১.
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হোবার্টে রিজডন নামে এক কারাগারে প্রায় ২০ জন কয়েদী মিলে এক নিরাপত্তা রক্ষীকে তাদের কয়েদখানায় আটকে ফেলে এবং তার মুক্তিপণ হিসেবে কতৃপক্ষের কাছে ২৪টি পিজা ও কোক দাবি করেন। নইলে ওই নিরাপত্তা রক্ষীকে মেরে ফেলারও হুমকি দেয়।
নিরুপায় হয়ে কতৃপক্ষ কয়েদীদের সাথে নেগোসিয়েশনে বসেন এবং শেষ পর্যন্ত ১৫টি পিজা ও কোকের বিনিময়ে আপোস হয়।
মধ্যরাতে কোক ও পিজা পাবার পর কয়েদীরা ওই নিরাপত্তা রক্ষীকে ছেড়ে দেন। তাসমানিয়ার কারাগার পরিচালক গ্রায়েম বারবার বলেছেন ‘নেগোসিয়েশনে দুই পক্ষই খুব আন্তরিক ছিলো।’
নিরাপত্তা রক্ষী বলেছেন মুক্তি পেয়ে তার খুব ভালো লাগছে।
২.
নিউজিল্যান্ডে কর্তব্যরত পুলিশকে ‘শুয়োর’ (pig) বলার কারনে পিটারসন নামে এক ব্যাক্তিকে পুরো একদিন শুয়োরের খামারে কাটানোর শাস্তি দিয়েছে আদালত। শুধু তাই না, পুলিশ এবং শুয়োরের মধ্যে পার্থক্য কি তা নিয়ে একটি রচনাও লিখতে বলা হয়েছে তাকে।
সপ্তাহন্তে অকল্যান্ডে বেড়াতে যাবার পর কর্তব্যরত পুলিশ পিটারসনের পরিচয় জানতে চাইলে তিনি ওই পুলিশকে ‘শুয়োর’ বলে গালি দেন। অবশ্য আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে পিটারসন বলেছেন, তিনি অক্সফোর্ড ডিকশনারীতে ‘শুয়োর’ (pig) শব্দটি পেয়েছেন, যেখানে অনেকবার পুলিশের বর্ননা দিতে গিয়ে এটি ব্যবহার করা হয়েছে।
তবে শেষ পর্যন্ত পিটারসন তার কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন,’ আমি ভুল করেছি , পুলিশ ও শুয়োরের মধ্যে খুব বেশি মিল নেই’।
৩.
মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে এক্সিডেন্ট করার পর গ্যারেজে ফোন করতে গিয়ে ভুলে পুলিশকে ফোন করে ফেলেছেন এক জার্মান ভদ্রলোক। ফলাফল, ২ দিনের জেল এবং মোটা টাকা জরিমানা করা হয়েছে।
জার্মান পত্রিকার খবর, ওই ভদ্রলোক এক্সিডেন্ট করার পর গ্যারেজে ফোন করতে গিয়ে পুলিশ ইমার্জেন্সি নাম্বারে ফোন করেন এবং বলেন, ‘ এক্সিডেন্ট করে আমার গাড়ি অনেক জায়গায় ভেঙ্গে গেছে, তুমি তাড়াতাড়ি এসে ঠিক করে দিয়ে যাও। আমি একটু নেশা করেছি আর আমার লাইসেন্সও নাই। তাড়াতাড়ি আসো, নইলে পুলিশ চলে আসবে।’
জার্মান পুলিশ বলেছে, উনি আমাকে তাড়াতাড়ি যেতে বলেছিলেন, তাই আমি খুব তাড়াতাড়ি গিয়েছি।’
৪.
ভারতের বারোদা জজ কোর্টে এক বিচারক আসামীর দিকে পেপারওয়েট ছুড়ে মেরেছেন।
নাজির মোহাম্মদ নামে এক ব্যাক্তির বিরুদ্বে চুরির অভিযোগ প্রমানিত হবার পর মাননীয় আদালত যখন তার শাস্তির রায় পড়ে শুনাচ্ছিলেন তখন আসামী উইটনেস বক্স থেকে লাফ দিয়ে নেমে জজ সাহেবকে মারতে যাচ্ছিল। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য জজ সাহেব তার টেবিলে রাখা পেপারওয়েট আসামির দিকে ছুড়ে মারেন।
বারোদা পুলিশ বলেছে, নাজির মোহাম্মদ চিহ্নিত চোর এবং এর আগেও আরো দুইজন জজকে জুতা ছুড়ে মেরেছিলো। এবার তাকে চুরির পাশাপাশি আদালত অবমাননার জন্যেও অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনার পর জজ সাহেবদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
৫.
হাইওয়ে দিয়ে যেতে যেতে আমাদের দেশে ‘স্বাগতম গাজীপুর পৌরসভা’ বা welcome dhaka এমন দেখেছেন নিশ্চয়ই। কিন্তু জর্জ বুশের জন্মস্থান আমেরিকার Connecticut রাজ্যে ঢুকার সময় অভ্যর্থনা ফলকটি দেখুন।
৬.
কাস্টমাররা বসে মদ্যপান করার জন্য স্কটল্যান্ডের একটি বার এক ধরনের ছোটো টুল বানিয়েছে। বার টি শুধু নগ্ন মাতালদের জন্য। এবং টুলটিও তৈরি করা হয়েছে সম্পুর্ন নগ্ন হয়ে বসার জন্যে। বসার পর আপনার সব অংগ যাতে জায়গামতো থাকে তার জন্যেও টুলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বাস না হলে দেখুন।
(বিভিন্ন বিদেশি পত্রিকার ইন্টারনেট সংস্করন থেকে সংগ্রহীত। )
:pira:
কামরুল তোমার নাটকের নামটা দাও, দেখতে হইব।
'কাকতাল', এইটা অনলাইনে পাবেন মনে হয়। লাস্ট ঈদে এনটিভিতে গেছিলো। এর আগের গুলি পাওয়া যায় কিনা জানিনা। 'মিস কেমিস্ট্রি' এইটা মাস তিনেক আগের। 'গয়না চুরি', এইটা মোস্তফা মামুন ভাইয়ের গল্প নিয়ে করা।
আরো কিছু আছে। তয় আমার সাজেশন হইলো , পাইলেও একটাও দেইখেন না। ফাউল।আমার নিজেরই পছন্দ না। 😀
কামরুল ভাই,খুউব শখ ছিলো একটা নাটক লিখপো.... 😛 আপনি কইলে লেখা শুরু করপো.. :dreamy:
বুয়েটে পইড়া নাটক লিখবি ক্যান? নাটক ফাটক লিখে যারা অন্য কিছু পারে না তারা 😛
ভাই আপনি কি টিটো ভাইয়ের কথা বুঝলেন? 😛
আমার কথা কইছি রে ভাই।
অন্য কোন দিকে নিও না। এমনিতেই অনেক চাপের মইধ্যে আছি। নতুন কইরা চাপ দিও না। 😀 😀 😀
x-( x-( x-( x-( x-(
কাছে আয়। আর কি কি পারি বুঝাইতাছি 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বিনয়ের অবতার! স্টার্ট ফ্রন্টরোল :frontroll:
Eid Natok KakTal
By Ali Fida Imran Tojo
Cast: Srabonti, Isthekhab Dinar, Marjuk Russel, and More
this one????
ইয়াপ। ফিদা তোজো ইজ মাই বস। 😀
"কাকতাল" দেখলাম...ভালো কাজ :hatsoff: , তবে ফিনিশিংটা একটু তাড়াহুড়া মনে হইসে...
মারজুক রাসেল জাস্ট উরাধুরা...আর ডিরেক্টর এর অ্যাসিস্ট্যান্ট ছেলেগুলাও খুব ন্যাচারাল কাজ করসে...
তুমি কি ফিদা তোজোর ভাই-বেরাদার নাকি?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হ!
ভাইয়া এইটা নিয়া আর কিছু কইয়েন না। নিজের কাজ নিয়া কথা বলতে আমার অস্বস্তি লাগে 😀 😀
kaktal dekhsi...valo hoise.. 😀
'কাকতাল' দেখলাম, ভালো। পিচ্চিটাকে ভাল লাগসে। আর ভাল্লাগসে শ্রাবন্তীর... 😉
অই কাকতালের লিংক দাও, এইটা মনে হয় দেখছি টিভিতে, কিন্তু মনে করতে পারছি না। আবার দেখব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই যে লিঙ্ক আপনার জন্য>>
http://www.clipser.com/watch_video/1100771
=)) =))
:pira: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারে কি রবিন্সমাইল রোগে ধরছে? 😉
এইটা আবার কোন রোগ ।
এইটা "রবিন্সমাইল" রোগ :khekz: :khekz: :khekz: 😛 😛 ।
Life is Mad.
খুব খারাপ রোগ !! 😛 😛 😛
ইমিরে রবিন্সমাইল রিগে কিনসিময়যি ধিরল টিরই পিলিমনা 😕
ইখন বিঝতিছিনা কিন ডিক্তিরের কিছে যিমু ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
কিঙ্কি!! 😉 😉 😉
=)) =)) :just: :pira:
কি জানি, আমার তো এই কথাটা ভুল মনে হইতেছে। 🙁
দোস্ত, জটিল হইছে। :thumbup: :thumbup:
আমারো। 😉 😉
বিসিএসে সেকেন্ড চয়েস দিছি ঠোলা 😕 😕
কামরুল ভাই, আমারে ধরেন। আমি তো হাসতে হাসতে :pira: , মিরাও গেলাম।
হয় নাই। কথাটা হইবো, হিসতে হিসতে মিরা গিলাম। 😀 😉
অনেকদিন পরে অনেকক্ষন হাসলাম :khekz: :khekz:
বুশ এর টা :just: জট্টিল :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
কস্কি!! 😉
:pira: :pira: আরে আমার পিরা দেখি ইমো হইয়া গেছে। :frontroll: দিয়া লই খুশিতে।
এতো বড় কমেন্ট !!!! 😉 😉
কামরুল ভাই, সিরাম... :khekz: :just: :pira:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিরাম? 😉
:just: সিরাম... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সেইরম সেইরম............. :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরেকজন রবিন্সমাইল রোগী পাওয়া গেছে। 😉
৫ নাম্বার টা পুরা সেইরকম =))
😀 😀
:))
:just: সেইইইইরকম...।
৫ নংটা দেইখা :pira: :pira:
কামরুল ভাই এইটাকে সিরিজ বানানোর দাবি জানাচ্ছি।
অতএব :just: হা জয়যুক্ত হয়েছে, :just: হা জয়যুক্ত হয়েছে।
সংসদে পাশ হইয়া গেছে... আপনার কোন গতি নাই। :grr: :grr: :grr:
(অফটপিকঃ :just: ইমোটীকন্টা :just: ফ্যান্টাস্তিক :awesome: )
আইচ্ছা দেখি কষ্ট-মষ্ট কইরা আরেকটা পর্ব নামানো যায় কিনা ! 😀
x-( x-( x-( x-( x-(
হ আমারো হাসনাইনের *চিতে :just: লাত্থি দিতে ইচ্ছা করতেছে
ছিঃ মাস্ফ্যু ... হাস্না তাহলে টুলটা তে বসবে ক্যাম্নে ?? অন্য কোথাও মার।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, এতদিন কই আসিলেন? আপনারে একটা লেখা গিফট করসিলাম, "স্বপ্নের বাসর", পইড়া নিয়েন। B-)
পইড়া নিছি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:))
(আরেকজন রবিন্সমাইল)। B-)
আলম
ছবিতে তোমার বুকে ঐ দুইটা কি? 😉 😉
ব্যাজ। 😀 😀
ও ! আমি ভাবছিলাম ......ব্যাজ 😀 😀 😀
তয় দুই "ব্যাজে"র মাঝখানের গ্যাপ্টা বেশি গ্যাপ হই গেছে। 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর গোল গোল তো, তাই অন্য সন্দেহ জাগে মনে 😉 😉
হ... আমিও ভাবসিলাম অন্য সন্দেহ জাগে মনে... 😀
:khekz: :khekz: :khekz: :just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অফিসে যেতে যেতে গাড়ীতে বসে মোবাইলে পড়তেছিলাম। আমার মৃদু মৃদু মিচকি হাসি দেখে সাথের লোকজন মোটামুটি আউলা ঠাউরাইসে 😀 😀 ।
দূর্দান্ত ব্রাদার :awesome: :awesome: :guitar: :guitar: ।
Life is Mad.
থ্যাঙ্ক ইউ। 😀 😀
;)) 😀 =)) =)) :khekz: :goragori: :pira:
কঠিন, ঝাক্কাস, সিরাম, দুর্দান্ত, গুল্লি, ঢিসুম ঢিসুম, পুররা উরা ধুররা...
ক্যাম,
আরো চাই, আরো :thumbup:
খাইছে! আপনে তো আমারে পুরা তুইলা দিলেন। আবার ফালাইয়া দিয়েন না কিন্তু। 😀 😀 😀
রহমান ভাই ঠেকাইয়া আছে........ 😉 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😮 😮
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
:just: :gulli2: :pira:
😀 ইমোর বদলে ইমো।
কামরুল, দেশে আসার পর একটা গেট-টুগেদার যেন পাই। অতিথী সংখ্যা গুইনা 'টুল'এর ব্যবস্থা আমার ... B-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনে কই আছিলেন আগে এইডা কন! আপনারে না দেইখা এই কয়দিন বহুত দুঃখে কাটছে। 🙁
গেট-টুগেদার অবশ্যই হবে। বড় কইরা একটা পিকনিকও কইরা ফেলতে পারি। তয় সেখানে সবাই টুলে বসতে রাজি হবে কিনা বুঝতে পারছি না। 😉 কিন্তু আমি আছি। 😀
দেখি এখন চমৎকার একটা লেখা দেন তো 😀
আসেন, ইফতার পার্টিতে আসেন। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি মিস 🙁 🙁 :((
সেকি????????? 😮 😮
মইন ভাই এইটা জানেন??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই, ডাউট দিসো , খাড়াও, ব্যানারের নিচে লং আপ দিমু নাকি ভাইবা লই :grr: :grr:
ভাবাভাবির কিছু নাই...
আমি আপনারে রিকোয়েস্ট করতেছি...পিলিজ লং আপ হইয়েন না... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বেলাডি জুনা, বড় ভইনের লগে ডাউট দিতাছোস খালি 😡
কালকে ভোর বেলায় জি ইসির মোড়ে গিয়া ডিয়ারলির সামনে হ্যান্ডস ডাউন হয়া থাকবি, আমি নেক্সট মান্থে আইস্যা তুলুম্নে :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, তিন নং সিগন্যাল চলতেছে...
কাল সকালে বৃষ্টির কারণে যাইতে পারি কিনা-এখন আকাশ একটু পরিষ্কার...এখনই যাব কিনা ভাবতেছি... O:-)
(আপনারে তেলাইলাম, বুঝছেন তো??? :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তেলাইয়া লাভ নাই, কি বলেন কাইয়ূম ভাইডি? 😛
তেল নিলাম।
এখনই যাবি? আইচ্ছা ঠিকাছে, ফ্রন্ট্রোল দিতে দিতে চইল্যা যা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কি কই আর হ্যায় কি বুঝে? :chup: :duel:
যাউজ্ঞা, কাইয়ূম ভাই আইসা ব্যবস্থা নিসে 😀
:khekz: :khekz: :khekz:
কালেকশন ফাটাফাটি।
আর কিছু নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নাই। 😀
একটু মজা নষ্ট করে দিয়ে যাই।
৫ নাম্বারটা ফটোশপে এডিট করা। আসলটা হইতেসে এইটা। 😛
সাতেও নাই, পাঁচেও নাই
কিন্তু দুইটার লোকেশন তো আলাদা...
এমনও তো হইতে পারে যে- কানেক্টিকাটের একাধিক এনট্রান্স রয়েছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মজা নষ্ট করার চেষ্টা করার জন্য জিহাদের ব্যাঞ্চাই। 😀
জুনা, তুই আসলেই একটা জিনিস। :boss: :boss:
ভালো ছিল দোস্ত । অনেকদিন পরে নিজের বাড়ি আসলাম ।
আদু মামা কেমুন আছেন?মিয়া আপনে তো উধাও হয়া গেলেন 🙁
ব্যস্ত ছিলামরে । বিদায় নিয়ে আসতে পারিনাই আর আসার পর থেকেই অফিস । আসব ইনশাল্লাহ আগামী বছর আবার ।