আজ সকালে টি বয়ের মেসেজ পড়ে মেজাজ খারাপ হয়ে গেল…বিলাডি কয় কি না ‘অগাবগা জগা যা খুশি কিছু একটা দেন…!!’ সিসিবির আকাশ-বাতাস সাক্ষী, কোন দিন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি নাই…আজও করি না…স্প্যানিশে একটি সুন্দর কথা আছে ‘ইকার ক্যাসিয়াস পিকে পুয়োল রামোস অ্যালবা ইনিয়েস্তা জাভি অ্যালোনসো টরেস ভিয়া…’ অর্থাৎ ‘এক সময় থেমে যাবে ঝড়, উত্তাল সাগর হবে শান্ত, বালু চরে রেখে যাবে কিছু স্মৃতি…’ সুতরাং কোয়ালিটিই হচ্ছে শেষ কথা!!
যা বলছিলাম, আজ অনেক দিন পর আবার জমজমাট সিসিবি দেখে খুব ভাল লাগছে। সিসিবির সেই জমজমাট সময়টা খুব মিস করি, সিসিবির মানুষদের খুব মিস করি…আমিন আর বিলাডিরে ধন্যবাদ, সবাইকে গুঁতো দেবার জন্য।
একটা ছবি দিয়ে শেষ করি। কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম…
মালসিংহ পৃথিবীতে একটাই আছে। তবে ইনিও কম যান না…!
সবাই ভাল থাকুন।
সিসিবি জিন্দাবাদ।
এইডা তুই কি দিলি? :duel:
পোষ্ট টারে একটু কাট-ছাট কইরা একুশে বই মেলায় প্রকাশ কইরা দে 😀
দোস্ত, কাট-ছাঁট না কইরা তিন খন্ডে প্রকাশ করার জন্য জনৈক প্রকাশক তাগাদা দিচ্ছে... B-) 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=))
২য় B-)
মালসিংহ শব্দটার আগে প্রায় নামক ছোট শব্দের ব্যবহারে তা অতিশায়িত (অতি শায়িত না) হয়েছে, আর আসল মালসিংহকে প্রায় ধরে ফেলা এই মহান কমরেডের ছবি দেখে পোস্টের আগের সব কথা ভুলে আকুল ব্যাকুল হয়ে গেছিলাম।
ভাল্লাগতাসে যে জুনাদারে দেখতার্লাম। চাওয়ালা রক করে :tuski: :tuski: :tuski:
:hug: :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইটা নিশ্চয়ই জুনা দা'র বই মেলায় আসা বইয়ের ট্রেইলার.....
ওই যে, মাসুদ রানা তে থাকত না ? ১ম পেজ এ...
"বাংলাদেশ কাউন্টার ........ব্লা ব্লা.....টানে কিন্তু বাধঁনে জড়ায় না 😕 ব্লা ব্লা........"
তো পুরো লেখাটা কবে পাবো দাদা ???
অফ টপিকঃ জুনা দাআআআআআআআআআআআআআআআআআ ওয়েল্কাম হোম :hug:
রেজু, :hug:
আছিস কেমন?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভালো আছি, আপনি কেমন ?
=))
পুরাই আদিম(আদি ও অকৃত্রিম) জুনা!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই,
কেমন আছেন?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
জুনা একটা রত্ন! পুররা গুল্লি স্প্যানিস!
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ভাই,
দাঁত ফালাইতে আবার দেশে আসেন, টিএসসি তে আড্ডা দিমু... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =)) =))
পুরা আদিম ও অকৃত্রিম জুনা ভাই 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ক্যাস্পার,
তোর পোস্টিং কই? আছিস কেমন?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই ভাল নাই :(( :(( :((
কঙ্গোতে আছি মিশনে 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কী স্প্যানিশ শোনাইলেন ভাই। বাসে মোবাইলে পড়তে পড়ত হো হো করে হাসতেসিলাম আর আক্ষরিক অর্থেই বাস থেকে পিরা যাবার দশা হইসিলো :))
মিয়া এত ছোট লিখসেন কেন। ডালপালা কাইটা দিমু কইলাম
সাতেও নাই, পাঁচেও নাই
অনেক কিছু লিখতে চাই...কিন্তু কিছুই শেষ পর্যন্ত হইয় না... 🙁
আছিস কেমন?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাসে একা নাকি? পিরা যাওয়ার আগে কেউ টিনি ধরলো না? 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
পিরা গেলে আমি ধিরা তিলতাম না!
স্প্যানিশের উত্তরে স্প্যানিশ বলতে চাইছিলাম কিন্তু জুনাদা ওয়ান এন্ড ওনলি...
তপু,
দেশে আয়...সবাই মিলে আড্ডা দিমু...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও দেখি হাজির, আরো ছোট লেখা চাই। এতো বড় পড়ার সময় নাই 🙂
শওকত ভাই,
ছোট লেখার গুরু হইতেছে ফয়েজ ভাই... :boss:
গুরুর আশীর্বাদ পেলে একদিন নিশ্চয়ই... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পুরা আদিম ও অকৃত্রিম জুনা ভাই 🙂
এইটা কি দিলেন বস............... :boss:
নোবেল পুরষ্কারের দাবীদার। ::salute::
সিসিবির তারকা ব্লগাররা আস্তে আস্তে ফিরে আসতেছে - বিরাট খুশীর খবর 🙂
কবীর, ব্লগ লিখতে না পার অন্তত কমেন্ট দিও নিয়মিত - ঐ জায়গায় তুমি যে আদি অকৃত্রিম অদ্বিতীয় 🙂
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হৃদয়ে দাগ কেটে যাওয়ার মত লেখা (কোয়ালিটি লেখা তো দাগ কাটবেই)...
অনেক দিন পর... :hug:
আদি-অকৃত্রিম ঝুনাদা। পোষ্টটা ২ খন্ডে দিলে ভালো হতো বোধহয়। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর সাথে কিন্তু আমার খুনাখুনি হয়া যাইবো কৈতেছি...আমার পোস্টে তুই কই? x-(
ইকার ক্যাসিয়াস পিকে পুয়োল রামোস অ্যালবা ইনিয়েস্তা জাভি অ্যালোনসো টরেস ভিয়া
বিশাল বড় লিখা, কতক্ষণে যে পড়ে শেষ করতে পারব বুঝতেছিনা... :gulti:
জুনাদা ইজ জুনাদা, নোবডি ক্যান বিট হিম :)) :)) :(( =))
মাল সিংহ ক্যাডায়, তারে নিয়া এত তুল্পার কেন সিসিবির আকাশ-বাতাস?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বাতাসে কি ফয়েজ ভাইয়ের লুঙ্গি খুলে গেছে? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:frontroll: :frontroll: :frontroll:
সরি, বস।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোর খবর আছে কামরুল, খাড়া
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=))
চ্যারিটি বিগিনস এট হোম
:frontroll:
চ্যারিটি বিগিনস এট হোম
আমিও একটু ভাব নেই ...
ইংরেজিতে একটা কথা চালু আছে ... small but beautiful ... এই লেখাটা সেরকম হয়েছে।
চ্যারিটি বিগিনস এট হোম
হৃদয়ে দাগ কেটে যাওয়ার মত লেখা (কোয়ালিটি লেখা তো দাগ কাটবেই)…
(আমিও কপি পেস্ট প্রাকটিস করলাম) B-)
:-B :-B :-B
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:teacup:
মালসিংহের জন্য
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বাপরেএএএএএএএএএএএএএএএএএ...........মানুষ ধৈর্য্য নিয়া এতবড় পোস্ট লিখে কেমনে!!!!!!!!!!!....
আমার পড়া সবচে বড় লেখা সুনিলের পূর্বপশ্চিম, তারপর ইসসিরে....আর এটা ৩য়
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
একবারে পড়ে শেষ করতে পারলাম না জুনা দা, পরে সময় নিয়ে পুরোটা পড়বো... ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:pira:
এত বড় লেখা এই মাত্র পড়ে শেষ করলাম। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মত লেখা (কোয়ালিটি লেখা তো দাগ কাটবেই)। :clap: