১। বড় কমোড কেনার শানে নুযুল
আমার বাবা ১৯৯৩ সালে বাড়ি তৈরীর কাজে হাত দেন। ১৯৯৫ তে আমরা সেই বাড়িতে উঠলাম। দোতলায় দুই ইউনিট এর দুটি বাসা বানানো হলো। তারই একটিতে আমরা উঠলাম। আমি তখন ক্লাস টেনে পড়ি। ছুটিতে বাসায় গেলাম। ঐ বাসাটিতে রুমের সংখ্যা কম হওয়ায় এবং বাথরুমের সাইজ ছোট হওয়াতে সব মিলিয়ে কারোরই বাসাটা মনমতো হচ্ছিলনা। কিছুদিন পর তিন তলার কাজে হাত দেয়ার সময় বাবা ডিসিশন নিল যে তিন তলা সম্পূর্ণ এক ইউনিটের বাসা হবে, রুমের সংখ্যা বেশি এবং বাথরুম স্বভাবতই আগের চেয়ে বড় হবে।
তিনতলার কাজ একসময় শেষ পর্যায়ে পৌছালো। সবশেষে বাথরুম ফিটিংস আনা হলো। দোতলায় ছোট বাথরুমের কারনে সব ফিটিংসই একটু ছোট ছোট ছিল। এবারে সব ষ্ট্যান্ডার্ড সাইজের কেনা হলো। আমি তখন আরেক ছুটিতে বাসায় গেলাম। তিন তলার বাথরুমের জন্য বড় সাইজের কমোডটা যখন দেখলাম তখন আমার আপুদেরকে নতুন কমোডটা দেখিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে বললামঃ “এই যে দেখ, আমাদের জন্য এবার বড় কমোড কেনা হয়েছে, এতদিন ছোট কমোডের কারনে সবাই কম কম খেতে, এখন থেকে সবাই বেশি বেশি করে খাবে আর বেশি বেশি করে … (বুঝে নিন)”।
২। বিএমএ তে এক রাগী ষ্টাফ ছিলেন যিনি ড্রিল গ্রাউন্ডে খুব কড়া ছিলেন কিন্তু মজার মজার কথা বলতেন। আমাদের কোর্সের, আমাদের প্লাটুনের এক ক্যাডেট (নন ক্যাডেট কলেজ) ড্রিলে খুবই দূর্বল ছিল। কোনভাবেই স্যালুটিং পাশ করতে পারতনা। ঐ ষ্টাফ আমাদের প্লাটুন দেখাশোনা করতেন। তিনি সবসময় তাকে পাশ করানোর চেষ্টা করতেন। তাকে অনেক পানিশমেন্ট দিতেন, স্যালুটিং শেখানোর চেষ্টা করতেন, কিন্তু কোনভাবেই তার ড্রিলের উন্নতি না হওয়াতে তিনি হাল ছেড়ে দিলেন। শেষে রাগ করে একদিন ষ্টাফ তাকে বলে বসলেনঃ “আল্লায় তো আপনেরে পরথমে মহিলা বানাইছিল, পরে ডিসিশন চেইঞ্জ করছে আর আফনে একটা লাডি নিয়া দৌড়াইয়া এই বিএমএ তে চইলা আইছেন”।
৩। বিএমএ র স্পেশাল ব্যাচ এর ব্যাপারে তো আগেই বলেছি। এইসব ব্যাচের ক্যাডেটরা মাষ্টার্স পাস করে, তারপর ৬ মাসের শর্ট ট্রেনিং করার জন্য বিএমএ তে আসে। এদের মধ্যে অনেকে থাকে বিবাহিত। বিএমএ তে জয়েন করার পর পরই তাদেরকে একটা ফর্ম পূরণ করতে হয় যেখানে অনেক ডাটা ফিল আপ করতে হয়। তো এক বিবাহিত স্পেশাল ক্যাডেট তার ফর্ম ফিল আপ করে বেশ আলোচিত হয়েছিল। কারন তিনি ঐ ফর্ম ফিল আপ করতে গিয়ে “Sex” এর ঘরে “Male” না লিখে লিখেছিল “Twice in a day”
৪। আমার এখানে মোবাইল নেটওয়ার্কের এতটাই দুরবস্থা ছিল যে, এতদিন পাহাড়ের উপরে উঠে লাঠির মাথায় মোবাইল বেঁধে, সেই মোবাইলের সাথে হেডফোন লাগিয়ে কথা বলতে হতো। নেটওয়ার্ক সার্চ করার জন্য লাঠিটা নিয়ে কখনো ডানে বা কখনো বামে সরে গিয়ে চিৎকার করে কথা বলতে হতো। এমনি একটি ঘটনা নিয়ে কিছুদিন আগে আমাদের এক সৈনিক কালচারাল প্রোগ্রামে একটা ডেমো দিল। ডেমোর কথোপকথন গুলো ছিল এরকমঃ
ঃ হ্যালো, হ্যালো
ঃ জ্বী বঅঅলেন
ঃ হ্যালো, হ্যালো, হ্যালো…
ঃ বলেন, হুনতেছি তো
ঃ হ্যালো, হ্যালো, হ্যালোওওওওওওওও
ঃ আরে হেলতে হেলতে তো মাডির লগে লাইগা যাইতেছি। কথা কন
ঃ ক্যামন আছ জান?
ঃ জ্বী ভাল, আফনে?
ঃ বালা নাই জান, ছুডিছাডা নাই, তোমারে দ্যাকতে মন চায়
ঃ ইস্সসস, মিত্যা কতা কইতাছেন, আফনে একটা রোবট, আফনের কোন মনই নাই।
ঃ হ্যালুউউ, হ্যালুউউ, কি কইলা? কাইটা কাইটা আইতেছে। আমার কি নাই?
ঃ আফনের মন নাই।
ঃ নাউজুবিল্লাহ, কি কও এইসব? তোমার দেহি মুখ খারাফ হইয়া গেছে।
ঃ খারাফ কি কইলাম? কইলাম আফনের মন নাই। এতে খারাফের কি আছে?
ঃ ও আইচ্ছা, আমি তাইলে ভুল হুনছি। আমি ভাবছিলাম… থাউক বাদ দও, এইহানে নেটওয়ার্কটা বড় ডিসটার্ব দেয়…। (এবার একটু সরে গিয়ে, নেটওয়ার্ক চেক করে নিয়ে) শোন, তোমারে যে ৫০০০ টাকা পাঠাইছি, ঐ টাকা পাইছ?
ঃ জ্বী, ৭০০০ টাকা পাইছি।
ঃ আরে ৭০০০ না, ৫০০০ কইছি।
ঃ ৭০০০ ই তো, আমি তো ৭০০০ টাকাই পাইলাম
ঃ আজব! পাঠাইলাম ৫০০০, আর পাইলা ৭০০০; মানে কি? (কিছুক্ষন চিন্তা করে…) যাউগগা, কম তো পাও নাই, বালাই অইল। শোন, আমাগো বাবু কেমুন আছে?
ঃ কোন বাবু? কার কথা কইতেছেন?
ঃ আরে! আমাগো বাবু, আমাগো পোলা “রতন”
ঃ ছি!ছি!ছ! এইসব কি বলতেছেন? বিয়া করলেন মাত্র ৬ মাস, আর বাবুর কথা জিগাইতেছেন! আফনের মাতা ঠিক আছে? আফনে কি আগে আরেকটা বিয়া করছিলেন? ঐ ঘরে নিশ্চই পোলা আছে আফনের। হায় হায়! এই ছিল আমার কপালে… এখন আমার কি হইব? (বিলাপ করে কান্নার শব্দ)
ঃ (সন্দেহ ভরা মনে) এচকিউজ মি, আপনে কে বলছেন পিলিজ?
ঃ ক্যান? এখন কি আগের বিয়ার খবর ঢাকবার চান? আর কত অভিনয় করবেন? পুরুষ মানুষ সব এক জাতের… (আবারো কান্না)
ঃ আপনার নামটা কি বলবেন পিলিজ? আফনে কি জরিনা না?
ঃ (অবাক হয়ে) আমি তো মর্জিনা, আফনে কেডা? আফনে সৈনিক হাফিজ না?
ঃ না, আমি তো সৈনিক মফিজ। (এবার রেগে গিয়ে) আফনে কেমন বেতমিজ মহিলা? এতক্ষন ধইরা পর পুরুষের সাথে কথা বললেন!!!
ঃ (ততোধিক রেগে গিয়ে) আর আফনে কেমন পুরুষ মানুষ যে নিজের বৌয়ের গলার স্বর চিনেন না? ছি!ছি!ছি! মাইয়্যা মানুষের গলা শুনলে কি সবাইরেই নিজের বৌ মনে হয়?
ঃ আমার এইখানে তো নেটওয়ার্ক ডিষ্টার্ব করে, গলা চিনা যায় নাকি? আফনে আমার কতগুলা টাকা নষ্ট করলেন… আসলে মাইয়্যা মানুষ সব একই জাতের… (বিড়বিড় করতে করতে লাইনটা কেটে দিল মফিজ)
সবশেষে রাগের মাথায় লাঠির মাথা থেকে মোবাইলটা খুলে একটা আছাড় মেরে ভেঙ্গে ফেলল মফিজ। ষ্টেজ থেকে যাবার সময় বলে গেলঃ
“ালার নেটওয়ার্ক, আর ফোনই করুম না কোনদিন এইখান থাইক্যা”
(বিঃদ্রঃ ৩ নম্বরটা মন্তব্য আকারে কোন এক পোষ্টে আগে একবার শেয়ার করেছিলাম)
জিপি ইন্টারনেটে প্রথম হওয়া খুব কষ্ট... তবু...
হয়েই গেলুম 😀
যাই এইবার ফ্রিজ থেকে মিষ্টি খাইয়া পড়ে আসি... 😛
তাইলে বােঝ ফিজ থিকা মিষ্টি খাওয়াখাওয়ী ক্যান হইছিল 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বোঝ এবং ফ্রিজ হবে 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইবার টিটো ব্যাটায় বালদেশে বচিপ্লব ঘটানির চান্স পায়নাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আইহাই
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
😀
বেটার লাক নেক্সট টাইম :grr:
Ektur jonno...:'(
মামাগো আপনে কেমুন আছেন? :((
যেমুন দোয়া করছিস ভাগিনা তেমুনই আছি 🙂 । কান্দস ক্যান?
মামা আমারে একদিন আপনেদের এই কালচারাল ফাংশনে নিয়া যাইয়েন 🙂
আইচ্ছা
জটিল দোস্ত ...... সৈনিকের কাহিনীটা দারুন লাগলো ......
থ্যাংকস্, তোর খবর কি?
হা হা হা! কথোপকথন পড়ে হাসতে হাসতে শ্যাষ! বেচারা মফিজ। =))
হুমমম
কবে যে হিল এ যামু 😕 😕 😕
এক্কেরে আপনার মত টাইমে আমার নাম্বার আসবে :(( :(( :((
ঠিক বিয়ার পার্মিশন পাওয়ার পর :(( :(( :((
লেখা ৫ তারা হইছে :goragori: :khekz: :pira:
তোমার জন্য রইল অগ্রিম স্বান্তনা (স্বান্তনার ইমো কই গেল মডু ?? 😡 )
রহমান ভাইও আজকে ব্যাক করলেন। এইটা আসলেই সিসিবি কামব্যাক ডে। খুশকি বরাবরের মতোই...... সেইরকম...... 😀
'কামব্যাক ডে' ? আমি অবশ্য হিন্দী কম বুঝি। আমার এক ফ্রেন্ড দেখতাম উর্মিলার ঐ গানটা এভাবে গাইতঃ
কামব্যাক ইশক্, পেয়ার হো
সারা, জাহান কই গেলা গো?
এই কামব্যাকের কথা শুনে ঐ গানের কথা মনে করাই দিলা ভাই
সেইরকম... লাগল জেনে প্রীত হলুম 🙂
:khekz: :khekz:
এই কমেন্টে বিপ্লব!! =)) =))
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
:khekz: :khekz: :khekz: :khekz:
অনেকদিন পর ভাইয়া, যাক তাহলে এখন থেকে আছেন আমাদের সাথে 🙂
অনেকদিন পর পিরা গেলাম =)) =))
ইনশাল্লাহ থাকব 🙂
রহমানের ভাইয়ের খুশকি পড়তে বড়ই মজা! 😀 😀
শেষে মফিজের কাহিনী পড়ে তো পুরা পিরা গেলাম! =)) =))
আশা করি এখন থেকে নিয়মিত আপনার লেখা পাব ভাইয়া।
আমার ভাইয়ের খুশকি পড়তে বড়ই মজা? বুঝলামনা :no: বুঝাই দেও ;)) ;))
দুঃখিত রহমান ভাই, ভুল হয়ে গেছে। 🙁
চরম মিজা পিইলাম...... :hatsoff: :hatsoff:
:goragori: :goragori: :goragori: :goragori:
:goragori: :goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz: :khekz:
ধিন্যবাদ তিমাকে 🙂 🙂
দুইমাস পর খুশকি আইলো সিসিবিতে। ভাইয়া, বরাবরের মতই জট্টিল হইছে। :)) :)) ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুমাস পড়ে এসে এক কাপ চা তো পেতে পারি নাকি? :-/
সিসিবিতে মেহমানদারী বন্ধ হয়ে গিয়েছে নাকি? 🙁
হুমম, আর দুমাস বসিয়ে রাখবোনা।
ভাইয়া, স্যুরি। আগে ৫ টা দিয়ে নেই। :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
এই নেন আপনার স্পেশাল মালাই :teacup: ।
অফটপিকঃ ভাইয়া, দোয়া কইরেন, এই বছর আমারে চায়ের ব্যবসায় দারুণ থিওরী দাঁড় করাবার জন্য অর্থনীতিতে (নীতিহীনভাবে) নোবেল প্রাইজ দেয়া হচ্ছে। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :khekz: :khekz:
অন্নেকদিন পর আমার দোস্ত কাম্ফ্রন্ট করছে :awesome: :awesome: [এতদিন পর যখন সামনে আইছে তখন এইটারে কাম্ব্যাক না কইয়া কাম্ফ্রন্টই কই 😀 ] :hug: :hug:
দোস্ত কেমুন আছিসরে, বহুদ্দিন পর :hug:
মেসেজ খান চেক করিস 😡
আর খুশকিতে ফাকিবাজি ক্যান, শালা কলেজে থাকতে জুনিয়র দিয়া কাম করাইছিস আর এখন মফিজ স্টাফরে দিয়া পোস্টের অর্ধেকটা লেখাইছিস x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
কোন মেসেজ রে? আমার এখানে তো জিপি নাই। কোন নাম্বারে মেসেজ দিলি?
এইটার কথা কইসি ব্যাটা
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিতো ভাবছিলাম আপনার বুঝি মন নাই...
আমগোরে ভুইলাই গেছেন...
অহন বুঝতাছি, আপনার মন তো আছেই...আর সেইটাও অনেক বড়... :hug:
(বস আশা করি, নেটওয়ার্ক এর ঘাপলার কারনে আমার কমেন্ট এর অন্য কোন অর্থ হবে না... :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দাদা কেমন আছিস?? ;))
এই তোআছি একরকম আপু... ;))
আপনি কেমন আছেন?
অনেক দিন আপনার কোন খোঁজ নেই... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ বদ, দাদারে পাইয়া এখনি দি'রে ভুইল্লা গেলি :(( :((
দিহান আপু, দিহান আপু ;))
🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
তোর কি হয়েছেরে 🙁
ফক্স কলিং নাইটে জঁ ভিগো'র মুভি দেক্তে দেক্তে মাথা আউলায়া গেছে... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুই আসিস কি করতে? যা, গিয়া মাথা ঠিক কইরা দিয়া আয় 😡
রিস্ক নিমু না... :no:
ফ্যামিলিতে এখন আমার মাথাই শুধু ঠিক আছে...
বাকি সবডির মাথা খারাপ...
ঐ মাথা আউলানি যদি ছোঁয়াচে হয়??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:pira:
:khekz: :khekz: :khekz:
কথোপকথন পড়ে হাসতে হাসতে পুরাই পিরা গেলাম :))
🙂
আপনারা এত আগে থেকে কমোড ব্যবহার করেন?? আমি কানাডা এসে শিখেছি! 🙁 🙁 🙁
:)) :)) :))
সাদিদ, মন খারাপ করার কোন কারন নেই। আমি হাই কমোডের কথা বলিনি। ওটা নরমাল কমোড বা ফ্ল্যাট প্যানই ছিল 😛 😛 😛
ও, তাই বলেন! :shy: :shy:
ফার্স্ট টাইম কমোড ইউজ করা যে কি বিভীষিকার জিনিস সেইটা নিয়া আমার এক্সপেরিয়েন্স একদিন অফটপিকে কমুনে।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
রহমান ভাই ........বহুদিন পর.........
সেইরম হইছে :pira: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সেইরম ধন্যবাদ 🙂
পুরাটাই সিরাম...
অনেক ধন্যবাদ বস :salute:
শুনলাম শেরোয়ানী পড়ে ফেলেছেন 😀 । Congratulations :party:
জীবিত থেকে বিবাহিতদের দলে আপনাকে সুস্বাগতম :hatsoff:
কথোপকথন সেরকম মজার :clap:
ধন্যবাদ আদনান 🙂 , তোমাদের মজা লাগে দেখেই লেখা জমা দেই।
ভাল্লাগছে।
(আগেই পড়েছি। এখন কমেন্ট করলাম)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাইয়ের দেখি সব কমেন্টেই "ব্রাকেট" বন্দী একটা অংশ থাকে। বুদ্ধিজীবিগো প্রবন্ধে এই জিনিস খুব খিয়াল কৈরা :grr: :grr: :grr:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
কমেন্ট ভাল্লাগছে
(আগেই দেখেছি আপনি যে অনপ্যারেড। এখন কমেন্ট পড়লাম) 🙂