শুনলাম কাল নাকি বৃষ্টি হবে-
ছাতা নিয়ে এসোনা খবরদার!
আবার বলছি- ছাতা কেড়ে নেবো ঠিকই,
বৃষ্টিতে ভিজি না অনেকদিন তোমার সাথে;
বৃষ্টিভেজা তোমায় যে দেখিনা কতকাল।
রিকশাওয়ালাদের সাথে একটা চুক্তি করেছি আমি,
কেউ যাবে না আজকে -যেখানে তুমি যেতে চাও।
রোদে হেঁটে, ঘেমে ঘেমে মুখ লালচে করে ফেলো তুমি।
তোমার জন্য রুমাল কিনেছি একটা।
এরপর যখন দেখা হবে-
ইচ্ছে করে চশমাটা ভেঙ্গে ফেলবো আমার।
কানা আমি পথ হাঁটবো-
তোমার হাতটি ধরে।
নগরের সব ফুল আমি কিনে নিয়ে
শ্রাদ্ধ আর বিয়ে বাড়িগুলোতে বিলিয়ে দেবো।
খোঁপায় ফুল পরবে না আর তুমি।
খোলা চুলেই তোমায় বেশি ভাল লাগে।
তোমার ফেরার সময় হলে,
শহরের সব ঘড়ি আমি পিছিয়ে দেবো বার বার।
এত তাড়া কিসের তোমার?
সন্ধ্যাটা আজ নাহয় দেরি করেই নামুক।
দারুন
পুরাদস্তুর বাঙ্গাল
😀
ছাইপাশ ভাই।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ছাইপাশ না রে । সত্যি খুব ভাল লেখছিস। ২০/২৫ বার পড়লাম। মনে এটা একটা রকগান হতে পারে । (সম্পাদিত) (সম্পাদিত)
পুরাদস্তুর বাঙ্গাল
সত্যি সত্যি লজ্জায় ফালায়া দিলেন ভাই। এই কবিতা ২০/২৫ বার পড়ার কী আছে??
😛
গানের সুরতো দিতে পারি না। 🙁 (সম্পাদিত)
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:clap: :clap:
😀 থ্যাংকস।
:teacup: খা
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
মুগ্ধ হয়ে গেলাম দোস্ত! কীভাবে পারিস??? :boss: :boss:
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
আমি কিছু পারি না।
পারিস তো তোরা।
😛 😛 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 থ্যাংকস ভাই......
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ব্যাপক রোমান্টিক 😛
😀 😀 😀
:teacup: খা
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:clap: :clap: :clap:
Truth is beauty, beauty is truth.
😀
আসেন ভাই :teacup: ভাই
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
'প্রণোয়ন্মাদ' নয়, 'প্রণয়োন্মাদ' হবে।
প্রণয় + উন্মাদ।
"খোঁপায় ফুল পড়বে না"
'পরবে' হবে, পরিধান অর্থে , পতন (পড়া) অর্থে নয়।
'বৃষ্টিভেজা' বোধহয় একশব্দে হবে।
লেখা বিষয়েঃ
ভাবনাটায় যত চমক ছিলো, ভাষাতে সেই দ্যুতি পেলামনা। তবে এটাকে খসড়া মেনে নিয়ে আরো কয়েকবার ঘষামাজা করলে একটা দারুণ জিনিস বেরুতে পারে।
সোজাসাপ্টা এ কথাগুলো বললাম। যদি বিরক্তি উৎপাদন করে থাকি দুঃখিত।
ব্যাকরণগত ভুল গুলো ঠিক করে দিলাম ভাই। ভুল গুলো আপনি না ধরিয়ে দিলে এগুলো আমার আজীবনই ভুল হত।
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। 😛
আপাতত :teacup: খান ভাই।
আর লেখা বিষয়ে- পরের টা ইনশা আল্লাহ এর চেয়ে ভাল হবে। দোয়া করবেন।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:thumbup:
ভাল লাগছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😀 😀 😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
এত তাড়া কিসের তোমার?
সন্ধ্যাটা আজ নাহয় দেরি করেই নামুক। 😡
😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!