ব্রাজিল জিতলে আমার কী লাভ ?

প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে থাকে একজন নারী। এই যেমন আমি। সাধারণ দেখোয়াড় থেকে বিশ্বকাপ দেখোয়াড় হয়েছি। শ্রেষ্ঠতর অর্ধাংশের অনবদ্য অনুপ্রেরণায় পদোন্নতি ঘটতে চলেছে। এবার হব রাজ দেখোয়াড়। বিশ্বকাপ ফাইনাল ছাড়া ফুটবল খেলা দেখবনা।পদোন্নতি ঘটলেই যে পরমানন্দ লাভ করা যায় তা কিন্তু নয়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাঁর আগের জীবনকে ঈর্ষা করেন।আমিও করছি। এলোমেলো অনেক কথাই মনে হচ্ছে তাই।

ব্রাজিলের সমর্থকরা নিজেদের ফুটবল বোদ্ধা মনে করে আর অন্যদের আঁতেল । রিস্কলেস সাপোর্টতো, তাই আমার বউ ব্রাজিলের সমর্থক। আমিও ব্রাজিল পছন্দ করি। ব্রা আর জিল মিলে হলো ব্রাজিল। ব্রা পরে ব্রাজিলিয়ানদের সাম্বা নৃত্য । আ হা। কিন্তু ব্রাজিলের খেলা দেখার সময় দর্শক দেখা নিষেধ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেশ জমিয়ে বসে গেলাম টিভির সামনে। বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছেন উনিও।আহ, ব্রাজিলিও সংস্কৃতির নয়নাভিরাম প্রদর্শন দেখবো । নীতিকথা শোনানোর কেউ নেই আশে পাশে। কিন্তু এ কি ?! মাকরুহ নাসারা লোপেজ আর হালাল গাছ ফুল । সর্বকালের মনখারাপ করা উদ্বোধনী অনুষ্ঠান ! যাক খেলা দেখার সময় পুষিয়ে নেয়া যাবে। হালকা একটু ঘুমিয়ে চাঙ্গা হই।

টুকুরুক টুকুরুক টুকুরুক টুকুরুক । রাতের বেলা এ কোন পাখি ডাকে। চার দিকে তাকিয়ে দেখি পাখি নয়। আমার মোবাইল ফোন। পাখির ডাক রেকর্ড করে রিংটোন বানিয়েছি। পিয়া কল দিয়েছে আমেরিকা থেকে। এই সেই পিয়া । যে কি না বলতো বিদেশ যেতে পারলে ব্যাচমেটদের মধ্যে যারা ইচ্ছুক তাদের সবাইকে হেগ- এর গণিকালয়ে নিজ খরচে মৌজ করিয়ে আনবে। ওর বিদেশের সুখস্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রথিন্দ্রনাথ রায় এর একখান শুনেছিলাম-

প্যাটের খিদায় ইচ্ছা করে
গাড়ীর নিচে মারি লাফ

গাড়ীর নিচে মারি লাফ
ও আমি ক্যান যে
বিদেশে আইলাম বাপরে বাপ ।

রাত জেগে পিয়া কিংবা নূপুর নামের কারও সাথে কথা বলা বিপজ্জনক। তাড়াতাড়ি কল কেটে দেই। ফুল গাছ দেখে হতাশ আমি প্রস্তুত হই সাম্বা নৃত্য দেখতে। আবারও হতাশ। ম্যাড়মেড়ে খেলা। প্রথমেই গোল দিলো ক্রোয়েশিয়া। আমি তো চাই ব্রাজিল ফাইনাল খেলুক । না হলে সাম্বার ইতি ঘটবে। তাই বলে কি ফাউল পেনাল্টি দিতে হবে ? ক্যামেরাওয়ালাই বা এত হারামি কেন ? দর্শকদের দেখালে ক্ষতি কি ? মেক্সিকোর বিশ্বকাপে কি সুন্দর ভাবে রিপ্লে দেখাইছিলো। রিপ্লেও দেখাতে চায়না আর গোল সংখ্যা বা গোল দাতার নাম দেখাতে কষ্ট হয়। উদ্বোধনী অনুষ্ঠান দেখেই বুঝা উচিত ছিলো । কেন যে রাত জেগে খেলা দেখছি ? একটা হাইকু লেখা যায়-

রাত জাগা মাটি হল
ম্যাড়মেড়ে শুরু
সাম্বা কই গুরু ?

এটা ফেসবুকে দিতে দিতেই সেন্সর বোর্ড সভাপতির আগমন। দি লেডি ইজ স্যার ! লুল ! রাত জেগে ব্রাজিলিয়ান হটিদের দেখা হচ্ছে ? এজন্যই তো চোখ নষ্ট হইসে। “না না ওরকম কিছু না”। আমি বোঝাতে চেষ্টা করি। “ক্যামেরাম্যান তোমার চাচা। ঐ সব কিছুই দেখায় না। আর দর্শকও সব হালাল হয়ে গেছে।”“ভন্ডামি করার আর জায়গা পাওনা। ফ্যাশন টিভিতে রাস্তার পাশে যে ভাবে টপলেস মডেলিং করে। পাগোল পাইসো আমারে। সকাল সাড়ে পাঁচ উঠে মডেল টেষ্ট গুলা খাতায় লিখে দিবে। না হলে খাওয়া দাওয়া বন্ধ।” বলতে বলতে টিভিই বন্ধ করে দিলো। “ না, না , তোমার পা গোল না বলে কিঞ্চিত প্রতিবাদ করি।” ওমর খৈয়ামের এক টুকরা রুবাই মনে পড়লো-

দূরের বাদ্য লাভ কি শুনে ?
মাঝখানে যে বেজায় ফাঁক !

কে যেন বলেছিলো –

নগদ যা পাও হাত পেতে নাও
বাকির খাতায় শূণ্য ফাঁকি।

জ্ঞানীদের কথা মানা উচিত। ব্রা জিল জিতলে আমার কি লাভ ?

১,৮৪৮ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “ব্রাজিল জিতলে আমার কী লাভ ?”

  1. পারভেজ (৭৮-৮৪)

    খেলা দেখা নিয়ে হোম ফ্রন্টে যাঁদের বেশী আপত্তি আছে তাঁদের এই লিংকের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

    ল্যাটার, ডোন্টে টেল, ইউ ওয়য়ার নট ওয়ার্নড...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ব্রাজিল না চ্যাম্পিয়ন না হয়ে অন্য কেউ-বিশেষ করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ওদের কথার তোড়ে আমাদের উড়ে যেতে হবে। আর ব্রাজিল জিতলে আগামী চার বছর অন্য কোন দলের সাপোর্টাররা গলাবাজি করতে পারবে না- এটাই লাভ আর বোনাস হিসেবে সমর্থন করা দল জেতার আনন্দ তো আছেই...!! 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।