ক্যাডেট কলেজের দিনগুলো- (৪)

আমার ক্যাডেট জীবনে শিক্ষকদের পরিচিতি

আমি আমার আমার ক্যাডেট জীবনে যে সকল শিক্ষকদের পেয়েছি তাদের অবদান আমার কাছে অনেক গুরত্নপূর্ন এজন্য যে বাবা মা বাদে যা শিখেছি তার বেশিরভাগই শিক্ষকদের কাছ থেকে পাওয়া। আর আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিলো ক্যাডেট জীবন। যে সকল শিক্ষকদের সংস্পর্শে এসেছি তাদের নাম দিলাম। পরে তাদের ব্যাপারে লিখবো।

বাংলাঃ
ভিপি নজরুল ইসলাম (২য় ভিপি)
মৃত আবু বকর সিদ্দিক ( মডেল স্কুলের)
জনাব আব্দুল কুদ্দুস ( আরসিসি থেকে আগত)
জনাব সাইফুল ইসলাম (রবীন্দ্রনাথ বানান ভুল করলে খবর আছে)
জনাব নুরুল ইসলাম (খুবই সরল সোজা)
জনাব জয়েনুদ্দিন (কবি/সাহিত্যিক প্রকৃতির)
মিসেস ফি্রোজা
মিসেস হাসিনা ( জয়েনুদ্দিন সারের পত্নি)

ইংরেজীঃ
২য় প্রিন্সিপাল লেঃ কর্নেল জিয়াউদ্দিন ( সখ করে ক্লাশ নিতেন)
জনাব গোলাম মাহবুব ( পরে চাকুরি ছেড়ে ঢাকা সিটি কলেজে যোগদান করেছিলেন)
জনাব আনোয়ারুল হক (প্রথম নতুন শিক্ষক)
জনাব আহমেদ হাসান ( প্রথম নতুন শিক্ষক্ক, উনি মুলতো ইতিহসের কিন্তু আমদের ইংরেজী গ্রামার পড়াতেন)
জনাব মোস্তাফিজুর রহমান(সংস্কৃতিমানা)
জনাব নাজমুল বারি জামালি ( এক্স ক্যাডেট, মির্জাপুর, ৩য় ব্যাচ)
জনাব আশরাফুল আলম

অংকঃ
জনাব আমিনুল হক (ওমর ফারুক হাউসের প্রথম হাউস মাস্টার, মাটির মানুষ)
মৃত আজিজুল হক ( তিতুমির হাউসের প্রথম হাউস মাস্টার)
জনাব রুস্তম আলি ( আমদের বি সেকসনের ২য় ফর্ম মাস্টার, কান টানার ওস্তাদ)
জনাব শামছুল হক ( ঠক ঠক মার্কা হাইহিল পরে হাটতেন)
জনাব মোকাররম হোসেন ( চাকুরি ছেড়ে বেগম রোকেয়া কলেজে ঢুকেছিলেন)

পদার্থ বিজ্ঞানঃ
জনাব আবু তৈয়ব
জনাব মজিদ মণ্ডল ( উনার জন্য আমদের ব্যাচের দুইজন ক্যাডেট বাড়ি গেছেন)
জনাব জাহিদুল হক

রসায়নঃ
জনাব বেলাল হোসেন (প্রথম)
জনাব মোহাম্মদ আলি
জনাব শরিফউদ্দিন

প্রাণীবিজ্ঞানঃ
জনাব বদরুদ্দোজা ( প্রথম)
জনাব মাসুম আহমেদ

উদ্ভিদ বিদ্যাঃ
জনাব নুরুল হক ( প্রথম, গার্ডেনিং ভালবাসতেন )
মৃত প্রসন্ন কুমার পাল ( জ়েসিসি থেকে আগত)

ভূগোলঃ
জনাব আল ফারুক ( প্রথম মেসিং অফিসার)
জনাব দেলোয়ার হোসেন

ইতিহাসঃ
জনাব আহমেদ হোসেন ( আমদের ইংরেজী গ্রামার পড়াতেন, আমার আমার সবচেয়ে প্রিয় শিক্ষক)

পৌরণীতিঃ
জনাব রুহুল আমিন ( জাহাঙ্গির হাউসের প্রথম হাউস মাস্টার, আমার প্রথম ব্লগের নায়ক)

ইসলামিয়াতঃ
জনাব আব্দুল মান্নান ( আমদের প্রথম ফর্ম মাস্টার)

চারুকলা ঃ
জনাব সানাউল্লাহ ( মডেল স্কুলের শিক্ষক)
মৃত সুজা হায়দার ( জাহাঙ্গির হাউসের ২য় হাউস মাস্টার)

অন্যান্য শিক্ষক ( বিষয় মনে নাই)ঃ
জনাব ফজলুল করিম ( সাধারন জ্ঞান পড়াতেন)
আব্দুল লতিফ মাসুম ( বর্তমানে জাহাঙ্গিরনগর বিশসবিদ্যালয়ে আসেন)
জনাব দেলোয়ার হোসেন (ভেরী সিম্পল)
জনাব মোসলেম উদ্দিন মণ্ডল ( তিতুমির হাউসের ২য় হাউস মাস্টার)
জনাব তসলিমউদ্দিন ( সাধারন জ্ঞান পড়াতেন)
জনাব আমিরুল হক ( কেমন যেন!!!!!!!)

চলবে———

১৭ টি মন্তব্য : “ক্যাডেট কলেজের দিনগুলো- (৪)”

  1. কামরুলতপু (৯৬-০২)

    এর মধ্যে শরীফউদ্দীন স্যার, শামসুল হক স্যারকে আমরাও পেয়েছিলাম। শরীফ স্যার চড় মারার জন্য বিখ্যাত ছিলেন আর শামসুল হক স্যার বয়স বেশি হওয়ায় বিভিন্ন রকম কারণে বিখ্যাত ছিলেন আমাদের কলেজে।

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    এত ডিটেইলস'এ ক্যাম্নে মনে রাখলেন ?? নামের পাশের কমেন্ট গুলায় মজা পাইলাম ...

    জনাব মজিদ মণ্ডল ( উনার জন্য আমদের ব্যাচের দুইজন ক্যাডেট বাড়ি গেছেন)

    আমার কাহিণি পুরা উলটা। উনার জন্য আমি ৮ এ বাড়ি যাইতে পারি নাই।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. আব্দুল কুদ্দুস(বাংলা) স্যারকে আমরা আমাদের প্রিন্সিপাল হিসেবে পেয়েছিলাম। শামছুল হক স্যার কি ঘাড় বাঁকা করে হাঠতেন যে স্যারটা উনি নাকি ভাই? তাহলে ওনাকে আমাদের খালিদ হাউসের হাউস মাস্টার হিসেবে পেয়েছিলাম। পি. কে. পাল স্যারকে আমরা পেয়েছিলাম আমাদের ভিপি হিসেবে। উনি মারা গেছেন।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।