অপেক্ষার প্রহর
সময় থেমে থাকে না,
তাই কমছে চোখের জ্যোতি
কমছে শোনার ক্ষমতা,
স্মরণশক্তি।
কিন্তু তিনি ভোলেন না
মুঠোফোনে চার্জ দিতে
কিংবা কল ধরতে।
তবুও কাটেনা অপেক্ষার প্রহর।
এই তো সে দিন,
আশ্বিণ মাসের মঙ্গলবার।
কয়েক গণ্ডা কাক
আর নেড়ি কুত্তার চিৎকার
ধাপা ধরে এল কানে।
এরই মাঝে চমকে ওঠেন তিনি
মোবাইলের রিংটোনে।
কী যেন বলতে চেয়েছিল বাছা!
বন্ধ হয়ে গেল ফোন।
দমকা হাওয়া বৃষ্টি
কি যে অনাসৃষ্টি!
ইংরেজী দুইহাজার ছয় সাল।
সেপ্টেম্বর মাসের ঊনিশ তারিখ।
তখন থেকেই অপেক্ষা,
কখন আসবে সেই কল-
“ হ্যালো, মা, আমি সুজন…।”
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
🙁 🙁 🙁
=((
পুরাদস্তুর বাঙ্গাল
কখনও দেখিনি তাঁকে, তবু মনে হয়, এভাবেই অপেক্ষা করেন তিনি 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
:boss:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:hatsoff: :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
পটভুমি আলাদা তবে এই মা এর অপেক্ষা সিকান্দার আবু জাফরের 'মাগো, ওরা বলে' কবিতার মা এর মতনই লাগল... 🙁
ফিরোজ ভাই যেখানেই থাকুক- ভাল থাকুক। আর খালার জন্য রইল অনেক সমবেদনা... 🙁 🙁 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গেটআপ পাল্টে দিলাম 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ঠিক বলেছ জুনা। যে তূলনা দিলে তাতে কবিতা ট্যাগ বোধ হয় লাগানো যাবে 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
আমার কাছে এখন বেশি ভাল লাগল... :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
অপেক্ষা নামে একটা লিমেরিক লিখছিলাম। বিষয়টি মনে পড়ায় এই কবিতার নাম পাল্টে অপেক্ষার প্রহর করা হল।
পুরাদস্তুর বাঙ্গাল