের ৩ সিটের সামনে দাঁড়িইয়ে রইল।হাসান আমার কানে কানে বলে,এই জাহাঙ্গীরনগরের মাইয়াগুলি ইচ্ছা কইরা চ্যাংড়া পোলাপানের সামনে দাঁড়ায়া থাকে যাতে পোলাপান সিট দিয়া দেই।
এই কথা শুনার পর যখন আমি কইলাম যে আমিও দিসি...তখন আমারে লয়া হাসান আর তুহিন সে কি হাসাহাসি!!!
এর পর থেইকা বাসে বসলে যতই নারী দাঁড়াক,যতই হলিউড/বলিউড সুন্দরী হোক্ ্্র টাইম দেই না।এমন কি সিট পাওনের আশায় সাইধা সাইধা কথাও কয়।একবার উইনার দিয়ে বাসায় যাবার সময় ব্র্যাক ভার্সিটির সামনে থেকে এক মেয়ে উঠেই আমার সিটের সামনে এসে জিজ্ঞেস করছিল,ভাইয়া আপনি কতদুর যাবেন?আমি জবাব দিয়েছিলাম,বাসের ড্রাইভার যেখান পর্যন্ত নিয়া যায়।উল্লেখ্য,উইনার এর শেষ স্ট্যান্ড আমাদের বাসার এখানে। 🙂
বাসের ড্রাইভার যেখান পর্যন্ত নিয়া যায়
:thumbup: :thumbup: :thumbup:
একবার বনানী থেকে একুশে তে কইরা মালিবাগ যাইতেছিলাম। কলেজ থেকে বের হওয়ার পর পর... তখন খুব ভালো পোলা আছিলাম প্রমিজ। মহাখালীতে ইস্ট ওয়েস্ট, ব্র্যাক এর ওই স্টপেজ থেকে কয়েকটা মেয়ে উঠলো... অনেক ভীড়, তপ্ত আবহাওয়া... আমি আমার পাশের এক ললনাকে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে "আপনি বসেন" বলে ওঠার উপক্রম করতেই তিনি বললেন, "আমি দাঁড়িয়েই যেতে পারবো"......
এইবার আমার স্তম্ভিত হবার পালা। আমার আশেপাশে বেশ হাসির শব্দ পেলাম, লজ্জায় আমি অর্ধেক হয়ে যাচ্ছিলাম। আমাকে বেকুব বানানো সেই সুন্দরী অন্যদিকে তাকিয়ে না দেখার ভঙ্গি করছিলেন-- সম্ভবত রিএ্যাকশন...
আমার পাশে বসা ভদ্রলোক দাঁত কেলিয়ে কিছুক্ষণ হাসার পর বললেন, "এরা স্মার্ট মেয়ে, জায়গা দেয়ার আগে ভেবে দেখবেন"......
x-( x-( x-(
এখন আমি ভেবে দেখি... আর যাই হোক, সেইসব সুন্দরী ললনাদের জায়গা দিয়ে বেকুব হবার মত নীতিবান হইবার কোন ইচ্ছা আর কাজ করেনা 😕 😕
🙁 😕 :no: 😮 :-/
চ্যারিটি বিগিনস এট হোম
তাইফ,
তোর লেখা আমি ভালা পাই রে।
আর ৩০০ পূর্ণ হওয়ায় চিয়ার্স।
:clap:
সৈয়দ সাফী
বি-শা-ল কমপ্লিমেন্ট বস ... বি-শা-ল
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিতারে বা, আমারে দেইখা কোন মাইয়া তো হাসলো না। আমিই বরং মাইয়াদের দেখে হাসি(কিন্তু তাতে কোনও কাজ হয় না 🙁 )
২৯০ কেইস ... ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শার্লী......হাসার সময় ঠোট কামরায়া ধইরা হাসবি।দেখবি অন্য কিছুও মিলতে পারে...।এক্কেরে ছক্কা!!!!!!!!
যারা তোমারে টিজ করছিল, ওইগুলারে করসফায়ারে নেওন যায় না? :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস,
এ,বি,সি রেডিও যদি কথা দেয় আমার পক্ষে মিডিয়া সাপোর্ট দিব ... তাইলে আমি রাজী :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মিডিয়া তো দুই নৌকায় পা রাখবো!! করসফায়ারে আপত্তি নাই, আবার নারী নির্যাতনের বিরুদ্ধে আপসহীন.......... B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইলে থাইক ... ওরাও বাচুক ... আমিও বাচি
মিডিয়াও বাচুক
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দলবদ্ধ বালিকাদের এই হঠাত 'হি হি খিল খিল' বড় ভয়ংকর জিনিস রে ভাই! তিয়েনানমেন স্কোয়ারের ট্যাংকের সামনেও পড়তে রাজী আছি, এর সামনে না।
ন্যাড়া তাইলে বস একবারই ব্যালতলায় যায় ... :grr:
কি কন বস ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
B-)
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
তাইলে ইডেন কলেজের সামনে দিয়া ভুলেও যাইয়েন না ভাই
এখন কি আর সে বয়স আছে! :dreamy:
আরে ভাই...কিসের বয়স????বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ছে না???জোরও কি কইমা গেছে নাকি?
আরে রায়হান ভাই যে!আপনের "গুজবের ময়নাতদন্ত" এই সেইদিন আবার পড়লাম 🙂
:teacup:
পরের পর্বগুলা আর লেখারই সময় পাচ্ছি না ভাই, থিসিস নিয়ে জান শেষ :bash:
বিশেষ করে তদন্ত রিপোর্টগুলো যে কিভাবে কি হলো কিছুই তো বুঝলাম না!
এখন তো বাকি সব কিছুর মত এই ইস্যুটাও ঝিমিয়ে গেছে।হায় রে বাংলাদেশ! যা-ই হউক না কেন,আপনি প্লিজ আপনার এই সিরিজ টা থামাবেন না।অত্যন্ত মূল্যবান একটা দলিল হিসেবে এক সময় এটা বিবেচিত হবে বলেই আমার ধারণা।আপনার মত কোন গবেষক যদি এইটার উপরে একটা থিসিস করত তাহলে খুব ভাল হত-সম্ভব হলে আপনি নিজেই যদি করতেন তাহলে তো আউট অফ দা ওয়ার্ল্ড!
তাইফুর্ভাই আপনার লেখা আমি বড় ভালা পাই :boss: :boss:
আপনে বস :salute:
আপনে একটা মা* 😛 😛
রেজ1 নাকি ??
কেমন আছিস ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখা খুব ভালো লাগলো তাইফুর।
:clap: :clap:
আমার প্রিয় কবি তালিকার প্রথম সারির নূপুর ভাই ...
উৎসাহ দিলেন বইলা ধণ্যবাদ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার মামায় লেখা দিছে এই আনন্দে ফ্রন্ট্রোল দে জুনিয়র পোলাপাইন... x-(
মাস্ফ্যু ... আমার ওই বানানের ভাগিনা ...
বুখে আয় ... বুখে আয় ... :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অই বানানের ভাগিনাতো বুকে আনানো যায় না 😛 😛
অন্য খান দিয়া লউন লাগে। 😛 😛 :grr: :hug:
আহসানরে এক মাসের জন্য ব্যান করা হইল x-( x-( :duel: :duel: :gulli2: :gulli2: :chup: :chup:
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি
:gulli2: :gulli2: :duel: :chup: ~x(
~x( ~x( ~x( :bash: :bash: :bash: :(( :(( :(( x-( x-( x-(
ভাই,
আপনে সেকালের কলেজ প্রিফেক্ট। লম্বা চওড়া গুণবান মানুষ...
এইরকম বড় ভাইয়ের কমান্ড দেখেও রেজওয়ান, রকিব, শার্লী, জাহিদ, বন্যরা আমলেই নিলনা দেখে আমি হতভম্ব...
ভাই আমি দিতাছি ফ্রন্ট্রোল :frontroll: :frontroll: :frontroll:
ভাই, রকিব পোলাডা ভালো না... আমি ওর চাইতে অনেক ভদ্র 😛 😉 😉
যাই আমি বনবাসে যাই-দুইন্না থিকা সিনিয়রিটি জুনিয়রিটি উইঠা গেছে।আর মাহমুইদ্যা,যা বাা আমার নামে ক্যান্টিন থিকা দুইটে কোক খায়ে নিস,ভুলিসনানে যাহি আবার!
ভাই,
ক্যান্টিনে কইলো আপনে নাকি অনেক টাকা বাকি থুইছেন, হ্যারা আর বাকি দিতাম পারবো না 😕 😕
আমার কোক খাওনের কী হইবো ?? 🙁 🙁
তোর বাসায় লাঞ্চ করতে আইতাছি, ভাবীর লগে ইম্পর্টেন্ট কিছু আলোচনা আছে 😉
লেখা নিয়া কিছু কমুনা, যদিও :hatsoff: :thumbup: তারপরেও কই ফাকি বাজি থেইকা বাইরহ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে কাইয়ূম ভাই নাকি? ;))
আরে, আপনাকে চেনা চেনা লাগতেছে, কই জানি দেখলাম B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কে কারে ফাঁকিবাজ কয়? দুইন্না থেইকা ইন্সাফ চইলা গেছেগা। ;;;
গ্যাছেগানি? হ তাইতো, গ্যাছেইগাতো :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
গাছ না কি জানি কৈলেন?আমি তো এইখানে আছি ই আবার কুই খুঁজেন? 😮
বিসমিল্লাহ :duel: :duel:
কাইয়ুম, বাসায় আয় লাঞ্চ কর ...
কস তো বউরে কই তোর জইন্যে অন্য কয়েকজন সুশীলা'কে দাওয়াত দিতে ...
রথ দেখা, কলা বেচা 😡
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তোরে বিশ্বাস নাই, পরে দেখা যাবে রথ সিইং আর কলা বেচিং এর পর কলা ইটিং এর কোন সিস্টেম রাখোসনাই 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =))
:gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) :gulti:
😛 😛 😛
আমিও কলা খাপো :(( :((
জব্বর হইছে :clap: :awesome: :guitar:
তোমার ডিসপ্লেটাও জব্বর হইছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
থেঙ্কু 😀
হ ভাই, ঠিক কথা, ডিসপ্লেটা সিরাম হইছে 😕
তাইফুর ভাই, তেনাদের ঘরে কি বাপ ভাই নাই??
অফটপিকঃ বাপ ভাই আছে, কিন্তু মুনে হয় :just: ফ্রেন্ড নাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অফটপিকঃ সারাদিন কই ছিলি ছোট ভাইয়া? x-(
সারাদিন এট্টু বাইরে, আর বাকিটা সময় ঘরে শুয়ে ঘুমাচ্ছিলাম। গত কয়দিনের ঘুম পুষিয়ে নিয়েছি :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সাবধানে থাকিস। 🙂
দিহান কি রকিব'রে হুমকি দিলা নিকি ??
নাকি সাবধানে থাকিস ভাই টাইপ দোয়া দিলা ...
বাংলা'র এই এক জাদু
এক্সপ্রেশন চেঞ্জ কইরা একই বাক্য দিয়া অনেক রকম কিছু বুঝান যায়
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঝান্তাম্নাতো ;;) ;;)
ঝান্তাম্নাতো
ঐ
;)) ;))
একই বাক্য দিয়া অনেক রকম কিছু বুঝান যায়
তাইফুর ভাইয়া, বুঝিয়ে বলার জন্য ধইন্যপাতা। 😛
লেট হয়ে গেল দেখি । এখানে তো আমিও হাসি ললনারাও হাসে । হাসাহাসি চলতেই থাকে :dreamy:
বস লেখা চ্রম হইছে ।
হাসবোই তো...আপ্নের চেহারায় বাড়তি সৌন্দর্য আছে না????বিদেশে থাইকা থাইকা তো আর ফর্সা হইতাসেন!!!! :grr: :grr:
:duel:
:bash:
আহ পুরা পুস্ট টাই নারীময় 😡 😡 😡 😡 মন্টা উদাস হয়া গেল রে... ওই রকিব এক কাপ লেবু চা দে তো...
চা এইখানে নাই, দোকানে গিয়া খাইয়া আসো, আচ্ছা থাক দোকানেও যেতে হবেনা। পরীক্ষা না সামনে যাও সুবোধ ছেলের মত পড়তে বসো। আচ্ছা চা'টা খেয়ে তারপর যেও, :teacup:
জামাইরে এত্ত নরম ভাবে বইলা লাভ হবেনা, পরীক্ষার আগের দিন সে কমেন্ট কইরা ফার্স্ট হইতে আইছে x-( x-(
বেলাডি জামাই, এখনি সিসিবি থেকে লগ আউট করে বিসিএস গাইডের সাথে গিয়ে লং আপ হয়ে পড়তে থাক, কুইক 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
:grr: :grr: :grr:
এই জাহাঙ্গীরনগরের মাইয়াগুলি ইচ্ছা কইরা চ্যাংড়া পোলাপানের সামনে দাঁড়ায়া থাকে যাতে পোলাপান সিট দিয়া দেই।
এই কথা শুনার পর যখন আমি কইলাম যে আমিও দিসি…তখন আমারে লয়া হাসান আর তুহিন সে কি হাসাহাসি!!!
:khekz: :khekz: =))
“এরা স্মার্ট মেয়ে, জায়গা দেয়ার আগে ভেবে দেখবেন”…… =(( =(( :bash:
তাইলে ইডেন কলেজের সামনে দিয়া ভুলেও যাইয়েন না ভাই :no: :no: :khekz:
তাইফুর ভাই ... :boss: :boss: :boss:
বস আপনে একটা মা* 😀 :salute: :salute:
:frontroll: :frontroll: :frontroll:
মাস্ফ্যু ভাই আমি কিন্তু দিছি... 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
তাইলে ইডেন কলেজের সামনে দিয়া ভুলেও যাইয়েন না ভাই কস কি রে আশহাব, কালকে তো আমার ঐখানেই সিট পড়ছে পরীক্ষার 😮 😮 😮
তাইলে ইডেন কলেজের সামনে দিয়া ভুলেও যাইয়েন না ভাই
কই তো আমি......আমাদের এদিকের পোলাপানের ভাষায় অইটা হইল মরা মুরগির কারখানা।
তাইফুর ভাই, অসাধারণ লিখছেন। 🙂
ক্যাডা?? রাহাত নাকি??
:grr: :grr: :grr:
হ আমি, তাইফুর ভাইয়ের বাসের ভিতরের action আমি পুরা সমর্থন করি। যথার্থ কাজ করেছেন তাইফুর ভাই...তয় বাদাম জোকটার কথা মনে পইরা হাসি পাইতাছে... =))
🙁 :shy: আমার অভিজ্ঞতাঃ 🙁 :shy:
১। একসময় আজিমপুর কলোনির ৭২ নং বিল্ডিং-এ থাকতাম ... ঠিক হোম ইকোনোমিক্স কলেজের সামনে ... আসতে-যেতে সবসময় uneasy লাগত।
২। টানা তিন বছ্রর ইডেন কলেজে part-time-faculty হিসাবে ক্লাশ নিতাম ... main gate দিয়ে ঢুকে লম্বা corridor ... যত তাড়াতাড়ি পারা যায় ... লম্বা-লম্বা step নিয়ে হাঁটা দিতাম।
চ্যারিটি বিগিনস এট হোম
মজা পাইলাম খুবই। 😀 😀
তয় তাইফুর মামা(দিহান ভাবীর মামা তো আমার ও মামা), শোধ নিয়া মনের জ্বালা তো মিটাইছেন,এখন থেকে সিট ছাড়বেন তো?