বাদল দিনের প্রথম কদম ফুল

চা খেতে বের হয়েছিলাম বাসার সামনের দোকানটায়, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। একেবারে কাকভেজা হয়ে বাসায় ফিরে এলাম আমরা তিন জন, আমি, মাসুদ, রুম্মান। সিগারেটের প্যাকেট ভিজে সবগুলো সিগারেট নষ্ট হয়ে গেছে, শার্ট-প্যান্ট থেকে টুপটুপ পানির ফোঁটা পড়ছে। তোয়ালে দিয়ে গা মুছতে গিয়ে দেখি মাসুদ ভেজা শরীরে বারান্দায় দাঁড়িয়ে আছে রেলিং ধরে। ‘কি রে গা মুছবি না?’ জিজ্ঞেস করতেই হেসে দিলো, বললো
ইচ্ছে করছে না।
কেন?
তুই-ই না বলেছিলি আষাঢ়ের প্রথম বৃষ্টি জীবনের প্রথম প্রেমিকার মত! থাকুক না আরো কিছুক্ষণ।
পাল্টা হেসে আমি ক্যালেন্ডারের দিকে তাকালাম। একটু আগে ১৫ই জুনে পড়েছে। ১লা আষাঢ়, ১৪১৬।
আজ বর্ষার প্রথম দিন।

সিসিবির সবাইকে জিহাদের পক্ষ থেকে ‘বর্ষা’র শুভেচ্ছা। ;;; সঙ্গে শক্তি চট্টপাধ্যায়ের একটা প্রেম-বৃষ্টির কবিতাঃ
“বৃষ্টি নামল যখন আমি উঠোন-পানে একা
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাব দেখা
হয়ত মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জলে
কিন্তু তুমি নেই বাহিরে – অন্তরে মেঘ করে
ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!”

রবীন্দ্রনাথের একটা গান না হলে কি শুভেচ্ছা ঠিক জমে বলুন? তাই বন্যার গলায় একটা রবি ঠাকুরের গান।

আর আমার পক্ষ থেকে?

বাদল দিনের প্রথম কদম ফুলঃ

,

৫,৯৭৫ বার দেখা হয়েছে

৭৬ টি মন্তব্য : “বাদল দিনের প্রথম কদম ফুল”

  1. রকিব (০১-০৭)

    😀 😀

    একেবারে কাকভেজা হয়ে বাসায় ফিরে এলাম আমরা তিন জন, আমি, মাসুদ রুম্মান।

    এই মাসুদ ভাই কি সেই মাসুদ ভাই?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    বর্ষা নিয়ে আবেগ মনে হয় সবারই বেশি। আমি খেয়াল করেছিলাম দু'দিন আগে, সামনে আষাঢ় আসছে। কিন্তু মাঝে ভুলে গেছিলাম। এখন মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ কামরুল ভাই। আপনার জন্য একটা কবিতা দিচ্ছি!

    অক্টোবরের বৃষ্টি

    কালোগোলা শহরেও বৃষ্টি নামে।

    রূপকথা ভেঙে ভায়োলিন-মেঘ উড়ে যায় দেখে
    পড়ো সন্ধ্যায় ফোঁটা ফোঁটা সুখ অরূপাক্ষ নদের উপরে
    ক্লান্তি ধুয়ে ঝরে পড়ে।

    যাবার আগে শরীরে করে বয়ে আনা
    সহস্রচাঁদমাখা বিষাদ, বড়ো ভারী করে দেয় বৃষ্টির শরীর।
    ভিজে যায় রঙিন পোস্টার বিলবোর্ড
    একাকী সবুজ মিশুক
    ক্ষুব্ধ রাজনীতি মাখা ক্ষয়াটে ভাস্কর্য
    আইল্যান্ডে ভেজে বর্ষাতি- সেটাও সব্‌জে চেহারার।
    দেয়াল-বালিরস্তুপেরাও সিক্ত হয়
    নগরভাঙা স্রোতে। টুকরো মাঠ, ঘাস, বিপ্লবও ভিজতে থাকে
    বালিয়াড়ি-ভাঙা প্রাণ শ্বাস টেনে নিতে পারে-

    কিন্তু এমন রাত নেমে এলেও বৃষ্টির খেয়াল থাকে না।
    ***

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    সবাইকে বর্ষার প্রথম দিনের শুভেচ্ছা।
    কেমস...আমি তো ভাবছিলাম তুই "এমন দিনে তারে বলা যায়" এর লিঙ্ক দিবি। 🙂

    কিন্তু তুমি নেই বাহিরে - অন্তরে মেঘ করে
    ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!

    আহা রে! :dreamy: :dreamy:

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    কালকে রাতের বেলা বর্ষা আমারে ফোন দিয়া কয় সিসিবি তে এইসব কি হচ্ছে? :gulli:

    আমি বল্লাম - বেশি কিছু তো হয়নাই। সবাই আমার পক্ষ থেকে তোমার শুভেচ্ছা জানাইতেসে 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ব্লগের মধ্যে এইসব কি হইতাছে? হ্যা? প্রকাশ্যে সিনিয়রদের সামনে লজ্জাশরমের কুনু বালাই নাই?? আর এই বর্ষাটা কে? জিহাদের কি হয়?

    মাস্ফ্যুর পর আবীর এখন জিহাদ? না..... সিসিবির তো কুনু ডিসিপ্লিন থাকলো না!! :-B :-B :-B


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।