ম্যাচ ডে ৩: হাল্কার উপর ঝাপসা প্রিভিউ! (আপডেটেড!)

গ্রুপ সিঃ কলম্বিয়া বনাম গ্রীস
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ এস্তাডিও মিনিরাও, বেলো হরাইজেন্তে
রেফারিঃ মার্ক গেইজার (যুক্তরাষ্ট্র)
ম্যানেজারঃ হোসে পেকারম্যান (কলম্বিয়া), ফার্নান্দো সান্তোজ (গ্রীস)

world-cup-colombia-greece_3155892

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ

article-2657477-1EBD5E3400000578-189_306x445

দলের খবরঃ হাঁটুর আঘাতের কারনে অনুপস্থিত ফ্যালকাও এর বদলে কলম্বিয়া দলের আক্রমন ভাগের দায়িত্ব থাকবে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলা তেফিলো গুটিরেজ এর উপর।

গ্রীস এর কোস্তাস মিত্রোগলু ফুলহামের হয়ে দুঃস্বপ্নের মতন একটি মৌসুম কাটালেও দল ও দেশের আশা ভরসা অনেকটাই তার উপর নির্ভর করছে। এখন পর্যন্ত দেশের হয়ে ৮টি গোল করা এই স্ট্রাইকারও নিশ্চয়ই তাদের আস্থার প্রতিদান দিতে চাইবেন।

ম্যাচ নোটসঃ কলম্বিয়ার বর্তমান র‍্যাংকিং ৮ এবং একই ভৌগলিক এলাকার অধিবাসী হবার কারনে অবশ্যই তারা ফেভারিট। তবে ম্যাচ জিতলেও সেটা সহজ হবে না, কেননা গ্রীস এর বিরক্তিকর রক্ষণাত্মক খেলা তাদের টেম্পারমেন্ট এর বিশাল টেস্ট হতে পারে। আমার প্রেডিকশন অনুযায়ী আজ কলম্বিয়া ১-০ গোলে জিততে পারে।
___________________________________________________________________

world-cup-uruguay-costa-rica_3155901

গ্রুপ ডিঃ উরুগুয়ে বনাম কোস্টারিকা
বাংলাদেশ সময়ঃ রাত একটা
ভেন্যুঃ এস্তাদিও ক্যাস্তেলাও, ফোর্টালিজা
রেফারিঃ ফেলিক্স ব্রাইখ (জার্মানী)
ম্যানেজারঃ অস্কার তাবারেজ (উরুগুয়ে), জর্জ লুই পিন্তো (কোস্টারিকা)

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ
উরুগুয়ে- (৪-৪-২): মুসলেরা, পেরেইরা, লুগানো, গোডিন, ক্যাসরেস, রিওস, লডেরো, স্টুয়ানি, রড্রিগেজ, ফোরলান এবং কাভানি
কোস্টারিকা- (৫-৪-১):নাভাস, গাম্বোয়া, উমানা, গঞ্জালেজ, একোস্তা, ডিয়াজ, বোলানোস, বোর্গেস, তেজেদা, ক্যাম্পবেল এবং রুইজ

দলের খবরঃ কোস্টারিকার বিরুদ্ধে লিভারপুলের ফুটবলার অব দ্যা ইয়ার সুয়ারেজ এর খেলার সম্ভাবনা নেই বললেই চলে, ফলে উরুগুয়ের আক্রমনে ফোরলান (পেটের সমস্যা কেটে গিয়ে থাকলে) এবং কাভানির ই থাকার কথা।

কোস্টারিকার আক্রমনে নেতৃত্ব দেবেন ‘গানার’ (প্রায় সাবেক!) স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল।

ম্যাচ নোটসঃ উরুগুয়ে আজ মাঠে নামবে ১৯৫০ সালে শেষ বার ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেলার সুখ স্মৃতি নিয়ে। শেষ ম্যাচে ২-১ গোলে অঘোষিত ফাইনালে ব্রাজিলকে হারিয়েই তারা সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। সবচেয়ে বড় কথা এর আগের দুই দলের আট সাক্ষাতে উরুগুয়ে জিতেছে ৬ বার এবং বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। আশা করছি আজ উরুগুয়ে ২-০ গোলে জিতবে।
___________________________________________________________________

world-cup-england-italy_3155916

গ্রুপ ডিঃ ইতালি বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময়ঃ ভোর ৪টা
ভেন্যুঃ এরেনা আমাজোনিয়াস, মানাউস
রেফারিঃ বোর্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
ম্যানেজারঃ সিজার প্রান্দেলি (ইতালি), রয় হজসন (ইংল্যান্ড)

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ
ইংল্যান্ড- (৪-২-৩-১):হার্ট, জনসন, কাহিল, জাগিয়েল্কা, বেইনেজ, জেরার্ড, হেন্ডারসন, স্টারলিং, লালানা, স্টুরিজ এবং রুনি।
ইতালি- (৪-৪-২ অথবা ৪-১-৪-১):বুফন, এবেট, বনুচ্চি/পলেতা, বারজাগলি, শিলিনি, ডি রোসি, ক্যান্ড্রেভা, পিরলো, মারশিসিও, বালোতেলি এবং কাসানো

দলের খবরঃ ইঞ্জুরি সমস্যায় ভুগতে থাকা ইংল্যান্ড এর থিও ওয়ালকটের বিশ্বকাপ তো আগেই শেষ হয়ে গেছে, তার আর্সেনাল সতীর্থ আলেক্স চ্যাম্বারলেইনও আজকে হাঁটু সমস্যায় খেলতে পারবেন না, তবে আশা করা যায় উরুগুয়ের বিরুদ্ধে ঠিকই মাঠে নামতে পারবেন। এদিকে, ড্যানি ওয়েলব্যাক এর খেলাও প্রায় অনিশ্চিত সেক্ষেত্রে রাহিম স্টারলিং এর ভাগ্য খুলে যেতে পারে।

কাফ ইঞ্জুরির কারনে ইতালির লেফট ব্যাক শিগলিও-র খেলতে না পারাটা কিছুটা হলেও কোচ প্রান্দেলিকে চিন্তায় রাখবে। তাঁকে সম্ভবত দলের ফরমেশন সহ পজিশনেও পরিবর্তন আনতে হবে। সম্ভবত তিনি শিলিনিকে সেন্টার হাফ থেকে সরিয়ে লেফট ব্যাক এ নিয়ে আসবেন এবং সেন্টারে বারজাগলির সাথে বনুচ্চি অথবা পলেতাকে দিয়ে রক্ষণভাগ সাজাবেন। এদিকে গোলকিপার বুফন গোঁড়ালির ইঞ্জুরিতে ভুগলেও আশা করা যায় সেটা তেমন মারাত্মক কিছু না।

ম্যাচ নোটসঃ এই দুই দল এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৪ বার যার মধ্যে ইতালি জিতেছে ৯ বার এবং ইংল্যান্ড জিতেছে ৮ বার। বাকি ৭ টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ খেলা ম্যাচে, ২০১২ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে, ইতালি টাই-ব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছিল।

সেদিনের ম্যাচে চির তরুণ পিরলো ইংল্যান্ডকে যেভাবে ভুগিয়েছিলেন আজ দুই বছর পরও তিনিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন। আজকের খেলাটি যে মাঠে হবে সেটা কতটুকু আন্তর্জাতিক মানের তা নিয়ে এখনো প্রশ্ন আছে। গ্রাউন্ডম্যান নিজেই মাঠটাকে ‘ব্যাড শেপ’ বলে স্বীকার করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের দর্শকদের কাছে শেরেবাংলা স্টেডিয়াম বলে ভুল হতে পারে, কেননা এরেনা আমাজোনিয়াসে নাকি ঘাসের চেয়ে মাটির পরিমানই বেশি। আমাজনের কাছাকাছি হবার কারনে আর্দ্রতা এবং গরমও বেশি থাকবে। এত বাধা ডিঙিয়ে দুই দল কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়।

ঐতিহাসিক কারনে দুই দলের খেলায় ঝাঁঝ থাকলেও তা স্কোরলাইনে প্রতিফলিত নাও হতে পারে। আমার ধারনা খেলাটি ১-১ গোলে ড্র হবে।
___________________________________________________________________

Capture

গ্রুপ সিঃ আইভরি কোস্ট বনাম জাপান
বাংলাদেশ সময়ঃ সকাল ৭টা
ভেন্যুঃ এরেনা পেরনামবুকো, রেসিফে
রেফারিঃ এনরিকে ওসেস (চিলি)
ম্যানেজারঃ সাব্রি লামুচি (আইভরি কোস্ট), অ্যালবার্ট জাকেরনি (জাপান)

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ

article-0-1EBD5F1F00000578-292_306x437

দলের খবরঃ আইভরি কোস্টকে বয়সের ভারে ভারাক্রান্ত দল বলাই যায়- দিদিয়ের দ্রোগবার বয়স ৩৬, দিদিয়ের জাকোরার বয়স ৩৩, ইয়া ইয়া তোরে’র বয়স ৩১! শেষেরজন আবার ইঞ্জুরির কারনে এই ম্যাচ খেলতে পারবেন কি না- তা নিয়ে সংশয় রয়েছে। জাপান দলে ইনিজুরিজনিত সমস্যা না থাকলেও দলকে পরের রাউন্ডে নিয়ে যাবার মত আস্থাভাজন খেলোয়ার নেই বললেই চলে।

ম্যাচ নোটসঃ এই ম্যাচটিকে বলা হচ্ছে পেশি বনাম গতির লড়াই। ‘সামুরাই’ রা কি পারবে ‘হাতি’দের সাথে লড়াই করে জিততে? যদিও খেলার সময় এবং জনপ্রিয়তা বিচার করে বাংলাদেশী দর্শক বা অন্য অনেকেরই এই খেলা নিয়ে তেমন আগ্রহ না থাকাই স্বাভাবিক। তবে গ্রুপের বাকি দুই দলের কথা চিন্তা করলে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কেননা প্রায় ‘সম’ শক্তির চারটি দলেরই কম-বেশি সুযোগ আছে পরের রাউন্ডে যাবার।

গতি দিয়ে পেশির সাথে পাল্লা দিলেও শেষ পর্যন্ত জাপানকে মনে হয় অভিজ্ঞতার কাছে ধরা খেতে হবে। আমার ধারনা আইভরি কোস্ট এই ম্যাচ ২-১ গোলে জিততে পারে।

১০৯ টি মন্তব্য : “ম্যাচ ডে ৩: হাল্কার উপর ঝাপসা প্রিভিউ! (আপডেটেড!)”

  1. রকিব (০১-০৭)

    কোস্টারিকার দুইটা ছুপা রুস্তম আছে- অভিজ্ঞ রুইজ (এইটা শিং মাছের মতো খালি পিছলায়ে যায়, খেলে ভালো); আর পিচ্চি ক্যাম্পবেল- এইটা একটা জিনিস হইতে যাচ্ছে শিজ্ঞিরি। আমার মনে হচ্ছে ২-১; কিংবা ৩-১ হয়ে যাবে।

    ঐদিকে উরুগুয়ে অন্তত ২ টা দেয়ার কথা (যদিও প্রিডিকশনে কেউ কথা রাখেনি); তবে সুয়ারেজ মামা থাকলে হয়তো ৩-৪-৫ কিছু একটা বাধা ধরা ছিল।

    কলম্বিয়া জিতুক, গ্রীসের উপর মেলা আগে থেকেই মেজাজ খারাপ। সামারাস ছাড়া আর একটারেও পছন্দ হয় না এই টিমের। সামারাসও এখন প্রবীণ!


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রায়েদ (২০০২-২০০৮)

    কালকে ১৫ মিনিটের সময় যখন চিলি ২-০ তে এগিয়ে গেল তখন আফসোস হচ্ছিল যে কেন ৩-০ ের জায়গায় ৪-০ দিলাম না। কিন্তু অস্ট্রেলিয়া গোল দেওয়ার পর আর আগের মত খেলতে পারল না। এই দুর্বল টিমগুলা গোল দিবে কি দিবে না এইটা প্রেডিকশন করা অনেক টাফ।

    ইংল্যান্ড ইতালি ম্যাচে ইতালি ২-১ ইংল্যান্ড ধরছি। ইতালির কিছুদিন আগের কথা শুনে মনে হইছে ওরা উরুগুয়ের সাথে কি হবে সেই সুযোগ নিতে চায় না। আগেই কোপ দিতে চায়। আর ইংল্যান্ডের কোন ভরসা নাই। তারপর ও ১ গোল দিতে পারে হয়ত।

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    কলন্বিয়া দেখি ফুটবলের সাথে সাথে নাচের ও ট্রেইনিং নিয়ে আসছে 🙂

    :awesome: :awesome: :awesome:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এই প্রেডিকশন গেমের একটা সমস্যা হচ্ছে - কোন নির্দিষ্ট টিমকে সমর্থন না করে আসলে নিজেকে সমর্থন করে যাচ্ছি। এখন ১-১ এর দিকে তাকিয়ে আছি। ১-১ এর পরে যেই গোল দিক মেজাজ খারাপ হবে। 😛

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সামারাস এর মুভমেন্ট পুরা পাকিস্তানের আখাম্বা বলদ ইরফান খান এর মতন- হাঁটা-চলায় মনে হচ্ছে কোন নিয়ন্ত্রণ নাই... ;))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. মোকাব্বির (৯৮-০৪)

    Fortaleza তে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা। বাতাসের গতিবেগ ২৩-২৫ কিমি/ঘঃ খেলাতে এটার ইমপ্যাক্ট পড়বে কি?


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    ক্যাম্পবেল একটা গোল দে... বাকিটা উরুগুয়ে দেখবে


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. রকিব (০১-০৭)

    সানোগো আর জিরুডরে বসায়ে রেখে এই পিচ্চি ক্যাম্পবেলরে খেলানো দরকার আর্সেনালে। এইবার যাতে ওর ওয়ার্ক পারমিটটা হয় ঠিকঠাক মতো।
    কী বলেন স্কাইপিদা।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    নেক্সট ম্যাচ প্রেডিকশন টেবিলে ভাইটাল হবে... কোন ক্লিয়ার ফেভারিট নাই, আপডাউন ভাল হবে 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. মোকাব্বির (৯৮-০৪)

    তিন নাম্বার বাসে চড়ে বসেছি! ও ইয়েহ বেবী ইয়েহ! :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  11. রায়েদ (২০০২-২০০৮)

    চল্লিশের বাইরে চলে গেছিলাম। একটু সামনে আসছি।

    জাপান ১-২ আইভরি কোস্ট ছিল। গোল দুইদলেই একটা করে বাড়িয়ে দিছি। এইবার গোল মনে হয় বেশি হচ্ছে।

    আপনাদের কার কি প্রেডিকশন?

    জবাব দিন
  12. সাজ্জাদ (০৫-১১)

    যাহ সালে... প্রথম দুইটা ম্যাচে ডাব্বা মারছি, দিনশেষে সেটা পুষিয়ে নিলাম 😛
    জাপান ভালো ফর্মে আছে, লাস্ট পাঁচ ম্যাচে জিতসে, তয় গোলও খাইছে বহুত, ইয়াইয়া তোরের উপর ভরসা রেখে ১-৩ দিলাম...


    নিশ্চয়ই চোখ, কান ও অন্তঃকরণ প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে।

    জবাব দিন
  13. রায়েদ (২০০২-২০০৮)

    দুই দলেরই আক্রমনভাগ ভাল। এই জন্য গোল বাড়িয়েছি। ইয়াইয়া তোরে নাকি না খেলতে পারে। তারপর ও আইভরিকোস্টের জেতার কথা।

    উরুগুয়ে যা দেখাল এরপর কারো কোন ভরসা নাই। ওই ম্যাচ থেকে কেউ কোন বোনাস ও পায়নি মনে হয়।

    জবাব দিন
  14. রায়হান (১৯৯৮-২০০৪)

    হোন্ডা আজকে কেমন হোন্ডা চালায় দেখা যাক -------- এক মাত্র এই গ্রুপ থেকেই কোন এশিয়ান টিমের কিছু করার সুযোগ আছে
    বাকি সব এশিয়ান টিম এবার অংশগ্রহন ই বড় কথা


    একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

    জবাব দিন
  15. রায়েদ (২০০২-২০০৮)

    ম্যাচ ডে ৪ এর প্রিভিউ আসেনাই তাই এখানে লিখছি। সুইজারল্যান্ড আর ইকুয়েডরের প্রেডিকশন নিয়ে অনেক কনফিউজড ছিলাম। ২-২ থেকে আবার ১-১ করছি। কি যে হবে খেলা দেখেও বুঝতেছিনা। আশা করতেছি সুইজারল্যান্ড শোধ করে দিবে।

    আর্জেন্টিনার খেলায় কি প্রেডিকশন সবার?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।