ব্লগ এ এটাই আমার প্রথম লেখা এবং বাংলাতেও এই প্রথম আমি কিছু লিখছি…..
টাইপ করতে একটু কষ্ট হলেও হেব্বী মজা পাচ্ছি…..
সত্যিই বিজ্ঞান কত এগিয়ে গেছে….!!!
লিখছি ইংলিশ এ অথচ দেখাচ্ছে বাংলা অক্ষর…..
আজিব…!!!
পুরো বিদেশী ব্যাপার স্যাপার……
যাহোক, আজ আর কথা বেশি বাড়াবো না…..
সবাইকে ধন্যবাদ ।
কবীর
খ-১৭৭৪
৩২ তম ইনটেক(‘৯৫-২০০১)
ঝ.ক.ক
হাহাহা..."লিখছি ইংলিশ এ অথচ দেখাচ্ছে বাংলা অক্ষর….." মজা পাইলাম ...ভাইয়া ভালো থাকবেন
অতএবঃ আরো লিখেন আরো লিখেন।
স্বাগতম আপনাকে। 🙂
shihoron thakte thaktei aro kichu jhotpot likhe felun to 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
আপনার লেখা পড়ে আমরাও শিহরিত। আপনি চটজলদি আরো কিছু লিখে ফেলুন। আশায় আছি।