প্রার্থনা

সমর্পিত হও, নিজেকে সমর্পন করো আরো ভীরুতার সাথে

বিনম্র হও, নিজকে বিযুক্ত করো সকল মনষ্কাম থেকে

সকল ইচ্ছেকে উজাড় করে দাও, শুধু তারি জন্য

তিতিক্ষা সকল প্রহর জুড়ে, শুধু তাঁকেই ভালোবেসে

উৎসর্গ করো নিজকে- যেনও আর কিছু নেই, কেউ নেই

আদিগন্ত শব্দমালা, যেনও নির্দেশ করে শুধু তাঁকেই

প্রাণের সকল আকুতি, অনুভুতি, অব্যক্ত বেদনা

হৃদয়ের সকল কোঠরে শুধু তাঁরই খোঁজ, আর কেউ না

আকাঙ্খার সকল উৎসে একই ভাবনা, একই যাচনা

অতন্দ্র প্রহর জপ শুধু তারি নাম, তারি রচনা

আঁখিকোনে সকল অশ্রু, সকল কান্নায় দাও একই ঘোষণা

রাব্বুল মাশরিক্কাইন, ওয়া রাব্বুল মাগরিবাইন- লা শরীক আল্লাহ।

১,১৪০ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “প্রার্থনা”

মওন্তব্য করুন : মনজুর (৮৯-৯৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।