চা খেতে বের হয়েছিলাম বাসার সামনের দোকানটায়, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। একেবারে কাকভেজা হয়ে বাসায় ফিরে এলাম আমরা তিন জন, আমি, মাসুদ, রুম্মান। সিগারেটের প্যাকেট ভিজে সবগুলো সিগারেট নষ্ট হয়ে গেছে, শার্ট-প্যান্ট থেকে টুপটুপ পানির ফোঁটা পড়ছে। তোয়ালে দিয়ে গা মুছতে গিয়ে দেখি মাসুদ ভেজা শরীরে বারান্দায় দাঁড়িয়ে আছে রেলিং ধরে। ‘কি রে গা মুছবি না?’ জিজ্ঞেস করতেই হেসে দিলো, বললো
ইচ্ছে করছে না।
কেন?
তুই-ই না বলেছিলি আষাঢ়ের প্রথম বৃষ্টি জীবনের প্রথম প্রেমিকার মত! থাকুক না আরো কিছুক্ষণ।
পাল্টা হেসে আমি ক্যালেন্ডারের দিকে তাকালাম। একটু আগে ১৫ই জুনে পড়েছে। ১লা আষাঢ়, ১৪১৬।
আজ বর্ষার প্রথম দিন।
সিসিবির সবাইকে জিহাদের পক্ষ থেকে ‘বর্ষা’র শুভেচ্ছা। ;;; সঙ্গে শক্তি চট্টপাধ্যায়ের একটা প্রেম-বৃষ্টির কবিতাঃ
“বৃষ্টি নামল যখন আমি উঠোন-পানে একা
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাব দেখা
হয়ত মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জলে
কিন্তু তুমি নেই বাহিরে – অন্তরে মেঘ করে
ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!”
রবীন্দ্রনাথের একটা গান না হলে কি শুভেচ্ছা ঠিক জমে বলুন? তাই বন্যার গলায় একটা রবি ঠাকুরের গান।
আর আমার পক্ষ থেকে?
বাদল দিনের প্রথম কদম ফুলঃ
,
😀
:(( আমি কদম ফুল খাপো :((
আপনারে কি জামাইরোগে ধরছে? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 বাহ মরতুজা ভাইও খাপাখাপি শুরু করছে B-)
খাপাখাপি শব্দটা খুব অশ্লীল শোনাচ্ছে! মাস্ফ্যু, ছি! তুই তো খুব খ্রাপ হয়ে যাচ্ছিস্!! 😛 😛
ছি ভাইজান অশ্লীল হবে ক্যান আমি তো খ এর জায়গায় ঠ ব্যবহার করিনাই 😀 :shy: 😕
পরবর্তী ঘোষনা দেয়ার আগ পর্যন্ত আমার পোস্টে জামাইকে ব্যান করা হইলো x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup: 😀
সাথে পরবর্তী ঘোষনা দেয়ার আগ পর্যন্ত ওরে লং আপ করাইয়া রাখা হোক।
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( কৈল তানভীর ভাই আর দুষ আমার-দুইন্না থিকা ইনসাফ উইঠা গেছে গো বাজান... :(( :(( :(( :(( :((
জামাই, শ্বশুর বাজান রে ডাকতাছোস নাকি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:grr: :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz:
নাহ উনি তো এক্স ক্যাডেট-ডাকলে ভাই ডাকুম :shy: :shy: :shy:
😀 😀
এই মাসুদ ভাই কি সেই মাসুদ ভাই?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জি। ইনিই সেই মাসুদ ভাই। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইনি কোন মাসুদ ভাই ? 🙂
ইনি সেই মাসুদ ভাই। :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:-B এইটা কেমনে জানি মনে ছিল !!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আসলে বস, ইনিই কি তিনি? ঠিক বিশ্বাস হৈতে চায় না। 😀
মাসুদ ভাই, কেমন জানি জ্বর জ্বর লাগতেছে................... :))
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
:dreamy:
তুই এতো মনে রাখোস কেমনে?
জিহাদের পক্ষ থেকে সবাইকে বর্ষার শুভেচ্ছা 😀
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদের পক্ষ থেকে সবাইকে বর্ষার শুভেচ্ছা 😀
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
হুম
সংসারে প্রবল বৈরাগ্য!
ঘুমে ধরছে নাকি? যান অনেক রাইত হইছে, ঘুমাইতে যান :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি আনুমানিক গভীর রাইতে ঘুমাইনা ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
বর্ষা নিয়ে আবেগ মনে হয় সবারই বেশি। আমি খেয়াল করেছিলাম দু'দিন আগে, সামনে আষাঢ় আসছে। কিন্তু মাঝে ভুলে গেছিলাম। এখন মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ কামরুল ভাই। আপনার জন্য একটা কবিতা দিচ্ছি!
অক্টোবরের বৃষ্টি
কালোগোলা শহরেও বৃষ্টি নামে।
রূপকথা ভেঙে ভায়োলিন-মেঘ উড়ে যায় দেখে
পড়ো সন্ধ্যায় ফোঁটা ফোঁটা সুখ অরূপাক্ষ নদের উপরে
ক্লান্তি ধুয়ে ঝরে পড়ে।
যাবার আগে শরীরে করে বয়ে আনা
সহস্রচাঁদমাখা বিষাদ, বড়ো ভারী করে দেয় বৃষ্টির শরীর।
ভিজে যায় রঙিন পোস্টার বিলবোর্ড
একাকী সবুজ মিশুক
ক্ষুব্ধ রাজনীতি মাখা ক্ষয়াটে ভাস্কর্য
আইল্যান্ডে ভেজে বর্ষাতি- সেটাও সব্জে চেহারার।
দেয়াল-বালিরস্তুপেরাও সিক্ত হয়
নগরভাঙা স্রোতে। টুকরো মাঠ, ঘাস, বিপ্লবও ভিজতে থাকে
বালিয়াড়ি-ভাঙা প্রাণ শ্বাস টেনে নিতে পারে-
কিন্তু এমন রাত নেমে এলেও বৃষ্টির খেয়াল থাকে না।
***
চমৎকার। :boss:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এত সুন্দর করে কিভাবে লিখো? :clap:
সবাই কে বর্ষার শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে 🙂
মঈন, দিহান, অয়োময়, Zavier
স্লামালিকুম ভাবি 😛
কেমন আছেন? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এইটা কোন ভাবি? পরিচয় তো দে। আম্রাও সালাম দেই
আমাদের মইনের বউ।
দে এইবার হাত তুইলা সালাম দে :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কানাডার মইন? সালাম ভাবি (সালাম এর কোনো ইমো নাই :bash: )
:salute:
ক্যাডেটদের জন্য সালাম মানেই :salute:
আমার প্রতিবেশি!!!!!!
সালাম ভাবী, বাসায় আসবেন, আর আমারে দাওয়াত দিয়েন। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওয়ালাইকুম আসসালাম ভাইসাহেব 😉
আপনাদের দোয়ায় ভালো আছি 🙂
একি! সবার সামনে এভাবে চোখ টিপ দিয়েন না।
লোকে আমাকে খারাপ ভাববে।
তাছাড়া আপনার জামাই এখন অন-প্যারেড 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আপনেকে অলরেডী সবাই খারাপ জানে 😀
কন কি? আপনাকেতো ১ নামে ব্লগের সবাই চিনে 😀
আমার দোষ দেন কেন্? 😕
ওয়ালাইকুম আসসালাম রবিন ভাইয়া
সবাইকে বর্ষার শুভেচ্ছা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀 😀 😀
কতদিন ঝুম বৃষ্টি দেখি না 🙁
সবাইকে বর্ষার প্রথম দিনের শুভেচ্ছা।
কেমস...আমি তো ভাবছিলাম তুই "এমন দিনে তারে বলা যায়" এর লিঙ্ক দিবি। 🙂
আহা রে! :dreamy: :dreamy:
আচ্ছা, ওইটাও দিমুনে, শ্রাবণ মাসে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কদম ফুলটা সুন্দর হইছে, তয় ব্যাক-গ্রাউন্ডটা মারভেলাস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কবিতাটা কেমন কিছু কইলেন না ! 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কবিতা পঁচা হইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধুর! আপনে না কবিতা একদমই বুঝেন না :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বর্ষারে খুব ভালা পাই ... =((
নোটঃ এইটা জিহাদের বর্ষা না :awesome: :awesome:
'জিহাদের বর্ষা না' বইলা নাঁচতেছিস কেন?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বর্ষার কথা মনে হইলেই খালি কেমুন যেন লাগে ... তাই নাচলাম :)) :))
কালকে রাতের বেলা বর্ষা আমারে ফোন দিয়া কয় সিসিবি তে এইসব কি হচ্ছে? :gulli:
আমি বল্লাম - বেশি কিছু তো হয়নাই। সবাই আমার পক্ষ থেকে তোমার শুভেচ্ছা জানাইতেসে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
রাত আনুমানিক কয়টায় ? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আনুমানিক গভীর রাতে ...
=)) =))
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হায় বর্ষা(বাকিটা কইলে জিহাদ ক্ষেপবো) :dreamy:
আমি একদমই রাজী ছিলাম না........................তবুও ভিজলাম.... :bash:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কে ভিজাইলো? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হায় জিহাদ হায় বর্ষা 😀
ব্লগের মধ্যে এইসব কি হইতাছে? হ্যা? প্রকাশ্যে সিনিয়রদের সামনে লজ্জাশরমের কুনু বালাই নাই?? আর এই বর্ষাটা কে? জিহাদের কি হয়?
মাস্ফ্যুর পর আবীর এখন জিহাদ? না..... সিসিবির তো কুনু ডিসিপ্লিন থাকলো না!! :-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চ্যাংড়া পোলাপাইনের সাহস কতো বাড়ছে দেখছেন লাবলু ভাই ? B-)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোমার জন্যই তো আজ এই অবস্থা! সারাক্ষণ নাই নাই করো! আরে বাবা পৃথিবীতে কতো মানুষ ব্যাচেলর (চিরকুমার না) থাইক্কা গেছে, তাতে পৃথিবীর কুনু সমস্যা হইছে? 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আয় হায়! আমি কালারড হইয়া গেলাম আপনার কাছে!
বেলাডি জামাই, রায়হান, জিহাদ
স্টার্ট :frontroll: । আইইউটি থেইকা শুরু হবে ধানমন্ডি ৩২ নাম্বার হইয়া এবিসিতে গিয়া থামবে :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাস্ফ্যুর পর মানে?মাস্ফ্যু আবার কি করলো?সবাই খালি চামে দিয়া বামে আমারে পাঙ্গায় যায় :((
একদম খাঁটি কথা ভাইয়া :))
ভাল লাগলো পড়ে, তবে ঢাকার বর্ষাকে মাইনাস ।