ছোট্ট গল্পঃ প্রণোদনা

নামকরা একটি ব্যাঙ্কের জিএম এর সামনে বসে আছি। সাথে আমার প্রতিষ্ঠানের কয়েকজন লোক। প্রণোদনা পাবার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি, সে চেক করে দেখছে।

-স্যার, আপনার সব কাগজই আছে। তবে, হাফ ম্যারাথনের সার্টিফিকেট লাগবে!
-মানে?
– প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর নির্দেশ এসেছে যে প্রতিটি গার্মেন্ট মালিকের হাফ ম্যারাথনের সার্টিফিকেট জমা দিতে হবে। তা না হলে নো প্রণোদনা। নাডা। আমি তো বলব স্যার অল্পের উপর দিয়ে বেঁচে গেছেন! গার্মেন্টস কর্মী এবং সারা দেশের মানুষের জীবন নিয়ে আপনার যে ছিনিমিনি খেলেছেন, সেই তুলনায় এটা কিছুই না! ভাল কথা, স্যার, ম্যারাথনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে কিন্তু!

আমি এসির মধ্যেও কুল কুল করে ঘামতে শুরু করলাম!

৫ টি মন্তব্য : “ছোট্ট গল্পঃ প্রণোদনা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।