দখলে থাকলে,
চাবিটা নির্জনতার-
কি দরকার, আলুর দরটা জানার?
যদি হাতে থাকে,
তিতকুটে কালো কফি-
খবরের পাতা ওলটাবো না তো আর।
আর যদি পাই,
ভালো কবিতার বই-
দিয়ে দেবো জেনো, আলসেমি বন্ধক।
অপ্রয়োজনের ছুতোয় যদি,
আসেই দমকা হাওয়া-
হৃদয়টা তবে, উড়িয়ে দেবো নাহয়।
আর, দুঃস্বপ্নটা
সুখের স্বপ্ন হলে-
ভোরের ঘুমটা গুঁড়িয়ে দেবো আজই।
প্রিয়তে রাখলাম।একটা চোরাই কবিতা লেখছি। পড়ে দেখ কেমন লাগে ?
দখলে থাকলে
চাবিটা
নির্জনতার
আলুর দরটা জানার
কি দরকার ?
যদি থাকে হাতে
কালো কফি
তিতকুটে
খবরের পাতা
ওলটাবো না আর।
যদি পাই ভালো
কবিতার বই
দিয়ে দেবো জেনো,
আলসেমি বন্ধক।
অপ্রয়োজনের
ছুতোয়
যদি আসেই
দমকা হাওয়া
উড়িয়ে দেবো
তবে হৃদয়টা।
আর, দুঃস্বপ্নটা
সুখের স্বপ্ন হলে
ভোরের ঘুমটা
গুঁড়িয়ে দেবো আজই।
পুরাদস্তুর বাঙ্গাল
~x( একাডেমিক লাইনে ঐ যে "প্যারাফ্রেজিং" না "রিফ্রেজিং" কি জানি কি একটা বলে, এইটা কি তার উদাহরণ! :-B
😮 আমরা কি এই ডঃ মোস্তাফিজ আজাদ চেয়েছিলাম? আপনি কি ইদানীং দেরাজসমৃদ্ধ কোনও অফিসে চা খান? 😛
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এটা একটা মৌলিক কবিতা B-)
পুরাদস্তুর বাঙ্গাল
১।
সিসিবিতে "আইনজীবী" কে আছেন? মোকা ভাই কই? এইটা কি 'প্যাটেন্ট' করুম না 'কপিরাইট'?? B-)
২।
আসলে মৌলিক বলে কিছু নেই, মোস্তাফিজ ভাই। সবই তো ডিকশনারির পারম্যুটেশন-কম্বিনেশন। 😀
৩।
বাই দ্য ওয়ে, কেবল মুখে মুখে 'মৌলিক' বললে হবে না, সাথে তথ্যসূত্র: ইন্টারনেট জুড়ে দিতে হবে। 😛
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...