ঝিনাইদা’র পুলাপাইন গুলা যা সব শক্ত শক্ত কোবতে লেখে। পড়তে গিয়ে কতদিন চশমা ভেঙ্গেছি, অনুবাদ করতে গিয়ে ভেঙ্গেছি দাঁত, তার ইয়ত্তা নাই। আজকে সৌমিত্র মশাইয়ের প্যালিন্ড্রোম পড়ে পুরাই গেছি … প্রতিটি চরণ উল্টোদিক থেকে পড়লেও নাকি একই শোনায়। লেখা তো দুরের কথা, এই ধরনের আইডিয়া মাথায় আসার জন্য যতটুকু মাল মাথায় থাকা দরকার ততটুকু মালও নাই আমার। সৌমিত্র কে অভিনন্দন।
ম্যালা আগে আন্দা’র কোবতে অনুবাদ করে গাইড বই প্রকাশ করে বেশ টুপাইস কামাইছিলাম। সৌমিত্র যখন বলল “পাঠক আশাকরি নিজ মেধা ব্যবহার করে কোনো না কোনো অর্থ দাঁড় করিয়ে ফেলবেন, সেটাই ভরসা” … তো সৌমিত্র কে ভরসা না দিয়া পারলাম না …
রাধা নাচে অচেনা ধারা
রাজণ্যগণ তরঙ্গরত, নগণ্য জরা
কীলক-সঙ্গ নয়নঙ্গ সকল কী?
কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী।
অণূবাদঃ আজিকার রাজ্য সভায় রাধা, কত্থক, ভারত্নাট্যম, কথাকলি, মহীনিণাট্যম, মণিপূরী, ঊড়িষ্যি, মুজ্রা, সালসা, ট্যাংগো, টুইষ্ট, চা চা, হিপহপ, সুইং, ডিস্কো, ব্যালে এবং রাধার সর্বকালের ফেভারিট বেলি ড্যান্সিং সব বাদ রাখিয়া এমন এক নতুন ধারা’র নৃ্ত্য শুরু করিল যাহা রাজন্যগণ কাহারোরই common পরিল না। তথাপিও রাজন্যগণ রাধার উন্মত্ত নৃ্ত্যের তালে তালে নিজ নিজ অংগে ঢেউ তুলিয়া আমোদ করিতে লাগিলেন। এর মধ্যে জরা রোগ গ্রস্থ এক সভাসদ, যিনি কিনা তাহার জরা রোগের কারনে নৃ্ত্যানুষ্ঠান সমূহে নগন্য ভূমিকা লইতেন, তিনিও নতুন এই নৃ্ত্যের তালে মত্ত হইলেন। রাজ্যসভা যখন এমনই উন্মত্ত, ঠিক সেই সময়ে রাধা কীলক সংগে লইয়া মঞ্চে উঠিয়া কীলক-ড্যান্সিং শুরু করিলেন এবং সকলেই তাহা কি এক বিস্ময় লইয়া নয়ন মেলিয়া উপভোগ করিতে লাগিলেন। এই দিকে ৫ নম্বর সিরিয়ালে থাকা নর্তকী তখন চিন্তায় মগ্ন … রাধা প্রথম সিরিয়ালে মঞ্চে আসিয়া আসর মাতাইয়া যেই উন্মত্ততা ছড়াইলেন তাতে পঞ্চম সিরিয়ালে ষ্টেজে উঠিয়া তাহার নৃ্ত্যের বদলে কীর্তন গাওয়া শ্রেয় ভাবিয়া তিনি সৌমিত্র মশাই রচিত “কীর্তন মঞ্চ” গ্রন্থ রিভিশান দিতে লাগিলেন।
:)) :)) :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহ্ ... আকাশ,
ক্যামন আছিস ?? ফার্ষ্ট হয়াও দেখি চিক্কুর দিলি না ...
ঘটনা কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস আছি কোন রকমের...
সবই সিনিয়রের শিক্ষা... 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অ... চো... ট্রেইনিং এ তুই ফার্ষ্ট ...
একদিন আইসা সার্টিফিকেট লয়া যাইস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া আমার সার্টিফিকেট পাওনা আছে। আমিও বড়দের দেখে শিখছি। 🙂
তোমারে সার্টিফিকেট দেয়া যাবে কিনা ...... :-/
ভাবতেছি ...
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস ...
পরীক্ষা প্রস্তুতি'র কঠিন সময়ের মধ্যেও লগ ইন কইরা লেখা পড়ছেন এবং উৎসাহ মূলক ইমো দিছেন ... এতেই আমি ধণ্য।
(লেখার মৌলিক আইডিয়ার খরা চলতেছে আমার। অন্যদের লেখা অনূবাদ কইরা খাইতে হইব বইলাই মনে হইতেছে বস।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:-B
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম, খালি ইমটি'র উপর আছেন দেখি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:boss: :boss: :boss:
এই লেখকের নোটবই আগে পাইলে আমার stand করা কেউ আটকাইতে পারতো না।
আগে মানে কত আগে ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
২০০২ সালে পাইলেও চলতো......... কি মিসটা না করলাম...।।
~x( ~x( ~x( ~x( ~x(
তাইফুর ভাই যারতার কবিতার ব্যাখ্যা দেয় না, যেগুলা অন্ততপক্ষে ৬০% লোক বুঝে না সেইগুলার দিকে নজর দেয় শুধু। যেখানে সেখানে মেধা খরচ কইরা তো সমস্যা
কামরুলতপু ... ;;) ;;) ;;)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori:
তাইফুর ভাই আর্মিগিরি বাদ দিয়া পাঞ্জেরী পাবলিকেশন্স সহ দেশের স্বনামধণ্য গাইড প্রকাশনীগুলাতে সিভি ড্রপ করেন। :thumbup: ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ভাবছি নিজেই একটা প্রকাশনী খুলব ...
কি বলিস কাইউম ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুরু কইরা দে দোস্ত ... আছি তোর লগে ...
তুই তাইলে কোবতে ল্যাখ, আমি অণূবাদ করি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা, আর কতদিন ফাকিবাজি করবি 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
কেডা কাইয়ুম ভাই নাকি? ;)) ;)) ;))
কাইউম ...
ঝাঝরি বলে সুই কে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্যাডা? তাইফুর নিকি? B-) B-) B-)
সারাদিন যেমনে সিসিবিতে লগ-ইন দেখি তাতে তো শৃঙ্খলা বইল্যা কিচ্ছু থাকলো না!! ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মোবাইল টেকনলজি বস।
আসামী দৌড়ানোর স্থান হইতেও লগানো যায় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:gulli2: :gulli2: :gulli2: করস ফায়ার............ ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছিঃ দাদা ... 😕
ওটা কে "এনকাউন্টার" বলে :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
;)) ;))
তাইফুর ভাই, আপনার লেখা 'তফসির' পড়ে বিমলানন্দ লাভ করলাম।
তর্জমা করতে গিয়েছিলুম, :-B
তাফসির হয়ে গেছে ... :no:
মাইন্ড করস নাই তো ?? ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মোটেই না মোটেই না :khekz:
=)) =))
ভাইয়া আপনি সিরাম পুরা। মাঝে অনেক কবিতা বুঝিনাই আপনার অভাবে। যদি একটু সেদিকে নজর দিতেন। উড়াধুরা হইছে পুরা। আপনার কমেন্ট পইড়াই বুঝছিলাম যে গাইড আরেক পর্ব আসতেছে। অপেক্ষায় ছিলাম।
মাঝে অনেকগুলা লেখা মিস হইয়া গ্যাছে, পড়ার টাইম করতে পারতেছি না। এখন সিসিবি'তে যেই হারে লেখা আসতেছে ... একদিন পরে আসলেই এতিম এতিম লাগে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঐ 🙁 🙁 🙁
বাহ বাহ, বড়ই সৌন্দর্য্য লাগিল.........।। :goragori: :goragori:
;))
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
~x( ~x(
তাইফুর্বাই কি দিলেন ভাই :boss: :boss: :boss: :boss:
:)) =)) :goragori: :khekz:
আপাতত গাইড বই দিলাম ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পুরা “এনকাউন্টার” লেখা হইছে। :khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লেখার মত আইডিয়া আর বিষয়বস্তুর খরা যাইতেছে ... আপাতত অন্যের লেখায় কলম ঘইষা যদি তাও বাজারে টিকে থাকা যায়।
O:-) :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :khekz: =))
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
কি হইল ?? গিড়্গিড়াস ক্যান ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :khekz: =))
Life is Mad.
ইমটি মারলেন ... তাও সাজিদের'ডা কপি পেষ্ট ...
:duel:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :goragori:
:just: :duel: :duel: :duel: :duel:
:bash: :bash: :bash:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা,মামাগো :(( :(( :((
কান্দস ক্যা ??
ফান্দে পরছস নিকি ??
(আয় বুখে আয় :hug: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বৃক্ষ বাবাজীর পরীক্ষা।
সেই সাথে :just: ফ্রেন্ডের্লগে ঝগ্রা কৈরা মাউস্ভাঙ্ছে :no:
:just: :duel: লেখা। পাঁচ তারা
এহসান ভাই, আগস্ট মাস তো চলে আসল... ট্রান্সফার নিয়ে আপনার পোস্টের অপেক্ষায় আছি...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এহসান ভাই ... নেক্সট লেখা কবে পামু ?? আমারো ৫ দাগাইতে মঞ্চায় ... 😐
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তোরে দিয়াই হইবো রে !
এম.সি.সি. আপ আপ আপ...
:thumbup:
সৈয়দ সাফী
বস, কবিতা লিখতে বস্লে ছড়া হয়া যায় ... :-B
বেশী সিরিকাস কিছু লিখতে পারি না ... :no:
তাই দুধের স্বাদ ঘোলে ।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাম্প্রদায়ীক মন্তব্য, তবুও সাপোর্ট না দিয়া পাল্লাম না ...
এমসিসি, এমসিসি, আপ, আপ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইখানে আপনার সাথে দ্বি-মত না করে পারলাম না!
তবে গ্রীন-গ্রীন আপ আপে সহমত জানাইছি। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাইয়ের মন্তব্যের সাথে শয়তানি হাসিসহ সহমত
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এমসিসি এমসিসি আপ আপ
গ্রীন গ্রীন আপ আপ :grr: :grr:
বন্ধুত্বের উষ্ণ হলুদ রঙ বাদ্দিয়া আজাইরা সবুজ নিয়া টানাটানি করায় তেব্র প্রতিবাদ জানাচ্ছি 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রতিবাদ করতে যেয়ে দেখি লালে লাল হয়ে গেলেন... হলুদ হইলে ভালো হইতো না :-/ ( ;)) :frontroll: ;)) )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ, প্রতিবাদ করতে গিয়া জন্ডিস বান্ধাই x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাইডি দেখি এক্কেরে লাল্টু হইয়া গেসেন। :-B :grr:
কাইউম,
হলুদ আবার উষ্ণ হইল কবেৎথিকা ??
যাষ্ট ইমাজিন ... শরীর কর্তৃক বর্জিত কোন কিছু উষ্ণ হইলে ক্যামন লাগবে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার্মোনের্কতাডা কৈআ দেলেন মোনু :grr:
বাহ! দারুন আইডিয়া তো! গাইডটার কথা মনে পড়ে গেল। আমি অবশ্য পাঞ্জেরী গাইডটা বেশি কিনতাম। ব্যাখ্যা দারুন হয়েছে ভাইয়া। 🙂
আমি অংকে দূর্বল হইলেও বাংলায় সবল ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উচ্চ নম্বরের সিঁড়ি আমি খুবভালা পাই 😀
(পাঁচ তারা সংযুক্ত করা হলো)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:goragori: :goragori:
ধণ্য হইলাম বস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি বাত্তি লাগাইলেন তাইফুর ভাই? ফিলিপ্স নাকি? এক্কেরে ফকফকা
এনার্জি বাল্ব, ট্রান্সটেক -এর যুগে কি ফিলিপ্স ফিলিপ্স করে পোলাপাইন ...
ও ব্যারিষ্টার সাব ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া আপনাকে পরথমে অনেক অনেক ধইন্যাপাতা, " ডাক " রোষ্ট খাইয়া লেখা জমা দিসেন সাথে সাথেই। :awesome: :awesome:
৫ তারা, ভাইয়া। ঈশ!!! আপনার লিখা গাইড বই পেলে কবিতাগুলো কত্ত সহজ হইয়া যাইতো। ;;;
ইয়ে ভাইয়া রোষ্ট খেতে কেমন হয়েছিলো? 😛
রোষ্ট খেতে অনেকটা রোষ্টে'র মত হইছিল ...
(১০০ কমেন্ট কইরা সেই যে ফুটলা ...
ব্যাক করলা কখন ?? 😀 )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জ্বি ভাইয়া ফুটিনিতো :no: , ফ্যামিলী টাইম এ ছিলাম। 😀
তাইফুর ভাই কত্তদিন পর একটা লেখা দিলেন। :hug:
উচ্চ নম্বরের সিড়ি দারুণ রক করে। 😀
তানভীর প্রতিদিন তোর একটা কইরা লেখা পড়ি ...
খুব ভাল লাগে ...
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর টিজ কইরেন না বস্!
লেখার মৌলিক আইডিয়ার খরা চলতেছে আমারও 🙁
আইডিয়ার খরা চললে আমাকে পলো কর ;;;
দুই একটা খরখরা “গাইড” নামায়া দে
মাছের তেলে মাছ … :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
চ্রম, চ্রম। অনেকদিন পর তাইফুর ভাইকে নিয়মিত দেখছি সিসিবিতে।
:teacup: :teacup: চলবে ভাইয়া?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চলবে না মানে ?? দৌড়াইবে ...
তুই আছিস ক্যামন ...
তোরে ফোন দিমু দিমু কইরা আর দেয়া হইল না ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপ্নে সিসিবিতে নিয়মিত না হইলে সিসিবি জমে নাকি???? 😡 😡 😡 😡
আরো গাইডবই ছাড়েন .এমনকি গাইডবইর গাইডবইও ছাড়তে পারেন.............আসল কথা হইল লেখা চাই নিয়মিত :guitar: :guitar: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোরে সিসিবি'তে নিয়মিত লেখালেখি করতে দেইখাই তো আবার উৎসাহ পাইলাম ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
;)) ;)) ;))
:thumbup: :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একদম ঠিক :thumbup:
আগে এইডা অনুবাদ করেন।
"চল চল চল,
তাইফুর্ভাই বস"
পাঁচ তারা।
ইস, কাইল্রাইতে লগাইলেই গাইড পাইয়া যাইতাম, আইজকার পরীক্ষায় বাঁশ খাওয়া লাগতো না :((
বড় ভাই'কে তুই তুকারি করা ঠিক না ... x-(
তাইফুর্ভাই বসেন হবে :grr: :grr:
তোর কোবতের অণূবাদ নিম্নরূপঃ
কবি তুহিন (যদিও কোবতেটা "বণ্য'র) চল চল চল বলে সবাইকে ডাক দেবার পর অণূবাদক তাইফুর সে ডাক শুনে যখন রওনা হলেন তখন কবি তাকে বসতে বললেন।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাইফুর তোমারে কৈ যাইতে হয় কামরুল? 😮 খবরদার যেখানে সেখানে যাইবা না!!
:gulti: :gulti: :gulti:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz:
:khekz: :goragori:
x-( 😡 x-( 😡 x-( 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইজানতো রাগে একদম লাল রঙ হয়ে গেছেন।
উঞ্চ হলুদ (কঃরাঃ কাইয়ূম ভাই) হলে ভালো হতোনা? 😕
অনুবাদকের কাব্যপ্রতিভায় মুগ্ধ হইয়া তাহাকে নিম্নোক্ত পদকে ভূষিত করা হইল।
খাড়াইয়া থাকতে কষ্ট হইবো বইলাই বসতে কইছিলাম। কি আর করা এখন পাঙ্গা খাই গিয়া। 🙁 :frontroll: :frontroll: :frontroll:
এত গুনের তাইফুর ভাইকে একটা মানপত্র দেয়া উচিত । তাইফুর ভাই একটা কলেজ নিয়ে একটা লেখা দেন । কলেজে তো আপনি বহুত রক করছেন ।