ফেইসবুকে রুচি চানাচুর মেলে না তাই সিসিবির দরজায়।

(১) বাড়ছে টিউশন ফি, বাড়ছে ইন্সুরেন্সের প্রিমিয়াম এদিকে গাছ কেটে বসানো হয়েছে প্রমাণ সাইজের এক হাস্কি। জায়গার নাম হাস্কি প্লাজা। জনাব ব্লিজার্ড টি, হাস্কি।এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তবে অামি মজা লুটে যাচ্ছি। মিশিগান টেক বিশ্ববিদ্যালয়ের মাস্কট হলো এই হাস্কি। দেখতে নেকড়ের মত (সম্ভবত নেকড়ের দূরসম্পর্কের আত্মীয়) এই কুকুর ভবিষ্যতে পালার বড় ইচ্ছে।

(২) হাটাচলার রাস্তায় বেশী নকশা করতে নেই। নকশা করলেও শর্টকাটের সুযোগ রাখতে নেই। ক্যাডেট কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণীর “লন-ক্রস” ব্যাপারটি নবাবী-সিনিয়ারিটির পরিচায়ক হলেও আর যেকোন জায়গায় সেটি ব্যর্থ নকশার ফসল বলেই মনে হয়। সেদিন লাইব্রেরিতে হেঁটে আসছি। সামনে আরেক স্বর্ণকেশী হাঁটছে। আমি ভাল ছেলের মত সিমেন্টের রাস্তা ধরে ডানে মোচড় দিয়ে বামে ঢুকবার আগেই দেখি নবাব-স্বর্ণকেশী সোজা হাঁটা দিলেন ঘাসের উপর দিয়ে। “এইডা কি হইলো?” অনুভূতি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম। দেখি কমবেশী সবাই লন-ক্রসের উপর আছে। এপিক ফেইল ছিলো কি?

লন-ক্রস একটি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া।

(৩) নাতনীকে নিয়ে আইসক্রীম খেতে এসেছে নানা। বিশ্ববিদ্যালয় ক্যান্টিন থেকে দুটো কোন কিনে সামনের টেবিলে বসলো নানা-নাতনী। গোলাপী জুতো, গোলাপী মোজা, গোলাপী প্রজাপতির জামা ও গোলাপী জ্যাকেট পরা নাতনী মহানন্দে আইসক্রীম খাচ্ছে। আমার মা বলেন, আইসক্রীম শীতকালে খেতে বেশী মজা। আমিও তাই মনে করি। ফোন এসেছে নিচু স্বরে বাঙলায় কথা বলছি। শিশুর চোখে অপার বিস্ময়। আইসক্রীম খাওয়া ভুলে তাকিয়ে আছে আমার দিকে। এই লোকটা কি বলছে? এগুলো কি শব্দ? যদি বলতে পারতাম, “ড‌োন্ট গ্রো-আপ। ইটস আ ট্র্যাপ।” দাড়ি-মোচের ফাঁক দিয়ে একটু হেসে দিলাম। কাজ হলো না। শিশুদের মন জয় করা কষ্টকর। বিজাতীয় ভাষায় কথা বললে আরো কঠিন।

(৪) খুব কাছের বন্ধু গত পরশু ফেইসবুকে একটি ছবি আপলোড দিল। ছবিতে একজন মহিলা একটু প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাতে লেখা, “don’t tell my daughter what to wear, tell your son not to rape.” বন্ধুর ক্যাপশন ছিল, “ask for it, but don’t rape. ;)” খুব হতাশা নিয়ে ক্যাপশনটির দিকে তাকিয়ে ছিলাম মিনিটখানেক। প্রতিবাদ জানাবো কি না এই নিয়ে বসে থাকলাম আরো মিনিট পাঁচেক। ফেইসবুকের “unfollow” নামের চমৎকার একটি অপশন আছে। সেটি চেপে দিলাম। সাথে বের হয়ে আসলো চাপা দীর্ঘশ্বাস। কিছু বিষয়ে খুব বেশী সংবেদনশীল হয়ে যাচ্ছি নাকি পুরুষত্ব চলে যাচ্ছে? চিন্তার বিষয়।

(৫) উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০১৪ প্রশ্নপত্র, ইসরায়েলের প্যালেস্টাইন আক্রমণ, ইরাক-সিরিয়ায় আইএসআইএস-এর উত্থান, ব্লাউজের নিচ দিয়ে পেঁচিয়ে পরা শাড়ি, পানিতে দাঁড়ানো আড়ং এর বিজ্ঞাপন, উচ্চমাধ্যমিক ফলাফল, সাঈদী সাহেবের মামলার রায়, উইং কমান্ডার (অবঃ) এ,কে, খন্দকারের বই, ভর্তি পরীক্ষার ফলাফল, ডঃ জাফর ইকবালের খোলা চিঠি, ঢাবি খ-ইউনিটে ইংরেজী বিভাগের ফলাফল, প্রাক্তন তথ্যমন্ত্রী জনাব লতিফ সিদ্দিকীর মন্তব্য, মালালা ইউসুফজাই, প্রয়াত ডঃ পিয়াস করিম = গত চারটি মাসে আমাদের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা!

৫,২১৪ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “ফেইসবুকে রুচি চানাচুর মেলে না তাই সিসিবির দরজায়।”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ১। গাছ কেটে/ছেঁটে ওটা বানিয়েছে?
    গাছের ইয়ে মারলেও হাস্কি দেখে টাস্কি খেয়ে গ্লাম! 😮
    ২। আমাদের ক্রস মারা দেখে ভিপি স্যার বলতেন 'There is no shortcut to success!' কে শোনে, কার কথা? ক্রস মারা মজা ভদ্রলোক যদি জানতেন... ;))
    ৩। জেক্সকা'র লাস্ট রি ইউনিয়নে আমাদের টি-শার্টটি এমন ছিল... B-)
    ডোন্ট গ্রো আপ!
    ৪। পেপার পড়া বাদ দিছি বহুদিন। আক্ষরিক অর্থেই ডঃ পিয়াস করিম কে চিনি না। ফলে বিতর্কগুলো বেকুবের মতন (দূর থেকে) দেখছি... 😛


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    হাস্কির আলাদা একটা ভাব আছে, চরম লাগে।

    ক্রস মেরে তৈরী এই রাস্তার একটা নাম শিখলাম সদিন, Desire Lane 🙂

    গ্রোন আপ হবার ব্যাপারে জুনাদা দের টি শার্ট এর ট্যাগ লাইন পছন্দ হইছে, আমি বড় হও কিন্তু বড়ু হয়ো না নীতিতে বিশ্বাষী ।

    ফেসবুকে আনফলো হলো আমার সবচেয়ে ফেভারিট অপশন। অনবরত ফিল্টারিং করেও অবশ্য কাজ হয় না, মাঝে মাঝে মনে হয় আমি নিজেই মনে হয় তথাকথিত আতেল হয়ে গেছি।

    শ্বাস-প্রশ্বাসের জন্য নতুন অপশনের অপেক্ষায় বাংলাদেশ


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. ইফতেখার (৯৫-০১)

    হাস্কি অতীব এ্যক্টিভ ব্রীড। পোলার ডগ হিসেবে এই ব্রীডের খ্যাতি কারন এরা দিনের পর দিন ধরে ট্র্যাকিং, হান্টিং আর স্লেজ টানতে পারে (ইডিটারডে এদের একটা ক্রসবীড ব্যাবহার হয়)। কাজেই মাস্কট হিসেবে এইটা জাতের জিনিষ 😉

    তবে হাস্কি পালতে গেলে এদের এক্সারসাইজ করাইতে হবে প্রতিদিন নাইলে খব্রাছে। এই তেল কারোরই বেশীদিন থাকে না 😉 (কলীগের দেয়া নলেজ)।

    জবাব দিন
  4. সামিউল(২০০৪-১০)

    ক্রস মারছি সারাজীবন। এখনো মারি যেকোনো রাস্তায় চান্স পাইলেই।

    কুত্তার পিছে সিম ভইরা কল দেয়া.... =)) জুনাদা সালাম আপনাকে....

    শাস প্রশ্বাস নেয়ার নতুন বাতাস দরকার এখন দেশে...
    দমকা বাতাস।
    তবে, লুংগি সাবধান....

    বাতাসে লুংগি উড়ে গেলে কেউ দায়ী নয়।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    একসাথে বেশি জায়গায় ফোকাস করতে পারিনা। তাই ফেসবুক অফ। তবে ভিন্নমত দেখলে ফলো করতে আগ্রহী হই। সব মতই মত। সেই মতের পেছনে একটা মানুষ থাকে। সেই মানুষটার একটা ইতিহাস থাকে। সেই ইতিহাস মানেই একটা গল্প। আর গল্পতো হল আত্মার সংমিশ্রণে তথ্যের সমাহার। তাই শেষ পর্যন্ত একই মত আর ভিন্নমত সবার প্রতিই এক ধরণের ভালবাসা বোধ করি।
    অফটপিকঃ আমাকে আবার বিশ্বপ্রেমিকা ভেবে বসো না।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।