শুক্রবার দুপুরবেলা। জম্পেশ খানা-দানার পর আমার রুমে সবাই মিলে গল্প করছি। আমরা মানে আমি, আদিব, শান্ত এবং অভিজিৎ। গান শোনার জন্য পিসি অন করতেই পংটা আদিব প্রশ্ন করল,
-তো মামা, তোমার পিসিতে ‘সেই রকম’ কিছু নাই??? থাকলে দেখাও না…
আমি কিছু না বলে প্রথমে ‘ভিউ হিডেন ফাইলস এন্ড ফোল্ডারস’ অপশন চালু করলাম। এরপর একটি ফোল্ডার আসার পর সবার দিকে তাকিয়ে নাটকীয়ভাবে বললাম, ‘তোদের আজ কিছু জটিল কালেকশন দেখাবো’। ফোল্ডারে শুধুই ইমেজ, হাই রেজুল্যুশন…ফাটাফাটি কোয়ালিটি…
-কিরে ব্যাটা, ফাইল হাইড কইরা রাখস ক্যান??? তোর পিসিতে অন্য কেউ হাত দেয় নাকি?
-নাহ্, কেউ হাত দেয় না…তারপরও হাইড কইরা রাখি…এম্নেই আর কি…!!!
প্রথম ছবিতে ক্লিক করে বড় করতেই সবার চোখ চকচক করে উঠল, শান্ত তো আস্তে করে শীষই দিয়ে উঠল। আর বরাবরের মতন সরব অভিজিৎ এর উক্তি,
– মামা, মেশিন তো সেই রকম…!!! শালা, বডি দেখছস…প্রতিটা বাঁক কি সুন্দর আইছে…কি আর কমু…পুরা মাক্খন…
-এই রকম একটারে একদিনের জন্য পাইলেও আমি রাজি হইতাম…
-আরো চিন্তা কর- তুই এইডারে নিয়া ভার্সিটিতে গেছস…
-আর কইস না ব্যাটা, দুঃখে বুকটা ফাইট্টা যাইব…
-আহারে…!!! সমস্বরে সবার দীর্ঘশ্বাস ঘরের মধ্যে যেন প্রতিধ্বনি তুলল।
-আচ্ছা, সব মডেলই কি আমেরিকান নাকি??
-বেশিরভাগই তাই…তবে ইউরোপিয়ানও আছে…
-ভাগ্ন্যা, আমেরিকায় যাইতে মন চায়…
-ঠিকই কইছস, বাংলাদেশী যেসব দেখা যায়…তাতে মনে হয় না কেউ…
-চুপ খারাপ কথা কইবি না…
-আব্বে খারাপ কই কইলাম…শালা তোর মনেই খোঁট…!!
যাই হোক, কিছু ছবি একই মডেলের তবে বিভিন্ন এঙ্গেল থেকে তোলা বলে দ্রুত চেঞ্জ করে সবাইকে দেখাতে লাগলাম…হঠাৎ আদিব হৈচৈ করে উঠল, ‘দাঁড়া, দাঁড়া…আগের ছবিটাতে যা…এটা নাহ…আরো আগে…হ্যাঁ এইটা…চিনতে পারছস??? আমরা সবাই মাথা নাড়তেই ও অবাক হয়ে বলল, ‘এখনো চিনস নাই? আরে কস কি? ঐ যে জেমস বন্ডের ছবিতে ছিল…’
এই কথা শোনার পর মনে পড়ল- ‘আরে তাই তো…’
অভিজিৎ বাচ্চাদের মতন আবদার করে বলল, ‘মামা, এই ছবিটারে তোমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বানাও…সুন্দর কইরা দেখি…’ বাকি সবাই সায় দেয়ায়, ‘তোরা সব সাইকো!!’ বলে গজগজ করতে করতে ওয়ালপেপার সেট করলাম। ‘আরে, চেতস ক্যান? আমরা গেলে কোনো ফুল-পাখির ছবি রাখিস…!!’ বলে শয়তানী মার্কা হাসি দিল শান্ত।
রাগ করতে গিয়েও পারলাম না…স্ক্রিনের দিকে চোখ পড়তেই সব ভুলে সবাই মিলে তাকিয়ে রইলাম…নীল ব্যাকগ্রাউন্ডে তোলা ছবিটা আমাদেরকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। নিচে মডেলেও নামটাও পরিষ্কার পড়া যাচ্ছে-
‘ওয়ালথার পিপি কে’…!!!
পড়ে প্রথম :tuski:
জুনা অনেকদিন পর ভেসে উঠলি । লেখায় :thumbup:
বরাবরের মতই জটিল...। 🙂 🙂
প্রথম থেকেই ভাবতেছিলাম কি হইতে পারে। জুনা ভাই বলে কথা। আমি অবশ্য পারিনাই আমি ভাবছিলাম বাইক এর কথা বলতেছেন।
জুনা ভাই আপনার টুইস্টগুলা এখন সবাই আগেই বুঝে ফেলছে এখন বরং আপনি উলটা ট্রাই করে দেখতে পারেন। সবাই অন্য কিছু ভাবব কিন্তু পরে দেখা যাইব যেটা ভাবার কথা ছিল ঐটাই।
তপু, আমিও তোমার মতই বাইক এর কথা ভাবছিলাম...। 🙂 🙂
😀 😀 😀
সহমত :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup:
আমি অস্ত্রই ধরে নিছিলাম (তবে ঠিক ওয়ালথার পিপি কে নয়) আর মনে মনে আতঙ্কে ছিলাম জুনা এবার বুঝি সত্যি জিনিস দিয়াই না চমকটা দেয় 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরা ধরা। জুনা কৌশল বদলাও......... ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঐ
🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀 😀
হাহাহাহা
ক্যাডা জুনা ভাই নাকি? :grr:
ম্যালাদিন পরে আবার আসলেন। কত দিনের ছুটিতে সিসিবিতে আসলেন?
জুনা ভাই তো মেহমান মানুষ (কপিরাইট: কামরুল ভাই), বছরে একবার আসেন। তাই জুনাভাইর নামের পাশে অতিথি ট্যাগ লাগানোর তীব্র দাবী জানাই। :grr: :grr: :grr:
অতিথি ট্যাগ পাওয়া ব্যাপার না, আমার কাছ থেকে নিতে পারেন। B-)
কেডা জিনা ভাই নাকি? অন্যদের মতো আমিও টুইস্টের জন্য রেডি ছিলাম 😀 ... তবে কি হইতে পারে তা বুঝতে পারি নাই।
জুনা ভাই তো মেহমান মানুষ (কপিরাইট: কামরুল ভাই), বছরে একবার আসেন। তাই জুনাভাইর নামের পাশে অতিথি ট্যাগ লাগানোর তীব্র দাবী জানাই। :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঐ :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জুনাকে অনেকদিন পর দেখলাম মনে হয়। কাহিনী কী?
জুনারে মনে হয় কেউ ফোল্ডার অপশন>ভিউ>ডোন্ট শো হিডেন ফাইল্স এন্ড ফোল্ডার্স দিয়া হিডেন কইরা রাখছে, বাংলাদেশী মেশিন তো, তাই মনে হয় বাজার নাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :))
:khekz:
তোরে আগেই কইছিলাম, সিসিবির লুকজন বহুত চালাক হইয়া গ্যাছে ! 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি লেখার শিরোনাম দেখেই বুঝেছি, কবীর চমক দেবে। আমি জানি, কবীর কেমন ছেলে, ওর পক্ষে খারাপ কিছু বলা বা লেখা কোনোদিনই সম্ভব নয়। ভালো থাক কবীর। চিরদিন।
জুনা, এরপর থেকে ডাবল টুইস্ট দিবা। "The prestige" মুভিটার মত।
প্রেস্টিজ :thumbup: :thumbup: :thumbup:
আরে এত দিন বাদে জুনায়েদ ভাইয়া, :goragori: :hug:
:duel: নতুন ইমো'র সদ্ব্যবহার করলাম আর কি।
লেখা পুরা :gulli2:
আমি ভাবছিলাম কোন গাড়ি হবে।
জুনা, কৌশল বদলা......
ও হ্যাঁ, স্বাগতম মেহমান সাহেব। :grr: :grr:
:duel: :duel: :duel:
আমি ভাবছিলাম মোবাইল 😛
পড়ার সময় আমি কিছুই ভাবি নাই ... :-B
সরল মনে পইরা গেছি ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
O:-) তাইফুর্ভাই ভাল লোক, ডলারের মালা তারই হোক :grr: