অনেক বদলেছে পৃথিবী, এখনো ভালবাসি সিসিবি…!!!

আজ সকালে টি বয়ের মেসেজ পড়ে মেজাজ খারাপ হয়ে গেল…বিলাডি কয় কি না ‘অগাবগা জগা যা খুশি কিছু একটা দেন…!!’ সিসিবির আকাশ-বাতাস সাক্ষী, কোন দিন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি নাই…আজও করি না…স্প্যানিশে একটি সুন্দর কথা আছে ‘ইকার ক্যাসিয়াস পিকে পুয়োল রামোস অ্যালবা ইনিয়েস্তা জাভি অ্যালোনসো টরেস ভিয়া…’ অর্থাৎ ‘এক সময় থেমে যাবে ঝড়, উত্তাল সাগর হবে শান্ত, বালু চরে রেখে যাবে কিছু স্মৃতি…’ সুতরাং কোয়ালিটিই হচ্ছে শেষ কথা!!

যা বলছিলাম, আজ অনেক দিন পর আবার জমজমাট সিসিবি দেখে খুব ভাল লাগছে। সিসিবির সেই জমজমাট সময়টা খুব মিস করি, সিসিবির মানুষদের খুব মিস করি…আমিন আর বিলাডিরে ধন্যবাদ, সবাইকে গুঁতো দেবার জন্য।
একটা ছবি দিয়ে শেষ করি। কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম…

প্রায় মালসিংহ!


মালসিংহ পৃথিবীতে একটাই আছে। তবে ইনিও কম যান না…!
সবাই ভাল থাকুন।
সিসিবি জিন্দাবাদ।

২,৪৯৬ বার দেখা হয়েছে

৪৯ টি মন্তব্য : “অনেক বদলেছে পৃথিবী, এখনো ভালবাসি সিসিবি…!!!”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    মালসিংহ শব্দটার আগে প্রায় নামক ছোট শব্দের ব্যবহারে তা অতিশায়িত (অতি শায়িত না) হয়েছে, আর আসল মালসিংহকে প্রায় ধরে ফেলা এই মহান কমরেডের ছবি দেখে পোস্টের আগের সব কথা ভুলে আকুল ব্যাকুল হয়ে গেছিলাম।

    ভাল্লাগতাসে যে জুনাদারে দেখতার্লাম। চাওয়ালা রক করে :tuski: :tuski: :tuski:

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    এইটা নিশ্চয়ই জুনা দা'র বই মেলায় আসা বইয়ের ট্রেইলার.....
    ওই যে, মাসুদ রানা তে থাকত না ? ১ম পেজ এ...
    "বাংলাদেশ কাউন্টার ........ব্লা ব্লা.....টানে কিন্তু বাধঁনে জড়ায় না 😕 ব্লা ব্লা........"
    তো পুরো লেখাটা কবে পাবো দাদা ???
    অফ টপিকঃ জুনা দাআআআআআআআআআআআআআআআআআ ওয়েল্কাম হোম :hug:

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)
    স্প্যানিশে একটি সুন্দর কথা আছে ‘ইকার ক্যাসিয়াস পিকে পুয়োল রামোস অ্যালবা ইনিয়েস্তা জাভি অ্যালোনসো টরেস ভিয়া…’ অর্থাৎ ‘এক সময় থেমে যাবে ঝড়, উত্তাল সাগর হবে শান্ত, বালু চরে রেখে যাবে কিছু স্মৃতি…’

    =))

    পুরাই আদিম(আদি ও অকৃত্রিম) জুনা!


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. রাব্বী (৯২-৯৮)
    প্যানিশে একটি সুন্দর কথা আছে ‘ইকার ক্যাসিয়াস পিকে পুয়োল রামোস অ্যালবা ইনিয়েস্তা জাভি অ্যালোনসো টরেস ভিয়া…’ অর্থাৎ ‘এক সময় থেমে যাবে ঝড়, উত্তাল সাগর হবে শান্ত, বালু চরে রেখে যাবে কিছু স্মৃতি…’

    =)) =))

    জুনা একটা রত্ন! পুররা গুল্লি স্প্যানিস!


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)
    স্প্যানিশে একটি সুন্দর কথা আছে ‘ইকার ক্যাসিয়াস পিকে পুয়োল রামোস অ্যালবা ইনিয়েস্তা জাভি অ্যালোনসো টরেস ভিয়া…’ অর্থাৎ ‘এক সময় থেমে যাবে ঝড়, উত্তাল সাগর হবে শান্ত, বালু চরে রেখে যাবে কিছু স্মৃতি…’

    =)) =)) =)) =))
    পুরা আদিম ও অকৃত্রিম জুনা ভাই 😛


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. জিহাদ (৯৯-০৫)

    কী স্প্যানিশ শোনাইলেন ভাই। বাসে মোবাইলে পড়তে পড়ত হো হো করে হাসতেসিলাম আর আক্ষরিক অর্থেই বাস থেকে পিরা যাবার দশা হইসিলো :))

    মিয়া এত ছোট লিখসেন কেন। ডালপালা কাইটা দিমু কইলাম


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)
    আক্ষরিক অর্থেই বাস থেকে পিরা যাবার দশা হইসিলো

    বাসে একা নাকি? পিরা যাওয়ার আগে কেউ টিনি ধরলো না? 😡


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  8. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    সিসিবির তারকা ব্লগাররা আস্তে আস্তে ফিরে আসতেছে - বিরাট খুশীর খবর 🙂

    কবীর, ব্লগ লিখতে না পার অন্তত কমেন্ট দিও নিয়মিত - ঐ জায়গায় তুমি যে আদি অকৃত্রিম অদ্বিতীয় 🙂

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)

    বাপরেএএএএএএএএএএএএএএএএএ...........মানুষ ধৈর্য্য নিয়া এতবড় পোস্ট লিখে কেমনে!!!!!!!!!!!....
    আমার পড়া সবচে বড় লেখা সুনিলের পূর্বপশ্চিম, তারপর ইসসিরে....আর এটা ৩য়


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    একবারে পড়ে শেষ করতে পারলাম না জুনা দা, পরে সময় নিয়ে পুরোটা পড়বো... ;))


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।