কইছিলা, বেলা ডুবনের সময় আমারে দেখা দিবা,
রাঙ্গা নদীর পাড়ে, কলসী নিয়া ছিলাম আমি সেদিন।
তোমার নায়ের আশায়;
তারপরের দিন, তারও পরের দিন।
তুমি আসো নাই।
সকলে কইলো,
সরকার পাড়ার শিবু আর কাশেমের লগে তুমি গয়নার নায়ে উঠছো।
তার কয়,
দূরগাঁয়ে নাকি কারা আসে।
খুব রাইতে;
সাদা ফর্সা চেহারা, কুত্তার মত চোখ, শিয়ালের মত নখ;
সকালে কই জানি মিলায়া যায়।
রক্তে ভরা, আধ-খাওয়া, ছেঁড়া-খোঁড়া মানুষ নাকি পইরা থাকে।
সেবছর গাঁয়ে অনেক শিয়াল আইছিলো, তোমার মনে আছে??
তুমি আর শিবু মিলা সেগুলারে গাঁ-ছাড়া করছিলা।
এবারও পারবা তুমি, আমি জানি।
কবে আইবা তুমি??
শিবু আর কাশেম ফির্যা আইছে সেদিন।
সকলে কয়,
শেয়াল আর কুত্তাগুলারে তোমরা তাড়ায়া দিছো।
কাশেমের একটা পা নাকি কুত্তায় ছিঁড়া নিয়া গেছে।
আমি দেখতে গেছিলাম।
তোমার কথা জিগাইছি।
সে কইছে, তুমি আইবা।
কবে আইবা তুমি??
আমিও জানি, তুমি আইবা একদিন।
নাওয়ে চইড়া, নদীর পাড়ে।
খালি মাঝে মইধ্যে স্বপনে কী জানি দেহি।
তুমি নাওয়ে দাঁড় বাও, রাঙ্গা নদীতে।
নাও আগায় না, নদীর পানিতে খালি লাশ আর লাশ;
পঁচা-গলা, পোড়া, মাছের খাওন।
তোমার নাও আইটকা থাকে;
লাশের উপর দিয়া দৌড়াইয়া আসে কুত্তা, শিয়াল।
আমি তোমারে ধরতে যাই,
হাত পিছলায়া যায় কার জানি রক্তে।
কাঁনতে কাঁনতে ঘুম ভাইঙ্গা যায় আমার।
আচ্ছা, কবে আইবা তুমি??
:boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আচ্ছা, কবে আইবা তুমি??
অসাধারণ!
😀
ধন্যবাদ আপা।
আপনার কমেন্ট পেলেই অনেক ভাল লাগে
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
দারুন ... :thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ধন্যবাদ ভাই। 😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
স্পেস কমাইয়া দেও।
বেশি ছাড়া ছাড়া লাগতেছে।
পরাণের গহীন ভিতর এর টেষ্ট পাইলাম
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
স্পেস কমাতে পারতেছি না ভাই। :dreamy: কমালে এক লাইনের সাথে আরেক লাইন মিলিয়ে যাচ্ছে। :brick:
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
"পরানের গহীন ভিতর" এর সাথে সবাই মিল খুঁজে পাচ্ছেন। আমি কবিতাটি একবারই পড়েছিলাম। অনেক আগে। মারাত্মক সুন্দর কবিতা। আবার পড়তে হবে আজকে।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
এইরকম একটা কবিতা পাঠ না করে থাকি ক্যামনে?
শোনা যাবে এইখানে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আবৃত্তি ভালো হয়েছে।
খায়রুল ভাই: কবিতা পাঠ প্রচেষ্টা শোনার ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক উৎসাহ পেলাম...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আবৃত্তি চমৎকার হয়েছে :clap: :clap:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই, আমি সত্যি সতি নির্বাক হয়ে গেছি। ~x( ~x( :brick: আমার মত ছোটোখাটো মানুষের কবিতা আপনি পড়ে শুনাবেন, জীবনেও ভাবি নাই।
আপনার শুধু শুধু এখানে ধন্যবাদ দেবো না। সামনাসামনি দেখা করে কৃতজ্ঞতা জানাতে চাই।
কবে দেখা দিবেন, বলেন।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সিসিবির আড্ডা হবে ১৭ তারিখের দিকে।
এসো দেখা হবে
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কোথায়, কখন হবে জানালে যাবো ইনশাআল্লাহ অবশ্যই।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂 🙂 🙂 🙂
তোমার এই যে পাঠ প্রচেষ্টা সত্যি দারুণ, পারভেজ ভাইয়া! একটা ভিডিও ব্লগ নামিয়ে দাও এবার, প্লিজ। কতজনকে বললাম নূপুরের ভিডিও ব্লগের আশা পূরন করতে কিন্তু কেউই রাজী হলো না। সুতরাং তুমি ছাড়া আমাদের কে দেবে আশা কে দেবে ভরসা??
অনেক ভাল লাগলো তোমার প্রশংসা পেয়ে।
ভিডিও ব্লগের ধারনাটা মন্দ না। কিন্তু আমি তো ফটোজনিক না। কি করি?
একটা অডিও ব্লগ নিয়ে অবশ্য ভাবছি...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কাল এক গায়ক বন্ধু কে বললাম, তুই একটা ভিডিও ব্লগ নামিয়ে দে আমাদের নূপুরের জন্য। নাম প্রকাশ না করার শর্তে ও বল্লো,আপু একটু ফেসিয়াল কইরা লই আগে!পরে করমুনে! বলি, ফেসিয়াল না করে তুই একটু গলা সাধতে বয় তবে কাজ দেবে। দেখি কি করে ও। সোনার আংটি বাঁকা হলেও কি লাখ টাকা নয়??
😀 😀
ভাল বলছেন আপা। এখন ওই ভাইকে জোর করে ধরে গান বা ব্লগ লেখান।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সৈয়দ শামসুল হক এর "পরাণের গহীন ভিতর" এর স্টাইলে লেখা এ কবিতা পড়ে ভালো লাগলো।
সাউন্ড ক্লাউডে পারভেজ এর কন্ঠযোগে কবিতাটা শুনতেও বেশ ভালো লাগলো। (সম্পাদিত)
:boss: :boss: :boss:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
দারুন হয়েছে সামিউল :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ ভাই
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
প্রিয়তে :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
😀 😀 ::salute::
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
শিরোনাম একটু শোধরা-
৭১-এ না লেখা চিঠি
পুরাদস্তুর বাঙ্গাল
করতেছি ভচ।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামিউল,
লেখাটা আজকেই পুরোটা পড়ার অবকাশ পেলাম জানো! পুরোটা না পড়ে মন্তব্য করতে চাইছিলাম না।
অসাধারণ হয়েছে বললেও কম বলা হয়। পারভেজ ভাইকেও অশেষ ধন্যবাদ এমন আবেগ দিয়ে এমন সুন্দর করে পাঠ করার জন্যে।
এই ইন্টারএকশনটাই ব্লগে প্রাণ সঞ্চার করে -- এমন নিবিড় যোগাযোগ। কারো সাথে কারো দেখা নেই, তবু সাক্ষাত হচ্ছে নিয়ত। ভাবা যায়!
আমার কিন্তু একটুও মনে হয়নি এটি 'পরাণের গহীন ভিতর' এর স্টাইলে হয়ছে। তোমার লেখা ভীষণ স্বতন্ত্র হয়েছে। পাঠোপযোগী একটা কবিতা -- পারভেজ ভাইকে আবারো ধন্যবাদ।
অনেক খুশি লাগছে আপনার ভাল লেগেছে জেনে। পারভেজ ভাই আসলেই চমৎকার একটা কাজ করেছেন।
এই ব্লগের লোকগুলোকে নিজের ফ্যামিলির মত মনে হয়। বারবার আসতে ইচ্ছে করে তাই। চোখে না দেখেও খুব আপন লাগে সবাইকে।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
"কারো সাথে কারো দেখা নেই, তবু সাক্ষাত হচ্ছে নিয়ত" - মজার ব্যাপার হচ্ছে, দেখা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাবে কথা খুজে পাচ্ছি না।
অথচ এখানে আমরা কতই না সাবলিল।
এর একটা কারন হলো, এখানের যোগাযোগটা খুবই ফোকাসড। মেধা-নির্ভর।
এই কবিতা পাঠ সম্ভব হয়েছে শুধুই কবিতার কথা মাথায় থাকার কারনে। সেটা ভাল লাগার কারনে।
বাস্তবে বা সামনা সামনি সেটা প্রায় অসম্ভব। নানান ইগো এসে পড়ে।
ধন্যবাদটা গ্রহন করলাম।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ঠিকই বলেছেন, বাস্তবে সামনাসামনি দেখা হলে আসলেই আমরা কথা বলার কিছু খুঁজে পাবোনা মনে হয়।
তবু মনে হয় দেখা করাটা উচিত। একটা আড্ডা দিতে পারলে সবাই মিলে, খুব ভাল হত।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!