বেছে নেয়ার অগ্রাধিকারে ভারপ্রাপ্ত অধিনায়ক
একদিনের রাজা, আরেক নাম পরিচালক।
অগভীর এঞ্জিনের ত্রিচক্রে সওয়ার
ক্ষত বিক্ষত রাজপথে সকম্প ফ্যাটফ্যাটি আর্তনাদ
নিতম্ব থেকে কশেরুকা বেয়ে চাঁদি ছোঁয়া বিষাদ!
বাছাই কেন্দ্রটা রাজ্য নাকি দুর্গ তা বলা শক্ত।
বিকেল থেকে মধ্যরাত অব্দি প্রস্তুতি
পাইক পেয়াদার বাত্তি খাবার
ছাপমারার অন্তঃপুর
হরেক রকম ঠোঙা আর ফর্দ
আধুনিক স্বয়ংবর সভা !
পরিচালক কন্যাদায়গ্রস্ত পিতা।
পণ্ডিত, পাঁজি, প্রকৃতি প্রাকৃতজন
টিকটিকি সবার মন জয় করে
ফিরতে হবে মহারাজের কাছে।
কন্যাদায়মুক্ত হয়ে একই পথে
ফিরে আসা দ্বিগুণ বিষাদে।
ঠোঙা ফর্দ থলি ঝুলি পাই পয়সা
কড়ায় গণ্ডায় বুঝিয়ে দায়মুক্তি।
:brick:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😡 :duel: :gulti:
পুরাদস্তুর বাঙ্গাল
:boss: :boss:
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
::salute:: ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
সুন্দর কবিতা!!!
মনে পড়ে গেলো আমার কলেজ লাইফের একটি ঘটনা।
আমি একদিনের জন্য ভারপ্রাপ্ত কলেজ অধিনায়ক হয়েছিলাম।
ধন্যবাদ রমিত ভাই :teacup:
আপনার সেদিনের কথা লিখুন না 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ঘটনা সামান্য। আমি ছিলাম কলেজ কালচারাল প্রিফেক্ট। কলেজে আমাদের শেষ দিনটিতে কলেজ প্রিফেক্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আর ঐদিনই ছিলো যত অনুষ্ঠান। প্রিন্সিপাল স্যার ও ভাইস প্রিন্সিপাল স্যার আমাকে দিয়ে দিলেন কলেজ প্রিফেক্ট-এর দায়িত্ব (ভারপ্রাপ্ত কলেজ অধিনায়ক)। একদিকে ছিলো কলেজ ছেড়ে যাওয়ার বেদনা, আরেকদিকে দায়িত্বের কারণে সারাদিন অনেক ছুটাছুটি করতে হয়েছিলো।
সময় পেলে একদিন ঐ ঘটনা লিখবো।
:thumbup: 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
::salute:: :boss:
Truth is beauty, beauty is truth.
:hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
কোন একটা কারণে মিশিয়ে ফেলছি। একবার মনে হচ্ছে দয়ারামপুরে বিজিবি ট্রেনিং ফ্যাসিলিটির কথা বলতেসেন আবার মনে হচ্ছে দূরবর্তী সীমান্তের কোন বিওপির কথা বলছেন। যাই হোক কবিতাটা ভালো লাগলো। যদিও "নিক" শব্দটার বিহিত করতে পারলাম না! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকাব্বির, এ কবিতা বুঝতে হলে এখানে যেতে হবে B-)
পুরাদস্তুর বাঙ্গাল
বুঝতে পেরেছি ভাই। বিজিবির ক্যাম্প কমান্ডারের বাঙলা নাম সম্ভবত ক্যাম্প অধিনায়কঃ শুরু করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক দিয়ে। সেখানে ধরা খেয়ে গেলাম!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:khekz:
পুরাদস্তুর বাঙ্গাল