হায় অস্ট্রেলিয়া! ওহ অস্ট্রেলিয়া!!

১।

আজকে অস্ট্রেলিয়ান সময় বিকাল সাড়ে ৪টায় আপাদমস্তক কালো কাপড় পড়া এক অজ্ঞাতনামা ব্যক্তি নিউ সাউথ ওয়েলস পুলিশ হেড কোয়ার্টারের সামনে গুলিক করে একজন পুলিশ আইটি (IT) বিশেষজ্ঞকে হত্যা করেছে। পরবর্তীতে সেখানে প্রহরার দায়িত্বে থাকা স্পেশাল কনস্টবেলদের গুলিতে আক্রমণকারী প্রাণ হারায়। এটি কোন নাশকতার ঘটনা কি না- সে ব্যাপারে পুলিশ এখনো কিছু জানে না। তদন্ত চলছে। আক্রমণকারীর পরিচয় এখনো জানা যায় নি। নিহত আইটি বিশেষজ্ঞের পরিচয়ও আপাতত মিডিয়াতে প্রকাশ করা হয় নি। তবে, নিউ সাউথ ওয়েলস এর পুলিশ কমিশনার এন্ড্রু সিপিওনি একে ‘পরিকল্পিত খুন’ বলেই আখ্যায়িত করেছেন।

এই ঘটনা সম্পর্কে আগে থেকেই কোন তথ্য পাবার কথাটি পুলিশ কর্তৃপক্ষ জোর গলায় অস্বীকার করেছে।

তথ্য সূত্র ১- Two people shot dead outside NSW Police headquarters in Parramatta

তথ্য সূত্র ২- Parramatta shooting: Multiple shots fired outside police HQ on Charles Street

২।

বন্ধু রাষ্ট্র অস্ট্রেলিয়ার এই ঘোর বিপদ দেখে মাথায় চক্কর দিয়ে উঠল। চট করে ভাবলাম ওদের পাশেই আছি তা জানিয়ে দিই। দ্রুত একটি টুইট করে দিলাম-
টুইট

পরে মনে হল- আচ্ছা, শুধু আমি বলে কি লাভ? বাংলাদেশ সরকারকেও তো এ ব্যাপারে এগিয়ে আসতে হবে!

৩।

“I do not believe that I am a vindictive man, but when the immortal gods take a hand in the matter it is pardonable to observe the results with complacency.”
― W. Somerset Maugham, The Luncheon

আমরা তো সমারসেট মম নই- যে আত্মতৃপ্তিতে ভুগে এখন অসিদেরকে নিরাপত্তাজনিত কারণে খোঁচাখুঁচি শুরু করব। তাদের বিপদের সময়ে বাংলাদেশ সফর বাতিল করার ব্যাপারটা মনে করিয়ে দিয়ে মজা নেব!

বন্ধুরাষ্ট্র অস্ট্রেলিয়াকে সকল প্রকার সাহায্য-সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আশ্বাস দেয়া হোক। একই সাথে স্বজন হারানো পুলিশ আইটি বিশেষজ্ঞের পরিবারেকে সহানুভূতি ও স্বান্তনা পাঠিয়ে দেয়া হোক। বিপদেই আসল বন্ধুর (বা বন্ধুর আসল) পরিচয় পাওয়া যায়।

১৫ টি মন্তব্য : “হায় অস্ট্রেলিয়া! ওহ অস্ট্রেলিয়া!!”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    দি-এ টিম ইজ্জত নিয়া যেভাবে ঝাঁকাঝাঁকি দিলো! মিনটাইম শালার অস্ট্রেলিয়া! যাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট নিয়া সবসময়ই একটা বামে চাপাও টেন্ডেন্সি জারী থাকে জমিদারদের মাঝে। দেখবেন নিউজিল্যান্ড ঠিকই অস্ট্রেলিয়া যাবে। ফাউলের দল।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।