নামকরা একটি ব্যাঙ্কের জিএম এর সামনে বসে আছি। সাথে আমার প্রতিষ্ঠানের কয়েকজন লোক। প্রণোদনা পাবার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি, সে চেক করে দেখছে।
-স্যার, আপনার সব কাগজই আছে। তবে, হাফ ম্যারাথনের সার্টিফিকেট লাগবে!
-মানে?
– প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর নির্দেশ এসেছে যে প্রতিটি গার্মেন্ট মালিকের হাফ ম্যারাথনের সার্টিফিকেট জমা দিতে হবে। তা না হলে নো প্রণোদনা। নাডা। আমি তো বলব স্যার অল্পের উপর দিয়ে বেঁচে গেছেন! গার্মেন্টস কর্মী এবং সারা দেশের মানুষের জীবন নিয়ে আপনার যে ছিনিমিনি খেলেছেন, সেই তুলনায় এটা কিছুই না! ভাল কথা, স্যার, ম্যারাথনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে কিন্তু!
আমি এসির মধ্যেও কুল কুল করে ঘামতে শুরু করলাম!
প্রথম! ইয়েস!
মেলা দিন পর সিসিবিতে লগ ইন করেই প্রথম।
অশেষ ধন্যবাদ, জুনা।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাই, লগ ইন এর ঝামেলা থেকে মুক্ত হয়েছেন দেখে ভালো লাগল! 🙂
আপনার লেখা কই?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেন, লিখেই ত মন্তব্য করলাম তোমার পোস্টে 😉
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাই, ফাঁকিবাজি বাদ্দেন! শুধু কমেন্ট না, পোস্ট দেন। 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি এসির মধ্যেও কুল কুল করে ঘামতে শুরু করলাম! - শেষ লাইনটাই বলে দিচ্ছে, এটি একটি সার্থক ছোটগল্প।