ব্র্যান্ডেনবার্গের আকাশে তখনো সন্ধ্যা নামেনি।
শুনেছ কি ছুরিকাহত হয়েছে রংচটা বেহালাটা?
ওরা সবাই বলছে শেষবারের মত কেঁদেছে…অনেকক্ষণ।
আর সেইসাথে রক্তে লাল হলো আকাশ।
মৃদু বাতাস ভারী হলো স্বজন হারানো পিয়ানোর আহাজারিতে।
ঘরের কোণে কিছু বেহালার জটলায় মৃদু গুঞ্জন।
মূর্ছা যাচ্ছিল বাঁশি, আর তাকে শান্তনা দিতে চেলো
শূন্য দৃষ্টি মেলে জড়িয়ে ধরে আছে সেই শুরু থেকেই।
শুনলাম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করবে তাকে?
তাই বুঝি অন্তেষ্টিক্রিয়ায় ট্রাম্পেট গাইছে বীরত্বগাঁথা।
এই তো সেদিন সে আমায় বলেছিল, ‘যদি মারা যাই তবে?’
আমি বলেছিলাম, ‘তবে তোমার শবপোড়া ছাই উড়িয়ে দিব।
উড়িয়ে দিব পশ্চিমের বাতাসে, ব্র্যান্ডেনবার্গের লালচে আকাশে।’
১৯ টি মন্তব্য : “ব্র্যান্ডেনবার্গে সেবাস্টিয়ান বাখের ভাবনাগুলো”
মন্তব্য করুন
প্রথম :clap:
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •
:thumbup: :thumbup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দারুণ।
:hatsoff:
সাম্প্রতিক কোন এক রাতের ভাল্লুকের সাথে বাখ সাহেবের অতিরিক্ত বন্ধুত্বের ফসল এটা! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff: :hatsoff: :hatsoff:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
চমৎকার 🙂
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
:tuski:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
খুব সুন্দর লেখা ভাই 🙂
:hatsoff: ধন্যবাদ
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বেশ ভাল লাগলো ভাই
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:hatsoff: শুকরিয়া
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
"এই তো সেদিন সে আমায় বলেছিল, ‘যদি মারা যাই তবে?’
আমি বলেছিলাম, ‘তবে তোমার শবপোড়া ছাই উড়িয়ে দিব।"
যদি লাশ না পুড়িয়ে কবর দেওয়া হয়, তাহলে কি হবে? 🙂 (সম্পাদিত)
ও বলে গিয়েছিল পোড়াতে! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দেরীর জন্য দুঃখিত। আসলেই অনেক ভালো লাগলো
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
আমার প্রিয় লেখক কমেন্ট দিসে। মাথা নষ্ট! :hatsoff: (সম্পাদিত)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দারুণ :clap: :clap: :clap:
তোমার এই লেখাটা পড়ে একটা বুক চিনচিন করা ঈর্ষা হলো... ইশশ্! তোমার আগেই যদি লিখে ফেলতে পারতাম!
:hatsoff: :hatsoff: ধন্যবাদ ভাই। কেমন আছেন?
লেখার পরেই বান্ধবীকে দেখিয়েছিলাম। বললো চমৎকার। কার লেখা? 🙁 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\