অপেক্ষার প্রহর

অপেক্ষার প্রহর

সময় থেমে থাকে না,
তাই কমছে চোখের জ্যোতি
কমছে শোনার ক্ষমতা,
স্মরণশক্তি।
কিন্তু তিনি ভোলেন না
মুঠোফোনে চার্জ দিতে
কিংবা কল ধরতে।
তবুও কাটেনা অপেক্ষার প্রহর।
এই তো সে দিন,
আশ্বিণ মাসের মঙ্গলবার।
কয়েক গণ্ডা কাক
আর নেড়ি কুত্তার চিৎকার
ধাপা ধরে এল কানে।
এরই মাঝে চমকে ওঠেন তিনি
মোবাইলের রিংটোনে।
কী যেন বলতে চেয়েছিল বাছা!
বন্ধ হয়ে গেল ফোন।
দমকা হাওয়া বৃষ্টি
কি যে অনাসৃষ্টি!
ইংরেজী দুইহাজার ছয় সাল।
সেপ্টেম্বর মাসের ঊনিশ তারিখ।
তখন থেকেই অপেক্ষা,
কখন আসবে সেই কল-
“ হ্যালো, মা, আমি সুজন…।”

৩,৮৫৫ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “অপেক্ষার প্রহর”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    পটভুমি আলাদা তবে এই মা এর অপেক্ষা সিকান্দার আবু জাফরের 'মাগো, ওরা বলে' কবিতার মা এর মতনই লাগল... 🙁
    ফিরোজ ভাই যেখানেই থাকুক- ভাল থাকুক। আর খালার জন্য রইল অনেক সমবেদনা... 🙁 🙁 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।