তোলা মাটিতে কলার বাগান
ইট গাঁথা লিন্টন সমান
পাল্লা চৌকাঠ জানালা
দরজা নাই বাঁচলো তালা
মেঝের উপর আকাশ খোলা
বসবে হেথায় নিকের মেলা
তাইরে নাইরে নাইরে না
বৃষ্টি হলে ঘামবে না
রোদ হলে ভিজবে না
নিক বাবা কি কানা ?
২৮ টি মন্তব্য : “নিকের মেলা”
মন্তব্য করুন
ছড়া খুব ভালো পাই আমি। সুন্দর হইসে ভাই :clap:
😀
পুরাদস্তুর বাঙ্গাল
:boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:tuski:
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:goragori: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
http://mozidkantha@gmail.com
😕
পুরাদস্তুর বাঙ্গাল
বালো লিখেছেন ভাই
http://mozidkantha.wordpress.com
ভালো লিখতে পারলে ভালো লাগতো 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
বস, মানে কী এই ছড়ার?
মজা পেলাম, পাঠোদ্ধার হলে হয়তো আরো ভাল্লাগবে।
তুমিই বল :ahem: তোমার আইকিউ ভাল :-B
পুরাদস্তুর বাঙ্গাল
আইকিউ ফেল।
এটা কি ভারত-বাঙলাদেশ সীমান্ত সম্পর্কিত ভাই? কোন পূণর্মিলনী টাইপের?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😮
পুরাদস্তুর বাঙ্গাল
ঠিক মত ধরসি তাইলে? ১৪ এপ্রিল ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলায় বাঙলাদেশ ভারত সীমান্তে দুই দেশের মাঝে বিভক্ত হয়ে যাওয়া আত্মীয় স্বজনেরা দেখা করতে আসে। বিএসএফ এর প্রথমে এতে আপত্তি ছিল কিন্তু পরে মানুষের ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে তারা দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই দেশের মানুষের সাথে দেখা করার সুযোগ করে দেয়। এটাকে নিকের মেলা কেন বলা হয় জানি না। এটা কি কোন আঞ্চলিক শব্দ?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😛
পুরাদস্তুর বাঙ্গাল
B-)
পুরাদস্তুর বাঙ্গাল
গুগল শতাব্দীতে যেই ভাষায় যাই লিখে খুঁজুন না কেন, কোন না কোন সূত্র মিলবেই! B-) B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সূত্র যোগ করে দিচ্ছি মোকাব্বির 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
মোকাব্বির এখানে সূত্র দিলাম B-)
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতাটি পড়লাম কিন্তু নিক কথাটার পাঠোদ্ধার করতে পারলাম না। কবিতা পড়ে মিশ্র অনুভূতি হচ্ছে। একবার মনে হচ্ছে দয়ারামপুরের বিজিবি ট্রেনিং ফ্যাসিলিটির কথা বলছেন আবার মনে হচ্ছে দূরবর্তী সীমান্তের কাছে পোস্টিং নেয়া কোন অধিনায়কের যাত্রার কথা বলছেন! ধরতে পারছি না! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:-B
পুরাদস্তুর বাঙ্গাল
ছবি দেখে আবার দ্বিধায় পড়ে গেলাম। এগুলোকে নিক বলে? বিজিবির সাথে সম্পর্ক কিসে?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
শেষ সূত্র দিলাম । এবার না পারলে ~x(
পুরাদস্তুর বাঙ্গাল
ধরতে পারলাম অবশেষেঃ নির্বাচন কমিশন। কিন্তু উপরে ঠাকুরগাঁওয়ে যেই ঘটনার কথা বললাম ওটাকেও নিকের মেলা বলা হয়। কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। সেটা হয়তো আঞ্চলিক কোন শব্দ হবে। এবছরের ১৪ এপ্রিলের ঘটনা।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
অস্থায়ী ভোট কেন্দ্র :gulti:
পুরাদস্তুর বাঙ্গাল