ভ্যালেন্টাইন দিনে একটা কবিতা দিয়ে মাইনাস খাইছি। যাউজ্ঞা। এইদিনকে সামনে রেখে আমার একটা প্রস্তাবনা আছে। সিসিবি আগে কেমন ছিল আমি জানিনা কিন্তু আমি আসার পরে যা দেখছি আমি বিমুগ্ধ। মনে হয় সবাই আমরা এক পাড়া বা মহল্লার বাসিন্দা। প্রতিদিন দেখা হয় কথা হয়। কিন্তু একটা বিষয়ের কমতি আমার চোখে পড়েছে যদি সবাই একমত হয় তাইলে বিষয়টি ভাল বই খারাপ হবেনা। সবার লিখা পোষ্ট পড়তে গিয়ে, মন্তব্য আর প্রতি মন্তব্যের বিষয় গুলি বিশ্লেষন করলে যে কেউ স্বীকার করবে আমারা একই পরিবারের সদস্য আর তা অস্বীকার করার উপায় নাই।
আমরা সবাইকে চিনি পোষ্ট আর মন্তব্য পড়ে। এখানে অনেকে ছদ্ম নাম ব্যাবহার করে আর প্রফাইল পিকচারটা দেয় অন্য কিছু। আমরা সবাই যদি নিজের আসল নামটা দিই আর নিজের আসল ছবিটা দিই তাহলে একে অপরকে চিনতে পারবো এবং তার ছবিটা মনের মধ্যে গেঁথে নিতে পারবো। এতে আমাদের দুরত্ব আরো কমে আসবে বলে আমার ধারনা। এখানে সবাই এক্স ক্যডেট তাই এখানে সিনিয়রিটি বা জুনিয়রিটি যেভাবে মেইন্টেইন করা হয় তা আর কোথাও হয় বলে আমার জানা নেই। তাই সবার সিনিয়র সানাউল্লাহ ভাইকে অনুরোধ করবো আপনি এটা শুরু করে সবাইকে বাই অর্ডার করতে বলুন। আমি এ ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী যে সবাই আমার প্রস্তাবনাকে স্বাগত জানাবে।
১ম 😀
নিজের সঠিক নামঃ মেহেদী হাসান সুমন (১৯৯৫-২০০১) 😀
আর ছবিঃ আপাতত এইটাই আমার আসল ছবি :))
সরি- মডু ভাইরা আমি আমার ছবি পাল্টানোর পরেও সঠিক ছবি আসছে না, আগের ছবি দেখাচ্ছে...
মেহেদি যদি কিছুতেই না পার, তাহলে ফটো ব্লগে তোমার ছবি দাও
আমার নাম ঠিকই আছে। ছবি বদলাইতে মন চায় না। 🙁
ক্যান ভাই, মেয়েদের চোখ লেগে যেতে পারে তাই? ঠিকাছে কাল একটা টিপ পরে নিও কারো নজরে লাগবেনা
:)) :)) :)) =)) =))
নাম তো ঠিকই আছে। আর ছবি তো কয়দিন পরপর পাল্টাই। নিজের নানা বয়সের ছবিও দিছি। ঘুইরা আবার আইবো, নজর রাইখ্যো। B-)
এক চেহারা প্রত্যেকদিন দেখি তো তাই সবসময় নিজের চেহারা দেখাইতে ভালো লাগেনা!! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া আপনার এই সবুজ সাইনবোর্ডটাতে কি লিখা আছে তাও পড়া যায় না। তয় আপনি শুরু করলে সবাইরে বাই অর্ডার করাইতে পারি
আমার সবুজ নোটিশ বোর্ডে লেখা আছে :
এটা আফ্রিকার কোনো এক দেশের বারের সামনে টানানো সাইনবোর্ড।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপ্নে আফ্রিকা গেছিলেন কবে আবার?
বস,
আমারটা এক্কেবারে খাঁটি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি জনস্বার্থেই নিজের ছবি দেই না...ব্লগের কোমলমতি ছোট-বড় সকল ভাই-বোনকে আমার ছবি দেখিয়ে ভয় দেবার মতন নিষ্ঠুর আমি নই... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনার ছবিতো আগে ছিল, আমি ভয় পাই নাই তো 😮 , কিসের কি?
Eitai amar pic. Out of bd, tai banglai likhte parlam na
রবিন, ফোনেটিক লেখা বাটনটা টিপে বা মাউস দিয়েও তুমি এখানে বাংলা লিখতে পার।
আর আমরা খুব ভয়ে সিটকা লেগে থাকি আর কি!!
আমার ক্লোজ-আপ ফেস ফটো, আমি মনে করি আমার-টা মডেল হওয়া ঊচিৎ।
বস্, দেশে থাকা মোটামুটি সবাইরে পাবেন এইখানে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
নাম তো বাপের দেয়া নামটাই রাখছি।
এমন সব নুরানী চেহারার ভীড়ে আমার মুখখানা কোথায় লুকাই ?
ইয়ে মানে মান্নান ভাই-ভাইজানের ছবিডা বড়ই সোন্দর আসছে।আমার এক (মেয়ে) কাজিন দেখে বলছে-এই কিউট ছবিটা কার :shy: :shy: :shy:
তাইলে আমারো একটা প্রায় কিউট ছবি দেয়া লাগে... 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy: :shy: :shy:
তোমার কাজিনের চোখে নিশ্চয়ই কোন সমস্যা আছে। হয়ত ভিটামিন সি এর তীব্র অভাবে ভুগছে। এতদিন চলে গেল এই শেষ বয়সে 'কিউট' শব্দটা শুনতে হলো । :(( :((
মাস্ফ্যুর কাজিনের চোখসহ :just: ব্যান চাই।
আমার নাম ও চেহারা সম্পুর্ন সঠিক আছে।
আমার নাম, চেহারা সবকিছুই ঠিক আছে ভাইয়া। 🙂
আমারও নাম এবং চেহারা সঠিক আছে 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আপনি কি সাদা ময়ুর? ময়ুরেরাও আজকাল এত ভাল লিখে? 😛 😛
(পালাও সিন্দাবাদ :frontroll: :frontroll: :frontroll: )
ভাই একটা ময়ুর যদি আপনি হন তবে অন্যটা কে 😉 । আপনিইতো বলছিলেন যে দুইটাই পুংলিঙ্গের ময়ুর। তাহলে ভাই আমরা কি ভেবে নেবো :no:
সিসিবিতে এসব ময়ূরাক্ষী কাজ চলবে না 😀
আমারটাও ঠিক আছে । 😀
আমার টাও ঠিক আছে.........
বড় ছবি দে বুঝা যায়না 😛
সিরাজ, এই মূর্তিগুলার মধ্যে তুই কোনটা? নিচু হইয়া আছে যে ঐটা নাকি? 😛 😛
স্যার নাম ঠিকানা ঠিক আছে।
আর ছবিটা বড় প্রিয়- তাই বদলাতে চাইনা আর।
তাই আগে ভাগেই কয়েকতা দিয়া লই :frontroll: :frontroll: :frontroll:
সৈয়দ সাফী